25th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 25th August 2021 Current Affairs PDF:
Download 25th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
25th August 2021 Current Affairs in Bengali:
- সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর?
a) লাদাখ
b) জম্মু-কাশ্মীর
c) লাক্ষাদ্বীপ
d) পুদুচেরি
• এর পুরো কথা Photographic Record of On site Facility. রাজ্যের বিভিন্ন প্রজেক্টের ওপর নজর রাখা এর মূল উদ্দেশ্য।
• সম্প্রতি ভাসমান আম্বুলেন্স চালু হলো ডাল লেকে
• Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
• Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
• জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
• Good Governance Practice এর উপর আঞ্চলিক সম্মেলন শ্রীনগরে অনুষ্ঠিত হলো
• শ্রীনগর শহরে ড্রোনের ব্যাবহার, বিক্রয়, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো
• জম্মু কাশ্মীর রাজ্যের Darbar Move প্রথা 30 জুন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এটি 1872 সালে চালু করেছিলেন মহারাজা গুলাব সিং।
Jammu and Kashmir:
• Capital: Jammu & Srinagar
• Lieutenant Governor: Manoj Sinha
• High court: Jammu & Kashmir High court
• National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
• Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
• Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
• Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake
- Amway India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অলিম্পিক জয়ী?
a) নিরাজ চোপড়া
b) পিভি সিন্ধু
c) লভলিনা বর্গহাইন
d) মীরা বাই চানু
• এবার অলিম্পিকে রুপো জয়ী মীরাবাঈ চানু এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।
Amway
• Founded November 9, 1959 (61 years ago)
• Headquarters Ada, Michigan, United States
- Jio MAMI Film Festival-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
a) দীপিকা পাডুকোন
b) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
c) কিয়ারা আদভানি
d) ঐশ্বর্য্য রাই বচ্চন
• দীপিকা পাদুকন পদত্যাগ করার চারমাস পরে এনাকে এই পদে নিযুক্ত করা হলো। MAMI এর পুরো কথা Mumbai Academy of Moving Image.
দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য | Karnam Malleswari |
সিবিআই এর স্পেসাল ডিরেক্টর | Praveen Sinha |
টোকিও প্যারা অলিম্পিকের জন্য ভারতের পতাকা বাহক | Mariyappan Thangavelu |
ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে | Sirisha Bandla |
টুইটারের নতুন Grievance officer | Vinay Prakash |
National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যান | আরামানে গিরিধর |
দিল্লী পুলিশ কমিশনার | Rakesh Asthana |
Narcotics Control Bureau | SN Pradhan |
ভারতীয় নৌ সেনার ভাইস চীফ | S N Ghormade |
ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস | Deepak Das |
Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টর | Dhirti Banerjee |
ম্যানেজিং ডিরেক্টর LIC | Mini Ipe |
- উত্তরাখণ্ড রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
a) স্মৃতি মন্ধনা
b) মীরা বাই চানু
c) বন্দনা কাটারিয়া
d) পিভি সিন্ধু
• ইনি এবছর টোকিও অলিম্পিকের ভারতীয় মহিলা হকি দলের সদস্যা ছিলেন এবং একমাত্র ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে হকি তে হ্যাটট্রিক করেছেন। এনাকে উত্তরাখন্ড সরকার কদিন আগে উত্তরাখন্ড রাজ্যের মহিলা এবং শিশু মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছিলেন।
• ভারতের প্রথম forest healing centre এর উদ্বোধন হলো উত্তরাখণ্ড এ।
• সম্প্রতি মারা গেলেন পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা।
• উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
• সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
• উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
• ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান দেরাদুন জেলায় এটি চালু হলো।
• উত্তরাখন্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে ভুমিকম্পের পূর্বাভাষ দেওয়ার জন্য মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
Uttarakhand:
• Capital: Dehradun, Gairsain
• LS:5 RS:3
• Formation date: 9 November 2000
• CM; Pushkar Sing Dhami
• Governor: Baby Rani Maurya
• High court: Uttarakhand High Court
• National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
• Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
• Ramsar Site: Asan Barrage
• World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks
- সারা দেশে কত গুলি বন্দে ভারত ট্রেন চালু করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী?
