4th August 2021 Current Affairs In Bengali | 4th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

4th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 4th August 2021 Current Affairs PDF:

Download 4th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

4th August 2021 Current Affairs in Bengali:

4th August 2021 Current Affairs

  1. Structured Assessment for Analysis Learning (SAFAL) চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

a) ধরমেন্দ্র প্রধান
b) নরেন্দ্র মোদী
c) পীযূষ গোয়েল
d) নির্মলা সিতারমন

• সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এটি চালু করা হলো। ক্লাস 1-3, 3-5, 5-8, এই তিন ভাগে চালু হলো। এটি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসির অঙ্গ।

Narendra Modi
• 14th Prime Minister of India
• Leader of the House, Lok Sabha
• Member of Parliament, Lok Sabha
• Constituency Varanasi
• Ministry of Personnel, Public Grievances and Pensions;
• Department of Atomic Energy;
• Department of Space;
• All important policy issues; and
• All other portfolios not allocated to any Minister

Central Board of Secondary Education
• Headquarters New Delhi, India
• Official language Hindi English
• Chairperson Manoj Ahuja, IAS
• Established: 1962

  1. ইউনাইটেড নেশন্স এর স্মল বিজনেস অ্যাওয়ার্ড পেলো কত গুলো ভারতীয় কোম্পানি?

a) 1
b) 2
c) 3
d) 5

• এরা হলো Edible Ruts, Energy Development Solutions এবং Taru Naturals. এদের প্রত্যেক কে 1 লক্ষ মার্কিন ডলার প্রদান করা হলো।

  1. ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান্সিপের দায়িত্ব কোন দেশ গ্রহণ করলো?

a) ভারত
b) বাংলাদেশ
c) আয়ারল্যান্ড
d) চিলি

• আগস্ট মাসের জন্য তারা এই দায়িত্ব পেলো। এই সময় তিনটি মূল আলোচনা সভা- সামুদ্রিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং সন্ত্রাসবাদ মোকাবিলা এতে ভারত সভাপতিত্ব করবে। এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী এই দায়িত্ব পালন করলেন।

United Nations Security Council
• Headquarters: New York, New York, United States
• Founded: 24 October 1945

UNO
• Established 24th October, 1945.
• 1st secretory general- Trigvi lie.
• Current secretory general- António Guterres
• UN General Assembly, UN Secretariat, International Court of Justice, UN Security Council, UN Economic and Social Council, UN Trusteeship Council
• No of Memmber- 193. Last- south sudan.
• Language- Arabic, Chinese, English, French, Russian and Spanish.
• Permanent nation- US, UK, Russia, China and France
• India had been elected as a non-permanent member of the UNSC in 1950, 1967, 1972, 1977, 1984, 1991 and 2011

  1. সম্প্রতি কোন রাজ্য ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমে যোগদান করলো?

a) পশ্চিমবঙ্গ
b) উড়িষ্যা
c) মধ্যপ্রদেশ
d) ছত্তিসগড়

• মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এর উদ্বোধন করলেন। রাজ্যের 10578 টি রেশন দোকানে এই সুবিধা উপলব্ধ হবে। এই নিয়ে 20 টি রাজ্য এই প্রকল্পের আওতায় এলো।

• দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
• ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ।
• ভারতের প্রথম ওয়াল্ড স্কিল সেন্টার স্থাপিত হলো উড়িষ্যা ভুবনেশ্বর এ।
• সম্প্রতি বন্ধ হলো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র
• Ropax Jetty Project ধামরা নদিতে চালু হলো
• ডলফিনের সংখ্যা দ্বিগুণ হলো উড়িষ্যা তে
• Gopabandhu Sambdika Swasthya Bima Yojana চালু করলো উড়িষ্যা
• ভারতের প্রথম Covid Warrior Museum তৈরি হচ্ছে।
• লকডাউন চলাকালিন পথ পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড গঠন করলো উড়িষ্যা
• স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী মোকাবিলা এবং ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে চলেছে উড়িষ্যা
• অক্সিজেন কন্সেন্ট্রেটর হোম ডিলিভারি দেওয়ার কথা ঘোষণা করলো উড়িষ্যা
• সম্প্রতি ভারতের উপকূল রক্ষী বাহিনী উড়িষ্যাতে অপারেশন অলিভিয়া শুরু করলো
• সম্প্রতি উড়িষ্যা সরকার পুলিশে ট্রান্সজেন্ডার এর নিয়োগে অনুমোদন দিলো
• Pitha on Wheels ইনিশিয়েটিভ চালু করলো উড়িষ্যা
• সম্প্রতি আশীর্বাদ প্রকল্প চালু করলো উড়িষ্যা
• ভারতের একমাত্র উড়িষ্যাতে কুমিরের তিন রকম প্রজাতি পাওয়া গেছে। এই তিনটি প্রজাতি হলো Gharial, Magar, Crocodiles. 1975 সাল থেকে উড়িষ্যায় এই কুমির সংরক্ষণ শুরু হয়। উড়িষ্যা তে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল দেখা যায়।
• Suvarnarekha Irrigation Project চালু হলো উড়িষ্যা তে
• ভারতের প্রথম পুরি শহরে সমস্ত ট্যাপে পানীয় জল পাওয়া যাবে
Odisha:
• Capital: Bhubaneshwar
• LS:21 RS:10
• CM; Naveen Patnaik
• Governor: Ganeshi Lal Mathur
• High court: Odisha High Court, Cuttack
• National Park: Simlipal, Bhitarkanika
• Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
• Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
• Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
• World Heritage Site: Sun Temple, Konârak

