12th July 2021 Current Affairs In Bengali | 12th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

12th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 12th July 2021 Current Affairs PDF:

Download 12th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

12th July 2021 Current Affairs in Bengali:

  1. আইসিসি এর সিইও Manu Sawhney তার পদ থেকে ইস্তফা দিলেন। আইসিসি এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
    a) দুবাই
    b) লন্ডন
    c) মুম্বাই
    d) নিউইয়র্ক
     Geogg Allardis ভারপ্রাপ্ত সিইও হিসেবে কাজ করবেন।

International Cricket Council
 Headquarters: Dubai, United Arab Emirates
 Founded: 15 June 1909
 Motto: Cricket for good.
 Deputy Chairman: Imran Khwaja
 Chairman: Greg Barclay

ICC Mens World Cup
 First edition 1975 England
 Latest edition 2019 England & Wales
 Next edition 2023 India
 Current champion England (1st title)
 Most successful Australia (5 titles)
 Most runs India Sachin Tendulkar (2,278)
 Most wickets Australia Glenn McGrath (71)

ICC Womens World Cup
 First edition 1973 England
 Latest edition 2017 England & Wales
 Next edition 2022 New Zealand
 Current champion England (4th title)

ICC T20 World Cup
 First edition 2007
 Latest edition 2016 India
 Next edition 2021 India
 Current champion West Indies (2nd title)
 Most successful West Indies (2 titles)

ICC Women t20 World cup
 First edition 2009 England
 Latest edition 2020 Australia
 Next edition 2023 South Africa
 Current champion Australia

  1. 31st August 2021 অ্যামেরিকা কোন দেশ থেকে তাদের সেনা সরিয়ে নেবে?
    a) ইরান
    b) আফগানিস্তান
    c) মেক্সিকো
    d) কাতার

 9/11 এর কুড়ি তম বর্ষে এই সিদ্ধান্ত নিলেন অ্যামেরিকার রাষ্ট্রপতি। এই 20 বছরে অ্যামেরিকার প্রায় 2300 সৈনিক এখানে মারা গেছে।

 সম্প্রতি আফগানিস্থান এ ভারতের বিশিষ্ট এবং অভিজ্ঞ কূটনীতিক ভীনেশ কালরা মারা গেলেন
 ইনি 2008 সালে Indian Foreign Service এ যোগদান করেছিলেন। ওমান, চীন, দক্ষিণ আফ্রিকায় ইনি দায়িত্ব সামলেছিলেন। ভারত আফগানিস্থান সম্পর্ক ভালো করায় এনার গুরুত্বপূর্ণ অবদান ছিলো।
Afghanistan:
 Capital: Kabul
 Currency: Afghan afghani
 President: Ashraf Ghani
 Longest river: Helmand River
 Highest Peak: Mount Tirich Mir
 Parliament: National Assembly
 Border Length-106 km
 National Sports: Buzkashi

  1. ভারত এবং ইতালির নৌ সেনার মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো কোন সমুদ্রে?
    a) Caspian Sea
    b) Black Sea
    c) Red Sea
    d) Tyrrhenian Sea

 এখানে ভারতীয় নৌ বাহিনীর তরফ থেকে INS Tabar অংশ গ্রহণ করেছিলো। ইতালির Naples শহরের উপকুলে এটি অনুষ্ঠিত হয়েছিলো।

 Capital: Rome
 Currency: Euro
 President: Sergio Mattarella

  1. 2021 সালের কোপা অ্যামেরিকা ফুটবল প্রতিযোগিতা কারা চ্যাম্পিয়ন হলো?
    a) ব্রাজিল
    b) আর্জেন্টিনা
    c) চিলি
    d) উরুগুয়ে

 ফাইনালে তারা ব্রাজিল কে পরাজিত করে। 28 বছর পর তারা এই প্রতিযোগিতায় আবার চ্যাম্পিয়ন হলো। 1993 সালে শেষ বার তারা এই প্রতিযোগিতা জিতেছিলো। একমাত্র গোল করেনে ডি মারিয়া

 সর্বচ্চ গোলদাতা হলেন মেসি এবং লুইস দিয়াজ।
 শ্রেষ্ঠ খেলোয়াড় হলেন- মেসি এবং নেইমার

 Founded 1916;
 Region South America
 Current champions Argentina (15th title)
 Most successful team(s) Argentina, Uruguay(15 titles each)

 ইউরো কাপ 2020- পরতুগাল(২০১৬)
 বিশ্বকাপ 2018- ফ্রান্স
 এশিয়া কাপ 2019- katar
 আফ্রিকান নেসন্স কাপ 2019- আলজেরিয়া

  1. ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কোন রাজ্যে দেখা গেলো?
    a) পশ্চিমবঙ্গ
    b) গোয়া
    c) সিকিম
    d) কেরালা

 এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো। এছারা আরো 13 জনের মধ্যে এই ভাইরাসের লক্ষন দেখা গেছে। এই রোগটি Aedes মশার কামড়ে হয়ে থাকে। এই একি মশার কামরে ডেঙ্গু, চিকুঙ্গুনিয়া, এবং ইয়েলো ফিভার হয়ে থাকে। এই জিকা ভাইরাস আফ্রিকা তে প্রথম লক্ষ করা গেছিলো 1952 সালে।

 এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
 ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
 কেরালা সরকার কেরালা নলেজ মিশন এবং ডিজিটাল ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নামে দুটি প্রকল্প চালু করল।
 গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভাল 2021 আয়োজন করবে কেরল।
 Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
 কেরাল Crushing the Curve” নামে টীকা করন কর্মসূচী চালু করলো
 সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
 Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
 Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
 সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
 সম্প্রতি কেরালা তাদের লাইফ সায়েন্স পার্কে কোভিড 19 ভ্যাকসিন নির্মাণ কেন্দ্র স্থাপনের অনুমতি দিলো
 সম্প্রতি জনপ্রিয় হওয়া টুলু ভাষা মূলত কর্ণাটক, কেরালাবলা হয়ে থাকে
 সম্প্রতি কেরালাতে Stygarctus Keralensis নামে একটি নতুন প্রজাতি পাওয়া গেলো
 কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
 বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
 সম্প্রতি বিশ্ব ব্যাংক কেরালা কে 125 million $ এর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো

Kerala:
 Capital: Thiruvananthapuram
 Formation Date: 1 November 1956
 LS:20 RS: 9
 CM; Pinarayi Vijayan
 Governor: Arif Mohammed Khan
 High court: Kerala High Court, Kochi
 National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
 Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
 Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
 Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

  1. কোন রাজ্যের বিদ্যালয় দেশের প্রথম বিদ্যালয় হিসেবে উপগ্রহ উৎক্ষেপণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে?
    a) অন্ধ্র প্রদেশ
    b) কর্ণাটক
    c) গোয়া
    d) মহারাষ্ট্র

 Malleswaram এর সরকারি উচ্চ বিদ্যালয় এই কৃতিত্ব অর্জন করলো। দেশের 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে 75 টি উপগ্রহ উৎক্ষেপণ করা হবে তাতে অংশগ্রহণ করবে এই স্কুলের শিক্ষার্থীরা। এটি ইসরো এবং ইন্ডিয়ান টেকনোলজিকাল কংগ্রেস অ্যাসোসিয়েশন এর সাহায্যে হচ্ছে।
Indian Space Research Organisation
 Founder: Vikram Sarabhai
 Founded: 15 August 1969
 Headquarters: Bengaluru
 Director: Kailasavadivoo Sivan

 Indian National Committee for Space Research (INCOSPAR)-1962
 Indian Space Research Organisation- 1969, 15th August
 ভারতের মহাকাশ মিশন- Aryabhata, 1975 with help of Soviet Union
 ভারতের প্রথম স্যাটেলাইট যেটি ভারত দেশ থেকে উৎক্ষেপণ করেছিলো- Rohini, 1980 ( SLV-3 Rocket)
 ভারতের প্রথম স্পেস টুরিস্ট- Santhosh George
 ভারতের প্রথম চন্দ্র মিশন- Chandrayaan-1, 2008
 ভারতের প্রথম মঙ্গল মিশন- Mars Orbital Mission (2013-14)

  1. ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম কোন রেল ষ্টেশনে স্থাপিত হলো?
    a) নতুন দিল্লী রেল ষ্টেশন
    b) হাওড়া রেল ষ্টেশন
    c) ব্যাঙ্গালোর সিটি রেল স্টেশন
    d) চেন্নাই রেল ষ্টেশন

 এটি 12 ফুট দীর্ঘ। এখানে বিভিন্ন ফ্লোরা এবং ফনা থাকবে তার সঙ্গে সামুদ্রিক কিছু প্রানি ও থাকবে। এর সঙ্গে একটি ডলফিন রয়েছে।

 কর্ণাটক সরকার Avolokana সফটওয়্যার চালু করল।
 কর্ণাটক সরকার নবোদয় অ্যাপ চালু করল।
 ফ্লাওয়ার প্রসেসিং সেন্টার স্থাপন করছে কর্ণাটক।
 বিশ্বের দ্রুততম বৃদ্ধি সম্পন্ন পরিপূর্ণ টেক ইকোসিস্টেম হল বেঙ্গালুরু।
 ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করল কর্ণাটক।
 সম্প্রতি কর্ণাটক আরো 25 লক্ষ নতুন ট্যাঁপ বসানোর পরিকল্পনা করলো
 আয়ুস্মান ভারতের অধীনে স্বাস্থ্য এবং কল্যান কেন্দ্র স্থাপনে শীর্ষ স্থানে আছে কর্ণাটক
 ভারতের প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে।
 ইন্ডিয়া ইনোভেসন ইনডেক্স এ প্রথম স্থানে।
 নাম্মা কার্গো সার্ভিস চালু করেছে।
 Mandya জেলায় 1600 টন লিথিয়াম এর ভাণ্ডার পাওয়া গেছে।
 মহাকাশচারী দের জন্য ট্রেনিং সেন্টার খুলেছে ইসরো।
 আকাঙ্খা নামে ওয়েব পোর্টাল চালু করলো কর্ণাটক
 24 শে মে ভারতের ব্যাঙ্গালোরে Sun Halo নামে একটি বিরল প্রাকৃতিক ঘটনা দেখা গেল
 সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
 সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
 সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
Karnataka:
 Capital: Bengaluru
 Formation Date: 1st November 1956
 LS: 28 RS: 12
 CM; B. S. Yediyurappa
 Governor: Thawarchand Gehelot
 High court: Karnataka High Court[6]
 National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
 Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
 Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
 World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

