11th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 11th July 2021 Current Affairs PDF:
Download 11th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
11th July 2021 Current Affairs in Bengali:
- কোন কোম্পানি তাৎক্ষনিক লোন প্রদান করার জন্য Postpaid Mini নামে একটি উদ্যোগ চালু করলো?
a) Airtel Payment Bank
b) Paytm
c) Bharatpe
d) Amazon Pay
এতে পেটিএম ব্যাবহারকারিরা তাৎক্ষনিক 250 থেকে 1000 টাকা পর্যন্ত লোণ পাবে। এর জন্য তারা আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে চুক্তি বদ্ধ হলো। 30 দিনের মধ্যে লোন শোধ করে দিলে কোন সুদ দিতে হবে না।
Paytm
Founder: Vijay Shekhar Sharma
Founded: 2009, Noida
CEO: Vijay Shekhar Sharma (Dec 2010–) - সম্প্রতি কোন ই কমার্স কোম্পানি প্লাস্টিক প্যাকেজ সম্পূর্ণ বন্ধ করে দিলো?
a) আম্যাজন
b) স্ন্যাপডিল
c) ফ্লিপকার্ট
d) আলিবাবা
আপাতত তারা একবার ব্যাবহারযোগ্য প্লাস্টিক ব্যাবহার বন্ধ করছে। এবছরের শেষের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিক ব্যাবহার বন্ধ করে দেবে। এছারা ফ্লিপকার্ট, ফোন পে এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে ক্যাস অন ডেলিভারি পেমেন্ট এর জন্য।
Flipkart
Founded: October 2007, Bengaluru
CEO: Kalyan Krishnamurthy (Jan 2017–)
Parent organization: Walmart
Founders: Sachin Bansal, Binny Bansal
- বুলেটিন নামে একটি নিউজ লেটার প্ল্যাটফর্ম কারা তৈরি করলো?
a) ফেসবুক
b) গুগল
c) মাইক্রোসফট
d) অ্যামাজন
এটি একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন উঠতি লেখকেরা লিখতে পারবেন। সাহিত্য এর মান বৃদ্ধি করা এবং নতুন লেখকেরা যাতে যথাযথ সুযোগ পান তাই এই উদ্যোগ।
Founders: Mark Zuckerberg, Eduardo Saverin, Dustin Moskovitz, Andrew McCollum, Chris Hughes Trending
Founded: February 2004, Cambridge, Massachusetts, United States
CEO: Mark Zuckerberg (4 Feb 2004–)
Headquarters: Menlo Park, California, United States
- কে CoWin Global Conclave এর উদ্বোধন করলেন?
a) রাজনাথ সিং
b) নরেন্দ্র মোদী
c) আমিত শাহ
d) নির্মলা সিতারমন
উদ্বোধনী ভাষণ ও তিনি দিলেন। 142 দেশের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলো।
Narendra Modi 14th Prime Minister and also in-charge of:
Ministry of Personnel, Public Grievances and Pensions;
Department of Atomic Energy;
Department of Space;
All important policy issues; and
All other portfolios not allocated to any Minister
- মৎস চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার যে অ্যাপলিকেশনটি চালু করলো তাঁর নাম কি?
a) Fish SETU
b) Fish
c) Fish Knowledge
d) Fish Science
ভুবনেশ্বরের Central Institute of Freshwater Aquaculture এটি তৈরি করলো। হায়দ্রাবাদের National Fisheries Development Board এতে আর্থিক সাহায্য করলো।
- সম্প্রতি দেশের প্রথম FASTag/UPI মাধ্যমে পার্কিং সুবিধা আনলো দিল্লী মেট্রোরেল কর্পোরেশন। তারা এটি কোন ষ্টেশনে চালু করলো?
a) নতুন দিল্লী
b) কাশ্মীরি গেট
c) চাঁদনী চক
d) জিটিবি নগর
এতে সহযোগিতা করছে National Payment Corporation of India
Metrorail
ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় ভবানিপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ১৯৮৪ সালে।
বর্তমানে ভারতে মেট্রো আছে ১৩ তে শহরে এগুলি হলও-
Kolkata, Delhi, Bengaluru, Gurugram, Mumbai, Jaipur, Chennai, kochi, Lucknow, Hyderabad, Noida, Ahmedabad, Nagpur.