a) ৫৭টি
b) ৭৫টি
c) ৩৯টি
d) ৫৮টি
• ২০২৩ সালের মধ্যে এই ট্রেন চালানোর পরিকল্পনা আছে। স্বাধীনতা দিবসের দিন এই ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। বর্তমানে বন্দে ভারত ট্রেন ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন।
Bande Bharat Express:
• Manufactured by: Integral Coach Factory at Perambur, Chennai
• 1st Launch: 15th Februaru 2019
• Maximu Speed : 180 km on trial, 130 km in route (200km possible)
• 1st train : Varanasi – New Delhi
• 2nd train : New Delhi – Shri Mata Vaishno Devi Katra
• ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।
• বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হতে চলেছে হুবলি রেল স্টেশন।
• বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ট্রেন চালু হলো হরিয়ানার মাডেলা থেকে রাজস্থানের কিশনগড় পর্যন্ত
• শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হলো।
• 2023 সালের মধ্যে সমস্ত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটাবে রেল।
• ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বিদ্যুৎ ই করন করা হলো
• অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
• হলদিবাড়ি- চিলাহাটি রেল লিঙ্ক সার্ভিস শুরু হলো ভারত-বাংলাদেশ দেশের মধ্যে
• Indian Railway Chairman- Sunnet Sharma
• Total Railway Division- 70
• First Kissan Rail- Maharashtra- Bihar
• 100th Kisan Rail- Sangola- Shalimar
• Largest railway network- USA ( India 4th )
• Longest Train root in india- Dibrugarh- Kanyakumari
• 1St railway zone fully electrified- West Central Railway
- ‘SAGO’ নামে অ্যাডভাইসরী গ্রুপ গঠন করলো কোন সংস্থা?
a) WHO
b) UNESCO
c) NATO
d) UNO
• এর পুরো কথা Scientific Advisory Group for Origin of Novel Pathogen. সারা বিশ্বে যেসমস্ত নতুন রোগ জীবাণু আবিস্কার হচ্ছে সেগুলি নিয়ে এরা কাজ করবে। এর পাশাপাশি এদের মধ্যে কোন জীবাণুর মধ্যে মহামারী তৈরি করার ক্ষমতা আছে সেসমস্ত নিয়ে বিষদে বিশ্লেষণ করবে এই গ্রুপ।
World Health Organization
• Formation 7 April 1948; 73 years ago
• Headquarters Geneva, Switzerland
• Head Tedros Adhanom
- Ramrao: The Story of India’s Farm Crisis” শিরোনামে বই লিখলেন কে?
