8th September 2021 Current Affairs In Bengali | 8th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

8th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 8th September 2021 Current Affairs PDF:

Download 8th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

8th September 2021 Current Affairs in Bengali:

  1. AUSINDEX নৌ সেনা মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে?

a) অস্ট্রেলিয়া
b) নিউজিল্যান্ড
c) অ্যামেরিকা
d) ব্রিটেন

• অস্ট্রেলিয়ার উত্তর অংশে 5-16 সেপ্টেম্বরের মধ্যে এটি অনুষ্ঠিত হবে।

• বিশ্বের প্রথম হংসচঞ্চু( Platypus) অভয়ারণ্য তৈরি করছে অস্ট্রেলিয়া।
• 2023 Fifa Womens World Cup আয়োজন করবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
• সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি Great Barrier Reef কে ইন ডেঞ্জার হিসেবে ঘোষণা করার দাবি করলো
• সম্প্রতি Pradeep Sing Tiwana অস্ট্রেলিয়ার প্রথম ভারতীয় বিচারক হলেন
• সম্প্রতি অস্ট্রেলিয়াতে ইঁদুরের একটি বিশেষ প্রজাতি দেখা গেলো যা 150 বছর আগে শেষ দেখা গেছিলো
• 2032 এর গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলো ব্রিসবেন
• ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি সংখ্যক ভিসা ইস্যু করলো অস্ট্রেলিয়া

Australia:
• Capital- Canberra
• Currency- Australian Dollar
• Prime Minister- Scott Morrison
• Parliament- Federal Parliament

ভারতের গুরুত্বপূর্ণ নৌ মহরা
• মালাবার- জাপান, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা
• ইন্দ্র- রাশিয়া
• কোঙ্কণ- ব্রিটিশ যুক্তরাজ্য
• বরুণ- ফ্রান্স
• নাসিম আল বাহার- ওমান
• সায়োগ (Shayog)- ভিয়েতনাম
• সিম্বেক্স (SIMBEX)- সিঙ্গাপুর
• IMCOR- মায়ানমার

  1. 20 সেপ্টেম্বার থেকে ভারত এবং নেপালের মধ্যে কোন নৌসেনা মহড়া অনুষ্ঠিত হবে?

a) মালাবার
b) বজ্র প্রহার
c) সূর্য কিরণ
d) মৈত্রী

• এটি এর 15 তম সংস্করণ। ভারতের Pithoraharh এ এটি অনুষ্ঠিত হবে।

• ভারত ইউএই এর সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো
• ভারত সৌদি আরব এর সঙ্গে Al-Mohal al-Hindi 2021 যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• 25-29 আগস্ট ভারত জাপান অ্যামেরিকা অস্ট্রেলিয়া সঙ্গে মালাবার নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি
• Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য IDFC First ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি
• ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত এবং ইংল্যান্ড। এটি অনুষ্ঠিত হলো ব্রিটেনের Portsmouth বন্দরে। এর আগে জুলাই মাসে বঙ্গোপসাগরে এরা এই সামরিক অনুশীলন করলো।
• ভারত এবং ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত করলো
• Pune Cantt স্টেডিয়ামের নাম নীরজ চোপরা এর নামে রাখা হলো
• ভারত এবং Kazakhstan সেনার মধ্যে Kajind-21 সামরিক মহড়া অনুষ্ঠিত হলো
• সম্প্রতি ভারত আর জার্মানির নৌ সেনার মধ্যে আডেন উপসাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো
• রাশিয়াতে অনুষ্ঠিত ZAPAD 2021 সামরিক অনুশীলনে অংশ নেবে ইন্ডিয়ান আর্মি

• Sampriti India & Bangladesh
• Mitra Shakti India & Sri Lanka
• Maitree Exercise India & Thailand
• Vajra Prahar India & US
• Yudh Abhyas India & US
• Nomadic Elephant India & Mongolia
• Garuda Shakti India & Indonesia
• Shakti Exercise India & France
• Dharma Guardian India & Japan
• Surya Kiran India & Nepal
• Hand in Hand Exercise India & China

  1. Times World University Ranking এ প্রথম স্থানে আছে কোন ইউনিভার্সিটি?

a) Oxford
b) Harvard
c) MIT
d) Stanford

• ব্রিটেনের এই বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে আছে। ভারতের মধ্যে সবথেকে ভালো স্থানে আছে IISc Bangaluru. 350 তম স্থানে আছে।

