15th September 2021 Current Affairs In Bengali | 15th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

15th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 15th September 2021 Current Affairs PDF:

Download 15th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

15th September 2021 Current Affairs in Bengali:

  1. Wonderchef কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?

a) কৃতি স্যানন
b) ঐশ্বর্য্য রাই বচ্চন
c) করিনা কাপুর
d) কিয়ারা আদভানি

• এটি 2009 সালে তৈরি করেছিলেন Ravi Saxena এবং বিখ্যাত Chief Sanjay Kapoor.

• Pagar Book- Akshay Kumar
• Gaddi.com- Akshay Kumar
• Classplus- Sourav Ganguly
• Spice Money- Sonu Sood
• Dabur Chyawanprash- Akshay Kumar
• Cuemath- Vidya Balan
• Dr. Trust- Rohit Sharma
• Pepsi CO- Shafali Verma
• World Wide Fund India Environment- Viswanathan Anand
• Aarogya Setu App- Ajay Devgan
• BAFTA Breakthrough- A R Rahaman
• Fit India Movement- Kuldeep Hooda
• খাদি প্রাকৃতিক রঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর – Nitin Gadkari
• Equitas Small Finance Bank- ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল
• Tata AIA লাইফ ইন্সুরেন্স কোম্পানি- নীরজ চোপরা

  1. bob World’ নামে ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

a) State Bank of India
b) ICICI Bank
c) HDFC Bank
d) Bank of Baroda

• এটি ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম যেখানে ব্যাংকের সমস্ত সুবিধা পাওয়া যাবে।

• SHWAS এবং AROG নামে দুটি লোন বিতরন প্রণালী চালু করলো SIDBI. স্বাস্থ্য ক্ষেত্রে সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্প দুটই চালু হলো।
• আই চুজ মাই নাম্বারের সুবিধা চালু করলো জন স্মল ফিনান্স ব্যাংক
• ডিজি গোল্ড নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো Airtel Payment Bank
• ডিজিটাল লোন প্রসেসিং সিস্টেম চালু করলো IDBI
• HDFC 2031-32 এর মধ্যে নেট কার্বন নির্গমন শূন্য করার লক্ষ মাত্রা নিলো
• সম্প্রতি কবচ (Kavach) নামে একটি ব্যাক্তিগত লোন স্কিম চালু করলো SBI
• Pay Your Contact সার্ভিস চালু করলো Kotak Mahindra
• Aarogyam Healthcare business loan চালু করলো SBI
• Salaam Dil Sey নামে একটি ইনিশিয়েটিভ শুরু করলো HDFC
• কিং ফ্রড অ্যাওয়ারনেসের ক্যাম্পেনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক নীরজ চোপরা কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করলো
• ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘Digital Prayaas’ অ্যাপ লঞ্চ করলো SIDBI
• Ubharte Sitaare Fund গঠন করলো EXIM Bank এবং SIDBI

• B Headquarters: Alkapuri, Vadodara
• Founder: Sayajirao Gaekwad III
• Founded: 20 July 1908, Vadodaraank of Baroda
• Chairman: Hasmukh Adhia

  1. ১৩২টি শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে “প্রাণ” নামে পোর্টাল লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী?

a) নরেন্দ্র মোদী
b) ভূপেন্দর যাদব
c) স্মৃতি জুবিন ইরানি
d) পিযুষ গোয়েল

• এই 132 টি শহরে বায়ুর মান খুব খারাপ হওয়ায় এই পোর্টালের মাধ্যমে সেখানে বায়ুর গুনগত মানের ওপর লক্ষ রাখা হবে।

• IndiaSize নামে একটি সাইজ সমীক্ষা চালু করলো Ministry of Textiles
• Cisco এর সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য “WEP Nxt” নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো NITI Aayog
• International Climate Summit 2020-21 আয়োজন করলো ভারত
• ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার সিমুলেটর টুলকিট লঞ্চ করলো Ministry of Electronics and Information Technology
• Ministry of Road Transport and Highways BH series এর নাম্বার প্লেট লঞ্চ করলো
• Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন সর্বানন্দ সনোয়াল
• এশিয়ার প্রথম দেশ হিসেবে Plastic Pact লঞ্চ করতে চলেছে ভারত
• Vidyanjali Portal লঞ্চ করলেন Narendra Modi
• 9 September অনুষ্ঠিত হওয়া BRICS সামিটে সভাপতিত্ব করলেন Narendra Modi. এর থিম ছিলো BRICS@15: Intra BRICS cooperation for continuity, consolidation and consensus.
• Geeta Govinda: Jaydevaz Divine Odyssey নামে বই রিলিজ করলেন G Kishan Reddy. এর সঙ্গে একটি ইভেন্ট Bujurgon ku Baat- Desh ke Saath রিলিজ করলেন। বইটি কম্পাইল করেছেন Utpal K. Banerjee.
• National Livestock Mission এর জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন Purushottam Rupala
• সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কে 2023 G 20 Summit এর জন্য শেরপা ঘোষিত করা হলো
• প্রধানমন্ত্রী Swanidhi যোজনার আওতায় সম্প্রতি Main Bhi Digital 3.0 ক্যাম্পেন চালু করা হলো