a) গোবিন্দ বিহারী চৌধুরী
b) সঞ্জয় পান্ডে
c) জয়দীপ হার্দিকার
d) মনোজ মিত্র
Imtiaz Anees | Riding Free: My Olympic Journey |
Ashok Lavasa | An Ordinary Life: Portrait of an Indian Generation |
Kanti Bajpai | India Versus China: Why They are Not Friends |
Harsha Vartula | The Khan of Khel Khudaai |
Kunal Basu | In An Ideal World |
Manan Bhatt | Balakot Air Strike: How India Avengerd Pulwama |
Captain Ramesh Babu | My own Mazagon |
Pawan K Verma | The Great Hindu Civilization |
Sudha Murti | How the Earth Got Its Beauty |
Ramesh Narayan | A Different Route to Success’ |
Inaugurated by Venkaiya Naidu | Accelerating India: 7 Years of Modi Government’ |
সুজাতা প্রসাদ বিমলা প্রসাদ | The Dream of Revolution: A Biography of Jayaprakash Narayan |
• এটি Ramarao নামে একজন কৃষকের জীবনের উপর আধারিত যিনি কৃষির খারাপ অবস্থার জন্য জীবাণু নাসক খেয়ে আত্যহত্যা করার চেষ্টা করেছিলনে কিন্তু বেঁচে যান।
a) মহারাষ্ট্র
b) তেলেঙ্গানা
c) কর্ণাটক
d) মধ্যপ্রদেশ
• আপাতত দুটি জেলায় এটি চালু করা হচ্ছে। এতে সাহায্য করবে টাটা ট্রাস্ট। এর ফলে কৃষক রা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষি সংক্রান্ত সমস্ত খবর পাবেন। এর থেকে তাদের ফসল চাষ এবং প্রয়োজনীয় অর্থ উপার্জনে সাহায্য হবে।
• Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
• ভারতের প্রথম বেসরকারি LNG প্ল্যান্ট নাগপুর শহরে স্থাপিত হলো
• ভারতের প্রথম রাজ্য হিসেবে ব্লক চেন টেকনোলোজির সাহায্যে শিক্ষা সংক্রান্ত নথি জারী করতে চলেছে মহারাষ্ট্র
• ভি এম কানাডে রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন
• IT সেক্টরের জন্য রাজীব গান্ধী পুরষ্কার ঘোষণা করলো মহারাষ্ট্র
• ডিজেলের হোম ডেলিভারি দেওয়ার জন্য ফুয়েল হামসফর ক্যাম্পেন চালু করলো IOCL. Indian Oil Corporation এর জন্য একটি অ্যাপলিকেশন চালু করলো। আপাতত এটি মুম্বাই এবং তার সংলগ্ন এলাকায় চালু করা হলো। এটি এর পর সমস্ত মহারাষ্ট্র জুরে চালু করা হবে। এর সঙ্গে তারা CNG হোম ডেলিভারির ও পরিকল্পনা করছে।
• মহারাষ্ট্র করোনার জন্য অনাথ হয়ে যাওয়া শিশু দের জন্য চাকরী এবং শিক্ষা ক্ষেত্রে 1 % সংরক্ষণ এর কথা ঘোষণা করলো
Maharashtra:
• Capital: Mumbai
• LS: 48 RS: 19
• Formation Day: 1 May 1960
• CM; Uddhav Thackeray
• Governor: Bhagat Singh Koshyari
• High court: Bombay High Court
• National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
• Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
• Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
• Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
• World Heritage Site: Chhatrapati Shivaji Terminus, The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves
- 19th Spilimbergo Open Chess Tournament জিতলো ভারতের কোন দাবাড়ু?
a) কোনেরু হামপি
b) বিশ্বনাথন আনন্দ
c) রৌনক সদ্বানী
d) নিহাল সারিন
• ১৫ বছর বয়সি এই গ্র্যান্ড মাস্টার অপরাজিত ভাবে এই প্রতিযোগিতা জিতলেন।
All India Chess Federation
• President: Sanjay Kapoor
• Founded: 1951
• HQ: Chennai
FIDE
• Founded: 20 July 1924, Paris, France
• Headquarters: Lausanne, Switzerlandcha
- সম্প্রতি ছত্তিশগড়ের কত গুলি নতুন জেলা ঘোষিত হলো?
