30th July 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 30th July 2021 Current Affairs PDF:
Download 30th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
30th July 2021 Current Affairs in Bengali:
30th July 2021 Current Affairs
- আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tiger Day) কত তারিখ পালন করা হয়?
a) 26 জুলাই
b) 27 জুলাই
c) 28 জুলাই
d) 29 জুলাই’
• পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বাঘের সংরক্ষণের প্রয়জনিয়তা সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটি উদযাপন করা হয়। 2010 সাল থেকে এই দিনটি উদযাপন করা হয়। এবছরের থিম হলো Their Survival in our hands. বিশ্বের সমগ্র বাঘের সংখ্যার 70 % ভারতে রয়েছে। ভারতে সবথেকে বেশী বাঘ রয়েছে মধ্যপ্রদেশ এ।
• Tiger State of India- Madhya Pradesh
• 1st Tiger Reserve- Bandipur (Karnataka)
• Largest Tiger Reserve- Corbett (in number of tiger), Nagarjunsagar-Srisailam Tiger Reserve (in area)
• Total Tiger Reserve – 52 [51 Srivilliputhur – Megamalai (2021) Tamil Nadu
• 52 Ramgarh Vishdhari (2021) Rajasthan]
1st July National Doctor’s Day
4th July American Independence day
11th July World Population Day
18th July Nelson Mandela International Day
26 July Kargil Vijay Divas
28th July World Nature Conservation Day, World Hepatitis Day
29th July International Tiger Day
- Najeeb Mikati কোন দেশের নতুন প্রধানমন্ত্রী মনোনীত হলেন?
a) সিরিয়া
b) লেবানন
c) ইজরায়েল
d) শ্রীলঙ্কা
• রাষ্ট্রপতি Michel Aoun এই আরবপতি কে মনোনীত করলেন। তিনি Saad Hariri এর স্থানে আসবেন।
Lebanon
• Capital: Beirut
• Currency: Lebanese pound
• President: Michel Aoun
- দিল্লী পুলিশ কমিশনার কে হলেন?
a) Sudhir Kumar Saxsena
b) Rakesh Asthana
c) Kuldiep Singh
d) Surjeet Sing Deswal
• ইনি এতদিন বিএসএফ এর ডিজি ছিলেন। 31 জুলাই তার ডিজি এর পদ থেকে অবসর নেওয়ার কথা ছিলো। তার 1 বছরের সময় বাড়িয়ে তাকে এই পদে নিয়ে এলো।
Border Security Force
• Headquarters: New Delhi
• Founded: 1 December 1965
Defense Agency
Name Head Head Quarter
NIA (National Investigation Agency) New Delhi Kuldip Sing ( Additional)
IB (Intelligence Bureau) New Delhi Arvind Kumar
CBI (Central Bureau of Investigation) New Delhi Subodh Kumar Jaiswal
RAW (Research and Analysis Wing) New Delhi S.K.Goel
BSF (Border Security Force) New Delhi
CRPF (Central Reserve Police Force) New Delhi Kuldip Sing
CISF (Central Industrial Security Force) New Delhi
ITBP(The Indo-Tibetan Border Police) New Delhi S S Deswal
Indian Coast Guard New Delhi Krishnaswamy Natarajan
DIA (Defence Intelligence Agency) New Delhi J.S.Dhilon
RPF (Railway Protection Force) New Delhi Arun Kumar
NSG (National Security Guard) New Delhi M.A.Ganapati
National Cadet Corp New Delhi Tarun Kumar Aich
ED (Enforcement Directorate)) New Delhi Sanjay Kumar Mishra
SSB (Sashastra Seema Bal) New Delhi Kumar Rajesh Chandra
Narcotics Control Bureau New Delhi
Assam Rifles
Imphal
Pradeep Chandra Nair
- জাতীয় মহিলা অনলাইন দাবা প্রতিযোগিতা কে জিতলেন?
a) Vantika Agarwal
b) Mirabi Chanu
c) Priya Malik
d) Mariyappan Thangavelu
• ইনি দিল্লীর বাসিন্দা। পশ্চিমবঙ্গের অর্পিতা মুখারজি দ্বিতীয় স্থানে শেষ করলেন।
All India Chess Federation
• President: Sanjay Kapoor
• Headquarters: Jawaharlal Nehru Stadium; Chennai
• Founded: 1951
- Basavraj Bommai কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন?
