6th July 2021 Current Affairs In Bengali | 6th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

6th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 6th July 2021 Current Affairs PDF:

Download 6th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

6th July 2021 Current Affairs in Bengali:

  1. সম্প্রতি হু কোন দেশ কে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করলো?
    a) পাকিস্তান
    b) আফগানিস্তান
    c) চীন
    d) আর্জেন্টিনা

 পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে চীন এই কৃতিত্ব অর্জন করলো। গত 30 বছরে চীনে এই রোগ দেখা যায় নি। বিজ্ঞানী Tu Youyou এই প্রোজেক্টের প্রধান ছিলেন যিনি 2015 সালে মেডিসিনে নোবেল পুরষ্কার পেয়েছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভেনেজুয়েলা ম্যালেরিয়া মুক্ত ঘোষণা হয়েছিলো 1961 সালে। ভারত 2030 সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত হওয়ার এবং 2025 সালের মধ্যে টিবি মুক্ত হওয়ার ঘোষণা করলো। এছারা 2014 সালে হু ভারত কে পোলিও মুক্ত ঘোষণা করেছে।

 ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া জনিত রোগ
 আবিস্কারক- রোনাল্ড রস (১৮৯৭) (এর ওষুধ ও আবিস্কার করেছিলেন ইনি যার জন্য 1902 সালে এনাকে মেডিসিনে নোবেল প্রাইজ দেওয়া হয়।)
 প্রোটোজোয়া- প্ল্যাসমোডিয়াম
 বাহক- স্ত্রী অ্যানিফিলিস মশা

WHO
 Headquarters: Geneva, Switzerland
 Founded: 7 April 1948
 Head Tedros Adhanom(Director-General)

প্রোটোজোয়া জনিত রোগ
 ম্যালেরিয়া
 ডায়রিয়া
 ফাইলেরিয়া
 কালাজ্বর

ভাইরাস জনিত রোগ
 ইনফ্লুয়েঞ্জা
 চিকেন পক্স
 কোল্ড
 মাম্পস
 স্মল পক্স বা গুটি বসন্ত
 পোলিও
 হেপাটাইটিস
 এইডস
 সোয়াইন ফ্লু
 ইবোলা
 ডেঙ্গু

ব্যাকটেরিয়া ঘটিত রোগ
 টাইফয়েড
 নিমুনিয়া
 প্লেগ
 টিবি
 কুষ্ঠ
 কলেরা
 ডিপথেরিয়া
 হুপিং কাশী
 অ্যান্থ্রাক্স

 মঙ্গলের কক্ষপথে পৌঁছালো চীনের স্পেস এয়ারক্রাফট Tianwen- 1।
 চীনের লংমার্চ 5B রকেট মালদ্বীপ এর কাছে ভেঙে পড়ল
 বিশ্বের প্রথম দেশ হিসেবে সিন্থেটিক গাঁজা বন্ধ করলো চীন।
 দ্বিতীয় রাষ্ট্র হিসেবে মঙ্গল গ্রহে Zhurong নামে রোভার নামালো চীন
 বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু এর সংক্রমণ লক্ষ করা গেলো চীনে।
 সম্প্রতি চীন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করলো। এর নাম China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST)
 চীনের স্পেস ষ্টেশন Tiangong

China:
 Capital: Beijing
 Currency: Yuan, Renminbi
 President: Xi Jinping
 Parliament: National People’s Congress
 Longest river: Yangtze River
 National Sports: Table Tennis

  1. 2021 সালের কেন্দ্রীয় বন উৎসব এর উদ্বোধন কে করলেন?
    a) নরেন্দ্র মোদী
    b) প্রকাশ জাভরেকর
    c) অমিত শাহ
    d) নিতিন গডকরি

 1-7 জুলাই এর মধ্যে এটি অনুষ্ঠিত হচ্ছে। শিউলি গাছের চারা লাগিয়ে এর উদ্বোধন করলেন। এখানে তিনি ঘোষণা করেন ভারত প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট অনুসারে 2030 সালের মধ্যে বনভুমি বৃদ্ধি করবে। এই উৎসবের উদ্দেস্য সাধারন মানুষ কে গাছ লাগাতে এবং বন সংরক্ষণে উৎসাহিত করা। এছারা প্রকাশ জাভরেকর ঘোষণা করেছেন যে 2030 সালের মধ্যে অতিরিক্ত 2.5 বিলিয়ন টন কার্বন নির্গমন কমাবে ভারত।