Nagpur এ শেষ মেট্রো রেল চালু হয়েছে। এর বাইরে আরো ৮টি শহরে কাজ চলছে।।
একমাত্র কলকাতা মেট্রো যেটি সম্পূর্ণরূপে ভারতীয় রেলের অধীনে।
Delhi:
CM-Arvind Kejriwal
Lt. Governor- Anil Baijal
LS:7 RS:3
World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,
- Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের কোন রাজ্যে দেখা গেলো?
a) উত্তর প্রদেশ
b) বিহার
c) মহারাষ্ট্র
d) অরুণাচল প্রদেশ
এটি ও করোনা পরবর্তী একটি সমস্যা। এর নাম Avascular necrosis. আপাতত তিনটি ঘটনা পাওয়া গেছে। Mucormycosis এবং এই রোগ দুটির মুল কারন স্টেরয়েড এর ব্যাবহার। এর আগে ব্ল্যাকফাঙ্গাস এর প্রথম কেস ও এই রাজ্যে পাওয়া গেছিলো।
মহারাষ্ট্র সরকার এগ্রিকালচার পাম্প পাওয়ার কানেকশন পলিসি চালু করল।
মহারাষ্ট্র সরকারের intellectual property rights scheme and quality testing and certification scheme.
মহারাষ্ট্র সরকার chief minister water conservation program চালু করল।
মহারাষ্ট্র সরকার Aaple Sarkar Maha DBT পোর্টাল চালু করল।
মহারাষ্ট্র সরকার মহা সমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যোজনা চালু করল।
দেশের প্রথম স্বদেশী মেট্রো র্যাকের উদ্বোধন হল মুম্বাইতে।
ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে।
রাজ্যের কৃষকেরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করল
সম্প্রতি মহারাষ্ট্রের বায়ো ডাইভারসিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হলো আম্বালী গ্রাম
অনিল দেশমুখ রাজ্যার স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন
সম্প্রতি মুম্বাইতে ওয়াটার ট্যাক্সি এবং ROPAX ফেরি সার্ভিস শুরু হলো
ভারতের মহারাষ্ট্র তট দেশের প্রথম ভাসমান LNG storage তৈরি হলো
ভারতের প্রথম Drive in Vacccination Centre এর উদ্বোধন হলো মুম্বাইতে
সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক পুনে মেট্রো রেল প্রজেক্ট নিয়ে চুক্তি স্বাক্ষর করলো
সম্প্রতি মহারাষ্ট্র Mucromycosis রুগীদের ফ্রি তে চিকিৎসা করার কথা ঘোষণা করেছে
Health Infra Parameters এ প্রথম স্থানে আছে ভারতের পুনে।
ভারতের পুনেতে সম্প্রতি কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র স্থাপন করা হলো
সম্প্রতি মহারাষ্ট্র national institute of medicinal plants স্থাপনের অনুমতি দিয়েছে
মহারাষ্ট্র সম্প্রতি Mission Oxygen Self Reliance চালু করলো
বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমদন প্রাপ্ত করোনা টেস্ট কিটের CoviSelf. এটি বানিয়েছে পুনের কোম্পানিMyLab Discovery Solutions.
করোনায় অনাথ হওয়া শিশুদের জন্য 5 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিটের কথা ঘোষণা করেছে জা তারা 21 বছর পূর্ণ হলে পাবে।
সম্প্রতি RBI পুনের Shivajirao Bhosle Co-operative Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
সম্প্রতি মহারাষ্ট্র করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করলো
সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়ার জন্য Maharashtra Apprenticeship Promotion Scheme চালু করলো।
সম্প্রতি বোম্বে হাইকোর্ট এমপি Navneet Kaur Ranaএর সিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলো
মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্র রাজ্যে বাঁদুরের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেলো। মহাবালেস্বরের গুহা তে এই সন্ধান পেয়েছেন। National Institute of Virology এর গবেষকরা এই সন্ধান পেয়েছেন। এতে সহায়তা করেছে Indian Council of Medical Research.
