9th April 2021 Current Affairs In Bengali | 9th এপ্রিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

9th April 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the April 2021 Current Affairs from our youtube channel.

Download 9th April 2021 Current Affairs PDF:

Download 9th April 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

9th April 2021 Current Affairs

  1. বৈজ্ঞানিক গবেষণার জন্য 30তম GD Birla Award পাচ্ছেন কোন অধ্যাপক?
    a) ডক্টর রঘুরাম পিল্লারি শেট্টী
    b) নারিন্দার সিং কাপানি
    c) সুমন চক্রবর্তী
    d) থিওডোর ভাস্কারন

 স্বাস্থ্য ক্ষেত্রে কম ব্যয় বহুল টেকনোলজি উদ্ভাবনে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।
 এর পুরস্কার স্বরূপ নগদ 5 লক্ষ টাকা প্রদান করা হয়।
 সুমন চক্রবর্তী IIT Kharagpur এর অধ্যাপক।
 1991 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয় এবং 50 বছরের নীচের গবেষকদের এই পুরস্কার দেওয়া হয়।

  1. দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য টাচ সেনসিটিভ ওয়াচ তৈরি করলো কোন প্রতিষ্ঠান?
    a) IIT Delhi
    b) IIT kanpur
    c) IIT Madras
    d) IIT Hydrabad

 দৃষ্টিহীন মানুষেরা এতে স্পর্শ করে সময় বুঝতে পারবেন।

  1. বিশ্বব্যাপী স্মার্ট ফোন ব্যাবসা বন্ধ করলো কোন কোম্পানি?
    a) Microsoft
    b) Asus
    c) LG
    d) Google

 Parent organization: LG Corp
 Full form- Lucky Goldstar
 Tah line- Life’s Good
 CEO: Kwon Bong-seok (26 Mar 2020–)
 Founded: October 1958, Busan, South Korea
 Headquarters: Seoul, South Korea

 পৃথিবীর বৃহত্তম সমুদ্রতীরবর্তী বায়ু ফার্ম তৈরি করতে চলেছে দক্ষিণ কোরিয়া।
 ইন্দো করিয়ান ফ্রেন্ডশিপ পার্ক তৈরি হলো দিল্লি তে।
 যৌথ ভাবে মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য ভারতের সঙ্গে চুক্তি করলো।

South Korea
 Capital- Seoul
 Currency- Won
 Prime Minister- Chung Sye-kyun
 Parliament- National Assembly

  1. International Monetary Fund অনুসারে আগামী বছরে ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হাড় কত থাকবে?
    a) 11%
    b) 12%
    c) 12.5%
    d) 10% Other Prediction
     SBI-11%
     Indian Rating and Research- 10.4%
     S&P Global Rationgs- 10%
     United Nations Conference on Trade and Development- 5%
     HSBC- 11.2%
     Moody- 13.7%

 Managing Director: Kristalina Georgieva
 Headquarters: Washington, D.C., U.S
 Chief Economist: Gita Gopinath
 Formation: 27 December 1945;

Important Economic Organization
World Bank Washington D.C 1945
International Monetary Fund Washington D.C 1945
Asian Development Bank Manila 1966
African Development Bank Abidjan 1964
European Bank for Reconstruction and Development London 1991

RBI তাদের Monetary Policy( আর্থিক নিতি) ঘোষণা করলো
 Repo Rate 4%
 Reverse Repo Rate 3.35%
 Marginal Standing Facility Rate 4.25%
 Bank Rate 4.25%
 Cash Reserve Ratio 3.5%
 Statutory Liquidity Ratio 18%

RBI
 Governor: Shaktikanta Das Trending
 Headquarters: Mumbai
 Founded: 1 April 1935, Kolkata
 Deputy Governor

  1. M. Rajeshwar Rao
  2. Dr. M. D. Patra
  3. M. K. Jain
  4. Forbes’ এর বার্ষিক সবথেকে ধনি মানুষের তালিকায় ভারতের স্থান কত?
    a) 1ST
    b) 2nd
    c) 3rd
    d) 4th

 মুকেশ আম্বানি এশিয়ার মধ্যে সবথেকে ধনি। বিশ্বের নিরিখে ১০ম স্থানে।
 সবথেকে বেশী ধনি আছেন আমেরিকায় 724 তারপর চীন 698 এবং ভারতে 140.
 সবথেকে ধনি জেফ বেজস ( Amazon), দ্বিতীয় এলন মাস্ক।
Forbes
 Editor-in-chief: Steve Forbes
 Editor: Randall Lane
 First issue: September 15, 1917; 103 years ago
 Based in: Jersey City, New Jersey, U.S

  1. সম্প্রতি হরিয়ানা সরকার কোন e-commerce কোম্পানি কে 140একর জমি দিলো?
    a) Amazon
    b) Flipkart
    c) Walmart
    d) Reliance digital

 Flipkart এখানে এশিয়ার মধ্যে তাদের বৃহত্তম কারখানা নির্মাণ করবে।

Flipkart
 Founded: October 2007, Bengaluru
 CEO: Kalyan Krishnamurthy (Jan 2017–)
 Subsidiaries: Myntra, PhonePe, Ekart,
 Parent organization: Walmart
 Founders: Sachin Bansal, Binny Bansal

 ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হলো হরিয়ানাতে।
 প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজের রাজ্যের মানুষের জন্য 75% আসন সংরক্ষণে বিল পাস করল হরিয়ানা।
 মুখ্যমন্ত্রী অন্ত্যদায়া পরিবার উত্থান যোজনা লঞ্চ করল হরিয়ানা।

Haryana
 Capital: Chandigarh
 Foundation Date: 1 November 1966
 RS: 5 LS: 10
 CM; Manohar Lal Khattar
 Governor: Satyadev Narayan Arya
 High court: Punjab and Haryana High Court
 National Park: Sultanpur, Kalesar.
 Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
 Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
 World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

  1. কোন ভারতীয় ক্রিকেটার কে Sportz Xchange এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হোলো?
    a) বিরাট কহলি
    b) পৃথ্বী শ্ব
    c) সুভামান গিল
    d) রিশভ পন্থ
  2. Domestic Manufacturing কে আরো প্রচার এবং উৎসাহিত করার জন্য কোন প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার?
    a) PLI Scheme
    b) Na Roshni Scheme
    c) Svamita Sheme
    d) Samarth Scheme

 এয়ার কন্ডিশনার এবং এলিডি লাইট এর ওপর ই ফোকাস করা হয়েছে।

  1. কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কোন পোর্টাল চালু করলেন?
    a) Madhu Kranti
    b) Honey Online
    c) Madhudigitia.com
    d) None of this

 কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তমার এটি চালু করলেন। এর সঙ্গে হানি কর্নার ও চালু করলেন।
 এটি National Bee Board এর একটি উদ্যোগ।
 মৌমাছি চাষের পরিমাণ বাড়ানো এবং এর থেকে আর্থিক লাভ বৃদ্ধি এই উদ্যোগ এর উদেশ্য।

Share with your friends

Leave a Comment