1st September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 1st September 2021 Current Affairs PDF:
Download 1st September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
1st September 2021 Current Affairs in Bengali:
- সম্প্রতি অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হলো কোন রাজ্যে?
a) দিল্লি
b) গোয়া
c) পাঞ্জাব
d) রাজস্থান
• স্থানিয় ভাবে তৈরি হওয়া সমস্ত অ্যালকোহল এখানে পাওয়া যাবে। মূলত Feni নামে অ্যালকোহল কে উৎসর্গ করে এই মিউজিয়ামটি বানানো হয়েছে। Candolim গ্রামে এটি নির্মাণ করা হয়েছে।
• প্রথম রাজ্য যারা হর ঘর জল যোজনা 100% রুপান্তরিত করলো।
• Ambadas Haribhau গোয়ার লোকায়ুক্ত নিযুক্ত হলেন
• গোয়া নীতি আয়োগ এর অনুকরনে Goa Institution for Future Transformation (GIFT) স্থাপনা করলো।
• গোয়া ভারতের প্রথম রাজ্য হিসেবে জলাতঙ্ক (Rabies) মুক্ত হলো
• 52 তম International Film Festival of India গোয়াতে অনুষ্ঠিত হবে
Goa:
• Capital: Panaji
• LS:1 RS:1
• Liberation Day: December 19, 1961
• State hood: 30 May 1987
• CM; Pramod Sawant
• Governor: P S Sreedharan Pillai
• High court: Bombay Highcourt
• Dance form: Dhalo, Kunbi, Lamp, Fugdi, Shigmo, Dekhni, Morulem.
• Festival: Sao Joao ( Cathlic)
• World Heritage Site: Churches and Convents of Goa
- কোন দেশের প্রথম খেলোয়াড় হিসেবে IPL খেলবে টিম ডেভিড?
a) আফগানিস্তান
b) কাতার
c) সিঙ্গাপুর
d) অস্ট্রেলিয়া
• তিনি রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিমের হয়ে খেলবেন। ইনি এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছেন।
• প্রথম সিঙ্গাপুর বিশ্বের বৃহত্তম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কে অনুমোদন দিলো
• 2020-21 সালে ভারতে সবথেকে বেশী FDI এসেছে সিঙ্গাপুর থেকে
• সম্প্রতি MV X- Press Pearl নামে একটি জাহাজ শ্রীলঙ্কা উপকুলের কাছে ডুবে গেছে। এটি সিঙ্গাপুর
• দেশের জাহাজ
• বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর ফার্ম চালু হলো সিঙ্গাপুরে
• Capital- Singapore
• Currency- Singapore dollar
IPL
• First edition 2008
• Next edition 2022
• Number of teams 8
• Current champion Mumbai Indians (5th title)
• Most successful Mumbai Indians (5 titles)
• Most runs Virat Kohli (6076)
• Most wickets Lasith Malinga (170)
- ভারতের প্রথম রাজ্য হিসাবে ৩টি শহরের জন্য “ওয়াটার প্লাস সার্টিফিকেট” পেল কোন রাজ্য?
a) অন্ধ্রপ্রদেশ
b) গুজরাট
c) উত্তরপ্রদেশ
d) কেরালা
• ওয়াটার প্লাস সার্টিফিকেট প্রাপ্ত শহর গুলি হলো- বিশাখাপত্তনম, বিজয়ারা এবং তিরুপতি। একমাত্র অন্ধ্রপ্রদেশের তিনটি শহর পেয়েছে। বাকি ছয়টি শহর আলাদা আলাদা রাজ্যের। জলশক্তি মন্ত্রকের তরফ থেকে এটি প্রদান করা হয়। পানীয় জলের ব্যাবস্থা, নিকাশি ব্যাবস্থা এর উপর ভিত্তি করে এটি প্রদান করা হয়েছে।
• সম্প্রতি ছোট দোকানদার এবং ব্যাবসায়ি দের সাহায্য করতে Jagananna Thodu Scheme চালু করলো
• সম্প্রতি অন্ধ্র প্রদেশ সরকার রাজ্যের সমস্ত কলেজে ইংরাজি মাধ্যম বাধ্যতা মূলক করলো
• সমস্ত সরকারি চাকরীর পরিক্ষা থেকে ইন্টারভিউ তুলে দিলো অন্ধ্র প্রদেশ
• আন্তর্জাতিক ই এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিতস্থি অন্ধ্র প্রদেশে
• 2021-24 সালের জন্য আইটি পলিসি চালু করলো অন্ধ্রপ্রদেশ
• অন্ধ্রপ্রদেশ সম্প্রতি নতুন গাইডলাইন সহ বীমা স্কিম আনলো
• অন্ধ্র প্রদেশ Raythu Vishwas Chaitanya Yatra আয়োজন করা শুরু করলো
• ব্যাবসায়িক ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের সাহায্য করতে 14 টি কোম্পানির সঙ্গে চুক্তি করলো অন্ধ্র প্রদেশ
• বিশ্ব ব্যাংকের সহায়তায় সল্ট প্রোগ্রাম শুরু করলো অন্ধ্র প্রদেশ