a) ৩টি
b) ৫টি
c) ৪টি
d) ২টি
• স্বাধীনতা দিবসের দিন এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Bhupesh Baghel. এই চারটি নতুন জেলার নাম Mohla Manpur, Sarangarh-Bilaigarh, Shakti, Manendragarh. এর ফলে রাজ্যে মোট জেলার সংখ্যা দাঁড়ালো ৩২। ভারতে সবথেকে বেশী জেলা আছে উত্তরপ্রদেশে (৭৫)
• সম্প্রতি ছত্তিসগড় রাজ্যে ঝিঁঝিঁ পোকার একটি নতুন প্রজাতি পাওয়া গেছে। এর নাম রাখা হয়েছে Indimimus Jayanti
• ভারতের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার সম্প্রতি ছত্তিসগড়ে Indus Best Mega Food Park এর উদ্বোধন করলেন
• ছত্তিসগড় রাজ্যে Lemaru হস্তি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিলো বন দপ্তর
• ভূমিহীন কৃষক দের বছরে 6000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো ছত্তিসগড়। এর জন্য 2485 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। Rajiv Gandhi Gramin Bhomihin Krishi Majdoor Nyay Yojona এর আওতায় এটি চালু করা হলো।
• ছত্তিসগড় ভারতের প্রথম রাজ্য যারা শহর অঞ্চলে বনজ সম্পদ অধিকার আইন কে মান্যতা দিলো
Chhattisgarh:
• Capital: Raipur
• State Hood: 1st November 2000 (26th )
• LS:11 RS:5
• CM; Bhupesh Bhagel
• Governor: Anusuiya Uikey
• High court: Chhattisgarh High Court
• National Park: Guru Ghasidas, Indravati, Kangerhati
• Dance form: Gaur Maria, Saila, Raut Nacha, Panthi, Soowa, Pandavani, Jhirliti, Gendi, Karma
• Festival: Bastar Dussera, Madai Festival, Hareli Festival
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাঙ্ক কোথায় উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার?
a) পুসা
b) কটক
c) পুনে
d) লখনৌ
• নতুন দিল্লীর পুসা তে National Bureau of Plant Genteic Resources এ এটি উদ্বোধন করা হলো। এতে বিভিন্ন মুল্যবান/ দুর্লভ বীজ কে 20 ডিগ্রী সেন্টিগ্রেট উষ্ণতায় সংরক্ষণ করা হবে।
• সম্প্রতি দিল্লী বিশ্ববিদ্যালয় করোনার কারনে অনাথ হয়ে যাওয়া সমস্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামুল্যে শিক্ষাদানের কথা ঘোষণা করলো
• Jahan vote, Wahan vaccinataion ক্যাম্পেন চালু করলো দিল্লী
• সম্প্রতি দিল্লী করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য 5000 যুবক কে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
• যোগ বিজ্ঞান (Yoga Science) এর উপর কোর্স চালু করলো দিল্লী।
• 2020 সালের Outstanding Civil Engineering Achievement Award 2020 জিতলো দিল্লী মেট্রো
• সম্প্রতি দেশের প্রথম FASTag/UPI মাধ্যমে পার্কিং সুবিধা আনলো দিল্লী মেট্রোরেল কর্পোরেশন। তারা এটি কাশ্মীরি গেট ষ্টেশনে চালু করলো
• বাস এবং যাত্রী সম্পর্কে লাইভ স্ট্যাটাস দিতে গুগলের সঙ্গে চুক্তি বদ্ধ হলো দিল্লী সরকার
Delhi:
• CM-Arvind Kejriwal
• Lt. Governor- Anil Baijal
• LS:7 RS:3
• World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,
- সম্প্রতি খবরে রয়েছে চন্দ্রযান ২ মিশন। এটি কবে লঞ্চ করা হয়েছিলো?
a) জানুয়ারি ২০১৯
b) জুলাই ২০১৯
c) ডিসেম্বর ২০১৯
d) জানুয়ারি ২০২০
• সম্প্রতি এটি চাঁদের পৃষ্ঠে জল বিন্দুর সন্ধান পেয়েছে। ২৯ ডিগ্রি নর্থ এবং ৬২ ডিগ্রী সাউথ ল্যাটিটিউড এর মধ্যে এর সন্ধান পাওয়া গেছে। চন্দ্রযান ২ মিশন ২০১৯ এর জুলাই মাসে লঞ্চ করা হয়েছিলো কিন্তু এর সঙ্গে থাকা vikram Lander চন্দ্র পৃষ্ঠে অবতরন করার ২.১ কিমি আগে ক্র্যাশ করে যায়।
• সম্প্রতি কো ISRO Prana, Sasta এবং Vau নামে তিন ধরনের ভেন্টিলেটর বানালো
• সম্প্রতি Vikas Engine এর সফল পরীক্ষা করলো ISRO
• ISRO-NASA এর যৌথ মিশন স্যাটেলাইট Nisar 2023 সালে উৎক্ষেপণ করা হবে
• 2021 সালে ISRO ভুটানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে
Indian Space Research Organization.
