19th August 2021 Current Affairs In Bengali | 19th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

19th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 19th August 2021 Current Affairs PDF:

Download 19th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

19th August 2021 Current Affairs in Bengali:

1. কোন দিনটিকে Partition Horrors Remembrance Day হিসাবে পালন করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী?

a) ১৫ই আগস্ট
b) ১৪ই আগস্ট
c) ১৬ই আগস্ট
d) ২৬শে জুলাই

• স্বাধীনতার সময় দেশ ভাগের যে ভয়াভহ পরিস্থিতি হয়েছিলো তার কথা স্বরন করার জন্য এই দিনটি এবার থেকে স্বরন করা হবে।

List of Important Days (August)

6-Aug

Hiroshima Day

9-Aug

Nagasaki Day

9-Aug

Quit India Day

12-Aug

International Youth day

15-Aug

Independence Day of India

23-Aug

International Day for the remembrance of the slave trade and its abolition

29-Aug

National Sports Day

2. ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘Digital Prayaas’ অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা?

a) SEBI
b) SIDBI
c) NABARD
d) IFFCO

• নতুন উদ্যোক্তা দের লোন প্রদান করার জন্য এই অ্যাপলিকেশন চালু হলো। বিভিন্ন জিনিষ যেমন ইলেকট্রিক বাইক এবং গাড়ি প্রদানেও লোন প্রদান করা হবে।

Small Industries Development Bank of India
• Founded: 2 April 1990
• Headquarters: Lucknow
• Agency executive: Sivasubramanian Ramann,, (Chairman & MD);

3. ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে ৩ ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো কোন কোম্পানী?

a) HCL Technologies
b) TCS
c) Infosys
d) Wipro

• ভারতের চতুর্থ কোম্পানি হিসেবে এই কাজ করলো। ভারতের প্রথম কোম্পানি হিসেবে টিসিএস এটি ক্রস করেছিলো। এর বাইরে ইনফোসিস এবং উইপ্রো র এই কৃতিত্ব আছে।

HCL Technologies
• CEO: C Vijayakumar (Oct 2016–)
• Founded: 11 August 1976
• Headquarters: Noida

4. সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল কোন ভারতীয় সামরিক বাহিনী?

a) ইন্ডিয়ান এয়ার ফোর্স
b) ইন্ডিয়ান আর্মি
c) ইন্ডিয়ান নেভি
d) ইন্ডিয়ান কোস্ট গার্ড

• মোট 20 টি দেশ এতে অংশ গ্রহণ করেছিলো। দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে অবৈধ ক্রিয়াকলাপ বন্ধ করা নিয়ে এখানে অনুশীলন করা হয়।

• Sampriti India & Bangladesh
• Mitra Shakti India & Sri Lanka
• Maitree Exercise India & Thailand
• Vajra Prahar India & US
• Yudh Abhyas India & US
• Nomadic Elephant India & Mongolia
• Garuda Shakti India & Indonesia
• Shakti Exercise India & France
• Dharma Guardian India & Japan
• Surya Kiran India & Nepal
• Hand in Hand Exercise India & China

ভারতের গুরুত্বপূর্ণ নৌ মহরা
• মালাবার- জাপান, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা
• ইন্দ্র- রাশিয়া
• কোঙ্কণ- ব্রিটিশ যুক্তরাজ্য
• বরুণ- ফ্রান্স
• নাসিম আল বাহার- ওমান
• সায়োগ (Shayog)- ভিয়েতনাম
• সিম্বেক্স (SIMBEX)- সিঙ্গাপুর
• IMCOR- মায়ানমার

5. ডিফেন্স আইটেম কেনার জন্য কোন দেশকে ১০০ মিলিয়ন ডলার লোন দিল ভারতের Exim Bank?

a) মালদ্বীপ
b) মরিশাস
c) মায়ানমার
d) মালেশিয়া

• এর 75% ভারত থেকে কিনতে হবে মরিশাস এর।

Exim Bank
• Founded: 1982
• Headquarters: Mumbai
• CEO: David Rasquinha (Aug 2017–)

