12th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 12th September 2021 Current Affairs PDF:
Download 12th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
12th September 2021 Current Affairs in Bengali:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে 2 বছরের শিশু কে ভ্যাকসিন দিলো কোন দেশ?
a) অ্যামেরিকা
b) কিউবা
c) চীন
d) ক্যানাডা
• এটি কিউবার নিজস্ব করোনা ভ্যাকসিন যেটি কে এখনো মান্যতা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যাক্সিনটির নাম Abdala.
Cuba:
• Capital: Havana
• President: Miguel Díaz-Canel
• Currency- Peso
- বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষক প্ল্যান্ট নির্মাণ করলো কোন দেশ?
a) নরওয়ে
b) ফিনল্যান্ড
c) আইসল্যান্ড
d) ডেনমার্ক
• এটি 8 সেপ্টেম্বার থেকে চালু হলো। এটি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে তা মাটির তলায় পাঠিয়ে দেবে। এটি নির্মাণ করেছে সুইজারল্যান্ডের কোম্পানি Climmeworks AG
• বিশ্বের প্রথম দেশ হিসেবে কো ভ্যাকস পেল ঘানা।
• সোনার পর্বত আবিষ্কৃত হল আফ্রিকার কঙ্গোতে এখানে মাটিতে 60 থেকে 90 শতাংশ সোনা রয়েছে। পাহাড়টির নাম luhini।
• সম্প্রতি খবরে থাকা Mount Nyiragongo কঙ্গতে অবস্থিত। সম্প্রতি এখান থেকে অগ্নুৎপাত হয়েছে এবং এখানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছে ভারতীয় সেনা।
• পথচারীদের জন্য বিশ্বের দীর্ঘতম সেতু পর্তুগাল এ নির্মিত হলো। Rock Strewn পর্বত এবং Paiva নদীর উপর নির্মিত হলো।
• সম্প্রতি পৃথিবীর সবথেকে পুড়নো সমাধিক্ষেত্র কোন দেশে আবিষ্কৃত হয়েছে কেনিয়া
• সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়সঙ্কর মহত্মা গান্ধী লাইব্রেরীর উদ্বোধন করলেন
• সম্প্রতি মাদাগাস্কারে বিলুপ্ত মাছ coelacanth এর জীবাশ্ম পাওয়া গেলো
• সম্প্রতি Darwin Arch প্রাকৃতিক কারনে খয়ে ভেঙ্গে পরলো। এটি ইকুয়েডর এর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
• আর্টিফিশিয়াল মিনি হার্ট তৈরি করল অস্ট্রিয়া
Iceland
• Capital: Reykjavík
• Currency: Icelandic króna
• President: Guðni Th. Jóhannesson
- ভারত এবং কোন দেশে মিলে Centre of Excellence on offshore Wind লঞ্চ করলো?
a) অস্ট্রেলিয়া
b) ডেনমার্ক
c) অ্যামেরিকা
d) নরওয়ে
• ভারত এবং ডেনমার্কের গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্বরূপ এটি লঞ্চ করা হলো। এটি মূলত ভারতের সমুদ্র তীরবর্তী বায়ু থেকে শক্তি উৎপাদনে কাজ করবে।
• বিশ্বের প্রথম শক্তি দ্বীপ নির্মিত হচ্ছে ডেনমার্কে।
• ডেনমার্ক বিদেশী বিনিয়োগ নিয়ে নতুন আইন আনতে চলেছে
• উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
• মানুষের বসবাসের জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করছে
• ডেনমার্ক এ বিশ্বের উচ্চ তম বালির প্রাসাদ নির্মিত হলো। এর উচ্চতা 21.16 মিটার
• স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য ডেনমার্ক এর সঙ্গে মউ সাক্ষর করলো ভারত সরকার
Denmark:
• Capital- Copenhagen
• Currency- Krone
• Prime Minister- Mette Frederiksen
- DRDO এবং কোন দেশের aerospace industries একত্রে মিডিয়াম রেঞ্জের ভুমি থেকে বায়ু মিসাইল সিস্টেম নির্মাণ করলো?
