6th & 7th September 2021 Current Affairs In Bengali | 6th & 7th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

6th & 7th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 6th & 7th September 2021 Current Affairs PDF:

Download 6th & 7th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

6th & 7th September 2021 Current Affairs in Bengali:

  1. Saath নামে একটি উদ্যোগ চালু করলো কোন রাজ্য?

a) লাদাখ
b) জম্মু কাশ্মীর
c) হরিয়ানা
d) কেরালা

• ল্যাফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এটি চালু করলেন। গ্রামীণ অঞ্চলের স্বনির্ভর মহিলা দের জন্য এটি চালু করা হলো।

• Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
• Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
• জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
• শ্রীনগর শহরে ড্রোনের ব্যাবহার, বিক্রয়, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো
• জম্মু কাশ্মীর রাজ্যের Darbar Move প্রথা 30 জুন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এটি 1872 সালে চালু করেছিলেন মহারাজা গুলাব সিং।
• Bangas Awam Mela অনুষ্ঠিত হলো জম্মু কাশ্মীর এ
• সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো জম্মু-কাশ্মীরএর পুরো কথা Photographic Record of On site Facility.
• তাতি এবং কারিগর দের জন্য Karkhandar প্রকল্প চালু করলো জম্মু এবং কাশ্মীর
• SUKOON নামে 24*7 হেল্পলাইন নাম্বার চালু করলো জম্মু কাশ্মীর
• শ্রীনগরের ডাল লেকে ভাসমান ATM লঞ্চ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Jammu and Kashmir:
• Capital: Jammu & Srinagar
• Lieutenant Governor: Manoj Sinha
• High court: Jammu & Kashmir & Ladakh High court
• National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
• Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
• Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
• Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

  1. রাজীব গান্ধীর নামে সায়েন্স সিটি তৈরি করার কথা ঘোষণা করলো কোন রাজ্য?

a) মহারাষ্ট্র
b) বিহার
c) পাঞ্জাব
d) তামিলনাড়ু

• এটি পুনের কাছে Pimpri- Chinchwad নামক স্থানে নির্মাণ করা হবে। এর জন্য 191 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

• মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
• মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
• সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্র রাজ্যে বাঁদুরের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেলো। মহাবালেস্বরের গুহা তে এই সন্ধান পেয়েছেন। National Institute of Virology এর গবেষকরা এই সন্ধান পেয়েছেন। এতে সহায়তা করেছে Indian Council of Medical Research.
• Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
• ভারতের প্রথম বেসরকারি LNG প্ল্যান্ট নাগপুর শহরে স্থাপিত হলো
• ভারতের প্রথম রাজ্য হিসেবে ব্লক চেন টেকনোলোজির সাহায্যে শিক্ষা সংক্রান্ত নথি জারী করতে চলেছে মহারাষ্ট্র
• ভি এম কানাডে রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন
• IT সেক্টরের জন্য রাজীব গান্ধী পুরষ্কার ঘোষণা করলো মহারাষ্ট্র
• ডিজেলের হোম ডেলিভারি দেওয়ার জন্য ফুয়েল হামসফর ক্যাম্পেন চালু করলো IOCL. Indian Oil Corporation এর জন্য একটি অ্যাপলিকেশন চালু করলো। আপাতত এটি মুম্বাই এবং তার সংলগ্ন এলাকায় চালু করা হলো। এটি এর পর সমস্ত মহারাষ্ট্র জুরে চালু করা হবে। এর সঙ্গে তারা CNG হোম ডেলিভারির ও পরিকল্পনা করছে।
• মহারাষ্ট্র করোনার জন্য অনাথ হয়ে যাওয়া শিশু দের জন্য চাকরী এবং শিক্ষা ক্ষেত্রে 1 % সংরক্ষণ এর কথা ঘোষণা করলো
• e-crop survey ইনিশিয়েটিভ লঞ্চ করলো মহারাষ্ট্র
• মিশন বাৎসল্য স্কিম চালু করলো মহারাষ্ট্র