Prakash Javadekar
 Minister of Information and Broadcasting
 Minister of Environment, Forest and Climate Change
 Minister of Heavy Industries and Public Enterprises
 Member of Parliament, Rajya Sabha
 Constituency Maharashtra

  1. সম্প্রতি কোথায় Agriculture and Farmers Welfares National Horticulture Board Centre চালু করলো?
    a) জয়পুর
    b) গোয়ালিয়র
    c) ইন্দোর
    d) মুম্বাই

 মধ্যপ্রদেশের গোয়ালিয়রে চালু হলো। রাজ্যে যথাযথ সেচ ব্যাবস্থা গড়ে তোলা এবং ফসল সংরক্ষণের জন্য কোল্ড চেন সিস্টেম গড়ে তোলা এর উদ্দেশ্য।

Indian Agriculture Research Institute- New Delhi
 Cattle Breeding Centre- Hisar, Haryana
 National Dairy Research Institute- Karnal
 Central Potato Research Institute- Shimla
 National Rice Research Institute- Cuttack
 National Sugar Research Institute- Kanpur
Madhya Pradesh:
 Capital: Bhopal
 LS:29 RS: 11
 CM; Shivraj Singh Chouhan
 Governor: Anandiben Patel
 High court: Madhya Pradesh High Court, Jabalpur
 National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
 Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
 Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
 World Heritage Site: Khajuraho Group of Monuments,
 Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetkaimortant river side city

  1. সম্প্রতি টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন M P Jabir. ইনি কোন বিভাগে কর্মরত?
    a) ভারতীয় সেনা
    b) ভারতীয় নৌ সেনা
    c) ভারতীয় বিমান বাহিনী
    d) উপরের কোনটি নয়

 400 মিটার হার্ডেল এ ইনি যোগ্যতা অর্জন করলেন। এই অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই যোগ্যতা অর্জন করলেন।

Indian Olympic Association
 Founded: 1927
 President: Narinder Batra
 Secretary General: Rajeev Mehta

Olympic and India
 1st Participate- 1900
 Indian Hockey team won 8 gold medals in Olympic History. 1St in 1928 aand last 1980
 1st Indian Individual to win medal- K D Yadav (1952) (Helsinki)
 1st Indian Individual to win silver- Rajyabardhan sing Rathore (2004 ) ( Athens)
 1st Indian individual to win Gold- Abhinav Bindra (2008) (Bejing)
 1st Indian Individual to win two medals in olympuc- Sushil Kumar (2008,20120) (Bronze, Silver)
 1st Indian woman to win medals- Karnam Malleswari (2000) (Sydney)

  1. সম্প্রতি কোন রাজ্যে প্রথম বারের জন্য গবেষক রা black belied coral সাপ আবিস্কার করলেন?
    a) উত্তরাখণ্ড
    b) হিমাচল প্রদেশ
    c) কাশ্মীর
    d) তামিলনাড়ু

 এটি পাওয়াগেছে Benog অভয়ারন্যে। এটি মুসৌরি তে অবস্থিত। পৃথিবীতে মোট 107 প্রজাতির কোরাল সাপ দেখা যায় যার মধ্যে ভারতে মাত্র 7 টি প্রজাতি দেখতে পাওয়া যায়।

 উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর উপর লাখওয়ার স্থাপনের অনুমতি প্রদান করা হলো।
 আন্তর্জাতিক যোগা উৎসব শুরু হলো উত্তরাখণ্ড ঋষিকেশে।
 কন্যার নামে বাড়ির পরিচয় দিতে gharoki paachan chelik nam প্রকল্প লঞ্চ করল উত্তরাখণ্ড।
 ভারতের প্রথম forest healing centre এর উদ্বোধন হলো উত্তরাখণ্ড এ।
 আইআইটি রূর্কী তে চালু হলো ড্রন রিসার্চ সেন্টার।
 STEM of girls প্রোগ্রামের জন্য আইবিএম এর সঙ্গে চুক্তি করলো উত্তরাখণ্ড।
 সাম্প্রতি উত্তরাখন্ড এ ITBP ওয়াটের স্পোর্টস এবং আদ্ভেন্চার ইন্সিটিউট স্থাপন করছে
 সম্প্রতি Aditya- L1 Support Cell (ALSC) উত্তরাখণ্ড এ স্থাপন হলো
 Mission Hausla চালু করলো উত্তরাখণ্ড পুলিশ
 Arial Passanger Ropway System এর জন্য উত্তরাখন্ড কে অনুমতি দিলো কেন্দ্রীয় সরকার
 সম্প্রতি মারা গেলেন পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা।
 উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
 সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
 উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
 Pushkar Sing Dhami উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। Tirath Sing Rawat ইস্তফা দেওয়ায় তার স্থানে ইনি এলেন। ইনি মাত্র 115 দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন।
Uttarakhand:
 Capital: Dehradun, Gairsain
 LS:5 RS:3
 Formation date: 9 November 2000
 CM; Tirath Singh Rawat
 Governor: Baby Rani Maurya
 High court: Uttarakhand High Court
 National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
 Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
 Ramsar Site: Asan Barrage
 World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে পূর্ব চীন সাগরে সামরিক মহড়া করলো?
    a) দক্ষিণ কোরিয়া
    b) উত্তর কোরিয়া
    c) চীন
    d) জাপান