a) বিহার
b) কর্ণাটক
c) হিমাচল প্রদেশ
d) হরিয়ানা
• ইনি কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বিদায়ি মুখ্যমন্ত্রী BS Yediyurappa তার নাম প্রস্তাব করেছিলেন।
• ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করল কর্ণাটক।
• আয়ুস্মান ভারতের অধীনে স্বাস্থ্য এবং কল্যান কেন্দ্র স্থাপনে শীর্ষ স্থানে আছে কর্ণাটক
• ভারতের প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে।
• ইন্ডিয়া ইনোভেসন ইনডেক্স এ প্রথম স্থানে।
• নাম্মা কার্গো সার্ভিস চালু করেছে।
• Mandya জেলায় 1600 টন লিথিয়াম এর ভাণ্ডার পাওয়া গেছে।
• মহাকাশচারী দের জন্য ট্রেনিং সেন্টার খুলেছে ইসরো।
• আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল চালু করলো কর্ণাটক
• 24 শে মে ভারতের ব্যাঙ্গালোরে Sun Halo নামে একটি বিরল প্রাকৃতিক ঘটনা দেখা গেল
• সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
• সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
• সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
• ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
• কর্ণাটকের বিদ্যালয় দেশের প্রথম বিদ্যালয় হিসেবে উপগ্রহ উৎক্ষেপণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে
• রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক
• ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
Karnataka:
• Capital: Bengaluru
• Formation Date: 1st November 1956
• LS: 28 RS: 12
• CM; Basavraj Bommai
• Governor: Thawarchand Gehelot
• High court: Karnataka High Court[6]
• National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
• Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
• Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
• World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi
- ভারতের প্রথম কোন শহরে সমস্ত ট্যাপে পানীয় জল পাওয়া যাবে?
a) পাটনা
b) কোলকাতা
c) পুরি
d) মুম্বাই
• উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এর উদ্বোধন করলেন। প্রথম শহর হিসেবে সমস্ত ট্যাপে পানীয় জল পাওয়া যাবে যা এখানে আসা সমস্ত পর্যটকদের পানীয় জলের সমস্যা মেটাতে সাহায্য করবে। Sujal Mission এর আওতায় এই প্রজেক্ট চালু করা হলো।
• দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
• ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ।
• ভারতের প্রথম ওয়াল্ড স্কিল সেন্টার স্থাপিত হলো উড়িষ্যা ভুবনেশ্বর এ।
• রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মহেন্দ্রগীরির নাম প্রস্তাব করলো উড়িষ্যা
• সম্প্রতি বন্ধ হলো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র
• Ropax Jetty Project ধামরা নদিতে চালু হলো
• ডলফিনের সংখ্যা দ্বিগুণ হলো উড়িষ্যা তে
• Gopabandhu Sambdika Swasthya Bima Yojana চালু করলো উড়িষ্যা
• ভারতের প্রথম Covid Warrior Museum তৈরি হচ্ছে।
• সম্প্রতি খবরে রয়েছে Ghirmatha বীচ। এটি উড়িষ্যা তে অবস্থিত
• লকডাউন চলাকালিন পথ পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড গঠন করলো উড়িষ্যা
• FIH President Award পেলেন উড়িষ্যার আইএএস অফিসার ভি কে পান্ডিয়ান
• স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী মোকাবিলা এবং ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে চলেছে উড়িষ্যা
• অক্সিজেন কন্সেন্ট্রেটর হোম ডিলিভারি দেওয়ার কথা ঘোষণা করলো উড়িষ্যা
• সম্প্রতি উড়িষ্যা সরকার পুলিশে ট্রান্সজেন্ডার এর নিয়োগে অনুমোদন দিলো
• Pitha on Wheels ইনিশিয়েটিভ চালু করলো উড়িষ্যা
• সম্প্রতি আশীর্বাদ প্রকল্প চালু করলো উড়িষ্যা
• ভারতের একমাত্র উড়িষ্যাতে কুমিরের তিন রকম প্রজাতি পাওয়া গেছে। এই তিনটি প্রজাতি হলো Gharial, Magar, Crocodiles. 1975 সাল থেকে উড়িষ্যায় এই কুমির সংরক্ষণ শুরু হয়। উড়িষ্যা তে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল দেখা যায়।
• Suvarnarekha Irrigation Project চালু হলো উড়িষ্যা তে
Odisha:
• Capital: Bhubaneshwar
• LS:21 RS:10
• CM; Naveen Patnaik
• Governor: Ganeshi Lal Mathur
• High court: Odisha High Court, Cuttack
• National Park: Simlipal, Bhitarkanika
• Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
• Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
• Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
• World Heritage Site: Sun Temple, Konârak
- আয়ুর্বেদ কে আরো জনপ্রিয় করে তোলার জন্য Devaranya প্রকল্প চালু করলো কোন রাজ্য?