Maharashtra:
• Capital: Mumbai
• LS: 48 RS: 19
• Formation Day: 1 May 1960
• CM; Uddhav Thackeray
• Governor: Bhagat Singh Koshyari
• High court: Bombay High Court
• National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
• Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
• Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
• Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
• World Heritage Site: Chhatrapati Shivaji Terminus, The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

  1. কোন রাজ্য আত্মনির্ভর কৃষি যোজনা চালু করলো?

a) মেঘালয়
b) সিকিম
c) অরুণাচল প্রদেশ
d) আসাম

• কৃষক দের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে এটি চালু করা হলো।

• দেখো আপনা দেশ ক্যাম্পেন লঞ্চ করল কোন রাজ্য
• পরিবেশ সংরক্ষণের উপর জাতীয় পুরষ্কার পেলো অরুনাচল প্রদেশের চলচ্চিত্র Water Burial
• সম্প্রতি খবরে থাকা Mount Eko Dumbing অরুণাচল প্রদেশ এ অবস্থিত
• সম্প্রতি এখানে Monal পক্ষীর দুটি নতুন প্রজাতি দেখা গেছে।
• সম্প্রতি ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্য নির্বাচিত হলেন Dr Tadang Meenu. ইনি অরুণাচল প্রদেশের বাসিন্দা।
• অরুণাচল প্রদেশের ন্যাশনাল রিসার্চ সেন্টার ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে Himalayan Yak
• এর বীমা করা নিয়ে চুক্তি করলো
• Amolops Edicola নামে ব্য্যাঙ্গের একটি নতুন প্রজাতি পাওয়া গেলো অরুণাচল প্রদেশের আদি হিল এ

Arunachal Pradesh
• Capital: Itanagar
• LS:2 RS:1
• Formation Date: 20 February 1987
• CM; Pema Khandu
• Governor: B.D Mishra
• High court: Gauhati High Court
• National Park: Namdapha, Mouling
• Dance form: Lion and Peacock Dance, Pasi Kongki Dance, Popir Dance, Bardo Chham, Aji Lamu, Chalo, Ponung, Buiya, Wancho.
• Festival: Pakke Paga Hornbill, Boori Boot Yollo, Yomgo River, Solung, Losar, Reh, Zero Festival of Music, Mopin, Dreh

  1. কোন রাজ্য 2030 সালের মধ্যে শিক্ষা হার 100 % করার লক্ষমাত্রা নিয়েছে?

a) নাগাল্যান্ড
b) কেরালা
c) সিকিম
d) লাদাখ

• বর্তমানে এখানে শিক্ষার হার 79.55 %. 2030 সালের মধ্যে এই লক্ষমাত্রা অর্জনের জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।

• প্রথমবারের জন্য নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সংগীত গাওয়া হলো।
• নাগাল্যান্ড এ ডিমাপুর এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস লঞ্চ করা হলো
• সম্প্রতি নাগাল্যান্ড রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত Raja Chilli প্রথমবারের জন্য লন্ডনে পাঠানো হলো।
• বন ধন বিকাশ যোজনা তে সাতটি পুরষ্কার জিতলো নাগাল্যান্ড

Nagaland:
• Capital: Kohima
• CM; Neiphiu Rio
• Governor: R. N Ravi
• High court: Gauhati High Court
• National Park: Intanki
• Dance form:Rengma, Udoho, Zeliang, Changlo, Changsang, Melophita, Angushu Kighilhe, Monyu Asho
• Festival: Hornbil, Aoleang, Ngada, Hega, Moatsu, Sekrenyi, Tsokum.

