30th July 2021 Current Affairs In Bengali | 30th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

30th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 30th July 2021 Current Affairs PDF:

Download 30th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

30 th July 2021 Current Affairs in Bengali:

  1. বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস (World Nature Conservation Day) কত তারিখ পালন করা হয়?

a) 26 জুলাই
b) 27 জুলাই
c) 28 জুলাই
d) 29 জুলাই’

• সুস্থ সমাজের জন্য পরিবেশের প্রয়োজনীয়তার কথা মানুষ কে বোঝাতে এই দিনটি উদযাপন করা হয়।

1st July National Doctor’s Day
4th July American Independence day
11th July World Population Day
18th July Nelson Mandela International Day
26 July Kargil Vijay Divas
28th July World Nature Conservation Day, World Hepatitis Day
29th July International Tiger Day

  1. ভারত এবং কোন দেশের মধ্যে আগস্ট মাসে INDRA সামরিক মহড়া অনুষ্ঠিত হবে?

a) রাশিয়া
b) ফ্রান্স
c) অ্যামেরিকা
d) বাংলাদেশ

• রাশিয়ার Volgograd এ এটি অনুষ্ঠিত হবে। এটি এর 12 তম সংস্করণ। দু দেশ থেকে 250 জন এতে অংশ গ্রহণ করেব।

• সেনাবাহিনীর সেলারি একাউন্ট হ্যান্ডেল করার জন্য ইন্ডিয়ান আর্মির সঙ্গে টাই আপ করলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক।
• করোনা মোকাবিলা করতে CO- JEET শুরু করলো ইন্ডিয়ান আর্মড ফোর্স
• অক্সিজেন পুনর্নবীকরণ সিস্টেম তৈরি করল ভারতীয় নেভি
• Ashrita V. Oleti ভারতের প্রথম এবং একমাত্র মহিলা flight test engineer
• Deputy Chief of Naval staff রনভিত সিং নিযুক্ত হলেন
• Operation Samudrasetu চালু করেছিলো ভারতীয় নেভি।
• INS Rajput কে DeCommissioned করে দেওয়া হলো 40 বছর পর।
• ভারতীয় নৌসেনা থাইল্যান্ড সঙ্গে CORPAT সামরিক মহরা শুরু করলো
• সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাঁর নাম IN EUNAVFOR
• সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি তে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার INS Vikrant 2022 সালে চালু হবে
• ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ এর সঙ্গে Shield নামে সামরিক মহড়া আয়োজন করলো
• 21-22 জুলাই ভারত এবং ইউকের মধ্যে প্যাসেজ সামরিক অনুশীলন সম্পন্ন হলো

• Sampriti – India & Bangladesh
• Mitra Shakti -India & Sri Lanka
• Maitree Exercise- India & Thailand
• Vajra Prahar- India & US
• Yudh Abhyas- India & US
• Nomadic Elephant -India & Mongolia
• Garuda Shakti -India & Indonesia
• Shakti Exercise -India & France
• Dharma Guardian -India & Japan
• Surya Kiran-India & Nepal
• Hand in Hand Exercise-India & China

Russia:
• President: Vladimir Putin
• Capital: Moscow
• Currency: Russian ruble
• Parliament- Duma

  1. সম্প্রতি খবরে থাকা Paseo del Prade এবং Retiro Park কোন দেশে অবস্থিত?

a) স্পেন
b) জাপান
c) ইটালি
d) চীন

• এই দুটি সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর সম্মান পেলো। এর মধ্যে Paseo del Prade মাদ্রিদে এবং Retiro Park উসাক এ অবস্থিত।

The United Nations Educational, Scientific and Cultural Organization
• Headquarters: Paris, France
• Head: Director-General; Audrey Azoulay
• Founded: 16 November 1945, London, United Kingdom

Spain:
• Capital: Madrid
• King: Felipe VI of Spain
• Currency: Euro

  1. 1936 অলিম্পিকের পর কনিষ্ঠ তম স্বর্ণ পদক জয়ী খেলোয়ার হলেন Momiji Nishia. ইনি কোন দেশের খেলোয়ার?

a) চীন
b) দক্ষিণ কোরিয়া
c) উত্তর কোরিয়া
d) জাপান

• মাত্র 13 বছর বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। 26 জুলাই Skateboarding এ তিনি স্বর্ণ পদক জিতলেন। কনিষ্ঠ তম অলিম্পিক জয়ী অ্যামেরিকার Marjorie Gestring. তিনি 1936 সালের অলিম্পিকে ডাইভিং এ স্বর্ণ পদক লাভ করেছিলেন।