a) অ্যামেরিকা
b) ইজরায়েল
c) চীন
d) রাশিয়া
• এই প্রথম দুই দেশ একত্রে এরম একটি মিসাইল সিস্টেম নির্মাণ করলো। এটি শত্রু বিমান এবং মিসাইলের হাত থেকে রক্ষা করতে সক্ষম।
• করণা ভ্যাকসিন গ্রহণকারীদের পাবলিক ফেসিলিটি ব্যবহারের সুবিধার্থে গ্রীন পাস লঞ্চ করল ইজরাইল সরকার।
• Mohamed al Khaja ইজরায়েল এ UAE এর প্রথম রাষ্ট্রদূত।
• সম্প্রতি খবরে থাকা Lag Be Omer ইজরায়েলের উৎসব
• ভারতে রোবট সোলার ক্লিনিং টেকনোলোজি তৈরি করছে Ecopia নামে ইজরায়েল এর একটি কোম্পানি।
• সম্প্রতি খবরে থাকা Gaza Strip প্যালেস্তাইনে অবস্থিত।
• ইজরায়েল এর নতুন প্রেসিডেন্ট হলেন Isaac Herzog
• Naftali Bennett ইজরায়েল এর নতুন প্রধানমন্ত্রী হলেন
• তাঁদের সম্প্রতি সম্পূর্ণ মাস্ক মুক্ত বলে ঘোষণা করলো ইজরায়েল
• প্রথম এরিয়াল লেসার গান ব্যাবহার করলো ইজরায়েল
• সম্প্রতি ইজরায়েলে মানব গোষ্ঠীর একটি নতুন প্রজাতি পাওয়া গেলো। Nesher Ramla তে এই সন্ধান পাওয়া গেছে। প্রায় ৪লক্ষ থেকে ১ লক্ষ বছর আগের এই প্রজাতি।
Israel
• Capital: Jerusalem
• Currency: Shekel
• Prime minister: Naftali Bennett
• President: Isaac Herzog
• Perliament: Knesset
• Intelligence agencies: Mossad
- সম্প্রতি কে আন্তর্জাতিক Young Eco Hero পুরষ্কার পেলন?
a) Ayan Shankara
b) Sunjeev Sahota
c) Pramod Bhagat
d) Sandesh Jhingan
• ইনি একজন পরিবেশবিদ। Powai Lake সংরক্ষণ প্রজেক্টে 8-14 বছর বয়সি গ্রুপে ইনি তৃতীয় হয়েছিলেন। এবছর মোট 25 জন কে এই পুরষ্কার প্রদান করা হয়েছে তাঁর মধ্যে ইনি একজন।
- সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি শক্তি ব্যাবস্থাপনের জন্য National Award for Excellence পেলো?
a) Trichy Golden Rock Workshop
b) Breathe to live
c) Go first
d) Noe of the above
• এটি প্রদান করা হয় Confederation of Indian Industry এর তরফ থেকে।
Confederation of Indian Industry
• President: T. V. Narendran
• Founded: 1895
• Purpose: Policy advocacy
• HQ: New Delhi
• Sanctuary lifetime service award- S. Theodore Baskaran
• Asia environmental enforcement award- Wild Life Crime Control Bureau
• এনার্জি এন্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড পেতে চলেছেন নরেন্দ্র মোদি।
• Asia environmental enforcement award পেলেন উড়িষ্যার মহিলা ফরেস্ট অফিসার সুস্মিতা লেনকা.
• ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড জিতলেন উত্তরাখণ্ড এর রেঞ্জ অফিসার মাহিন্দার গিরি
• ইনি রাজাজি টাইগার রিজার্ভ এর রেঞ্জ অফিসার।
• প্রথম ভারতীয় মহিলা Wild Innovator Award পেলেন ডঃ কৃথি কারান্থ
• 2021 সালের বিশ্ব খাদ্য পুরস্কার পেলেন Shakuntala Thilstead
• প্রথম ভারতীয় Whitley পুরস্কার পেলেন Nuklu foam
• প্রকৃতিবিদ Jane Goodall 2021 সালের Templeton পুরস্কার পেলেন
• 2021 সালের Nature TTL Photography পুরষ্কার পেলেন Thomas Vijayan
• Down এই চিত্রের জন্য তিনি এই পুরষ্কার পেলেন।
• সম্প্রতি জাতি সংঘের Land for Life পুরষ্কার জিতলো Shyam Sundar Gyani
• আন্তর্জাতিক Young Eco Hero পুরষ্কার পেলন Ayan Shankara
- সম্প্রতি ভারতের মোট কতগুলি রাজ্যের রাজ্যপাল পরিবর্তিত হলো?
a) 1
b) 3
c) 4
d) 6
• এই চারটি রাজ্য হলো তামিলনাড়ু, নাগাল্যান্ড, উত্তরাখন্ড এবং পাঞ্জাব। তামিলনাড়ুর গভর্নর হলেন R.N Ravi, উত্তরাখণ্ডের Lt, Gen (Retd) Gurmeet singh, পাঞ্জাবের Banwari Lal Purohit এবং আসামের রাজ্যপাল Jagdish Mukhi কে নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।
রাজ্য | নতুন রাজ্যপাল |
Goa | P S Sreedharan Pillai |
Tripura | Satyadev Naryan Arya |
Jharkhand | Ramesh Bais |
Karnatka | Thawarchand Gehelot |
Haryana | Bandaru Dattatraya |
Mizoram | Hari Babu Kambhapati |
Madhya Pradesh | Mangubhai Chhaganbhai |
Himachal Pradesh | Rajendra Vishwanath Arlekar |
Tamil Nadu | R N Ravi |
Uttarakhand | Lt, Gen (Retd) Gurmeet singh |
Punjab | Banwari Lal Purohit |
Nagaland (Additional) | Jagdish Mukhi |
- ভারতের প্রথম বিমানের আপতকালিন অবতরনে সক্ষম জাতিয় সরকের উদ্বোধন হলো কোন রাজ্যে?