• ESTD.-15th August 1969. (Vikram Saravai)
• HQ- Bangalore
• Head- K. Sivan
• Spaceports- Satish Dhawan Space Centre, Sriharikota.
• Thumba Equatorial Rocket Launching Station, Thiruvananthapuram.
• Indian National Committee for Space Research (INCOSPAR)-1962
• Indian Space Research Organisation- 1969, 15th August
• ভারতের মহাকাশ মিশন- Aryabhata, 1975 with help of Soviet Union
• ভারতের প্রথম স্যাটেলাইট যেটি ভারত দেশ থেকে উৎক্ষেপণ করেছিলো- Rohini, 1980 ( SLV-3 Rocket)
• ভারতের প্রথম স্পেস টুরিস্ট- Santhosh George
• ভারতের প্রথম চন্দ্র মিশন- Chandrayaan-1, 2008
• ভারতের প্রথম মঙ্গল মিশন- Mars Orbital Mission (2013-14)
• ভারতের প্রথম শুক্র মিশন- Sukrayaan, 2024
• ভারতের প্রথম সূর্য মিশন- Aditya L-1
• ভারতের প্রথম মহাকাশচারী মিশন- Gaganyaan, 2021
- বিশ্ব যুব তিরন্দাজি প্রতিযোগিতায় ভারত কতগুলি পদক পেলো?
a) 8
b) 12
c) 15
d) 17
• এটি অনুষ্ঠিত হলো পোল্যান্ডের Wrocla তে। ভারত এখানে ৮টি সোনা, ২ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ জিতেছে।
- ১৯৯৩ কিমি দীর্ঘ স্বাধীনতা দিবস র্যালি Cyclothon 2021 এর সূচনা কে করলেন?
a) S S Deshwal
b) Rakesh Asthana
c) Kuldiep Sing
d) GC Murmu
• BSF এর ডিরেক্টর জেনারেল এস এস দেসওয়াল পতাকা নারিয়ে সূচনা করলেন। এটি জম্মু থেকে গুজরাট পর্যন্ত হয়েছে। এটি ফিট ইন্ডিয়া ক্যাম্পেন এর অংশ। এতে মোট 100 জন BSF অ্যাথলিট অংশ গ্রহণ করেছিলেন।
Border Security Force
• Headquarters: New Delhi
• Abbreviation: BSF
• Founded: 1 December 1965
- ভারতের প্রথম cattle genomi chip এর উদ্বোধন কে করলেন?
a) নরেন্দ্র মোদী
b) ভেঙ্কাইয়া নাইডু
c) জিতেন্দ্র সিং
d) নির্মলা সিতারমন
• এতে ভারতের বিভিন্ন প্রজাতির গবাদিপশুর সংরক্ষণ করা যাবে। এটি বানিয়েছে হায়দ্রাবাদের National Institute of Animal Biotechnology.
