8th July 2021 Current Affairs In Bengali | 8th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

8th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 8th July 2021 Current Affairs PDF:

Download 8th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

8th July 2021 Current Affairs in Bengali:

  1. সম্প্রতি কোন ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে?
    a) Sunita Williams
    b) Sirisha Bandla
    c) Kalpana Chawla
    d) Jagjit Pavadia

 ইনি তৃতীয় ভারতীয়/ ভারতীয় বংশ উদ্ভুত মহিলা হিসেবে মহাকাশে যাত্রা করছেন। এর আগে কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামস এই কৃতিত্ব অর্জন করেছেন। এনার জন্ম অন্ধ্রপ্রদেশ এ হয়েছিলো। Virgin Galactic কম্পানির প্রতিষ্ঠাতা Richard Brandson ব্রিটেনের একজন আরব পতি ( Billionaire). এর সঙ্গে আরো 4 জন মহাকাশে যাবে। নিউ মেক্সিকো স্পেস ষ্টেশন থেকে যাত্রা শুরু করবে। এরা VSS Unity মহাকাশযানে করে এই যাত্রা করবে।

 প্রথম মহাকাশ মিশন- রাশিয়া- 1957 প্রথম স্যাটেলাইট লঞ্চ
 প্রথম মহাকাশচারী- ইউরি গ্যাগরিন , রাশিয়া 1961(ভস্টক 1 )
 প্রথম মহিলা মহাকাশচারী- Valentina Tereshkova ( Russia 1963)
 প্রথম চন্দ্র মিশন- অ্যামেরিকা
 প্রথম মহাকাশচারী যারা চাঁদে পৌঁছেছিলেন- Neil Armstrong, 1969
 প্রথম ভারতীয় মহাকাশচারী- Rakesh Sharma (1984, Soyuz T11 Aircraft, Russia)
 প্রথম ভারতীয় বংশ উদ্ভুত মহিলা মহাকাশচারী- Kalpana Chawla, 2003 Columbia Aircrat, USA
 Indian National Committee for Space Research (INCOSPAR)-1962
 Indian Space Research Organisation- 1969, 15th August
 ভারতের মহাকাশ মিশন- Aryabhata, 1975 with help of Soviet Union
 ভারতের প্রথম স্যাটেলাইট যেটি ভারত দেশ থেকে উৎক্ষেপণ করেছিলো- Rohini, 1980 ( SLV-3 Rocket)
 ভারতের প্রথম স্পেস টুরিস্ট- Santhosh George
 ভারতের প্রথম চন্দ্র মিশন- Chandrayaan-1, 2008
 ভারতের প্রথম মঙ্গল মিশন- Mars Orbital Mission (2013-14)
 ভারতের প্রথম শুক্র মিশন- Sukrayaan, 2024
 ভারতের প্রথম সূর্য মিশন- Aditya L-1
 ভারতের প্রথম মহাকাশচারী মিশন- Gaganyaan, 2021
 প্রথম মঙ্গল মিশন- 1971, NASA
 প্রথম রোভার যেটি মঙ্গল গ্রহে নেমেছিলো- Mars Pthfinder ( NASA)

Virgin Galactic
 Founded: 2004
 Headquarters: Mojave, California, United States
 Operating bases: Spaceport America; Mojave Air and Space Port
 Parent organizations: Virgin Group, Vieco USA, Inc.
 Founders: Richard Branson, Burt Rutan

  1. সম্প্রতি কে American Foundation Carnegie Corporation দ্বারা পুরস্কৃত হলেন?
    a) Anshula Kant
    b) Kamala Harris
    c) Geeta Gopinath
    d) Nukulu Foam

 আইএমএফ এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপিনাথ এবং নাসার বিজ্ঞানী Kamlesh Lula এই দুজন ভারতীয় বংশ উদ্ভুত এই পুরষ্কার পেলেন। মোট 34 জন কে এই পুরষ্কার দেওয়া হয়েছে। Carnegie Corporation নিউইয়র্ক এর একটি এনজিও।

 Managing Director: Kristalina Georgieva
 Headquarters: Washington, D.C., U.S
 Chief Economist: Gita Gopinath
 Formation: 27 December 1945; 75 years ago