 দু দেশের নৌ বাহিনীর মধ্যে এটি অনুষ্ঠিত হলো। ভারতের তরফ থেকে INS Kilton এতে অংশ গ্রহণ করেছিলো।

 পৃথিবীর বৃহত্তম সমুদ্রতীরবর্তী বায়ু ফার্ম তৈরি করতে চলেছে দক্ষিণ কোরিয়া।
 ইন্দো করিয়ান ফ্রেন্ডশিপ পার্ক দিল্লি তে তৈরি হলো
 যৌথ ভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি করলো দক্ষিণ কোরিয়া
 বিশ্বব্যাপী স্মার্ট ফোন ব্যাবসা বন্ধ করলো LG

ভারতের গুরুত্বপূর্ণ নৌ মহরা
 মালাবার- জাপান, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা
 ইন্দ্র- রাশিয়া
 কোঙ্কণ- ব্রিটিশ যুক্তরাজ্য
 বরুণ- ফ্রান্স
 নাসিম আল বাহার- ওমান
 সায়োগ (Shayog)- ভিয়েতনাম
 সিম্বেক্স (SIMBEX)- সিঙ্গাপুর
 IMCOR- মায়ানমার
South Korea:
 Capital- Seoul
 Currency- Won
 Prime Minister- Kim Boo Kyum
 Parliament- National Assembly

  1. সম্প্রতি কোন দেশ Council of Europe’s Istanbul Convention থেকে নিজেদের সরিয়ে নিলো?
    a) ব্রিটেন
    b) ফ্রান্স
    c) তুর্কি
    d) জার্মানি
     2014 সালে এটি চালু হয়েছিলো মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে এটি ঠিক পথে যাচ্ছে না এই অভিযোগ এ এখান থেকে সরে এলো তুরস্ক। তাঁর বদলে তারা নিজস্ব আইন বানাবে মহিলা মানবাধিকার রক্ষার জন্য। এর আগে পোল্যান্ড সরে এসেছিলো। 2014 সালে এতে 45 দেশ ছিলো আপাতত এখানে দেশের সংখ্যা হলো 43

 সম্প্রতি ক্রিপ্টো কারেন্সি ব্যান করলো
 সম্প্রতি পলি ইথিলিন প্লাস্টিক আমদানি নিষিদ্ধ করলো

 Currency: Turkish lira
 Capital: Ankara
 President: Recep Tayyip Erdoğan

  1. টোকিও প্যারা অলিম্পিকের জন্য ভারতের পতাকা বাহক কে হলেন?
    a) P.V. Sindhu
    b) Abhinav Bindra
    c) Sushil Kumar
    d) Mariyappan Thangavelu

 ইনি ২০১৬ এর অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছিলেন। এবছরের প্যারা অলিম্পিকে ভারত থেকে 24 জন অংশ গ্রহণ করছে। ভারতীয় কুস্তিগির সুমিত মালিক ডোপিং এর জন্য 2 বছরের জন্য নির্বাসিত হলেন। তাকে নির্বাসন দিয়েছে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি।

International Olympic Committee
 Headquarters: Lausanne, Switzerland
 President: Thomas Bach
 Founded: 23 June 1894, Paris, France

  1. ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে স্থাপিত হচ্ছে?
    a) আহমেদাবাদ
    b) মুম্বাই
    c) জয়পুর
    d) ধর্মশালা

 এর জন্য বিসিসিআই রাজস্থান ক্রিকেট বোর্ড কে 100 কোটি টাকা দিচ্ছে। 24 থেকে 30 মাসের মধ্যে এটি সম্পন্ন হবে।

Board of Control for Cricket in India
 Founded 1928
 Headquarters Wankhede Stadium
 Location Churchgate, Mumbai, Maharashtra, India
 President Sourav Ganguly
 Vice president(s) Rajeev Shukla
 Secretary Jay Shah
 Men’s coach Ravi Shastri
 Women’s coach Ramesh Powar

List of the major domestic cricket tournaments
 Irani Cup.
 Deodhar Trophy.
 Vijay Hazare Trophy.
 Duleep Trophy.
 Ranji Trophy.