Jitendra Sing
• Minister of State for Prime Minister’s Office
• Minister of State for Personnel, Public Grievances and Pensions
• Minister of State in the Department of Space and Department of Atomic Energy
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Gatishakti প্রকল্পের জন্য কত টাকা ধার্য করলো?
a) ৭৫ কোটি
b) ১০০ কোটি
c) ১২০ কোটি
d) ১২৫ কোটি
• এটি একটি পরিকাঠামো গঠনের প্রোজেক্ট যেখানে নতুন রাস্তা, রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং তার সঙ্গে ট্রাফিক ব্যাবস্থার উন্নতি ঘটানো হবে।
- কেন্দ্র সরকার কত সালের মধ্যে একবার ব্যাবহার যোগ্য প্লাস্টিক সম্পূর্ণ রুপে বন্ধ করার পরিকল্পনা করছে?
a) 2022
b) 2025
c) 2030
d) 2035
• সম্প্রতি কেন্দ্র সরকার Plastic Waste Management Amendment Rules, 2021 আনার ব্যাপারে বলেছে। সেখানে এই ঘোষণা করা হয়েছে। এবছর সেপ্টেম্বার মাস থেকে প্লাস্টিকের নুন্যতম থিকনেস 75 ম্যাক্রন হতে হবে এবং 2022 থেকে 120
- ভারত কত সালের মধ্যে Energy Independent হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে?
a) 2045
b) 2047
c) 2050
d) 2055
• 15 আগস্ট এটি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সঙ্গে ন্যাশনাল হাইড্রোজেন মিশন স্থাপনের ঘোষণা করেছেন। দেশের স্বাধীনতার 100 বছরের আগে ভারত energy independent হওয়ার লক্ষমাত্রা ন্নিয়েছে।
Narendra Modi
• Prime Minister and also in-charge of:
• Ministry of Personnel, Public Grievances and Pensions;
• Department of Atomic Energy;
• Department of Space;
• All important policy issues; and
• All other portfolios not allocated to any Minister
- 65000 বছরের বেশী পুরোনো প্রাগইতিহাসিক গুহা চিত্র কোন দেশে পাওয়া গেলো?
a) স্পেন
b) মিশর
c) রাশিয়া
d) চিলি
• স্পেনের মালাগা শহরের কাছে Ardles গুহাতে এই চিত্রের সন্ধান পাওয়া গেলো।
• Capital: Madrid
• Currency: Euro
• President: Pedro Sánchez Pérez-Castejón,
- কোন মন্ত্রক Son Chiraiya লঞ্চ করলো?
a) Ministry of Corporate Affairs
b) Ministry of Housing and Urban Affairs
c) Tribal Ministry
d) Ministry of Women and Child Development
• শহরের স্বনির্ভর গোষ্ঠী কে সাহায্য করার জন্য এই উদ্যোগ। মূলত মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলা এর লক্ষ্য।
Ministry of Housing and Urban Affairs
• Officeholder: Hardeep Singh Puri (Union Minister)
• Formed: 1952; 69 years ago
• Jurisdiction: India
• Headquarters: Nirman Bhawan, New Delhi
- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে একটি বৃহৎ স্মারক গড়ে তুলছে কোন রাজ্য?
a) মধ্যপ্রদেশ
b) উত্তর প্রদেশ
c) আসাম
d) গুজরাট
• মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এটি গড়ে তোলা হবে।
• অ্যানিমিয়া মুক্ত ভারত অভিজানে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ
• যুব শক্তি করোনা মুক্তি অভিজান চালু করলো মধ্যপ্রদেশ
• ভারতের প্রথম গ্রিন ফাঙ্গাস কেস ইন্দোর শহরে দেখা গেছে
• সম্প্রতি এশিয়ার দীর্ঘ তম হাই স্পিড টেস্ট ট্র্যাক এর উদ্বোধন হলো ইন্দোরে
• আয়ুর্বেদ কে আরো জনপ্রিয় করে তোলার জন্য Devaranya প্রকল্প চালু করলো
• ভারতের একমাত্র ইন্দোর শহর International Clean Air Catalyst Programme এর জন্য নির্বাচিত হলো
• সাতপুরা টাইগার রিজার্ভ Natwest Group Earth Heroes পুরষ্কার জিতলো। মধ্যপ্রদেশের হসেঙ্গাবাদ জেলায় এটি অবস্থিত।
• Indore ভারতের প্রথম শহর Water Plus city হিসেবে ঘোষিত হলো
Madhya Pradesh:
• Capital: Bhopal
• LS:29 RS: 11
• CM; Shivraj Singh Chouhan
• Governor: Mangubhai Chhaganbhai
• High court: Madhya Pradesh High Court, Jabalpur
• National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
• Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
• Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
• World Heritage Site: Khajuraho Group of Monuments,
• Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka
- অ্যামেরিকান কংগ্রেস অ্যামেরিকার সর্বচ্চ নাগরিক পুরষ্কার কোন ভারতীয় কে প্রদান করার জন্য রেজোলিউসন এনেছে?