a) উত্তর প্রদেশ
b) রাজস্থান
c) হরিয়ানা
d) গোয়া
• কেন্দ্রীয় সরক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যৌথ ভাবে এর উদ্বোধন করলেন। রাজস্থানের বারমেরের কাছে জাতীয় সরকে এটি নির্মাণ করা হলো। এই অঞ্চলটির দৈর্ঘ 3 কিমি এবং এটি NH-925 এর মধ্যে পরে।
• সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• রাজস্থান World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো
• Mission Niryatak Bano ক্যাম্পেন চালু করলো রাজস্থান। স্থানিয় ব্যাবসায়িদের বিদেশে ব্যাবসায় সাহায্য করার জন্য এই ক্যাম্পেন চালু করা হলো।
• 1 বছরের ভোকেশনাল ট্রেনিং এর পর 60 জন ভিখারী কে চাকরী দিলো রাজস্থান
• সম্প্রতি স্ট্রিট ভেন্ডরদের বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলো রাজস্থান। 50000 টাকা পর্যন্ত লোন প্রদান করা হবে। যে সমস্ত ভেন্ডর দের বয়স 18-40 এর মধ্যে এবং যারা করোনাতে কাজ হারিয়েছেন তাদের এই লোন প্রদান করা হবে। ইন্দিরা গান্ধী আরবান ক্রেডিট কার্ড স্কিমের আওতায় এই লোন প্রদান করা হবে।
• সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।
Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur
- ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত high ash coal gasification ভিত্তিক মিথানল উৎপাদন প্ল্যান্ট কোন শহরে নির্মিত হলো?
a) হায়দ্রাবাদ
b) কোলকাতা
c) গান্ধিনগর
d) দিল্লী
• BHEL এর রিসার্চ এবং ডেভলপমেন্ট সেন্টার এটি নির্মাণ করলো NITI Aayog এর সহায়তায়। এটি করতে 4 বছরের বেশী সময় লেগেছে। এতে প্রতদিন .25 টন মিথানল প্রতিদিন উৎপাদন করতে পারবে।
Bharat Heavy Electricals Limited
• Headquarters: New Delhi
• CEO: Nalin Singhal (8 Jul 2019–)
• Founded: 1964
• তেলেঙ্গানা কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করলো
• সম্প্রতি তেলেঙ্গানা Revv up নামে প্রোগ্রাম চালু করলো
• ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত ড্রোন ডিফেন্স ডোম এর নাম ইন্দ্রজাল। এটি নির্মাণ করেছে হায়দ্রাবাদের Grene Robotics. 1000 থেকে 2000 বর্গ কিমি এরিয়া এটি কভার করতে সক্ষম।
• আবাসিক বিদ্যালয়ে স্থানিয় ছাত্র ছাত্রী দের জন্য 50% আসন সংরক্ষণ করলো তেলেঙ্গানা
• দলিত বন্ধু প্রকল্প চালু করলো
• সম্প্রতি ভারতের 39 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো Ramappa Temple. এর আরেক নাম Rudreswara Temple. এটি মুলুগু জেলায় অবস্থিত।
• AI Game Changer Award জিতলো তেলেঙ্গানা
• হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন 10 minutes every Sunday at 10 am ক্যাম্পেন চালু করলো
Telangana:
• Capital: Hyderabad
• LS: 17 RS:7
• Formation Date: 2 June 2014
• CM; K. Chandrashekhar Rao
• Governor: Tamilisai Soundararajan
• High court: Telangana High Court
• National Park: Kasu brahmananda Reddy, mahavir harina vanasthali, Mrugavani
• Dance form: Perini Sivatandavam
• Festival: Bathu Kamma, Bonalu, Nagoba Jatra, Peerla Paduga
• World Heritage Site: Ramappa Temple
- প্রধানমন্ত্রী Svanidhi যোজনার আওতায় সম্প্রতি কোন ক্যাম্পেন চালু করা হলো?
a) Atmanirbhar Bharat
b) Main Bhi Digital 3.0
c) Vocal for Local
d) Swachh bharat
• Ministry of housing and urban affairs এবং Minisry of Electronics and Information Technology একত্রে এটি লঞ্চ করলো। এতে ভারতের 223 টি শহরের Street Vendor দের ডিজিটাল এবং ইন্টারনেট ব্যাবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।