History of Modern Olympics
• 1st- 1896- Athens
• 2020- Tokyo (32th)
• 2024- Paris
• 2028- Los angeles
• 2032- Brisbane
• International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France

• দেশবাসীর একাকীত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ মন্ত্রী নিয়োগ করলো জাপান।
• বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ নির্মাণ করবে জাপান 2023 সালে লঞ্চ করা হবে মহাকাশে
• বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার fugaku তৈরি করল জাপান।
• পেটেন্ট ভেরিফিকেশনের জন্য ভারতকে সহযোগিতা করবে
• ভারত জাপানের সঙ্গে অ্যাকাডেমিক এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতার জন্য মউ স্বাক্ষর করলো
• সম্প্রতি জাপান তাদের দূষিত তেজস্ক্রিয় জল সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নিয়েছে
• সম্প্রতি জাপান third State of Emergency ঘোষণা করলো
• সম্প্রতি ভারত সরকার জাপান সঙ্গে Sustainable Urban Development নিয়ে Memorandum of Cooperation সাক্ষর করতে চলেছে
• বিদেশ ভ্রমনের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করার কথা ঘোষণা করলো জাপান
• জাপানভারত কে কোল্ড চেন সিস্টেম তৈরি করার জন্য 9.3 বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করছে

Japan:
• Capital- Tokyo
• Currency- Yen
• Prime minister- Yoshihide Suga
• King- Naruhito
• Parliament- Diet
• National sports- Sumo
• National emblem- chrysanthemum

  1. Mirabai Chanu কোন রাজ্যের ASP (Sports) হতে চলেছেন?

a) মিজোরাম
b) মনিপুর
c) আসাম
d) ত্রিপুরা

• মনিপুর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অলিম্পিকে রুপো জয়ের পুরষ্কার স্বরূপ তাকে Additional Superintendent of Police করা হচ্ছে। এর সঙ্গে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে।

Indian Olympic Association
• Founded: 1927
• President: Narinder Batra
• Secretary General: Rajeev Mehta

• মনিপুর সরকার Loumi Connect অ্যাপ চালু করলো।
• মনিপুর সরকার বন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে COSFOM ওয়েবসাইট চালু করল।
• মনিপুর সরকার এম পেনশন মনিপুর অ্যাপ চালু করল।
• বন ধণ বিকাশ যোজনার জন্য মডেল রাজ্য হিসাবে চয়ন করা হল
• MOMA Market নামে মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• সম্প্রতি মনিপুর MHIM (Manipur Home Isolation Management) মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
• সম্প্রতি কেন্দ্রীয় সরক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি 16 টি ন্যাশনাল হাইওয়ে প্রোজেক্টের সিলান্যাস করলেন মনিপুরে
• সম্প্রতি মৈরাং রাজ্যের 12 তম জেলা ঘোষিত হলো

Manipur:
• Capital: Imphal
• Formation Date: 21 January 1972
• LS: 2 RS:1
• CM; N. Biren Singh
• Governor: Najma Heptulla
• High court: Manipur High Court
• National Park: Keibul- Lamjao in Loktak Lake
• Dance form: Nupala, Dhol Cholom, Maibi, Thangta, Khamba Thoibi
• Festival: Lai haroba, Lui Nagai Ni, Sangai, Sliruilili, Chumpha
• Ramsar Site: Loktak lake

  1. ভারতের 40 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো Dholavira. এটি কোন রাজ্যে অবস্থিত?

a) তেলেঙ্গানা
b) গুজরাট
c) হরিয়ানা
d) দিল্লী

• এটি হরপ্পা সভ্যতার একটি স্থান। কচ্ছ জেলায় অবস্থিত। এর আগে তেলেঙ্গানার Ramappa মন্দির কে 39 তম হেরিটেজ সাইট এর তকমা দেওয়া হয়েছিলো। এই নিয়ে গুজরাট এ মোট চারটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো।