• Sustainable Development Goals India Index 2020-21
• প্রথম স্থানে আছে কেরাল। দ্বিতীয় হিমাচল এবং তামিলনাড়ু এবং তৃতীয় আন্ধ্র প্রদেশ, গোয়া, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। সবথেকে খারাপ স্থানে আছে বিহার।
• সম্প্রতি প্রকাশিত Performance grading index 2019-20 5 টি রাজ্য A++ গ্রেড পেয়েছে। এটি প্রকাশ করে ভারতের শিক্ষা মন্ত্রক। 70 টি প্যারামিটারের ওপর ভিত্তি করে এতে গ্রেড দেওয়া হয়। কোন রাজ্যের শিক্ষা গত পরিকাঠামো কেমন তা পরিমাপ করা হয় এতে। যে পাঁচ টি রাজ্য সবথেকে ভালো ফল করেছে- চণ্ডীগড়, তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সবথেকে খারাপ ফল করেছে বিহার এবং মেঘালয়। লাদাখ প্রথমবার এতে অংশ গ্রহন করলো।
• QS বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এ ভারতের 3টি বিশ্ববিদ্যালয় প্রথম 200 তে আছে। এরা হলো IIT Bombay(177), IIT Delhi(185) এবং IISc Bangalore(186). প্রথম স্থানে আছে অ্যামেরিকার Massachusetts Institute of Technology
• 2020 সালের Ease of living index এ প্রথম স্থানে আছে ব্যাঙ্গালোর
• Smart Cities Award Contest 2020 তে প্রথম স্থানে আছে উত্তর প্রদেশ। দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু। শহর হিসেবে প্রথম তিনে আছে Vadodora, Thane এবং Bhubaneswar. সেরা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে চণ্ডীগড়।

  1. Lovlina Borgohen কোন রাজ্যের সমগ্র শিক্ষা অভিজানের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হলেন?

a) হিমাচল প্রদেশ
b) পশ্চিমবঙ্গ
c) আসাম
d) বিহার

• অলিম্পিকে পদক জয়ী এই বক্সার আসামের গোলঘাট জেলার বাসিন্দা। ইনি প্রথম অসমীয়া হিসেবে অলিম্পিকে পদক জিতলেন।

• অসম সরকার বোরোল্যান্ড ডিপার্টমেন্ট স্থাপন করলো
• Gurdian Minister নিয়োগ করতে চলেছে অসম
• সম্প্রতি আসামের Raimona সংরক্ষিত বনভূমি কে জাতীয় উদ্যান এর আক্ষা দেওয়া হলো
• Dheing Patkai রাজ্যের সপ্তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলো
• আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
• উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
• আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
• ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো
• Bamboo industrial park আসামের Dima Hasao জেলার Manderdisa গ্রামে স্থাপিত হচ্ছে।
• রতে প্রথম স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এ
• Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো আসাম
• ১০০০টি মডেল অঙ্গণওয়ারি সেন্টার তৈরির ঘোষণা করলো আসাম
• Orang National Park-এর থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে আসাম

Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel

  1. Ease of doing business এ প্রথম স্থানে আছে কোন রাজ্য?

a) অন্ধ্রপ্রদেশ
b) তেলেঙ্গানা
c) উত্তরপ্রদেশ
d) কর্ণাটক

• চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে এসেছে উত্তরপ্রদেশ। তৃতীয় স্থানে আছে তেলেঙ্গানা।

• ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে অন্ধপ্রদেশ বাড়িতে রেশন প্রদান করল।
• ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করতে চলেছে
• সম্প্রতি অন্ধ্র প্রদেশ সরকার রাজ্যের সমস্ত কলেজে ইংরাজি মাধ্যম বাধ্যতা মূলক করলো
• সমস্ত সরকারি চাকরীর পরিক্ষা থেকে ইন্টারভিউ তুলে দিলো অন্ধ্র প্রদেশ
• আন্তর্জাতিক ই এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিতস্থি অন্ধ্র প্রদেশে
• 2021-24 সালের জন্য আইটি পলিসি চালু করলো অন্ধ্রপ্রদেশ
• অন্ধ্র প্রদেশ Raythu Vishwas Chaitanya Yatra আয়োজন করা শুরু করলো
• ব্যাবসায়িক ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের সাহায্য করতে 14 টি কোম্পানির সঙ্গে চুক্তি করলো অন্ধ্র প্রদেশ
• বিশ্ব ব্যাংকের সহায়তায় সল্ট প্রোগ্রাম শুরু করলো অন্ধ্র প্রদেশ
• NTPC বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট স্থাপন করতে চলেছে অন্ধ্রপ্রদেশ এর বিসাখাপত্তনামে
• ভারতের প্রথম রাজ্য হিসাবে ৩টি শহরের জন্য “ওয়াটার প্লাস সার্টিফিকেট” পেল অন্ধ্রপ্রদেশ। ওয়াটার প্লাস সার্টিফিকেট প্রাপ্ত শহর গুলি হলো- বিশাখাপত্তনম, বিজয়ারা এবং তিরুপতি।