Mauritius
• Capital: Port Louis
• Currency: Mauritian rupee
• Prime minister: Pravind Jugnauth

6. সম্প্রতি বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ কোনটি?

a) Twitter
b) Facebook
c) Instagram
d) Tiktok

• 2020 সালের তালিকা অনুযায়ী টিকটক পৃথিবীতে সবথেকে বেশী ডাইউনলোড হয়েছে। এর পর বাকি চারটে অ্যাপলিকেশন ফেসবুকের।

• Stable release: 15.5.0 / 31 March 2020
• Developer(s): ByteDance
• Available in: 40 languages
• Ban in India: June 29, 2020

7. তালিবান ফোর্সের দ্বারা ক্ষমতা দখল হওয়ায় কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলো Ashraf Ghani?

a) পাকিস্তান
b) আফগানিস্তান
c) কিরগিস্থান
d) উজবেকিস্তান

• এর পর তিনি আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন। Amrullah Saleh নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।

• Capital: Kabul
• Currency: Afghan afghani
• Longest river: Helmand River
• Highest Peak: Mount Tirich Mir
• Parliament: National Assembly
• Border Length-106 km
• National Sports: Buzkashi

8. বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর কোন ফুটবল ক্লাবে যুক্ত হলেন লিওনেল মেসি?

a) Chelsa
b) Liverpool
c) Paris Saint-Germain
d) কোনোটিই নয়

• 21 বছর এই ক্লাবে কাটানোর পর তিনি ত্যাগ করলেন। 34 বছরের এই খেলোয়ারের সঙ্গে বছরে 41 মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

9. ১৩০তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে কোথায়?

a) চেন্নাই
b) মুম্বাই
c) কলকাতা
d) লখনৌ

• এটি এশিয়ার সবথেকে পুরণো এবং বিশ্বের তৃতীয় সবথেকে পুরনো ক্লাব প্রতিযোগিতা। সেপ্টেম্বার অক্টবার মাসে এটি কোলকাতায় অনুষ্ঠিত হবে। প্রথমবার 1888 সালে হিমাচল প্রদেশে এটি অনুষ্ঠিত হয়েছিলো।
Durand Cup
• Most successful team(s): East Bengal (16 titles) ATK Mohun Bagan (16 titles)
• Number of teams: 16
• Current champions: Gokulam Kerala FC; (1st title)
• Organising body: Durand Football Tournament Society (DFTS)

All India Football Federation
• Vice-President: Subrata Dutta
• President: Praful Patel
• Headquarters location: New Delhi
• Founded: 23 June 1937

10. সম্প্রতি প্রয়াত গোপাল ভেংরা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

a) ক্রিকেট
b) হকি
c) ফুটবল
d) ব্যাডমিন্টন

• 1978 এর হকি বিশ্বকাপ দলের সদস্য ছিলেন এই ঝারখন্ডের হকি খেলোয়াড়।

11. টোকিও প্যারাঅলিম্পিকে ভারত থেকে কতজন খেলোয়াড় অংশ নিচ্ছে?

a) ৩৫ জন
b) ২৭ জন
c) ৫৪ জন
d) ৪৫ জন

• এটা ভারতের সবথেকে বড়ো দল। এর আগে এত জন অংশ গ্রহণ করেনি।

• Dates: Tue, 24 Aug, 2021 – Sun, 5 Sep, 2021
• Location: Tokyo
• Events: 540 in 22 sports
• Athletes: 4,400 (expected)
• Opened by: Emperor Naruhito (expected)
• Closing: 5 September 2021

International Paralympic Committee
• Headquarters: Bonn, Germany
• Founder: Robert Steadward
• Founded: 22 September 1989

12. সম্প্রতি প্রয়াত Gerd Muller, কোন দেশের প্রখ্যাত ফুটবলার ছিলেন?