  1. ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে কোন রাজ্যে?
    a) মহারাষ্ট্র
    b) পশ্চিমবঙ্গ
    c) গুজরাট
    d) অন্ধ্র প্রদেশ

 গুজরাটের গান্ধী নগরে এটি স্থাপিত হবে। এর জন্য Gujrat Maritime University এবং International Financial Services Centre Authority এর মধ্যে একটি মউ স্বাক্ষরিত হলো। সামুদ্রিক এবং Shipping সংক্রান্ত সমস্ত বিবাদ মেটানোর জন্য এটি স্থাপন করা হচ্ছে। গুজরাটের গিফট সিটি তে যে Marine Cluster তৈরি হচ্ছে এটি তার ই অংশ।

 ভারতের প্রথম মাইগ্রেন্ট ওয়ার্কার সেল তৈরি হলো গুজরাটের সুরাটে।
 গুজরাট সরকার মুখ্যমন্ত্রী বগায়াত বিকাশ মিশন চালু করল।
 গুজরাট এগ্রিকালচারাল সেন্সাস অনুষ্ঠান করার ঘোষণা করল।
 ইটালি তাদের সবথেকে বড়ো ফুড পার্ক গুজরাট এ চালু করতে চলেছে
 1975 সালের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম পার্সি ক্রিকেটার হলেন Arzan Nagwaswalla
 My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
 গুজরাট মুখ্যমন্ত্রী বাল্য সেবা যোজনা(4000rs and 6000rs) চালু করলো।
 সম্প্রতি IFFCO বিশ্বের প্রথম Nano Urea Liquid Fertiliser তৈরি করলো। এটি তৈরি হয়েছে Nano Biotechnology Research Centre এ যেটি গুজরাটের কালোল এ অবস্থিত।
 গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
 সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে অবস্থিত।
 সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে Jane Garden and Kaijan Academy এর উদ্বোধন করলেন

Gujrat:
 Capital: Gandhinagar
 Formation date: 1 May 1960
 LS:26 RS:11
 CM; Vijay Rupani
 Governor: Acharya Devvrat
 High court: Gujarat High Court, Ahmedabad
 National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
 Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
 Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
 Ramsar Site: Nalsarovar Bird sanctuary
 World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad

  1. The Hunger Virus Multiples এর রিপোর্ট অনুযায়ী প্রতি মিনিটে কত জন মানুষ অনাহারে মারা যান?
    a) 10
    b) 15
    c) 11
    d) 25

 এই রিপোর্ট অনুযায়ী 2020 তে পৃথিবীতে করোনা ভাইরাসের থেকে ক্ষুধার কারনে বেশী মৃত্যু হয়েছে। বর্তমানে বিশ্বে প্রায় 15.5 কোটি মানুষ ক্ষুধার শিকার।

  1. The Light of Asia নামে কে বই রচনা করলেন?
    a) Ravi Shashtri
    b) Sundeep Mishra
    c) Jairam Ramesh
    d) Amitabh Ghosh

 ইনি ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এই বইটি গৌতম বুদ্ধের জীবনীর উপর রচিত।

Dalai Lama ‘The Little Book of Encouragement’
Jhumpa Lahiri ‘Whereabouts’
Vineet Bajpai ‘1857- The Sword of Mastann’
Hunter Biden (Son of US President Joe Biden) ‘Beautiful Things’ A Memoir
Sangeet Paul Choudary ‘Platform Scale: For A Post-Pandemic World’
Former Vice President Mohammad Hamid Ansari ‘By Many a Happy Accident: Recollections of a Life’
Meghna Pant ‘The Terrible, Horrible, Very Bad Good News’
Priyanka Chopra Jonas ‘Unfinished’
Arun Kumar ‘Indian Economy’s Greatest Crisis: impact of Coronavirus and the Raod Ahead’
Ramesh Kandula ‘Maverick Messiah: A Political Biography of N T Rama Rao’
Justice A K Rajan ‘Agriculture Acts 2020’
Shweta Taneja ‘They Found What/They Made What?
Ram Madhav ‘Because India Comes First’
Kabir Bedi ‘Stories I Must Tell: The Journey of an Actor’
Olga Tokarczuk ‘The Lost Soul’
Karan Puri ‘#METOO’
Dr Avinuo Kire ‘The Last Light of Glory Days: Stories from Nagaland’
Snigdha Poonam ‘India: A Scamstar Born Every Minute’

Share with your friends

Leave a Comment