Economic Organization
Name Head Head Quarter Year
Central Board of Indirect Taxes and Customs (CBIC) M. Ajit Kumar, New Delhi
Central Board Of Direct Taxes (CBDT) Jagannath Vidyadhar Mohapatra New Delhi
Securities and Exchange Board of India (SEBI) Ajay Tyagi, Mumbai 1988
Reserve Bank OF India Shaktikanta Das Mumbai 1935,1949
National Bank for Agriculture and Rural Development (NABARD Govinda Rajulu Chintala
Mumbai 1982
Life Insurance Corporation of India M. R. Kumar Mumbai 1956
Insurance Regulatory and Development Authority of India Subhash Chandra Khuntia Hydrabad 1999
World BanK David Malpass
Washington D.C 1944
International Monetary Fund Kristalina Georgieva
Washington D.C 1944
Asian Development Bank Masatsugu Asakawa Manila 1966
African Development Bank Abidjan 1964
European Bank for Reconstruction and Development London 1991

  1. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার মহিলা ক্রিকেটে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক রান করার কৃতিত্ব অর্জন করলেন?
    a) Smriti Mandhana
    b) Ansula Rao
    c) Mithali Raj
    d) Sefali Verma

 ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। ইনি ইংল্যান্ডের Charlotte Edwards কে অতিক্রম করে বিশ্বের সর্বাধিক রান স্কোরার হলেন।

 Founded 1928
 Headquarters Wankhede Stadium
 Location Churchgate, Mumbai, Maharashtra, India
 President Sourav Ganguly
 Vice president(s) Rajeev Shukla
 Secretary Jay Shah
 Men’s coach Ravi Shastri
 Women’s coach Ramesh Powar

International Cricket Council
 Headquarters: Dubai, United Arab Emirates
 Founded: 15 June 1909
 Deputy Chairman: Imran Khwaja
 Chairman: Greg Barclay
 CEO: Manu Sawhney

  1. ভারতের রেল মন্ত্রক Bengaluru- Karwar -Bengaluru একপ্রেস এর নাম বদলে কি রাখলো?
    a) Panchganga Express
    b) Netaji Express
    c) Ganga Kaveri Express
    d) Mumbai mail

 ট্রেনর রুট Panchgangavali নদী বা Sauparika, Chakra Kheta, Kubja, Vahri Bandue এবং Kundapura নদীর ওপর দিয়ে গেছে তাই এই ট্রেনের নাম পরিবর্তন করে Panchganga একপ্রেস করা হলো।

 ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসি রেলওয়ে টার্মিনাল তৈরি হতে চলেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে।
 ভারতীয় রেল frait বিজনেস ডেভলপমেন্ট পোর্টাল চালু করল।
 বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম হতে চলেছে হুবলি রেল স্টেশন।
 বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ট্রেন চালু হলো হরিয়ানার মাডেলা থেকে রাজস্থানের কিশনগড় পর্যন্ত
 রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সুনিত শর্মা।
 শিলিগুড়ি ঢাকা প্যাসেঞ্জার ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হলো।
 2023 সালের মধ্যে সমস্ত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ বৈদ্যুতিকরণ ঘটাবে রেল।
 ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন সম্পূর্ণ রূপে বিদ্যুৎ ই করন করা হলো
 অক্সিজেন এক্সপ্রেস পরিষেবা চালু করলো ভারতীয় রেল
 ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক হতে চলেছে

 প্রথম ট্রেন চলেছিলো মুম্বাই থেকে থানে পর্যন্ত ১৮৫৩ সালের ১৬ এপ্রিল।
 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলেছিল হাওড়া তেকে হুগলী ১৮৫৪ সালের ১৫ আগস্ট।
 প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল বম্বে থেকে কুরলা পর্যন্ত ১৯২৫ সালে এবং পশ্চিমবঙ্গের প্রথম ইলেকট্রিক ট্রেন হাওড়া থেকে শেওড়াফুলি পর্যন্ত ১৯৫৭ সালে।