Bhupender Yadav
• Constituency Rajasthan
• Member of Parliament, Rajya Sabha
• Minister of Labour and Employment
• Minister of Environment, Forest and Climate Change

  1. বাড়িতে অল্প মাত্রায় গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করলো কোন দেশ?

a) ডেনমার্ক
b) ইতালী
c) জাপান
d) দক্ষিণ কোরিয়া

• প্রতি বাড়িতে 3টি করে গাছ চাষ করা যাবে। ইউরোপের প্রথম দেশ হিসেবে এই সিদ্ধান্ত নিলো ইটালি। একি সঙ্গে গাজার অবৈধ চাষ এবং চোরাচালনে শাস্তির মেয়াদ বৃদ্ধি করা হলো।

• সোনার পর্বত আবিষ্কৃত হল আফ্রিকার কঙ্গোতে এখানে মাটিতে 60 থেকে 90 শতাংশ সোনা রয়েছে। পাহাড়টির নাম luhini।
• সম্প্রতি খবরে থাকা Mount Nyiragongo কঙ্গতে অবস্থিত। সম্প্রতি এখান থেকে অগ্নুৎপাত হয়েছে এবং এখানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছে ভারতীয় সেনা।
• করোনা ভাইরাসের কারণে 2021 টোকিও অলিম্পিকে অংশ নেবে উত্তর কোরিয়া
• সম্প্রতি উত্তর কোরিয়া 2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা পর্ব থেকে নাম প্রত্যাহার করে নিলো
• পথচারীদের জন্য বিশ্বের দীর্ঘতম সেতু পর্তুগাল এ নির্মিত হলো। Rock Strewn পর্বত এবং Paiva নদীর উপর নির্মিত হলো।
• সম্প্রতি পৃথিবীর সবথেকে পুড়নো সমাধিক্ষেত্র কোন দেশে আবিষ্কৃত হয়েছে কেনিয়া
• সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়সঙ্কর মহত্মা গান্ধী লাইব্রেরীর উদ্বোধন করলেন
• সম্প্রতি মাদাগাস্কারে বিলুপ্ত মাছ coelacanth এর জীবাশ্ম পাওয়া গেলো
• সম্প্রতি Darwin Arch প্রাকৃতিক কারনে খয়ে ভেঙ্গে পরলো। এটি ইকুয়েডর এর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
• আর্টিফিশিয়াল মিনি হার্ট তৈরি করলঅস্ট্রিয়া
• সম্প্রতি World Health Organization সুইজারল্যান্ড সঙ্গে Biohub সুবিধা চালু করা নিয়ে চুক্তি করেছে

Italy
• President: Sergio Mattarella Trending
• Capital: Rome
• Currency: Euro
• PM- Mario Draghi

  1. সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট গর্ভপাতকে অবৈধ বলে ঘোষণা করলো?

a) ব্রাজিল
b) মেক্সিকো
c) আমেরিকা
d) চীন

• দেশে লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিলো মেক্সিকো সুপ্রিম কোর্ট।

• সম্প্রতি নাইজেরিয়া প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম Koo তে তাদের সরকারি অ্যাকাউন্ট খুললো
• নাইজেরিয়া তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করতে চলেছে
• Saba Sakr সম্প্রতি মিশর দেশের প্রথম মহিলা বক্সিং কোচ হলেন
• Ever Given জাহাজ সুয়েজ খালে আতকে গেছিলো।
• সম্প্রতি মিশর তাদের সবথেকে বড়ো নৌ ঘাটির উদ্বোধন করলো
• বিশ্বের প্রথম দেশ হিসেবে 2 বছরের শিশু কে ভ্যাকসিন দিলো কিউবা
• বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষক প্ল্যান্ট নির্মাণ করলো আইসল্যান্ড
• ২১টি দেশের সাথে Bright Star 2021 যৌথ মিলিটারি অনুশীলন হোস্ট করলো ইজিপ্ট

