25th September 2021 Current Affairs In Bengali | 25th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

25th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 25th September 2021 Current Affairs PDF:

Download 25th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

25th September 2021 Current Affairs in Bengali:

  1. সম্প্রতি Justin Trudeau কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন?
  1. অ্যামেরিকা
  2. ক্যানাডা
  3. রাশিয়া
  4. বেলারুশ
  • এই নিয়ে টানা তিনবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। ইনি Liberal দলের সদস্য এবং ক্যানাডার 23 তম প্রধানমন্ত্রী।
  • সম্প্রতি 12 থেকে 15 বছরের বয়সের শিশুদের জন্য Pfizer ভ্যাক্সিন ব্যাবহারের অনুমতি দিলো কানাডা
  • মহম্মদ জামাল ক্যানাডার প্রথম Black Person হিসেবে সুপ্রিমকোর্টের বিচারপতি হলেন
  • Quinn প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেললেন। ইনি কানাডার ফুটবলার।
  • ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কানাডা

Canada:

  • Currency: Canadian dollar
  • Capital: Ottawa
  • Prime minister: Justin Trudeau
  • 2023 সালের জন্য World Book Capital হলো কোন শহর?
  1. Kuala lumpur
  2. Accra
  3. Singapore
  4. Jakarta
  • UNESCO এই ঘোষণা করলো। ঘানার রাজধানী তে এটি স্থির করা হলো। 23 এপ্রিল World Book and Copyright Day এর দিন থেকে এটি উদযাপন করা হয়।
  • UN এর হিসাব অনুসারে ভারত 2027 সালের মধ্যে বিশ্বের সবথেকে জনবহুল দেশ হতে চলেছে
  • বিশ্ব পরিবেশ দিবসের দিন  ভারতীয় বালি শিল্পী Sudarsan Pattnaik এর প্রশংসা করলো United Nation Environment Program
  • সম্প্রতি ভারত 3 বছরের জন্য UN Economic and Social Council এর সদস্য নির্বাচিত হলো
  • I-Familia নামে ডেটাবেস চালু করলো Interpole
  • UN প্রথম বারের জন্য Proposal on Vision গ্রহণ করলো
  • UNICEF এর EVAC ক্যাম্পেনের জন্য আয়ুস্মান খুরানা কে অ্যাডভোকেট নিযুক্ত করা হলো
  • SAGO’ নামে অ্যাডভাইসরী গ্রুপ গঠন করলো WHO. এর পুরো কথা Scientific Advisory Group for Origin of Novel Pathogen.
  • 2021 সালের 17 সেপ্টেম্বার থেকে Ease of Doing Business Report বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটি বার করে World Bank

Ghana

  • Capital: Accra
  • Currency: Ghanaian cedi
  • President: Nana Akufo-Addo

United Nations Educational, Scientific and Cultural Organization

  • Headquarters: Paris, France
  • Founded: 16 November 1945, London, United Kingdom
  • Head- Audrey Azoulay
  • . ইনি কোন দেশের?
  1. পাকিস্তান
  2. বাংলাদেশ
  3. মায়ানমার
  4. আফগানিস্তান
  • মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিয়ে ভালো কাজ করার জন্য তিনি এই পুরষ্কার পেলেন। এটি বিল এবং মিলিন্ডা গেটস ফাউন্ডেসনের তরফ থেকে প্রদান করা হয়।
  • বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
  • বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
  • এবছর ডিসেম্বর মাসে মৈত্রী পাওয়ার প্রোজেক্ট এর প্রথম বাংলাদেশে  চালু হবে। এটি তে সাহায্য করবে ভারতের NTPC লিমিটেড।
  • টোকিও গেমস এ Olympic Laurel Trophy পেলেন Muhammad Yunus
  • যোগাযোগ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে বাংলাদেশ
  • দুর্যোগ ব্যাবস্থাপনের জন্য বাংলাদেশ ভারত  মউ  সাক্ষর করলো
  • সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশের তালিকায় প্রথম স্থানে আছে বাংলাদেশ
  • ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

