29th August 2021 Current Affairs In Bengali | 29th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

29th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 29th August 2021 Current Affairs PDF:

Download 29th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

29th August 2021 Current Affairs in Bengali:

Economist Intelligence Unit দ্বারা প্রকাশিত স্মার্ট সিটি ইনডেক্স 2021 এ প্রথম স্থানে আছে কোন শহর?
New Delhi
Copenhagen
New York
Tokyo

এতে মোট 60 টি শহর কে র‍্যাঙ্কিং এ রাখা হয়েছে। প্রথম স্থানে ডেনমার্কের রাজধানী। দ্বিতীয় স্থানে টরেন্টো। দিল্লী 48 তম এবং মুম্বাই 50 তম স্থানে আছে। এতে যে প্যারামিটার গুলো বিবেচ্য সেগুলি হলো- পরিকাঠামো, ডিজিটাল সুবিধা, স্বাস্থ্য পরিকাঠামো, পরিবেশ এর অবস্থা এবং ব্যাক্তিগত সুরক্ষা।

 

Index

1st

India Rank

Global climate risk index

 

মোজাম্বিক

 

7th

 

Corruption perception index

 

New Zealand And Denmark

 

86th

 

Asia Pacific personalized health index

 

Singapore

 

10th

 

Covid performance-index

 

New Zealand 

 

86th

 

Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)

 

Norway

 

53rd

 

ইকোনমিক ফ্রিডম ইনডেক্স

সিঙ্গাপুর।

121।

2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট

বিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত।

ভারতের দিল্লি দশম স্থানে আছে।

 

বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি

China

চতুর্থ

International intellectual property index

আমেরিকা

40

জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021

ফিনল্যান্ড

140

গ্লোবাল হোম প্রাইস ইনডেক্স

আমেরিকা

55

Inclusive Internet Index

সুইডেন

49

হেনলি পাসপোর্ট ইনডেক্স

জাপান

84

World Press Freedom Index

নরওয়ে

142

 

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স

 

94

WEF Global Energy Transition Index 2021

sweden

87

Chandler Good Government Index 2021

Finland

49

 

renewable energy country attraction index

USA

3rd

Expert insider 2021 survey 

Taiwan

51

Sustainable Development Goals

Sweden

117

2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট

Switzerland

67

World Competitiveness Index

সুইজারল্যান্ড।

43

Global Peace Index

Iceland

135

সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র‍্যাঙ্কিং

Britain

51

Sustainable Development Report

Finland

120

গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স

USA

10

গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে

20

QS Best Student Cities Ranking

লন্ডন

 

মুম্বাই106

 

2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্স

Singapore

122

Skytracks World Airport Award Ranking 2021

Doha Hamad International  Airport

 

Indira Gandhi Airport, 45

২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশে

বাংলাদেশ

3rd

Global Manufacturing Risk Index 2021

China

2nd

 

Sri Basava International Award দ্বারা সম্মানিত হলে Basavaliga Pattadevaru. এটি কোন রাজ্য প্রদান করে থাকে?
কেরালা
কর্ণাটক
বিহার
উড়িষ্যা

ইনি Bjalki Hiremath এর একজন সন্যাসি। শিক্ষা বিস্তারে এনার ভুমিকার জন্য তাকে এই পুরষ্কার প্রদান করা হলো।

ভারতের প্রথম green hydrogen electrolyser manufacturing unit তৈরি হলো কোন রাজ্যে?
কর্ণাটক
তামিলনাড়ু
হরিয়ানা
গুজরাট

অ্যামেরিকান কোম্পানি Ohmium International এটি চালু করলো। যে হাইড্রোজেন জীবাশ্ম জ্বালানী থেকে তৈরি হয় না তাকে গ্রিন হাইড্রোজেন বলে এবং জীবাশ্ম জ্বালানী থেকে তৈরি হলে তাকে ব্লু হাইড্রোজেন বলে।


সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
কর্ণাটকের বিদ্যালয় দেশের প্রথম বিদ্যালয় হিসেবে উপগ্রহ উৎক্ষেপণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে
রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক
ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
Basavraj Bommai কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের সংরক্ষণের কথা ঘোষণা করলো
কৃষক পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য স্কলারশিপ চালু করলো
1509 সালের একটি পাথরের শিলালিপি পাওয়া গেলো কর্ণাটকে। বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় এটি নির্মিত। Sri Mahatobhara Visveswara Temple, Udupi তে এটি পাওয়া গেছে।

Capital: Bengaluru
Formation Date: 1st November 1956
LS: 28 RS: 12
CM; Basavraj Bommai
Governor: Thawarchand Gehelot
High court: Karnataka High Court[6]
National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

পশ্চিমবঙ্গের মালদা থেকে কে সম্প্রতি প্রেসিডেন্ট পুরষ্কার পেলেন?
Hariswamy Das
RK Sabharwal
Syed Osman Azhar Maqsusi
Shibaji Banerjee

Shobanagar High School এর এই প্রধান শিক্ষক এখানকার সমস্ত ছাত্র দের জন্য বাড়িতে ডিজিটাল এডুকেশনের ব্যাবস্থা করেচগিলেন। এর সঙ্গে তিনি তার বিদ্যালয় কে প্লাস্টিক মুক্ত করেছেন।
পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী বিধানপরিষদ গঠনের কথা ঘোষণা করলো
লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের মুখ্য সচীব হলেন Hari Krishna Dwivedi
আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর Chief Advisor হলেন।
সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
পশ্চিমবঙ্গ সরকার Student Credit Card Scheme চালু করলো
Ease of doing Business এর জন্য 4টি স্কচ পুরষ্কার পেলো পশ্চিমবঙ্গ।
কোলকাতা শহরে তাদের প্রথম CNG বাস সার্ভিস চালু হলো
১৩০তম ডুরান্ড কাপ কলকাতায় অনুষ্ঠিত হবে

Capital: Kolkata
LS:42 RS:16
CM; Mamata Banerjee
Governor: Jagdeep Dhankar
High court: Calcutta High Court
National Park: Sunderban, Neora Valley, Singalila, Buxa,Garumara, Jaldapara.
Dance form: Baul, Gambhira, Dhunachu, Jhumair, Domni
Ramsar Site: Sunderban Wetland, East Kolkata Wetlands
World Heritage Site: Sundarbans National Park

ভারতের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি Wheelchair Vehicle তৈরি করলো কোন আইআইটি?
বোম্বে
মাদ্রাজ
দিল্লী
রোপার

এর নাম দেওয়া হয়েছে Neobolt. এর সর্বচ্চ বেগ 25 কিমি। এবং একবার চার্জ দিয়ে 25 কিমি পর্যন্ত যেতে পারবে। Neo Motion নামে একটি কোম্পানি এটি বিক্রি করার সত্ত্ব পেয়েছে।

COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
আইআইটি রোপার AmbiTag নামে ভারতের তৈরি তাপমাত্রা মাপার যন্ত্র বানালো।
Agriculture & Water Technology Development Hub তৈরি হলো IIT Ropar এ।
ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
দিল্লী আইআইটি করোনা পরিক্ষা করার জন্য Rapid Antigen Test Kit তৈরি করলো। এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে SENSIT Rapid COVID-19 Ag Testing Kit
ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ
AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো IIT Ropar
COVIHOME নামে করোনা টেস্টিং কিট বানালো আইআইটি হায়দ্রাবাদ

ভারত আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক দের উদ্ধার করার জন্য যে মিশন চালু করেছে তার নাম কি?
Operation Devi Shakti
Operation Kabul
Operation Bandar
Operation Taliban

16 আগস্ট 40 জন ভারতীয় কে উদ্ধার করে এটি চালু হয়। 27 আগস্ট পর্যন্ত ভারত 800 জন নাগরিক কে ভারতে ফিরিয়ে আনতে পেরেছে।