a) আর্জেন্টিনা
b) ব্রাজিল
c) জার্মানি
d) ইংল্যান্ড

• 75 বছর বয়সে মারা গেলেন। ইনি জার্মানির সর্ব কালের সেরা ফুটবলার দের একজন। 1974 এর বিশ্বকাপ ফাইনালে ইনি জয় সুচক গোলটি করেছিলেন।

Germany
• President: Frank-Walter Steinmeier Trending
• Capital: Berlin
• Currency: Euro
• Chancellorঃ Angela Merkel
13. কোন দেশে ভারতের হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন বি. নাগাভুষণ রেড্ডি?

a) সিঙ্গাপুর
b) অস্ট্রেলিয়া
c) পেরু
d) মালেশিয়া

• ইনি 1993 ব্যাচের একজন আইএফএস অফিসার। ইনি এর আগে নাইজেরিয়ার হাইকমিশনারের দায়িত্ব সামলেছেন।

Malaysia
• Prime minister: Muhyiddin Yassin
• Capital: Kuala Lumpur
• Dialing code: +60
• Currency: Malaysian ringgit

List of Ambassador
• Srilanka- Gopal Bagley
• Nepal- Vinay Mohan Kwatra
• USA- Tarnajit Singh Sandhu
• France- Javed Asraf
• Britaain- Gayatri Issar Kumar
• Afganisthan- Rudredra tondon
• Bangladesh- Vikraam doraiswami
• Netherlands- Pradeep Kuar Rawat
• Bhutan- Ruchira Kamboj
• Mayanmar- Saurabh kumar
• Pakistan-
• China- Vikram Misri

14. A Different Route to Success’ শিরোনামে বই লিখলেন কে?

a) নিরাজ জৈন
b) রমেশ নারায়ণ
c) সুভাষ মিত্তাল
d) প্রিয়ম্বদা সেন

• ইনি Canco Advertising এর প্রতিষ্ঠাতা। এখানে তিনি তার কর্ম জীবনের বর্ণনা দিয়েছেন।

15. Accelerating India: 7 Years of Modi Government’ শিরোনামে বই পাবলিশ করলেন কে?

a) নরেন্দ্র মোদী
b) ভেঙ্কাইয়া নাইডু
c) রামনাথ কোবিন্দ
d) অমিত শাহ

• 15 আগস্ট এটি প্রকাশ করা হলো। এখানে নরেন্দ্র মোদীর 7 বছরে কি কি কাজ হয়েছে তা নিয়ে আলোচোনা করা হয়েছে।

Dalai Lama

‘The Little Book of Encouragement’

Jhumpa Lahiri

‘Whereabouts’

Vineet Bajpai

‘1857- The Sword of Mastann’

Hunter Biden (Son of US President Joe Biden)

‘Beautiful Things’ A Memoir

Sangeet Paul Choudary

‘Platform Scale: For A Post-Pandemic World’

Former Vice President Mohammad Hamid Ansari

‘By Many a Happy Accident: Recollections of a Life’

Meghna Pant

‘The Terrible, Horrible, Very Bad Good News’

Priyanka Chopra Jonas

‘Unfinished’

Arun Kumar

‘Indian Economy’s Greatest Crisis: impact of Coronavirus and the Raod Ahead’

Ramesh Kandula

‘Maverick Messiah: A Political Biography of N T Rama Rao’

Justice A K Rajan

‘Agriculture Acts 2020’

Shweta Taneja

‘They Found What/They Made What?

Ram Madhav

‘Because India Comes First’

Kabir Bedi

‘Stories I Must Tell: The Journey of an Actor’

Olga Tokarczuk

‘The Lost Soul’

Karan Puri

‘#METOO’

Dr Avinuo Kire

‘The Last Light of Glory Days: Stories from Nagaland’

Snigdha Poonam

‘India: A Scamstar Born Every Minute’

 

 

Share with your friends

Leave a Comment