Bangladesh

  • Capital: Dhaka
  • Currency: Bangladeshi Tanka
  • Prime minister: Sekh Hasina
  • President:  Abdul Hamid.
  • Longest river: Surma
  • Highest Peak: Keokradong
  • National Sports: Kabaddi
  • সম্প্রতি কে SDG Progress পুরষ্কার জিতলেন?
  1. Sheikh Hasina
  2. Md Yunus
  3. Nageswar Reddy
  4. Suresh Mukund
  • ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই পুরস্কারটি সংযুক্ত রাষ্ট্রের প্রযোজনায় Sustainable Development Solution Network দ্বারা প্রদান করা হয়। দারিদ্র, এবং খাদ্য সমস্যার সমাধান এবং তার সঙ্গে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি এই পুরষ্কার পেলেন।
  • নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানটোরিয়ান পুরস্কার- রবি গায়কোয়ার
  • World leader ship Congress award- Prabir Krishna
  • আন্তর্জাতিক anti-corruption চ্যাম্পিয়ন্স আওয়ার্ড পাচ্ছেন অঞ্জলি ভরদ্বাজ। এটি আমেরিকা দ্বারা প্রদত্ত
  • আফ্রিকান লিডারশিপ অ্যাওয়ার্ড জিতল নাইজারের রাষ্ট্রপতি Mahamadou Issoufou.
  • গ্লোবাল উওম্যান অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন তামিলাসাই সৌন্দরাজন.
  • Asia money Best Bank Awards 2021  জিতলো HDFC
  • Nelson Mandela World Humanitarian পুরস্কার  জিতলেন রুমানা সিনহা সেহগল
  • UNESCO World Press Freedom Prize 2021 পেলেন সাংবাদিক মারিয়া রেসা
  • Arlene Patch Global Vision Awards 2021  পেলেন গীতা মিত্তল
  • Japan’s Order of the Rising Sun honour to Shyamala Ganesh 
  • 2020 সালের Miss Universe পুরস্কার কে পেলেন Andrea Meza

5. 2021-22 অর্থবর্ষে কেন্দ্র কত মিলিয়ন টন খাদ্য শস্য উৎপাদন করার লক্ষ নিয়েছে?

  1. 307.33
  2. 305
  3. 300
  4. 298
  • গত অর্থবর্ষে ভারতে 308.65 মিলিয়ন টন খাদ্য উৎপাদন হয়েছিলো যেটি আজ পর্যন্ত সর্বাধিক।

7. FSSAI এর রিপোর্ট অনুসারে ভারত কত সালের মধ্যে Industrial trans fat মুক্ত দেশ হতে চলেছে?

  1. 2022
  2. 2025
  3. 2030
  4. 2035

  5. বর্তমানে খাদ্যে 1.34% এই ফ্যাট রয়েছে। ভারত এই আইন এনেছিলো যে 2022 সালের মধ্যে এই ফ্যাট 2% এর নীচে আনার,

Food Safety and Standards Authority of India

  • Founded: August 2011
  • Sector: Food safety
  • Jurisdiction: India
  • Headquarters: New Delhi
  • Agency executive: Rita Teaotia (Chairperson)

8. Arogya Manthan 3.0 এর সূচনা কে করলেন?

  1. Narendra Modi
  2. Ashwini Vaishnav
  3. Manuskh Mandaviya
  4. Narayan Tatu Rane
  • স্বাস্থ্য মন্ত্রী ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন। এটি PMJAY এর অংশ।

Manuskh Mandaviya

  • Minister of Chemicals and Fertilizers
  • Minister of Health and Family Welfare
  • Geeta Govinda: Jaydevaz Divine Odyssey নামে বই রিলিজ করলেন G Kishan Reddy. এর সঙ্গে একটি ইভেন্ট Bujurgon ku Baat- Desh ke Saath রিলিজ করলেন। বইটি কম্পাইল করেছেন Utpal K. Banerjee.
  • National Livestock Mission এর জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন Purushottam Rupala
  • সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কে 2023 G 20 Summit এর জন্য শেরপা ঘোষিত করা হলো
  • প্রধানমন্ত্রী Swanidhi যোজনার আওতায় সম্প্রতি Main Bhi Digital 3.0  ক্যাম্পেন চালু করা হলো
  • ১৩২টি শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে “প্রাণ” নামে পোর্টাল লঞ্চ করলো ভূপেন্দর যাদব
  • Ministry of Tribal Affairs 36000 গ্রামে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা চালু করলো
  • Telecom Sector এর Automatic route এ 100% FDI এর অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার
  • সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু যৌথ ভাবে Sansad TV
  • এর উদ্বোধন করলেন
  • Shoonya ক্যাম্পেন চালু করলো NITI Aayog
  • iRASTE প্রোজেক্ট লঞ্চ করলেন Nitin Gadkari. সরক দুর্ঘটনা কমানোর জন্য এটি লঞ্চ করা হলো।
  • Global Trae Outlook report অনুযায়ী ভারত 2050 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানি কারক দেশ হতে চলেছে
  • Drive an Initiative ক্যাম্পেন চালু করলো Ministry of law and Justice

9. সম্প্রতি ভারতের কোন সমুদ্র সৈকত Blue Flag সার্টিফিকেট পেলো?