a) অন্ধ্র প্রদেশ
b) মধ্যপ্রদেশ
c) মহারাষ্ট্র
d) উত্তর প্রদেশ
• এতে সাহায্য করবে কেন্দ্রিয় AYUSH মন্ত্রক। ট্রাইবাল অঞ্চলের যুবক দের কর্মসংস্থান হবে এর মাধ্যমে।
• The Ministry of Ayurveda, Yoga, Naturopathy, Unani, Siddha, Sowa-Rigpa and Homoeopathy
• Founded: 9 November 2014, India
• Headquarters: New Delhi
• Jurisdiction: India
• Officeholders: Shripad Naik (MOS independent charge), Sarbananda Sonowal (Union Minister)
• মধ্যপ্রদেশের স্থাপন হতে চলেছে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর শক্তি প্রোজেক্ট।
• মধ্যপ্রদেশের হেসেঙ্গাবাদ এর নাম পরিবর্তন করে রাখা হল নর্মদাপুরম।
• খাবারে ভেজাল ধরা পড়লে বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘোষণা করল মধ্যপ্রদেশ।
• জমির রেকর্ড ডিজিটাল করার দিক থেকে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গ।
• মহারাজ ছত্রশাল কনভেনশন সেন্টারের উদ্বোধন খাজুরাহ তেকরা হলো
• কোভিড 19 যোদ্ধা কল্যান যোজনা চালু করলো
• যোগ সে নিরোগ প্রোগ্রাম চালু করলো মধ্যপ্রদেশ
• ফ্রি ট্রিটমেন্ট স্কিম ও চালু করেছে মধ্যপ্রদেশ
• করোনা রুগীদের জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা চালু করলো মধ্যপ্রদেশ
• করোনা মহামারীতে ডিউটিরত সরকারি কর্মচারীদের মৃত্যু হলে সেই পরিবারের একজন সদস্য কে কাজ দেওয়ার কথা ঘোষণা করলো
• সম্প্রতি অঙ্কুর স্কিম চালু করলো মধ্যপ্রদেশ
• সম্প্রতি চিতা যেটিকে 1952 সালে বিলুপ্ত ঘোষণা করে দেয়া হয়েছিল সেটিকে আবার ভারতে নিয়ে আসা হচ্ছে। এটি মধ্যপ্রদেশের পালপুর কুনো ন্যাশনাল পার্ক এ রাখা হবে।
• অ্যানিমিয়া মুক্ত ভারত অভিজানে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ
• যুব শক্তি করোনা মুক্তি অভিজান চালু করলো মধ্যপ্রদেশ
• ভারতের প্রথম গ্রিন ফাঙ্গাস কেস ইন্দোর শহরে দেখা গেছে
• সম্প্রতি এশিয়ার দীর্ঘ তম হাই স্পিড টেস্ট ট্র্যাক এর উদ্বোধন হলো ইন্দোরে
• সম্প্রতি গোয়ালিয়রে Agriculture and Farmers Welfares, National Horticulture Board Centre চালু করলো।
Madhya Pradesh:
• Capital: Bhopal
• LS:29 RS: 11
• CM; Shivraj Singh Chouhan
• Governor: Mangubhai Chhaganbhai
• High court: Madhya Pradesh High Court, Jabalpur
• National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
• Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
• Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
• World Heritage Site: Khajuraho Group of Monuments,
• Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka
- কোন রাজ্য তাদের প্রথম Sports University স্থাপন করতে চলেছে?