Andhra Pradesh:
• Capital: Amaravati
• LS:25 RS:11
• Formation date: 1 November 1956
• CM; Y. S. Jagan Mohan Reddy
• Governor: Biswabhushan Harichandan
• High court: Andhra Pradesh High Court
• National Park: Sri Venkateswara, Rajiv Gandhi, Papikonda
• Dance form:Vilasini Natyam, Veranatyam, Dhimsa, Lambadi, Butta Bommalu, Bhama, Kalapam
• Festival: Flemingo, Srivari Bramhotsavam (Tirupati),Visaka utsav, Tirupati Ganga Jatra, Ugabi
• Ramsar Site- Koleru Lake

  1. Watan Prem Yojana চালু করলো কোন রাজ্য?

a) হরিয়ানা
b) গুজরাট
c) গোয়া
d) তামিলনাড়ু

• এতে যেসমস্ত মানুষ যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তারা গুজরাটের বিভিন্ন প্রজেক্টে যে গুলো দরিদ্র মানুষের জন্য সেখানে সাহায্য করতে পারবেন। এর বাইরে কোন গ্রাম বা শহর তাদের প্রয়জনে যদি বিশেষ প্রোজেক্টের দাবি জানান তো সেটাও পুরন করা হবে শে ক্ষেত্রে 40 % অর্থ সরকার দেবে বাকি অর্থ ওই অঞ্চলের বাসিন্দারা প্রদান করবে।

• কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত।
• NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক গুজরাটে স্থাপন করতে চলেছে
• রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল তৈরি হলো গুজরাটে
• সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হলো গুজরাটের কচ্ছ জেলার কুনারিয়া গ্রামে।
• ভারতের প্রথম গুজরাট হাইকোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করবে
• ভারতের 40 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো Dholavira কচ্ছ জেলায় অবস্থিত।
• ভারতের প্রথম গ্রিন স্পেশাল ইকনমিক জোন হলো কাণ্ডালা
• 2022 সালের ডিফেন্স এক্সপো গান্ধিনগরে অনুষ্ঠিত হবে
• e-nagar অ্যাপলিকেশন এবং পোর্টাল চালু করলো গুজরাট
Gujrat:
• Capital: Gandhinagar
• Formation date: 1 May 1960
• LS:26 RS:11
• CM; Vijay Rupani
• Governor: Acharya Devvrat
• High court: Gujarat High Court, Ahmedabad
• National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
• Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
• Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
• Ramsar Site: Nalsarovar Bird sanctuary, Wadhwana Wetland, Thol Lake Wild life Sanctuary
• World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad, Dholavira

  1. ভারতের কোন পিএসউ Global ATD Best Award জিতলো?

a) POWERGRID
b) BHEL
c) SAIL
d) GAIL

• ভারতের পাওয়ারগ্রিড কর্পোরেশন Association for Talent Development Best Award 2021 জিতলো। বিশ্বের 71 টি কোম্পানির মধ্যে প্রথম স্থান পেলো এরা।

• এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড
• ভি.কে.যাদব
• Abel Prize 2021-
• Laszlo Lovasz (Hungary)
• Avi Wigderson ( USA)
• Turing Award 2020 পাচ্ছেন Alfred Aho
• ভারতীয় হিসেবে Rudolf V Schindler Award পেলেন Dr. Nageswar Reddy
• start-up কোম্পানি Technology Development Board National Award পেলো Breathe Applied Sciences
• 2020 আন্তর্জাতিক ENI পুরস্কার পেলেন CNR Rao
• WHO Director General Special Recognition Award পেলেন ডঃ হর্ষবর্ধন
• 2021 সালের Humboldt Research Award for Economics পেলেন Kaushik Bashu
• Eisner পুরষ্কার পেলেন- Anand Radhakrishnan, Kallrist Pearson
• C.R.Rao Centenary Gold পুরষ্কার পেলেন-Dr. Jagdish Bhagwati, Dr. C. Rangarajan