• NTPC বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট স্থাপন করতে চলেছে অন্ধ্রপ্রদেশ এর বিসাখাপত্তনামে
Andhra Pradesh:
• Capital: Amaravati
• LS:25 RS:11
• Formation date: 1 November 1956
• CM; Y. S. Jagan Mohan Reddy
• Governor: Biswabhushan Harichandan
• High court: Andhra Pradesh High Court
• National Park: Sri Venkateswara, Rajiv Gandhi, Papikonda
• Dance form:Vilasini Natyam, Veranatyam, Dhimsa, Lambadi, Butta Bommalu, Bhama, Kalapam
• Festival: Flemingo, Srivari Bramhotsavam (Tirupati),Visaka utsav, Tirupati Ganga Jatra, Ugabi
• Ramsar Site- Koleru Lake
- Tokyo 2020 Paralympic Games-এর অফিসিয়াল পার্টনার হলো কোন কোম্পানী?
a) Thumbs Up
b) Puma
c) Nike
d) Hindustan Unilever
• এই প্রথম এরম কোন সফট ড্রিঙ্ক কোম্পানি প্যারালিম্পিকের পার্টনার হলো। এরা কোকাকোলার একটি ব্র্যান্ড।
The Coca-Cola Company
• CEO: James Quincey
• Founder: Asa Griggs Candler
• Founded: 29 January 1892, Atlanta, Georgia, United States
• Headquarters: Atlanta, Georgia, United States
Paralympic
• 1st- 1960 (Rome)
• This edition- Tokyo
International Paralympic Committee
• Headquarters: Bonn, Germany
• Founded: 22 September 1989
• President: Philip Craven
- ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি সংখ্যক ভিসা ইস্যু করলো কোন দেশ?
a) দক্ষিণ কোরিয়া
b) কানাডা
c) অস্ট্রেলিয়া
d) জাপান
• ভারতীয় ছাত্র ছাত্রী দের আকর্ষিত করতে এই সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া সরকার।
• বিশ্বের প্রথম হংসচঞ্চু( Platypus) অভয়ারণ্য তৈরি করছে অস্ট্রেলিয়া।
• 2023 Fifa Womens World Cup আয়োজন করবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
• সম্প্রতি চীন এবং ভিক্টোরিয়ার মধ্যে বেল্ট অ্যান্ড রোড চুক্তি ভঙ্গ করলো অস্ট্রেলিয়া
• চীন সম্প্রতি অস্ট্রেলিয়া সঙ্গে Strategic Economi Dialouge ক্যান্সেল করে দিয়েছে
• সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি Great Barrier Reef কে ইন ডেঞ্জার হিসেবে ঘোষণা করার দাবি করলো
• সম্প্রতি Pradeep Sing Tiwana অস্ট্রেলিয়ার প্রথম ভারতীয় বিচারক হলেন
• সম্প্রতি অস্ট্রেলিয়াতে ইঁদুরের একটি বিশেষ প্রজাতি দেখা গেলো যা 150 বছর আগে শেষ দেখা গেছিলো
• 2032 এর গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলো ব্রিসবেন
Australia:
• Capital- Canberra
• Currency- Australian Dollar
• Prime Minister- Scott Morrison
• Parliament- Federal Parliament
- বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল তৈরি করলো কোন দেশ?
a) ইংল্যান্ড
b) সংযুক্ত আরব আমিরাত
c) সৌদি আরব
d) ফ্রান্স
• এর নাম Ain Dubai. অক্টোবার মাসে এর উদ্বোধন করা হবে। এর উচ্চতা 250 মিটার। দুবাই এর Bluewaters Island এ এটি তৈরি করা হলো।
• মঙ্গলের কক্ষপথে পৌঁছালো সংযুক্ত আরব আমিরশাহির এয়ারক্রাফট HoPe।
• Nora Almatrooshi দেশের প্রথম মহিলা মহাকাশচারী হতে চলেছে।
• Mohamed al Khaja ইজরায়েল এ UAE এর প্রথম রাষ্ট্রদূত।
• 2022 সালে চাঁদে রশিদ নামে রোভার পাঠাবে সংযুক্ত আরব আমিরসাহি
• বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
• এশিয়ান বক্সিং চাম্পিয়ান্সিপ 2021 ইউএই তে অনুষ্ঠিত হবে
• IPL 2021 এর বাকি ম্যাচ গুলো ইউএইতে অনুষ্ঠিত হবে
• 2021 সালের পুরুষ টি 20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমেরসাহি অনুষ্ঠিত হবে
• প্রথম পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে ইউএই ইজরায়েল এ তাদের দুতাবাস খুললো
• UAE- Total 7 Emirates
• Capital- Abu dhabi
• Currency- Dirham
• Perliament- Federal National Council
• President- Khalifa bin Zayed Al Nahyan
- সম্প্রতি সন্দীপ বক্সি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন?