a) বিহার
b) হরিয়ানা
c) ঝাড়খণ্ড
d) উড়িষ্যা
• এর জন্য রাজ্য বিধানসভায় বিল পাশ করা হলো। 1/3 ভাগ সিট মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এটি দেশের ষষ্ঠ স্পোর্টস ইউনিভার্সিটি
• প্রথম ভারতীয় রাজ্য হিসাবে নিজস্ব ইথানল প্রমোশন পলিসি আনলো
• দুটি গৃন্ টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হল বিহার
• প্রতিবন্ধী ব্যাক্তিদের বিনামূল্যে 50km পরিবহন বিহার
• HIT Covid অ্যাপলিকেশন চালু করলো
• বাল্য সহায়তা যোজনা চালু করল বিহার
• সম্প্রতি বিহার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ গুলিতে মহিলা শিক্ষার্থী দের জন্য 33% সংরক্ষণ করে দিলো
• বিহার সরকার Bal Hriday Yojana চালু করলো যাতে যে সমস্ত শিশুদের হৃদয়ে জন্ম থেকে সমস্যা রয়েছে সেটি বিনা মুল্যে চিকিৎসা করা যায়।
• মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা চালু করলো বিহার
• সম্প্রতি বিহারে শকুন( Vulture) সংরক্ষণ এর পরিকল্পনা করলো ভারতের বন্য প্রানি বিভাগ। বিহারের বাল্মিকি জাতীয় উদ্যানে এটি শুরু করা হবে।
• পাটনা তে ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার স্থাপিত হচ্ছে
Bihar:
• Capital: Patna
• LS:40 RS: 16
• CM: Nitish Kumar
• Governor: Phagu Chauhan
• High court: Patna High Court
• National Park: Balmiki National Park
• Dance form: Fagua, Jhumri, Jat jatin, Jhijhian, Domkach, Kajari, Sohar
• Festival: Chatpuja, Pitripaksha mela, Rajgir mohotsov, Bihula Festival, Harihar Mela (sonepur)
• Ramsar Site: Kanwar Lake
• World Heritage Site: Mahabodhi Temple Complex at Bodh Gaya, Archaeological Site of Nalanda Mahavihara at Nalanda, Bihar
- সম্প্রতি কোন দুটি রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদ খবরে আছে?
a) সাম-মিজোরাম
b) বিহার-ঝারখন্ড
c) সিকিম- পশ্চিমবঙ্গ
d) গোয়া- কর্ণাটক
• মিজোরামের তিনটি জেলা Kolasib, Mamit, Aizwal এবং আসামের তিনটি জেলা Cachar, Haikandi এবং Karimganj এই অঞ্চলের মধ্যে সীমান্ত বিবাদ। 1987 সালে মিজোরাম আলাদা রাজ্য হওয়ার পর থেকে এই বিবাদ। কিন্তু বর্তমানে Violence হওয়ায় এটি আবার খবরে আছে।
• মিজোরাম এর স্বাস্থ্য পরিসেবার উন্নতির জন্য 32 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করছে বিশ্ব ব্যাঙ্ক
• সম্প্রতি মিজোরাম এ লুপ্তপ্রায় আফ্রিকান বেগুনি গাছের সন্ধান পাওয়া গেছে
• সম্প্রতি মিজোরাম সরকার বেশী সন্তান নেওয়ার জন্য উৎসাহ ভাতা প্রদান করার কথা ঘোষণা করেছে।
Mizoram:
• Capital: Aizwal
• Statehood:20th february 1987
• LS:1 RS:1
• CM; Zoramthanga
• Governor: Hari Babu Kambhapati
• High court: Gauhati High Court
• National Park:Murlen, Phawngpui (Blue Mountain)
• Dance form:Khullam, cheraw, Sarlamkai/ Solakia, Shilam, Chheihlam, Zangtalam, Sawlakia, Parlam
• Festival: Chapcharkut, ZO kutputi, Anthuriam
Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Rajiv Gandhi Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel
- State Youth Policy 2021 চালু করতে চলেছে কোন রাজ্য?
a) সিকিম
b) আসাম
c) মেঘালয়
d) গোয়া
• রাজ্যের যুব শক্তি কে সঠিক ভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এই পলিসি নিয়ে আসা হলো। মেঘালয় ক্রীড়া এবং যুব মন্ত্রক এটি চালু করবে। আপাতত মঘালয় মন্ত্রিসভা এতে অনুমোদন দিয়েছে।
• ভারতের বৃহত্তম স্টিল আর্চ সেতু ওয়ারে ব্রিজ নির্মিত হলো মেঘালয়।
• সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মেঘালয় রাজ্যের প্রতি 1000 জন মহিলায় 3 জন HIV পজিটিভ
• সম্প্রতি মেঘালয় এ বিজ্ঞানীরা বাঁদুরের নতুন প্রজাতি (Bamboo-Dwelling Bats) আবিষ্কার করলেন। এই প্রজাতি টি পাওয়া গেছে Nongkhyllem wildlife Sanctuary তে।
• ভারতের মেঘালয় রাজ্যে সম্প্রতি Sauropod Dinosaurs এর হাড় পাওয়া গেছে
Meghalaya:
• Capital: Shillong
• LS:1 RS:1
• Formation Date: 21 January 1972
• CM; Conrad Sangma
• Governor: Satya Pal Malik
• High court: Meghalaya High Court
• National Park: Balpakram, Nokrek Ridge
• Dance form:Nongkrem, ShadSuk Mynsiem, Lahoo, Dorsegata, Behdienkhlam.
• Festival: Behdienkhlam, Nongkrem, Wangala, ShadSuk Mynsiem