  1. 2021 সালের Bird Photographer of the Year পুরষ্কার কে জিতলেন?

a) Alejandro Prieto
b) Boris Jhonson
c) Nuklu Foam
d) Agnesh Calamard

• ইনি একজন মেক্সিকান ফটোগ্রাফার। Blocked চিত্রের জন্য তিনি এই পুরষ্কার পেলেন।

  1. 2021 সালের Ramon Magsaysay পুরষ্কার প্রাপক কতজন?

a) 1
b) 3
c) 5
d) 7

• এটি এশিয়ার নোবেল প্রাইজ নামে পরিচিত। এটি ছিলো এই পুরস্কারের 63 তম সংস্করণ। যে পাঁচজন পেলেন-

• Dr Firdausi Qadri- Bangladesh Vaccine Scientist
• Md Amjad Saqib-
• Roberto Ballon- Pakistan
• Steven Munsi-
• Watchdock- Indonesia

• আফ্রিকান লিডারশিপ অ্যাওয়ার্ড জিতল নাইজারের রাষ্ট্রপতি Mahamadou Issoufou.
• গ্লোবাল উওম্যান অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন তামিলাসাই সৌন্দরাজন.
• Asia money Best Bank Awards 2021 জিতলো HDFC
• সম্প্রতি ভারতের ব্যাবসায়ী Yusuff ali Ma UAE তে সর্বচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন
• Nelson Mandela World Humanitarian পুরস্কার জিতলেন রুমানা সিনহা সেহগল
• UNESCO World Press Freedom Prize 2021 পেলেন সাংবাদিক মারিয়া রেসা
• Arlene Patch Global Vision Awards 2021 পেলেন গীতা মিত্তল
• Japan’s Order of the Rising Sun honour to Shyamala Ganesh
• 2020 সালের Miss Universe পুরস্কার কে পেলেন Andrea Meza
• Forbes এর তালিকা অনুসারে 2021 সালে বিশ্বের সবথেকে ধনী খেলোয়াড় Conor McGregor
• স্পেনের সর্বোচ্চ সম্মান Princess of Australia Award পেলেন অমর্ত্য সেন
• মহিলাদের মধ্যে সবথেকে কম সময়ে এভারেস্টে আরোহণ করে বিশ্ব রেকর্ড করলেন Tsang Yin hung

• The World Book of Records দ্বারা প্রদত্ত সার্টিফিকেট অফ কমিট্মেন্ট পুরষ্কার জিতলেন Khayti Narwane
• Hurun Research and Edelgive Foundation Report অনুযায়ী বিংশ শতাব্দীতে বিশ্বের সবথেকে পরোপকারী ব্যাক্তি কে Jamshedji Tata
• সম্প্রতি Commonwealth Points of Light Award দ্বারা সম্মানিত হলেন Syed Usman Azhar Maksisi
• 2021 সালের Bird Photographer of the Year পুরষ্কার জিতলেন Alejandro Prieto

  1. Apple এবং Google এর পেমেন্ট অ্যাপ ব্যান করেদিলো কোন দেশ?

a) ব্রাজিল
b) ভারত
c) দক্ষিণ কোরিয়া
d) জাপান

• এটি অ্যাপেল এবং গুগল স্টোরে পেমেন্ট করতে হলে তাদের অ্যাপ ব্যাবহার করতে হতো এই মনোপোলি আটকানো র জন্য এই নিয়ম করা হলো। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই আইন আনলো দক্ষিণ কোরিয়া।

• পৃথিবীর বৃহত্তম সমুদ্রতীরবর্তী বায়ু ফার্ম তৈরি করতে চলেছে দক্ষিণ কোরিয়া তাদের সামুদ্রিক শহর সিনানে।
• ইন্দো করিয়ান ফ্রেন্ডশিপ পার্ক দিল্লি তে তৈরি হলো
• যৌথ ভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি করলো দক্ষিণ কোরিয়া
• বিশ্বব্যাপী স্মার্ট ফোন ব্যাবসা বন্ধ করলো LG
• সম্প্রতি ভারত দক্ষিণ কোরিয়া এর সঙ্গে পূর্ব চীন সাগরে সামরিক মহড়া করলো