• ইটালি তাদের সবথেকে বড়ো ফুড পার্ক গুজরাট এ চালু করতে চলেছে
• 1975 সালের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম পার্সি ক্রিকেটার হলেন Arzan Nagwaswalla
• My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
• সম্প্রতি IFFCO বিশ্বের প্রথম Nano Urea Liquid Fertiliser তৈরি করলো। এটি তৈরি হয়েছে Nano Biotechnology Research Centre এ যেটি গুজরাটের কালোল এ অবস্থিত।
• গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
• ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
• সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে অবস্থিত।
• সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে Jane Garden and Kaijan Academy এর উদ্বোধন করলেন
• Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো
• কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত।
• NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক গুজরাটে স্থাপন করতে চলেছে
• রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল তৈরি হলো গুজরাটে
• সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হলো গুজরাটের কচ্ছ জেলার কুনারিয়া গ্রামে।
• ভারতের প্রথম গুজরাট হাইকোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করবে

Gujrat:
• Capital: Gandhinagar
• Formation date: 1 May 1960
• LS:26 RS:11
• CM; Vijay Rupani
• Governor: Acharya Devvrat
• High court: Gujarat High Court, Ahmedabad
• National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
• Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
• Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
• Ramsar Site: Nalsarovar Bird sanctuary
• World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad

  1. Bamboo industrial park কোন রাজ্যে স্থাপিত হবে?

a) বিহার
b) আসাম
c) সিকিম
d) মিজোরাম

• মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এর উদ্বোধন করলেন। Dima Hasao জেলার Manderdisa গ্রামে এটি স্থাপিত হচ্ছে।

• ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক আসামে তৈরি হয়েছে।
• পূর্ব ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটি স্থাপিত হচ্ছে আসামে।
• অসমে ভারতের বৃহত্তম সেতু ধুবরি ফুলবাড়ী সেতু তৈরি হতে চলেছে।
• অসম সরকার বোরোল্যান্ড ডিপার্টমেন্ট স্থাপন করলো
• Gurdian Minister নিয়োগ করতে চলেছে অসম
• সম্প্রতি আসামের Raimona সংরক্ষিত বনভূমি কে জাতীয় উদ্যান এর আক্ষা দেওয়া হলো
• Dheing Patkai রাজ্যের সপ্তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো
• আসামে বিশ্বের প্রথম Genetically Modified Rubber এর গাছ রোপণ করা হলো। এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটি কেরালা তে অবস্থিত।
• আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
• উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
• আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
• ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো

Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Rajiv Gandhi Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel

  1. ভারতের কোন রাজ্য World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো?

a) রাজস্থান
b) বিহার
c) মহারাষ্ট্র
d) কেরালা

• রাজ্যের রেশন সিস্টেম আরো ভালো করার জন্য এবং রাজ্যের মানুষদের খাদ্য সুরক্ষা আরো ভালো ভাবে দেওয়ার জন্য এটি চালূ করা হলো।

World Food Programme
• Headquarters: Rome, Italy
• Founded: 1961

• আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা যোজনা চালু করল রাজস্থান।
• মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো
• Black Fungus বা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
• ভিখারি মুক্ত অভিজান চালু করেছে।
• সম্প্রতি রাজস্থান Mukhyamantri Anuprati Coaching Scheme চালু করলো
• রাজস্থান মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে
• সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• সমস্ত জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করলো রাজস্থান
• বাজ পরে যেসমস্ত মানুষ মারা গেছেন তাদের কে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো রাজস্থান

Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

  1. World University Summit এর উদ্বোধন কে করলেন?

a) নরেন্দ্র মোদী
b) রামনাথ কোবিন্দ
c) ভেঙ্কাইয়া নাইডু
d) উপরোক্ত কেউ নন

• হরিয়ানার ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি এর আয়োজক। এর থিম ছিলো Universities of the future: Building Institutional Resilience, Social Responsibility and community impact.

• Venkaiah Naidu- 13th Vice President of India
• 1st Vice President- Sarvepalli Radhakrishnan (1952–1962)
• Longest Tenure- Mohammad Hamid Ansari

  1. ভারতে 5G নেটওয়ার্ক সম্প্রচারের জন্য এয়ারটেল কোন কোম্পানির সঙ্গে চুক্তি বদ্ধ হলো?

a) Intel
b) IBM
c) TCS
d) Facebook

• Intel এর Xeon প্রসেসর তারা ব্যাবহার করবে।
Intel
• CEO: Patrick P. Gelsinger (15 Feb 2021–)
• Founded: 18 July 1968, Mountain View, California, United States
• Headquarters: Santa Clara, California, United States

Bharti Airtel
• CEO: Gopal Vittal (1 Mar 2013–)
• Founder: Sunil Bharti Mittal
• Founded: 7 July 1995, India
• HQ: New Delhi

Share with your friends

Leave a Comment