  1. 2022 সালের ডিফেন্স এক্সপো কোন শহরে অনুষ্ঠিত হবে?

a) কোলকাতা
b) দিল্লী
c) গান্ধিনগর
d) কোচি

• ভারতের সবথেকে বড়ো প্রতিরক্ষা বিষয়ক প্রদর্শনী আগামী বছর মার্চ মাসে গান্ধিনগরে অনুষ্ঠিত হবে। এটি এর 12 তম সংস্করণ। 11 তম সংস্করণ 2020 সালে লখনৌ তে অনুষ্ঠিত হয়েছিলো।

• My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
• সম্প্রতি IFFCO বিশ্বের প্রথম Nano Urea Liquid Fertiliser তৈরি করলো। এটি তৈরি হয়েছে Nano Biotechnology Research Centre এ যেটি গুজরাটের কালোল এ অবস্থিত।
• গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
• ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
• Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো
• কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত।
• NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক গুজরাটে স্থাপন করতে চলেছে
• রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল তৈরি হলো গুজরাটে
• সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হলো গুজরাটের কচ্ছ জেলার কুনারিয়া গ্রামে।
• ভারতের প্রথম গুজরাট হাইকোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করবে
• ভারতের 40 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো Dholavira কচ্ছ জেলায় অবস্থিত।
• ভারতের প্রথম গ্রিন স্পেশাল ইকনমিক জোন হলো কাণ্ডালা

Gujrat:
• Capital: Gandhinagar
• Formation date: 1 May 1960
• LS:26 RS:11
• CM; Vijay Rupani
• Governor: Acharya Devvrat
• High court: Gujarat High Court, Ahmedabad
• National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
• Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
• Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
• Ramsar Site: Nalsarovar Bird sanctuary
• World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad, Dholavira

  1. ভারতীয় নৌ সেনার ভাইস চীফ কে হলেন?

a) S N Ghormade
b) G Ashok Kumar
c) Subodh Kumar
d) Samant Goel

• G Ashok Kumar এর স্থানে তিনি এই পদে এলেন। ইনি 2017 সালে Ati Vishisht Seva Meda; এবং 2007 সালে Navy Medal দ্বারা সম্মানিত হয়েছেন ।

  1. Narcotics Control Bureau এর প্রধান কে নিযুক্ত হলেন?

a) SN Pradhan
b) Vinay Prakash
c) আবদুল্লা শাহীদ
d) Spoorthi Priya

• ইনি এতিদিন ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্সের ডিরেক্টর জেনারেল ছিলেন। প্রধান, রাকেশ আস্থানা র স্থলে এই স্থানে এলেন যিনি সম্প্রতি দিল্লীর পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন।

Narcotics Control Bureau
• Headquarters: New Delhi
• Founded: 1986
• Parent agency: Ministry of Home Affairs

Defense Agency
Name Head Head Quarter
NIA (National Investigation Agency) New Delhi Kuldip Sing ( Additional)
IB (Intelligence Bureau) New Delhi Arvind Kumar
CBI (Central Bureau of Investigation) New Delhi Subodh Kumar Jaiswal