South Korea:
• Capital- Seoul
• Currency- Won
• Prime Minister- Kim Boo Kyum
• Parliament- National Assembly

  1. কোন দেশের প্রধানমন্ত্রী পদ ত্যাগ করছেন Yoshihide Suga?

a) চীন
b) জাপান
c) দক্ষিণ কোরিয়া
d) ভিয়েতনাম

• করোনা পরিস্থতিতে তাঁর জনপ্রিয়তা পরে যাওয়ায় তাকে পদত্যাগ করতে হচ্ছে। তিনি 2020 সালের সেপ্টেম্বার মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।

• দেশবাসীর একাকীত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ মন্ত্রী নিয়োগ করলো জাপান।ওনার নাম Tetsushi Sakamoto
• বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার fugaku তৈরি করল জাপান।
• পেটেন্ট ভেরিফিকেশনের জন্য ভারতকে সহযোগিতা করবে
• ভারত জাপানের সঙ্গে অ্যাকাডেমিক এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতার জন্য মউ স্বাক্ষর করলো
• সম্প্রতি ভারত সরকার জাপান সঙ্গে Sustainable Urban Development নিয়ে Memorandum of Cooperation সাক্ষর করতে চলেছে
• বিদেশ ভ্রমনের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করার কথা ঘোষণা করলো জাপান
• জাপানভারত কে কোল্ড চেন সিস্টেম তৈরি করার জন্য 9.3 বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করছে
• 1936 অলিম্পিকের পর কনিষ্ঠ তম স্বর্ণ পদক জয়ী খেলোয়ার হলেন জাপানের Momiji Nishia.
• সম্প্রতি প্রয়াত Maki Kaji, সুডোকু স্রষ্টা ছিলেন
Japan:
• Capital- Tokyo
• Currency- Yen
• Prime minister- Yoshihide Suga
• King- Naruhito
• Parliament- Diet
• National sports- Sumo
• National emblem- chrysanthemum

  1. কোন দেশ সম্প্রতি Food emergency ঘোষণা করলো?

a) পাকিস্তান
b) বাংলাদেশ
c) শ্রীলঙ্কা
d) আফগানিস্তান

• দেশে বিদেশী মুদ্রাভান্ডার এর সঞ্চয় একদম কমে যাওয়ায় এটি ঘোষণা করা হলো।

• এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা এবছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এটি এবছর শ্রীলংকাতে
• হওয়ার কথা ছিল
• সম্প্রতি ভারত শ্রীলঙ্কা সঙ্গে সৌর শক্তি নিয়ে Line of Credit সাক্ষর করলো
• সম্প্রতি খবরে থাকা শ্রীলঙ্কা ক্রিকেটার Sanath Jayasundera কে 7 বছরের জন্য ব্যান করলো আইসিসি। গড়াপেটার অভিযোগে তাঁর এই সাজা হলো
• বিশ্বের বৃহত্তম নীলা পাথর (Sapphire cluster star) শ্রীলঙ্কাতে পাওয়া গেলো। এর নাম দেওয়া হয়েছে Serendipity Sapphire. Ratnapura তে এটি পাওয়া গেলো। এর ওজন 510 কেজি এবং দাম 100 মিলিয়ন ডলার।
• আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন Isuru uDana

Sri Lanka:
• Capital: Sri Jayawardenepura Kotte
• Currency: rupee
• Prime minister: Mahinda Rajapaksa
• President: Gotabaya Rajapaksa
• Longest river: Mahaweli Ganga
• Highest Peak: Pidurutalagala
• National Sports: volley ball

  1. কোন IIT বিশ্বের প্রথম গাছ ভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো?