মাকড়শার দুটি নতুন প্রজাতি মহারাষ্ট্র এ পাওয়া গেলো। 26/11 তে শহীদ হওয়া মুম্বাই এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইন্সপেক্টর Tukaram O’Ble এর নামে এদের নাম করণ করা হলো। এর নাম রাখা হলো Aisius Tukarami
Maharashtra:
Capital: Mumbai
LS: 48 RS: 19
Formation Day: 1 May 1960
CM; Uddhav Thackeray
Governor: Bhagat Singh Koshyari
High court: Bombay High Court
National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
World Heritage Site: Chhatrapati Shivaji Terminus,
The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves
- সম্প্রতি মারা গেলেন Virbhadra Sing. ইনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
a) কর্ণাটক
b) পাঞ্জাব
c) হিমাচল প্রদেশ
d) হরিয়ানা
ইনি হিমাচল প্রদেশের সর্বাধিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। 6 বার তিনি এই দায়িত্ব সামলান। তিনি কংগ্রেস দলের প্রতিনিধি ছিলেন।
ইপরিবহন ব্যবস্থা লঞ্চ করল হিমাচল প্রদেশ।
ভারতের প্রথম রাজ্য হিসেবে ই-ক্যাবিনেট কার্যকর করলো হিমাচল প্রদেশ।
Veerangana on wheel পরিষেবা চালু করলো হিমাচল প্রদেশ
পর্বত ধারা যোজনা চালু করলো হিমাচল প্রদেশ
মুখ্যমন্ত্রী সেবা সঙ্কল্প হেল্পলাইন 1100 চালু করলো হিমাচল প্রদেশ
সম্প্রতি হিমাচল প্রদেশ বন পুকুর তৈরি করছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য
কেন্দ্রীয় AYUSH মন্ত্রক হিমাচল প্রদেশে AYUSH Ghar Dwar যোজনা চালু করলো
ভারতের Panacea Biotech Sputnik V তৈরির লাইসেন্স পেলো। এটি তৈরি হবে হিমাচল প্রদেশের Baddi তে।
Himachal Pradesh:
Capital: Shimla
LS:4 RS:3
Formation: 25 january 1971
CM; Jai Ram Thakur
Governor: Rajendra Vishwanath Arlekar
High court: Himachal Pradesh High Court
National Park: Great Himalayan, Pin Valley, Inderkilla, Kheer Ganga, Simbul Bara.
Dance form:Nati, Rakhasa, Dashone, Cholamba, Natnatin, Shand and Shabu, Dangi, Kayang Mala
Festival: Renukaji, Fagli, Lavi, Halda, Kullu Dussera, Minjar Mela, Gochi, Sazo, DOngri, International Himalayan Festival.
Ramsar Site: Chandra Taal, Renuka lake, Pong Dam lake
World Heritage Site: Great Himalayan National Park
- সম্প্রতি খবরে থাকা Taal আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
a) ইন্দোনেশিয়া
b) মালয়েশিয়া
c) ফিলিপিন্স
d) জাপান
সম্প্রতি এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটেছে।
Philippines
Capital: Manila
Currency: Philippine peso
President: Rodrigo Duterte
- India To the Rescue নামে কে বই রচনা করলেন?
Sushant Sing
Shruti Rao
Both
None of the above
ভারতীয় সেনা মালদ্বীপে একটি Rescue অপারেশন করেছিলেন। এই বইটি সেই বিষয়ের ওপর রচিত।
Anindya Dutta ‘Advantage India: The Story of Indian Tennis’
Evan Osnos Joe Biden: American Dreamer
Shrabani Basu ‘The Mystery of the Parsee Lawyer: Arthur Conan Doyle, George Edalji and the case of the foreigner in the English Village’
Rajiv Malhotra ‘Artificial Intelligence and the Future of Power: 5 Battlegrounds’
Anant Vijay ‘Dynasty to Democracy: The Untold Story of Smriti Irani’s Triumph’
Prakash Javadekar ‘The Green Queens of India- A Nation’s Pride’
Sanjaya Baru ‘India’s Power Elite: Caste, Class and Cultural Revolution’
Dr M Ramachandran ‘Bringing Governments and People Closer’
Samir Soni ‘My Experiments with Silence’
Danish Khan and Ruhi Khan ‘Escaped: True Stories of Indian Fugitives in London’
Jeet Thayil ‘Names of the Women’
Namit Arora ‘Indians: A Brief History of a Civilization’
Vinod Kapri ‘1232 km: The Long Journey Home’
Neha Sinha ‘Wild and Wilful: Tale of 15 Iconic Indian Species’