HQ of Indian railway
Central CST, Mumbai
Eastern Kolkata
East Central Hajipur
East Coast Bhubaneshwar
Northern New Delhi
North Central Allahabad
North Eastern Gorakhpur
North East Frontier Guwahati
North Western Jaipur
Southern Chennai
South Central Secunderabad
South Eastern Garden Reach, Kolkata
South East Central Bilaspur
South Western Hubli
Western Churchgate, Mumbai
West Central Jabalpur
Metro Rail Kolkata
South Coast Vishakhapatnam

 Indian Railway Chairman- Sunnet Sharma
 Total Railway Division- 70
 First Kissan Rail- Maharashtra- Bihar
 100th Kisan Rail- Sangola- Shalimar
 Largest railway network- USA ( India 4th )
 Longest Train root in india- Dibrugarh- Kanyakumari
 1St railway zone fully electrified- West Central Railway

  1. গোয়ার নতুন রাজ্যপাল কে হলেন?
    a) Bandaru Dattatreya
    b) PS Sreedharan Pillai
    c) Ramesh Bais
    d) Satyadev Naryan Arya

 ইনি আগে মিজোরামের রাজ্যপাল ছিলেন। ভগত সিং কশিইয়ারির স্থানে তিনি এলেন। মোট 8 টি রাজ্যের রাজ্যপাল বদল করা হলো-

রাজ্য নতুন রাজ্যপাল পুরনো রাজ্যপাল
Goa P S Sreedharan Pillai Bhagat Singh Koshyari
Tripura Satyadev Naryan Arya Ramesh Bais
Jharkhand Ramesh Bais Draupadi Marmu
Karnatka Thawarchand Gehelot Vajubhai Rudabhai Vala
Haryana Bandaru Dattatraya Satyadev Narayan Arya
Mizoram Hari Babu Kambhapati P. S. Sreedharan Pillai
Madhya Pradesh Mangubhai Chhaganbhai Anandiben Patel
Himachal Pradesh Rajendra Vishwanath Arlekar Bandaru Dattatreya

  1. 52 তম International Film Festival of India কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
    a) গোয়া
    b) পশ্চিমবঙ্গ
    c) উড়িষ্যা
    d) কেরালা

 20-28 নভেম্বর আয়োজিত হবে। এই ঘোষণা করেছে Information and Broadcasting Minister Prakash Javadekar.

 Ambadas Haribhau গোয়ার লোকায়ুক্ত নিযুক্ত হলেন
 গোয়া নীতি আয়োগ এর অনুকরনে Goa Institution for Future Transformation (GIFT) স্থাপনা করলো।
 গোয়া ভারতের প্রথম রাজ্য হিসেবে জলাতঙ্ক (Rabies) মুক্ত হলো
Goa:
 Capital: Panaji
 LS:1 RS:1
 Liberation Day: December 19, 1961
 State hood: 30 May 1987
 CM; Pramod Sawant
 Governor: P S Sreedharan Pillai
 High court: Bombay Highcourt
 National Park:
 Dance form: Dhalo, Kunbi, Lamp, Fugdi, Shigmo, Dekhni, Morulem.
 Festival: Sao Joao ( Cathlic)
 World Heritage Site: Churches and Convents of Goa

  1. টোকিও অলিম্পিকে ভারতের পতাকা বাহক কে হবেন?
    a) মনপ্রিত সিং
    b) ম্যারি কম
    c) দুজনেই
    d) উপরের কেউ নন

 মনপ্রিত সিং ভারতীয় হকিদলের অধিনায়ক এবং ম্যারিকম ভারতীয় বক্সার যিনি 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন এবং 2012 লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী। 2016 তে পতাকা বহন করেছিলেন অভিনব বিন্দ্রা। এবছর প্যারা অলিম্পিকে ভারতের পতাকা বহন করবে Mariyappan Thangavelu

Indian Olympic Association
 Founded: 1927
 President: Narinder Batra
 Secretary General: Rajeev Mehta
 Olympic and India
 1st Participate- 1900
 Indian Hockey team won 8 gold medals in Olympic History. 1St in 1928 aand last 1980
 1st Indian Induvidual to win medal- K D Yadav (1952) (Helsinki)
 1st Indian Individual to win silver- Rajyabardhan sing Rathore (2004 ) ( Athens)
 1st Indian individual to win Gold- Abhinav Bindra (2008) (Bejing)
 1st Indian Indivdual to win two medals in olympuc- Sushil Kumar (2008,20120) (Bronze, Silver)
 1st Indian woman to win medals- Karnam Malleswari (2000) (Sydney)