RAW (Research and Analysis Wing) New Delhi S.K.Goel
BSF (Border Security Force) New Delhi
CRPF (Central Reserve Police Force) New Delhi Kuldip Sing
CISF (Central Industrial Security Force) New Delhi
ITBP(The Indo-Tibetan Border Police) New Delhi S S Deswal
Indian Coast Guard New Delhi Krishnaswamy Natarajan
DIA (Defence Intelligence Agency) New Delhi J.S.Dhilon
RPF (Railway Protection Force) New Delhi Arun Kumar
NSG (National Security Guard) New Delhi M.A.Ganapati
National Cadet Corp New Delhi Tarun Kumar Aich
ED (Enforcement Directorate)) New Delhi Sanjay Kumar Mishra
SSB (Sashastra Seema Bal) New Delhi Kumar Rajesh Chandra
Narcotics Control Bureau New Delhi SN Pradhan
Assam Rifles
Imphal
Pradeep Chandra Nair

  1. 2021 সালের রাষ্ট্রীয় লোকমান্য তিলক পুরষ্কার কে জিতলেন?

a) Suresh Mukund
b) VK Pandian
c) Adar Poonawalla
d) Cyrus Poonawala

• ব্যাবসায়ি এবং Serum Institute of India এর প্রতিষ্ঠাতা Cyrus Poonawala এই সম্মানে ভূষিত হলেন। করোনার সময়ে ভালো কাজ করার জন্য তিনি এই পুরষ্কার পেলেন।

Serum Institute of India
• CEO: Adar Poonawalla
• Founder: Cyrus S. Poonawalla
• Founded: 1966

  1. Eisner পুরষ্কার কে পেলেন?

a) Anand Radhakrishnan
b) Kallrist Pearson
c) Both
d) None of the above

• মুম্বাই এর Anand Radhakrishnan এবং ইংল্যান্ডের Kallrist Pearson যুগ্ম ভাবে এই পুরষ্কার পেলেন। এনারা দুজনে গ্রাফিক্স ডিজাইনার।Eisner Award কে কার্টুন জগতের অস্কার বলা হয়ে থাকে।

  1. ISRO-NASA এর যৌথ মিশন স্যাটেলাইট Nisar কত সালে উৎক্ষেপণ করা হবে?

a) 2021
b) 2022
c) 2023
d) 2024

• এর পুরো কথা NASA ISRO Synthetic Aperture Radar. এটি সারা পৃথিবী বিশেষ করে সমুদ্র এবং মেরু অঞ্চলের ওপর লক্ষ রাখার জন্য উৎক্ষেপণ করা হবে।

• সম্প্রতি কো ISRO Prana, Sasta এবং Vau নামে তিন ধরনের ভেন্টিলেটর বানালো
• ইসরো আগস্ট জিও ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে
• সম্প্রতি Vikas Engine এর সফল পরীক্ষা করলো ISRO

Indian Space Research Organization.
• ESTD.-15th August 1969. (Vikram Saravai)
• HQ- Bangalore
• Head- K. Sivan
• Spaceports- Satish Dhawan Space Centre, Sriharikota.
• Thumba Equatorial Rocket Launching Station, Thiruvananthapuram.

• মঙ্গলে পৌঁছালো নাসার পারসেভারেন্স রোভার।
• সম্প্রতি Bill Nelson NASA প্রধান হলেন
• নাসার পার্কার সোলার প্রোব শুক্র গ্রহের প্রাকৃতিক সংকেত প্রাপ্ত করলো
• সম্প্রতি NASA পৃথিবীর সবথেকে বড়ো এবং শক্তিশালী টেলিস্কোপ তৈরী করলো। যার নাম James Webb Space Telescope
• Nasa 2023 সালে চাঁদে মোবাইল রোবট পাঠাচ্ছে জল খোঁজার উদ্দেশ্যে। এর নাম variable polar exploration rover research
• NASA সম্প্রতি দুটি নতুন মিশন ঘোষণা করলো শুক্র গ্রহের উদ্দেশ্যে। এই দুটির নাম Davinci এবং Veritas
• সম্প্রতি খবরে আছে NEOWISE টেলিস্কোপ। এটি নাসার টেলিস্কোপ
• নাসার Hubble Space Telescope সম্প্রতি বৃহস্পতির Ganimed উপগ্রহ যেটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ শেখানে প্রথম জ্বলিয় বাস্পের সন্ধান পেয়েছে।

National Aeronautics and Space Administration
• Headquarters: Washington, D.C., United States
• Founder: Dwight D. Eisenhower
• Founded: 29 July 1958, United States
• Administered by: Steve Jurczyk, Bill Nelson

Share with your friends

Leave a Comment