Capital: Kabul
Currency: Afghan afghani
President: Ashraf Ghani
Longest river: Helmand River
Highest Peak: Mount Tirich Mir
Parliament: National Assembly
Border Length-106 km
National Sports: Buzkashi

জার্মানি তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হচ্ছেন?
Sanjay Rana
Harish Parvadhney
Alok Ranjan Jha
Manpreet Sing

ইনি 1990 ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার।

Germany
Chancellor: Angela Merkel
Capital: Berlin
Currency: Euro
President: Frank-Walter Steinmeier

Srilanka- Gopal Bagley
Nepal- Vinay Mohan Kwatra
USA- Tarnajit Singh Sandhu
France- Javed Asraf
Britaain- Gayatri Issar Kumar
Afganisthan- Rudredra tondon
Bangladesh- Vikraam doraiswami
Netherlands- Pradeep Kuar Rawat
Bhutan- Ruchira Kamboj
Mayanmar- Saurabh kumar
Pakistan-
China- Vikram Misri

সম্প্রতি খবরে থাকা Princepal Sing কোন খেলার সঙ্গে যুক্ত?
ফুটবল
হকি
বাস্কেটবল
গলফ

ইনি প্রথম ভারতীয় যিনি NBA চাম্পিয়ন দলের সদস্য। তার দল Sacramento Kings 2021 সামার লীগ ট্রফি জিতলো। এনার উচ্চতা 6 ফুট 9 ইঞ্চি।
National Basketball Association
Inaugural season: 1946–47
Most titles: Boston Celtics; Los Angeles Lakers; (17 each)
Current champion: Milwaukee Bucks
Founded: 6 June 1946, New York, New York, United States
Headquarters: New York, New York, United States

কোন দেশ Fatah-1 নামে মাল্টি রকেট লঞ্চ সিস্টেম এর পরীক্ষা করলো?
চীন
ইউএই
পাকিস্তান
ইজরায়েল

এটি সম্পূর্ণ পাকিস্তনে তৈরি। এর রেঞ্জ 140 কিমি।

পাকিস্তান বাবর ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষা করলো।
পাকিস্তান নিউক্লিয়ার বহনযোগ্য ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র গজনাভির সফল উৎক্ষেপণ করল।
শাহীন iii এর সফল পরীক্ষা করল পাকিস্তান
পাকিস্তানের KRL স্টেডিয়াম নাম পরিবর্তন করে শোয়েব আক্তার স্টেডিয়াম রাখা হলো।
Aces Meet 2021 নামে বহু রাষ্ট্রীয় সেনা মহড়ার কথা ঘোষণা করলো পাকিস্তান
সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন কে সাসপেন্ড করলো FIFA
আরিশ ফাতিমা পৃথিবীর কনিষ্ঠ তম Microsoft Certifed Profesonal হলেন
পাকিস্তান তাঁদের প্রথম চীনা সহায়তায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করলো
পাকিস্তান মিশরের সঙ্গে যৌথ ভাবে Sky Guardians-1 নামে বায়ু সেনা মহড়া আয়োজন করলো
সম্প্রতি FATF পাকিস্তানকে Enhanced Follow-up List এ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
সম্প্রতি মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি Mamnoon Hussain
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুত ত্ম 14 টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন Babar Azam
বিশ্বের কনিষ্ঠ তম ব্যাক্তি হিসেবে Shehroz Kashif, K2 জয় করলেন পাকিস্তানের Shehroz Kashif
পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন আয়েশা মালিক

Capital: Islamabad
Currency: Pakistani rupee
Prime minister: Imran Khan
President: Arif Alvi
Parliament: National Parliament
Longest river: Indus
Highest Peak:
National Sports: Hockey
Important Point: Benazir Bhutto was the 1st female prime minister of a muslim country.