  1. Kovalam
  2. Eden
  3. Both
  4. None of the above
  • এই নিয়ে ভারতে এ Blue Flag সার্টিফিকেট পাওয়া বীচ হলো দশটি। Kovala তামিলনাড়ু তে এবং Eden পুদুচ্চেরি তে অবস্থিত। বাকি সমুদ্র সৈকত গুলি হলো-
  • Gujrat- Shivrajpur
  • Diu- Ghoghala
  • Karnataka- Kasarkod and padubidri
  • Kerala- Kappad
  • Andhra- Rushikonda
  • Odisha- Golden
  • Andaman- Radhanagar

10. ICC মহিলা একদিনের ক্রিকেটে 1 নং এ আছে কোন ক্রিকেটার?

  1. Smriti Mandhana
  2. Jhulan Goswami
  3. Mithali Raj
  4. Poonam Yadav
  • এছারা ভারতীয় ক্রিকেটার দের মধ্যে Smriti Mandhana সপ্তম স্থানে আছে। বোলার দের মধ্যে ঝুলন গস্বামি চতুর্থ স্থানে আছে।
  • Cricuru নামে ক্রিকেট কোচিং ওয়েবসাইট চালু করলো বিরেন্দ্র সেওয়াগ এবং সঞ্জয় বাঙ্গার
  • প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Veenu Mankad আইসিসি হল অফ ফেমে এলেন
  • প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো নিউজিল্যান্ড
  • ভারতীয় ক্রিকেটার Shafali Verma কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেললেন
  • ভারতীয় ক্রিকেটার Mithali Raj মহিলা ক্রিকেটে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক রান করার কৃতিত্ব অর্জন করলেন
  • সম্প্রতি গেইল T20 ক্রিকেটে 14000 রান সম্পন্ন করলেন
  • আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson.
  • আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23000 রান সংগ্রহকারী ক্রিকেটার হলেন বিরাট কোহলি
  • ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি বিরাট কোহলি
  • মহেন্দ্র সিং ধনী T 20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হলেন
  • ভারতের দ্রুততম পেসার হিসাবে ১০০টি টেস্ট উইকেট নিলেন জাসপ্রীত বুমরা। ইনি 24 টি ম্যাচে এই কৃতিত্ব  অর্জন করলেন।

11. নরওয়ে চেস ওপেন 2021 মাস্টার ক্যাটাগরি খেতাব কে জিতলেন?

  1. D Gukesh
  2. Abhimanyu Mishra
  3. P Inian
  4. H Raza
  • ইনি ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার।

12. Snooker এ World Title কে জিতলেন?

  1. Aditya Mehta
  2. Pankaj Advani
  3. Alok Kumar
  4. Yasin Merchant
  • এটি এনার 24 তম টাইটেল। গত সপ্তাহে তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন।
  • পোল্যান্ড র‍্যাঙ্কিং সিরিজ এ স্বর্ণ পদক জিতলেন কুস্তিগির Vinesh Phogat.
  • দাবার Gelfund Challenge পুরষ্কার জিতলো D. Gukesh
  • সম্প্রতি দীপিকা কুমারী তীরন্দাজি বিশ্বকাপে একি দিনে তিনটি স্বর্ণ পদক পেলেন।
  • Sparkassen Trophy  চ্যাম্পিয়ন হলেন ভারতের শ্রেষ্ঠ দাবা খেলোয়ার বিশ্বনাথ আনন্দ
  • ভারতের জুনিয়র কুস্তিগির প্রিয়া মালিক Cadet World Championship এ সোনার পদক জিতলেন
  • জাতীয় মহিলা অনলাইন দাবা প্রতিযোগিতা জিতলেন Vantika Agarwal
  • 19th Spilimbergo Open Chess Tournament জিতলো  রৌনক সদ্বানী
  • ভারতীয় বক্সার Rohit Chamoli এবং Bharat Jun এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন
  • Barcelona Open দাবা প্রতিযোগিতা জিতলেন SP Sethurman
  • 2021 সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়ন হলেন Pankaj Advani

13. ইলেকট্রনিক পার্ক তৈরির জন্য অনুমতি দিলো কোন রাজ্য সরকার?