a) স্বামী বিবেকানন্দ
b) মহত্মা গান্ধী
c) জহরলাল নেহেরু
d) নেতাজি সুভাষ চন্দ্র বোস
• এই পুরস্কারের নাম Congressional Gold Medal. বিশ্ব শান্তি তে তার অবদানের জন্য তাকে এই পুরষ্কার দেবার দাবি উঠেছে। এর আগে কোন ভারতীয় এই পুরষ্কার পাননি তবে মাদার টেরেসা এই পুরষ্কার পেয়েছেন।
• সম্প্রতি অ্যামেরিকা এশিয় বিরোধী হিংসা আটকানোর জন্য বিল পাস করালো
• Google তাদের প্রথম Physical retail store নিউইয়র্ক শহরে খুলতে চলেছে।
• Arun Venkatraman অ্যামেরিকান প্রেসিডেন্ট এর US and Foreign Commercial Services এর ডিরেক্টর জেনারেল হলেন
• অ্যামেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হলেন Christine Varmuth
• সম্প্রতি অ্যামেরিকা তাদের দেশে প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মে বিনিয়োগে চীনের ওপর নিষেধাজ্ঞা জারী করলো
• ভারত সম্প্রতি অ্যামেরিকা থেকে MH-60 Romeo multi-role হেলিকপ্টার কিনলো
• সম্প্রতি ভারতের করোনা ভ্যাক্সিনেশন প্রোগ্রামের জন্য ভারত কে 25 মিলিয়ন ডলারের অর্থ সাহায্য করলো
USA:
• Capital- Washington D.C (Potomac River)
• President- Joe Biden (46th)
• Vice president- Kamala Harris (49th )
• Parliament- Congress
• Upper house- Senate
• Lower house- House of Representatives
• 1st President- George Washington
- ভারতে প্রথম বার অর্কিড এর একটি বিরল প্রজাতি পাওয়া গেলো কোন রাজ্যে?
a) বিহার
b) উত্তরাখণ্ড
c) রাজস্থান
d) হরিয়ানা
• Chamoli এর জঙ্গলে এটি পাওয়া গেছে। এর নাম Sifalanthera Erecta Var Ablinsolilaata.
- সম্প্রতি কোন দেশের গবেষক রা pi এর নতুন মান বার করেছে?
a) মিশর
b) সুইজারল্যান্ড
c) অ্যামেরিকা
d) স্পেন
• ৬২.৮ ট্রিলিয়ন ফিগার পর্যন্ত মান বার করেছে। যেখানে এর আগে রেকর্ড ছিলো ৫০ ট্রিলিয়ন। সুপার কম্পিউটারের সাহায্যে এটি নির্ণয় করতে 108 দিন সময় লেগেছে।
Switzerland
• Capita: Bern
• Currency: Swiss franc
- কোন বিশ্ববিদ্যালয় National Intellectual Property Award 2020 জিতেছে?
a) Amity
b) Lovely Professional
c) Jio
d) Himalayan
• পীযূষ গোয়েল এই পুরষ্কার প্রদান করেলন। এই বিশ্ব বিদ্যালয় টি নয়ডা তে অবস্থিত।
Piyush Goel
• Minister of Commerce and Industry;
• Minister of Consumer Affairs, Food and Public Distribution; and
• Minister of Textiles