  1. কেন্দ্রীয় সরকার দুটি নতুন ভ্যাকসিন টেস্টিং ল্যাব স্থাপন করতে চলেছে কোন শহরে?
    a) পুনে
    b) হায়দ্রাবাদ
    c) উভয়
    d) কোনটি নয়

 এটি বানাবে Department of Bio technology. পুনের National Centre for Cell Science এবং হায়দ্রাবাদের National Institute of Animal Biotechnology এই দুই জায়গায় স্থাপন করা হচ্ছে। ভ্যাক্সিনেসন কে আরো দ্রুত করার জন্য এই সেন্টার স্থাপিত হচ্ছে।

Department of Biotechnology
 Founded: 1986
 Headquarters: New Delhi
 Secretary: Dr. Renu Swarup
 Affiliations: Ministry of Science and Technology (India)

  1. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী Nipun Bharat নামে একটি উদ্যোগ এর সুচনা করলেন?
    a) নরেন্দ্র মোদী
    b) রমেশ পোখরিয়াল নিসাঙ্ক
    c) স্মৃতি ইরানী
    d) নির্মলা সিতারমন

 এর পুরো কথা National Initiative for Proficiency in Reading with Understanding and Numerical. এটি শিক্ষা মন্ত্রকের একটি উদ্যোগ। ভারতের শিক্ষা পদ্ধতি আরো ভালো করার জন্য এই উদ্যোগ। এটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দের জন্য। যাতে তারা ভালো ভাবে লিক্তে পরতে পারে বং তাঁর সঙ্গে সংখ্যা সম্পর্কে ধারনা থাকে।

  1. ভারতের কোন ওষুধ তৈরির কোম্পানি Sputnik V তৈরির লাইসেন্স পেলো?
    a) Bharat Biotech
    b) Panacea Biotech
    c) Serum Institute
    d) None of the Above

 ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই অনুমতি দিলো। এটি তৈরি হবে হিমাচল প্রদেশের Baddi তে।

Panacea Biotec
 Headquarters: New Delhi
 Founded: 1984

Drugs Controller General of India
 Headquarters location: New Delhi
 Head: Venugopal G Somani

  1. ভারতের কোন শহরে ড্রোনের ব্যাবহার, বিক্রয়, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো?
    a) দিল্লী
    b) ব্যাঙ্গালোর
    c) চেন্নাই
    d) শ্রীনগর
     কিছুদিন আগেই ড্রোন মারফৎ এখানে জঙ্গি হামলা হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 জম্মু-কাশ্মীর সরকার Satark Nagarik মোবাইল অ্যাপ চালু করল।
 মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 ই সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 জম্মু কাশ্মীরে গুলমার্গ উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে।
 Awaam Ki Baat নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করল
 গ্রামীণ মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করল
 শ্রীনগরের ডাল লেক সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষিত হলো
 Another Day in Paradise কার্যক্রম শ্রীনগর এ অনুষ্ঠিত হোলো
 সম্প্রতি শ্রীনগরে Khelo India State Centre of Excellence এর উদ্বোধন হোলো
 2020-21 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শীর্ষ স্থান অর্জন করলো উধমপুর জেলা
 সম্প্রতি ভাসমান আম্বুলেন্স চালু হলো ডাল লেকে
 করোনায় যাদের মৃত্যু হচ্ছে তাদের জন্য Special Assistance Scheme আনলো জম্মু কাশ্মীর
 Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
 Mavya Sudan জম্মু কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন
 Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
 জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
 Good Governance Practice এর উপর আঞ্চলিক সম্মেলন শ্রীনগরে অনুষ্ঠিত হলো
 সম্প্রতি জম্মু কাশ্মীরে Anti Rabies ক্লিনিক চালু হলো। Doda সরকারি মেডিকেল কলেজে এটি স্থাপন করা হলো।
Jammu and Kashmir:
 Capital: Jammu & Srinagar
 Lieutenant Governor: Manoj Sinha
 High court: Jammu & Kashmir High court
 National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
 Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
 Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
 Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

Share with your friends

Leave a Comment