  1. সম্প্রতি কোন রাজ্যে Anti Rabies ক্লিনিক চালু হলো?
    a) জম্মু কাশ্মীর
    b) উত্তর প্রদেশ
    c) দিল্লী
    d) মহারাষ্ট্র

 Doda সরকারি মেডিকেল কলেজে এটি স্থাপন করা হলো। এর উদ্দেশ্য 2030 সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত হওয়া। সম্প্রতি ভারতের প্রথম এবং একমাত্র রাজ্য হিসেবে গোয়া জলাতঙ্ক মুক্ত হয়েছে।

 জম্মু-কাশ্মীর সরকার Satark Nagarik মোবাইল অ্যাপ চালু করল।
 মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 ই সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 জম্মু কাশ্মীরে গুলমার্গ উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে।
 Awaam Ki Baat নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করল
 শ্রীনগরের ডাল লেক সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষিত হলো
 সম্প্রতি টিউলিপ ফেস্টিভ্যাল এর আয়োজন করলো
 Another Day in Paradise কার্যক্রম শ্রীনগর এ অনুষ্ঠিত হোলো
 সম্প্রতি শ্রীনগরে Khelo India State Centre of Excellence এর উদ্বোধন হোলো
 2020-21 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শীর্ষ স্থান অর্জন করলো উধমপুর জেলা
 সম্প্রতি ভাসমান আম্বুলেন্স চালু হলো ডাল লেকে
 করোনায় যাদের মৃত্যু হচ্ছে তাদের জন্য Special Assistance Scheme আনলো জম্মু কাশ্মীর
 Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
 Mavya Sudan জম্মু কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন
 Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
 জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
 Good Governance Practice এর উপর আঞ্চলিক সম্মেলন শ্রীনগরে অনুষ্ঠিত হলো
Jammu and Kashmir:
 Capital: Jammu & Srinagar
 Lieutenant Governor: Manoj Sinha
 High court: Jammu & Kashmir High court
 National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
 Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
 Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
 Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

  1. সম্প্রতি কোন দেশে ইঁদুরের একটি বিশেষ প্রজাতি দেখা গেলো যা 150 বছর আগে শেষ দেখা গেছিলো?
    a) হাঙ্গেরি
    b) অ্যামেরিকা
    c) চীন
    d) অস্ট্রেলিয়া

 পশ্চিম অস্ট্রেলিয়া তে 150 বছর আগে শেষ বার এই প্রজাতি দেখা গেছিলো। এর নাম Gold’s Mouse.

 বিশ্বের প্রথম হংসচঞ্চু( Platypus) অভয়ারণ্য তৈরি করছে অস্ট্রেলিয়া।
 2023 Fifa Womens World Cup আয়োজন করবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
 সম্প্রতি অস্ট্রেলিয়াতে Seroja ঘুরনি ঝড় আছরে পরলো
 সম্প্রতি চীন এবং ভিক্টোরিয়ার মধ্যে বেল্ট অ্যান্ড রোড চুক্তি ভঙ্গ করলো অস্ট্রেলিয়া
 চীন সম্প্রতি অস্ট্রেলিয়া সঙ্গে Strategic Economi Dialouge ক্যান্সেল করে দিয়েছে
 সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি Great Barrier Reef কে ইন ডেঞ্জার হিসেবে ঘোষণা করার দাবি করলো
 সম্প্রতি Pradeep Sing Tiwana অস্ট্রেলিয়ার প্রথম ভারতীয় বিচারক হলেন
Australia:
 Capital- Canberra
 Currency- Australian Dollar
 Prime Minister- Scott Morrison
 Parliament- Federal Parliament

  1. কোন কোম্পানি 2021 সালের Most Innovative Investment Promotion Agency পুরষ্কার জিতলো?
    a) LIC
    b) Invest India
    c) FCI
    d) SIDBI

 OCO Global কত্রিক এই পুরষ্কার প্রদান করা হলো। এটি একটি ইনভেস্টমেন্ট প্রোমোশন কোম্পানি যেটি 2009 সালে স্থাপিত হয়েছিলো এবং এর সদর দপ্তর নতুন দিল্লী তে।

Share with your friends

Leave a Comment