Mexico
• Capital: Mexico City
• Currency: Mexican peso
• President: Andrés Manuel López Obrador

  1. ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিলো কোন দেশ?

a) ভারত
b) শ্রীলংকা
c) বাংলাদেশ
d) আফগানিস্তান

• দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিলো বাংলাদেশ। যেখানে ভুমি ব্যাবস্থা সংক্রান্ত সমস্ত কাজ ডিজিট্যালি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা করলেন।

• ভারতীয় হাই কমিশন বাংলাদেশ এ সংস্কৃত শেখার অ্যাপ Little Guru চালু করলো
• সম্প্রতি World Bank বাংলাদেশকে 1 বিলিয়ন ডলার অর্থ সাহায্য করলো
• বাংলাদেশের ঢাকায় সম্প্রতি বংবন্ধু-বাপু মিউজিয়ামের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
• বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
• বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
• এবছর ডিসেম্বর মাসে মৈত্রী পাওয়ার প্রোজেক্ট এর প্রথম বাংলাদেশে চালু হবে। এটি তে সাহায্য করবে ভারতের NTPC লিমিটেড।
• টোকিও গেমস এ Olympic Laurel Trophy পেলেন Muhammad Yunus
• যোগাযোগ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে বাংলাদেশ
• দুর্যোগ ব্যাবস্থাপনের জন্য বাংলাদেশ ভারত মউ সাক্ষর করলো
• সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশের তালিকায় প্রথম স্থানে আছে বাংলাদেশ

Bangladesh:
• Capital: Dhaka
• Currency: Bangladeshi Tanka
• Prime minister: Sekh Hasina
• President: Abdul Hamid.
• Longest river: Surma
• Highest Peak: Keokradong
• National Sports: Kabaddi

Important Point:
• Border with West Bengal, Assam, Tripura, Meghalaya, Mizoram .
• Total length of border with India- 4096 km.
• Length of border with West Bengal- 2217 km.
• Independence Day- 26th March (1971)

  1. প্রথমবার কোন দেশের সাথে ‘2+2 Ministerial Dialogue’ অনুষ্ঠিত করলো ভারত?

আমেরিকা
a) জাপান
b) অস্ট্রেলিয়া
c) ভিয়েতনাম

• ভারত এবং অস্ট্রেলিয়ার বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে এই বৈঠক হবে। অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী Marise Payne এবং প্রতিরক্ষামন্ত্রি Peter Dutton ভারত সফরে এসেছেন এখানেই এটি অনুষ্ঠিত হলো।

• বিশ্বের প্রথম হংসচঞ্চু( Platypus) অভয়ারণ্য তৈরি করছে অস্ট্রেলিয়া।
• সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি Great Barrier Reef কে ইন ডেঞ্জার হিসেবে ঘোষণা করার দাবি করলো
• সম্প্রতি Pradeep Sing Tiwana অস্ট্রেলিয়ার প্রথম ভারতীয় বিচারক হলেন
• সম্প্রতি অস্ট্রেলিয়াতে ইঁদুরের একটি বিশেষ প্রজাতি দেখা গেলো যা 150 বছর আগে শেষ দেখা গেছিলো
• 2032 এর গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলো ব্রিসবেন
• ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি সংখ্যক ভিসা ইস্যু করলো অস্ট্রেলিয়া
• AUSINDEX নৌ সেনা মহড়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হলো।

Australia:
• Capital- Canberra
• Currency- Australian Dollar
• Prime Minister- Scott Morrison
• Parliament- Federal Parliament

  1. কোথায় অনুষ্ঠিত 20th Imagine India Film Festival-এ বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড জিতলেন দেবজ্যোতি মিশ্র?