সম্প্রতি মারা গেলেন SS Hakim. ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
হকি
ক্রিকেট
ফুটবল
ভলি

ইনি ছিলেন বিখ্যাত ভারতীয় ফুটবলার। 1960 রোম অলিম্পিকে ভারতীয় দলের সদস্য ছিলেন। 1982 এশিয়ান গেমসে ইনি ভারতীয় দলের সহকারি কোচ ছিলেন।

All India Football Federation
President: Praful Patel
Headquarters location: New Delhi
Founded: 23 June 1937
FIFA affiliation: 1948
Vice-President: Subrata Dutta


ভারত এবং কোন দেশের সেনার মধ্যে Kajind-21 সামরিক মহড়া অনুষ্ঠিত হলো?
Kazakhstan
Nepal
South Africa
South Korea

এটি এর পঞ্চম সংস্করণ। এটি অনুষ্ঠিত হবে Kazakhstan এর Ayesha Bibi তে। এখানে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে অনুশীলন করা হবে।

ভারত ইউএই এর সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো
ভারত সৌদি আরব এর সঙ্গে Al-Mohal al-Hindi 2021 যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
25-29 আগস্ট ভারত জাপান অ্যামেরিকা অস্ট্রেলিয়া সঙ্গে মালাবার নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি
Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য IDFC First ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি
Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত এবং ইংল্যান্ড। এটি অনুষ্ঠিত হলো ব্রিটেনের Portsmouth বন্দরে। এর আগে জুলাই মাসে বঙ্গোপসাগরে এরা এই সামরিক অনুশীলন করলো।
ভারত এবং ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত করলো
Pune Cantt স্টেডিয়ামের নাম নীরজ চোপরা এর নামে রাখা হলো

Sampriti India & Bangladesh
Mitra Shakti India & Sri Lanka
Maitree Exercise India & Thailand
Vajra Prahar India & US
Yudh Abhyas India & US
Nomadic Elephant India & Mongolia
Garuda Shakti India & Indonesia
Shakti Exercise India & France
Dharma Guardian India & Japan
Surya Kiran India & Nepal
Hand in Hand Exercise India & China

Kazakhstan
Capital: Nur-Sultan
President: Kassym-Jomart Tokayev

Ministry of Cooperation এর জয়েন্ট সেক্রেটারি কে হলেন?
Abhay Kumar Singh
Kavita Garg
Srikant T
Vinhu Nair

এই মন্ত্রক টি এই বছর তৈরি করা হয়েছে যার দায়িত্বে রয়েছেন অমিত শাহ।

25 আগস্ট কাকে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল কে হলেন?
Vivek Ram Chaudhary
SS Deshwal

Name

Head Quarter

Head

NIA (National Investigation Agency)

New Delhi

Kuldip Sing ( Additional)

IB (Intelligence Bureau)

New Delhi

Arvind Kumar

CBI (Central Bureau of Investigation)

New Delhi

Subodh Kumar Jaiswal

 

RAW (Research and Analysis Wing)

New Delhi

S.K.Goel

BSF (Border Security Force)

New Delhi

Pankaj Kumar Singh

CRPF (Central Reserve Police Force)

New Delhi

Kuldip Sing

CISF (Central Industrial Security Force)

New Delhi

 

ITBP(The Indo-Tibetan Border Police)

New Delhi

S S Deswal

Indian Coast Guard

New Delhi

 Krishnaswamy Natarajan

DIA (Defence Intelligence Agency)

New Delhi

J.S.Dhilon

RPF (Railway Protection Force)

New Delhi

Arun Kumar

NSG (National Security Guard)

New Delhi

M.A.Ganapati

National Cadet Corp

New Delhi

Tarun Kumar Aich

ED (Enforcement Directorate))

New Delhi

Sanjay Kumar Mishra

SSB (Sashastra Seema Bal)

New Delhi

Kumar Rajesh Chandra

Narcotics Control Bureau

New Delhi

 SN Pradhan

 

Assam Rifles

 

Imphal

 

Pradeep Chandra Nair

 

 

 

         

 


মিশন বাৎসল্য স্কিম চালু করলো কোন রাজ্য?
অন্ধ্রপ্রদেশ
মহারাষ্ট্র
বিহার
সিকিম

গরীব পরিবারের যেসমস্ত মহিলারা তাদের স্বামীকে করোনার কারনে হারিয়েছেন তাদের সাহায্য করার জন্য এই স্কিম।

Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
ভারতের প্রথম বেসরকারি LNG প্ল্যান্ট নাগপুর শহরে স্থাপিত হলো
ভারতের প্রথম রাজ্য হিসেবে ব্লক চেন টেকনোলোজির সাহায্যে শিক্ষা সংক্রান্ত নথি জারী করতে চলেছে মহারাষ্ট্র
ভি এম কানাডে রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন
IT সেক্টরের জন্য রাজীব গান্ধী পুরষ্কার ঘোষণা করলো মহারাষ্ট্র
Corporation এর জন্য একটি অ্যাপলিকেশন চালু করলো। আপাতত এটি মুম্বাই এবং তার সংলগ্ন এলাকায় চালু করা হলো। এটি এর পর সমস্ত মহারাষ্ট্র জুরে চালু করা হবে। এর সঙ্গে তারা CNG হোম ডেলিভারির ও পরিকল্পনা করছে।
মহারাষ্ট্র করোনার জন্য অনাথ হয়ে যাওয়া শিশু দের জন্য চাকরী এবং শিক্ষা ক্ষেত্রে 1 % সংরক্ষণ এর কথা ঘোষণা করলো
e-crop survey ইনিশিয়েটিভ লঞ্চ করলো মহারাষ্ট্র

Capital: Mumbai
LS: 48 RS: 19
Formation Day: 1 May 1960
CM; Uddhav Thackeray
Governor: Bhagat Singh Koshyari
High court: Bombay High Court
National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
World Heritage Site: Chhatrapati Shivaji Terminus, The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

ইন্ডিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েসনের সম্মানিক প্রেসিডেন্ট কে হলেন?
Mukesh Sharma
Aditya Thackeray
Mahesh Kumar Jain
Kamlesh Kumar Pant

ইনি মহারাষ্ট্রের মন্ত্রী। ইনি মুম্বাই ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে ন্যাশনাল এডুকেশন পলিসি কে রুপান্তরিত করলো কোন রাজ্য?
অন্ধ্রপ্রদেশ
গোয়া
মধ্যপ্রদেশ
কেরালা

26 আগস্ট এই ঘোষণা হলো। কর্ণাটকের পর দ্বিতীয় রাজ্য হিসেবে এই কাজ করলো মধ্যপ্রদেশ।

সম্প্রতি এশিয়ার দীর্ঘ তম হাই স্পিড টেস্ট ট্র্যাক এর উদ্বোধন হলো ইন্দোরে
সম্প্রতি গোয়ালিয়রে Agriculture and Farmers Welfares, National Horticulture Board Centre চালু করলো।
আয়ুর্বেদ কে আরো জনপ্রিয় করে তোলার জন্য Devaranya প্রকল্প চালু করলো
ভারতের একমাত্র ইন্দোর শহর International Clean Air Catalyst Programme এর জন্য নির্বাচিত হলো
সাতপুরা টাইগার রিজার্ভ Natwest Group Earth Heroes পুরষ্কার জিতলো। মধ্যপ্রদেশের হসেঙ্গাবাদ জেলায় এটি অবস্থিত।
Indore ভারতের প্রথম শহর Water Plus city হিসেবে ঘোষিত হলো
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে একটি বৃহৎ স্মারক গড়ে তুলছে মধ্যপ্রদেশ

Capital: Bhopal
LS:29 RS: 11
CM; Shivraj Singh Chouhan
Governor: Mangubhai Chhaganbhai
High court: Madhya Pradesh High Court, Jabalpur
National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
World Heritage Site: Khajuraho Group of Monuments,
Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka


সম্প্রতি মারা গেলেন Subhankar Banerjee. ইনি কোন বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ ছিলেন?
তবলা
সেতার
তানপুরা
বেহালা

করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। ইনি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত সঙ্গীত সম্মান এবং সঙ্গীত মহা সম্মান পুরষ্কার পেয়েছিলেন।

 

Share with your friends

Leave a Comment