a) HDFC Bank
b) SBI
c) Axis Bank
d) ICICI Bank
• RBI এই মান্যতা দিলো। 2023 সালের অক্টোবার মাস পর্যন্ত তিনি এই পদে থাকবেন
ICICI Bank
• CEO: Sandeep Bakhshi
• Headquarters: Vadodara
• Founder: Industrial Credit and Investment Corporation of India
• Founded: June 1994, Vadodar
আগামী 1 বছরের জন্য UN Bureaucracy এর প্রধান | K Nagraj Naidu |
United Nations Conference on Trade and Development এর প্রথম মহিলা প্রেসিডেন্ট | Rebeca Grynspan |
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে এলেন | Veenu Mankad |
Mylab Discovery Solutions এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর | অক্ষয় কুমার |
WTO Mission এর জন্য ভারত সরকার ডিরেক্টর | Ashish Chandorekar |
Un Secretary General | Antonio Guterres |
ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্য | Dr Tadang Meenu |
দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য | Karnam Malleswari |
সিবিআই এর স্পেসাল ডিরেক্টর | Praveen Sinha |
ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে | Sirisha Bandla |
টুইটারের নতুন Grievance officer | Vinay Prakash |
National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যান | আরামানে গিরিধর |
দিল্লী পুলিশ কমিশনার | Rakesh Asthana |
Narcotics Control Bureau | SN Pradhan |
ভারতীয় নৌ সেনার ভাইস চীফ | S N Ghormade |
ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস | Deepak Das |
Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টর | Dhirti Banerjee |
ম্যানেজিং ডিরেক্টর LIC | Mini Ipe |
Jio MAMI Film Festival-এর চেয়ার পারসন | প্রিয়াঙ্কা চোপড়া জোনাস |
Broadcast Audience Research Council India এর সিইও | Nakul Chopra |
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক | Tek Chand |
- নিউইয়র্কের প্রথম মহিলা গভর্নর হিসাবে শপথ গ্রহণ করলেন কে?
a) Halima Rich
b) Kathy Hochul
c) Estina Watch
d) Lara croft
• ইনি নিউ ইয়র্ক রাজ্যের 57 তম গভর্নর হলেন।
• সম্প্রতি ভারত প্রথমবারের জন্য লাল চাল পাঠালো আমেরিকাকে।
• সম্প্রতি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এ পুনরায় যোগদান করলো আমেরিকা ।
• ভারত মহাসাগরীয় অঞ্চলে Freedom of Navigation Operations করলো আমেরিকা যুক্তরাষ্ট্র
• নেভি
• 2021 সালের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে অ্যামেরিকা
• সম্প্রতি অ্যামেরিকান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর মোমের মূর্তি Madame Tussauds মিউজিয়ামে স্থাপন করা হলো
• সম্প্রতি P81 Patrol aircraft ভারতকে বিক্রি করছে অ্যামেরিকা
• Eric Garcetti ভারতে রাষ্ট্রদূত হচ্ছে
• Neera Tandon জো বাইডেনের বরিষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন
• সম্প্রতি অ্যামেরিকা এশিয় বিরোধী হিংসা আটকানোর জন্য বিল পাস করালো
• Google তাদের প্রথম Physical retail store নিউইয়র্ক শহরে খুলতে চলেছে।
• Arun Venkatraman অ্যামেরিকান প্রেসিডেন্ট এর US and Foreign Commercial Services এর ডিরেক্টর জেনারেল হলেন
• অ্যামেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হলেন Christine Varmuth
• সম্প্রতি অ্যামেরিকা তাদের দেশে প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মে বিনিয়োগে চীনের ওপর নিষেধাজ্ঞা জারী করলো
• ভারত সম্প্রতি অ্যামেরিকা থেকে MH-60 Romeo multi-role হেলিকপ্টার কিনলো
• সম্প্রতি অ্যামেরিকা তাদের পার্লামেন্টে এই বিল পাশ করালো যে দেশে যে সমস্ত মূর্তি রয়েছে যা দাসত্ব কে সমর্থন করে সেই সমস্ত মূর্তি সরিয়ে ফেলা হবে
• সম্প্রতি ভারতের করোনা ভ্যাক্সিনেশন প্রোগ্রামের জন্য ভারত কে 25 মিলিয়ন ডলারের অর্থ সাহায্য করলো
• অ্যামেরিকান কংগ্রেস অ্যামেরিকার সর্বচ্চ নাগরিক পুরষ্কার মহত্মা গান্ধী কে প্রদান করার জন্য রেজোলিউসন এনেছে
USA:
• Capital- Washington D.C (Potomac River)
• President- Joe Biden (46th)
• Vice president- Kamala Harris (49th )
• Parliament- Congress
• Upper house- Senate
• Lower house- House of Representatives
• 1st President- George Washington
- CSE Transparency Index-এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যে পলিউশন কন্ট্রোল বোর্ড?