a) Ropar
b) Delhi
c) Madras
d) Guwahati

• Urban Air Laboratory এর তরফ থেকে এর পেটেন্ট নেওয়া হয়েছে।

• COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
• ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
• IIT Hydrabad এ তিহান ফাউন্ডেসনের সিলান্যাস হলো।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• দিল্লী আইআইটি করোনা পরিক্ষা করার জন্য Rapid Antigen Test Kit তৈরি করলো। এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে SENSIT Rapid COVID-19 Ag Testing Kit
• ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো IIT Ropar
• COVIHOME নামে করোনা টেস্টিং কিট বানালো আইআইটি হায়দ্রাবাদ
• ভারতের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি Wheelchair Vehicle তৈরি করলো আইআইটি মাদ্রাজ

  1. Engineers India Ltd এর প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে হলেন?

a) Bhartika Shukla
b) Soma Mondol
c) Aditi Avasti
d) Priya Banerjee

• ইনি IIT Kanpur এর স্টুডেন্ট ছিলেন এবং 1988 সালে এই কোম্পানি তে জয়েন করেছিলেন।

কে শিবান       মহাকাশ বিষয়ক সচিব ও স্পেস কমিশনের চেয়ারম্যান
সোমা মন্ডল   এসএআইএল এর চেয়ারম্যান
সুনিত শর্মা।রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও
উমেশ সিনহাভারতের ডেপুটি ইলেকশন কমিশনার
সঞ্জয় কাপুরঅল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট
শান্তনু দয়ালভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি
হিমা কহলি  তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি
স্বামীনাথন জানকিরামনএস বি আই এর এমডি
আশ্বিনি কুমার তিওয়ারিএস বি আই এর সিইও  
রামমোহন রাও আমারা  এস বি আই কার্ডের এমডি এবং সিইও    
অনিল কুমার শর্মাভারতীয় স্টেট ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ড এর ডিরেক্টর জেনারেল  
অজয় সিংন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান  
জয় শাহএশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট  
অ্যান্ডি জ্যাসিঅ্যামাজনের সিইও
ডঃ অজয় মাথুর  ইন্টারন্যাশনাল সোলার এলাইন্স এর director-general
ঊষা রাও মোনারিইউএনডিপি এর আন্ডার সেক্রেটারি জেনারেল এবং সরকারি প্রশাসক  
সেইকো হাশিমাতোদুই হাজার কুড়ি টোকিও অলিম্পিকে প্রেসিডেন্ট  
নাগোজি ওকঞ্জ আয়েলাওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল।  
এন ভী রেড্ডীঅল ইন্ডিয়া রেডিও নিউজ এর ডিরেক্টর জেনারেল
বিজয় শাপলান্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্টের নতুন চেয়ারম্যান
Woochong Umএশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর
মাতাম ভেঙ্কট রাওসেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও
জয়দীপ ভাটনগরপ্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টার
মনপ্রিত বোহরাঅস্ট্রেলিয়াতে ভারতের হাইকমিশনার
আর হরি কুমার।Western naval command এর প্রধান
কুলদীপ সিংসিআরপিএফের নতুন ডিরেক্টর জেনারেল
মোহাম্মদ আল খাজাইজরাইল এ সংযুক্ত আরব আমিরশাহির প্রথম রাষ্ট্রদূত
মেরি কমInternational boxing association এর চাম্পিয়নস এন্ড ভেটেরান কমিটির চেয়ারপারসন
তরুণ বাজাজরেভিনিউ সেক্রেটারি
  1. ভারতের কৃষকদের জন্য কিষাণ স্টোর চালু করলো কোন কোম্পানি?

a) Amazon
b) Flipkart
c) Apple
d) Paytm

• এর ফলে কৃষকরা তাদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যেমন বীজ, সার প্রভৃতি অল্প দামে পেয়ে যাবে।

• miniTV নামে ভিডিও স্ট্রিমিং সার্ভিস চালু করলো Amazon
• সম্প্রতি বিখ্যাত Hollywood Studio MGM কে কিনে নিলো Amazon
• আম্যাজন এমএল সামার স্কুল চালু করলো