a) ইতালী
b) স্পেন
c) ফ্রান্স
d) মরক্কো

• 2019 সালের দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন রজনীকান্ত
• সম্প্রতি বলিউড তারকা অক্ষয় কুমার Leonardo DiCaprio এর সঙ্গে Golden Globe Honors Foundation এর দ্বারা পুরস্কৃত হলেন
• 74 তম British Academy Film Awards (BAFTA) এ শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেলো নোম্যাডল্যান্ড
• সম্প্রতি ভারতীয় সিনেমা Puglya মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেলো
• 2021 বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এ আইকন অ্যাওয়ার্ড জিতলেন পিঙ্ক
• New York City International Film Festival এ সেরা অভিনেতা হলেন অনুপম খের
• প্রথম ভারতীয় World Choreography Award 2020 পুরস্কার জিতলেন সুরেশ মুকুন্দ
• লস অ্যাঞ্জেলস এ অনুষ্ঠিত Indian Film Festival এ শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হলো Seththumaan
• ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক হলেন গৌতম ঘোষ
• 74 তম কান (Cannes) ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার পেলো Titan। ভারতের Payal Kapadia এর Night of knowing Bathing শ্রেষ্ঠ ডকুমেন্টারি এর পুরষ্কার জিতলো।
• ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান Knight of the Order of Arts and Letters পাচ্ছেন ভারতীয় ফিল্ম মেকার গুনিত মুঙ্গা
• Indian Film Festival of Melbourne 2021 এ শ্রেষ্ঠ অভিনেত্রি – বিদ্যা বালান

• অনুরাগ কাশ্যপ প্রযোজিত এবং Hari Viswanath পরিচালিত এই সিনেমায় দেবজ্যতি মিশ্র সঙ্গীত পরিচালকের কাজ করেছেন।

Spain
• Capital: Madrid
• Currency: Euro

  1. ডেনমার্কের সহায়তায় মান্নার উপসাগরে এনার্জি আইল্যান্ড তৈরি করতে চলেছে কোন রাজ্য?

a) তামিলনাড়ু
b) কেরালা
c) গুজরাট
d) রাজস্থান

• এখানে 4-10 গিগা ওয়াট গ্রিন এনার্জি উৎপাদন হবে। এতে ডেনমার্ক 5 থেকে 10 বিলিয়ন ডলার লোণ প্রদান করবে।

• বিশ্বের প্রথম শক্তি দ্বীপ নির্মিত হচ্ছে ডেনমার্কে।
• উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
• মানুষের বসবাসের জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করছে
• ডেনমার্ক এ বিশ্বের উচ্চ তম বালির প্রাসাদ নির্মিত হলো। এর উচ্চতা 21.16 মিটার
• স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য ডেনমার্ক এর সঙ্গে মউ সাক্ষর করলো ভারত সরকার
• ভারত এবং ডেনমার্ক মিলে Centre of Excellence on offshore Wind লঞ্চ করলো

Denmark
• Capital- Copenhagen
• Currency- Krone
• Prime Minister- Mette Frederiksen

Tamil Nadu:
• Capital: Chennai
• LS:39 RS: 18
• Madras Renamed as Tamil Nadu in 1969
• CM; M.K.Stalin
• Governor: R N Ravi
• High court: Madras High Court
• National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
• Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
• Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
• Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
• World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

  1. সমস্ত বিদ্যালয়ে ‘Business Blasters’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য?

a) কর্ণাটক
b) মহারাষ্ট্র
c) দিল্লি
d) অন্ধ্রপ্রদেশ

• উপ মুখ্যমন্ত্রী মনিষ শিশোদিয়া এটি চালু করলেন। এতে স্কুলে থাকতেই শিক্ষার্থীদের ব্যাবসা সংক্রান্ত শিক্ষা দেওয়া হবে।

• সম্প্রতি দিল্লী বিশ্ববিদ্যালয় করোনার কারনে অনাথ হয়ে যাওয়া সমস্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামুল্যে শিক্ষাদানের কথা ঘোষণা করলো
• Jahan vote, Wahan vaccinataion ক্যাম্পেন চালু করলো দিল্লী
• সম্প্রতি দিল্লী করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য 5000 যুবক কে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
• যোগ বিজ্ঞান (Yoga Science) এর উপর কোর্স চালু করলো দিল্লী।
• 2020 সালের Outstanding Civil Engineering Achievement Award 2020 জিতলো দিল্লী মেট্রো
• সম্প্রতি দেশের প্রথম FASTag/UPI মাধ্যমে পার্কিং সুবিধা আনলো দিল্লী মেট্রোরেল কর্পোরেশন। তারা এটি কাশ্মীরি গেট ষ্টেশনে চালু করলো
• বাস এবং যাত্রী সম্পর্কে লাইভ স্ট্যাটাস দিতে গুগলের সঙ্গে চুক্তি বদ্ধ হলো দিল্লী সরকার
• পুসাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাঙ্ক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার
• দিল্লীর প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন করলেন অরবিন্দ কেজরিয়াল
• দিল্লী সরকার Desh Ka Mentors প্রোগ্রামের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করলো সনু সুদ কে

Delhi:
• CM-Arvind Kejriwal
• Lt. Governor- Anil Baijal
• LS:7 RS:3
• World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,

Share with your friends

Leave a Comment