a) পশ্চিমবঙ্গ
b) উড়িষ্যা
c) কেরালা
d) মধ্যপ্রদেশ
• সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্টের তরফ থেকে এটি বার করা হয়। দ্বিতীয় স্থানে আছে তেলেঙ্গানা, তৃতীয় তে তামিলনাড়ু। পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে আছে।
• দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
• ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ।
• FIH President Award পেলেন উড়িষ্যার আইএএস অফিসার ভি কে পান্ডিয়ান
• স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী মোকাবিলা এবং ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে চলেছে উড়িষ্যা
• অক্সিজেন কন্সেন্ট্রেটর হোম ডিলিভারি দেওয়ার কথা ঘোষণা করলো উড়িষ্যা
• সম্প্রতি উড়িষ্যা সরকার পুলিশে ট্রান্সজেন্ডার এর নিয়োগে অনুমোদন দিলো
• সম্প্রতি আশীর্বাদ প্রকল্প চালু করলো উড়িষ্যা
• ভারতের একমাত্র উড়িষ্যাতে কুমিরের তিন রকম প্রজাতি পাওয়া গেছে। এই তিনটি প্রজাতি হলো Gharial, Magar, Crocodiles. 1975 সাল থেকে উড়িষ্যায় এই কুমির সংরক্ষণ শুরু হয়। উড়িষ্যা তে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল দেখা যায়।
• Suvarnarekha Irrigation Project চালু হলো উড়িষ্যা তে
• ভারতের প্রথম পুরি শহরে সমস্ত ট্যাপে পানীয় জল পাওয়া যাবে
• ভারতের ভুবনেশ্বর প্রথম শহর হিসেবে 100% টীকা করণ সম্পন্ন হলো
• জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করলো উড়িষ্যা
• .আরও ১০ বছরের জন্য ভারতের জাতীয় হকি টিমের স্পনসর হবে উড়িষ্যা সরকার
Odisha:
• Capital: Bhubaneshwar
• LS:21 RS:10
• CM; Naveen Patnaik
• Governor: Ganeshi Lal Mathur
• High court: Odisha High Court, Cuttack
• National Park: Simlipal, Bhitarkanika
• Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
• Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
• Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
• World Heritage Site: Sun Temple, Konârak
- কোন কোম্পানির সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য “WEP Nxt” নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো NITI Aayog?
a) Cisco
b) Microsoft
c) Google
d) Coursera
• WEP এর পুরকথা women entrepreneurship platform.
National Institution for Transforming India,
• Formed 1 January 2015;
• Headquarters New Delhi
• Narendra Modi, (Chairperson)
• Rajiv Kumar, (Vice Chairperson)
• Amitabh Kant, IAS, (CEO)
• Parent Government Agency Ministry of Planning
Cisco Systems
• CEO: Chuck Robbins (26 Jul 2015–)
• Headquarters: San Jose, California, United States
• Founded: 10 December 1984, San Francisco, California, United States
- EASE Reforms Index Award 2021 জিতলো কোন ব্যাঙ্ক?
a) State Bank of India
b) Bank of Baroda
c) Union Bank of India
d) Axis Bank
• দ্বিতীয় স্থানে আছে ব্যাংক অফ বরোদা এবং তৃতীয় স্থানে আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থ মন্ত্রী নির্মলা সিতারমন এই পুরষ্কার প্রদান করলেন।
State Bank of India
• Chairperson: Dinesh Kumar Khara
• Headquarters: Mumbai
• Founded: 1 July 1955
Imperial Bank of India
• Founder: John Maynard Keynes
• Founded: 27 January 1921