  1. আসাম
  2. মহারাষ্ট্র
  3. উত্তর প্রদেশ
  4. বিহার
  • ইলেক্ট্রনিক্স ব্যাবসা কে আরো প্রোমোট করার জন্য নয়ডা তে এটি গঠন করা হচ্ছে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক Rudraksh নামে একটি Cooperation এবং Convention কেন্দ্রের উদ্বোধন করলে বারানসিতে
  • ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস নয়ডাতে চালু হলো
  • কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে নয়ডাতে।
  • ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উত্তর প্রদেশে স্থাপন হতে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি মথুরা তে স্থাপন করছে।
  • সম্প্রতি ইলেক্ট্রিক বাসের ট্রায়াল করলো উত্তরপ্রদেশ
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের Mahoba থেকে Ujjwala 2.0 এর সূচনা করলেন
  • উত্তর প্রদেশ Kakori Kand এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো
  • অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া রামায়ন কনফারেন্সের উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ
  • ২০৩২ অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিলো উত্তরপ্রদেশ
  • গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল এলাহাবাদ হাইকোর্ট
  • রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ব বিদ্যালয়ের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের আলিগরে এটি স্থাপিত হতে চলেছে।
  • সম্প্রতি উত্তর প্রদেশ মাত্রু ভূমি যোজনা চালু করলেন যোগী আদিত্যনাথ

Uttar Pradesh:

  • Capital: Lucknow
  • LS; 80   RS:31
  • CM; Yogi Adityanath
  • Governor: Anandiben Patel
  • High court: Allahabad High Court
  • National Park: Dudhwa,
  • Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
  • Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
  • Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
  • World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

14. সম্প্রতি কোন রাজ্য Tea Park গঠন করার কথা ঘোষণা করেছে?

  1. আসাম
  2. কর্ণাটক
  3. পশ্চিমবঙ্গ
  4. তামিলনাড়ু
  • কামরূপ জেলার Chaigaon এ এটি স্থাপন করা হবে।
  • আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
  • উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
  • আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
  • ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো
  • Bamboo industrial park আসামের Dima Hasao জেলার Manderdisa গ্রামে স্থাপিত হচ্ছে।
  • রতে প্রথম স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এ
  • Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো আসাম
  • ১০০০টি মডেল অঙ্গণওয়ারি সেন্টার তৈরির ঘোষণা করলো আসাম
  • Orang National Park-এর থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে আসাম
  • Lovlina Borgohen আসামের সমগ্র শিক্ষা অভিজানের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হলেন

Assam:

  • Capital: Dispur
  • LS:14     RS: 7
  • CM; Hemanta Biswa Sharma
  • Governor: Jagdish Mukhi
  • High court: Gauhati High Court
  • National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Orang, Raimona, Dihnag Patkai
  • Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
  • Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
  • World Heritage Site:  Kaziranga National Park,  Manas Wildlife Sanctuary
  • Ramsar Site: Deepor Beel

15. Global Startup Ecosystem Report অনুযায়ী ব্যাঙ্গালোর কত তম স্থানে আছে?

  1. 23
  2. 25
  3. 30
  4. 20
  • প্রথম স্থানে আছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি। দিল্লী 36 তম স্থানে আছে।
  • সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
  • সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
  • রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act)  আনতে চলেছে কর্ণাটক
  • ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
  • Basavraj Bommai কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
  • ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের সংরক্ষণের কথা ঘোষণা করলো
  • কৃষক পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য স্কলারশিপ চালু করলো
  • 1509 সালের একটি পাথরের শিলালিপি পাওয়া গেলো কর্ণাটকে। বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় এটি নির্মিত। Sri Mahatobhara Visveswara Temple, Udupi তে এটি পাওয়া গেছে।
  • ভারতের প্রথম green hydrogen electrolyser manufacturing unit তৈরি হলো কর্ণাটকে
  • চিক্কামাগালুরুতে মশলা পার্ক তৈরি করতে চলেছে কর্ণাটক
  • সম্প্রতি অনলাইন বেটিং এবং জুয়া বন্ধ করে দিলো কর্ণাটক

Karnataka:

  • Capital: Bengaluru
  • Formation Date: 1st November 1956
  • LS: 28     RS: 12
  • CM;  Basavraj Bommai
  • Governor: Thawarchand Gehelot
  • High court: Karnataka High Court[6]
  • National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
  • Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
  • Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
  • World Heritage Site:  Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi
Share with your friends

Leave a Comment