Power Grid Corporation of India
• Founded: 23 October 1989
• Headquarters: Gurgaon, India
• Owner: Government of India

NAMEHQ
National Thermal Power Corporation (NTPC)New Delhi

Oil and Natural Gas Corporation (ONGC)  
New Delhi
Steel Authority of India Limited (SAIL)  New Delhi
Bharat Heavy Electricals Limited (BHEL)New Delhi
Indian Oil Corporation Limited (IOCL)Mumbai
Hindustan Petroleum Corporation Limited (HPCL)  Mumbai
Coal India Limited (CIL)  Kolkata
Gas Authority of India Limited (GAIL)New Delhi

Bharat Petroleum Corporation Limited (BPCL)  
Mumbai
Power Grid Corporation of India (POWERGRID)Gurgaon, India  
  1. এশিয়ার প্রথম দেশ হিসেবে Plastic Pact লঞ্চ করতে চলেছে কোন দেশ?

a) চীন
b) ভারত
c) জাপান
d) দক্ষিণ কোরিয়া

• সেপ্টেম্বার মাসেই এটি আনা হবে। এর ফলে 2030 সালের মধ্যে অপ্রয়জনিয় প্লাস্টিক উৎপাদন বন্ধ করা এবং তাঁর সঙ্গে এমন প্লাস্টিক তৈরি করা হবে যা 100% পুনঃব্যাবহারযোগ্য।

• UNSC Debate এ নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করলেন
• 2021 সালের Internet Governance Forum আয়োজন করবে ভারত
• ১৪ই আগস্ট Partition Horrors Remembrance Day হিসাবে পালন করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী
• ভারতের প্রথম cattle genomi chip এর উদ্বোধন করলেন জিতেন্দ্র সিং
• Son Chiraiya লঞ্চ করলো Ministry of Housing and Urban Affairs
• National Monetization Pipeline লঞ্চ করলেন নির্মলা সিতারমন
• 29 আগস্ট ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলেন Anurag Thakur
• IndiaSize নামে একটি সাইজ সমীক্ষা চালু করলো Ministry of Textiles
• Cisco এর সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য “WEP Nxt” নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো NITI Aayog
• International Climate Summit 2020-21 আয়োজন করলো ভারত
• ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার সিমুলেটর টুলকিট লঞ্চ করলো Ministry of Electronics and Information Technology
• Ministry of Road Transport and Highways BH series এর নাম্বার প্লেট লঞ্চ করলো
• Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন সর্বানন্দ সনোয়াল

  1. ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল তৈরি করলো কোন আইআইটি?

a) মাদ্রাজ
b) কানপুর
c) রোপার
d) দিল্লী

• এর নাম দেওয়া হয়েছে e source. এটি একটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেখানে ই ওয়েস্ট দ্রব্যর জন্য অনলাইন বাজার হবে।

• IIT Hydrabad এ তিহান ফাউন্ডেসনের সিলান্যাস হলো।
• IIT Roorkee তে ড্রোন রিসার্চ সেন্টার তৈরি হলো।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• প্রফেসর Shailesh Govind Ganpule ব্লাস্ট হেলমেট তৈরি করার জন্য NSG পুরষ্কার পেলেন। ইনি IIT Roorkee এর প্রফেসর
• সম্প্রতি IIT Ropar বিদ্যুৎ মুক্ত CPAP যন্ত্র জীবন বায়ু তৈরি করলো
• দিল্লী আইআইটি করোনা পরিক্ষা করার জন্য Rapid Antigen Test Kit তৈরি করলো। এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে SENSIT Rapid COVID-19 Ag Testing Kit
• ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো IIT Ropar
• COVIHOME নামে করোনা টেস্টিং কিট বানালো আইআইটি হায়দ্রাবাদ
• ভারতের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি Wheelchair Vehicle তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• বিশ্বের প্রথম গাছ ভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো IITRopar

  1. Dutch গ্রাপি কে জিতলেন?

a) Max Wertappen
b) Lewis Hamilton
c) Valtteri Botas
d) Sebastian Vettel

• রেডবুল দলের এই ডাচ ড্রাইভার মরসুমের 13 তম গ্রাপি জিতলেন। এই নিয়ে এবছর তিনি 5 টি গ্রাপি জিতলেন।

Share with your friends

Leave a Comment