Amazon
• CEO: Andy Jassy (5 Jul 2021–)
• Founder: Jeff Bezos
• Founded: 5 July 1994, Bellevue, Washington, United States
• Headquarters: Seattle, Washington, United States

  1. গোপনীয়তা নীতি লঙ্ঘনের জন্য কোন দেশ Whatsapp কে 225 মিলিয়ন ইউরো জরিমানা করলো?

a) জার্মানি
b) আয়ারল্যান্ড
c) ফ্রান্স
d) গ্রীস

• ইউরোপিয়ান ইউনিয়নে ফেসবুকের হেড কোয়াটার ডাবলিনের তরফ থেকে এটি প্রদান করতে হবে।

• Vaccine Finder Tool চালু করলো ফেসবুক
• গ্রামীণ অঞ্চলে করোনা সংক্রমণ চিহ্নিত করার জন্য WhatsApp মারফৎ XRAY Setu প্ল্যাটফর্ম চালু করা হলো
• ভারতে আইনের ছাত্রদের জন্য Tech scholars programme চালু করলো ফেসবুক
• বুলেটিন নামে একটি নিউজ লেটার প্ল্যাটফর্ম তৈরি করলো ফেসবুক
• অনলাইনে শিশু দের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য UNICEF India ফেসবুক এর সঙ্গে চুক্তি বদ্ধ হলো

Ireland
• Capital: Dublin
• Currency: Euro
• Prime minister: Micheál Martin

  1. জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হলো?

a) 5th September
b) 2nd September
c) 6th September
d) 1st September

• Dr. Sarvepalli Radhakrishnan এর জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়।

5-SeptemberTeachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day
8-SeptemberWorld Literacy Day
14-SeptemberHindi day, World First Air Day
15-SeptemberEngineer’s day in India
16-SeptemberWorld Ozone Day
25-SeptemberSocial justice day
26-SeptemberDay of the Deaf
27-SeptemberWorld Tourism Day
  1. সম্প্রতি FSSAI কোন রেলস্টেশন কে 5 star Eat Right Starion সার্টিফিকেট দিলো?

a) হাওড়া
b) শিয়ালদহ
c) চণ্ডীগড়
d) জয়পুর

• এখানে খাবারের মানের ওপর বিচার করে এটি দেওয়া হলো। এই নিয়ে পাঁচটি রেল ষ্টেশন এই তকমা পেলো। বাকি চারটি হলো- Anand Bihar Terminal New Delhi, Chhatrapati Shivaji Terminus Mumbai, Mumbai Central Railway Station, Vododora Railway Station.

• শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হলো।
• 2023 সালের মধ্যে সমস্ত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটাবে রেল।
• ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বিদ্যুৎ ই করন করা হলো
• অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
• ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
• Vijaywada রেল ষ্টেশনে 130KWP এর সোলার পাওয়ার প্ল্যান্ট বসলো।
• হলদিবাড়ি- চিলাহাটি রেল লিঙ্ক সার্ভিস শুরু হলো ভারত-বাংলাদেশ দেশের মধ্যে
• সারা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালু করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী

HQ of Indian railway

CentralCST, Mumbai
EasternKolkata
East CentralHajipur
East CoastBhubaneshwar
NorthernNew Delhi
North CentralAllahabad
North EasternGorakhpur
North East FrontierGuwahati
North WesternJaipur
SouthernChennai
South CentralSecunderabad
South EasternGarden Reach, Kolkata
South East CentralBilaspur
South WesternHubli
WesternChurchgate, Mumbai
West CentralJabalpur
Metro RailKolkata
South CoastVishakhapatnam

• Indian Railway Chairman- Sunnet Sharma
• Total Railway Division- 70
• First Kissan Rail- Maharashtra- Bihar
• 100th Kisan Rail- Sangola- Shalimar
• Largest railway network- USA ( India 4th )
• Longest Train root in india- Dibrugarh- Kanyakumari
• 1St railway zone fully electrified- West Central Railway

Share with your friends

Leave a Comment