5th September 2021 Current Affairs In Bengali | 5th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

5th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 5th September 2021 Current Affairs PDF:

Download 5th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

5th September 2021 Current Affairs in Bengali:

  1. সম্প্রতি প্রয়াত সিদ্ধার্থ শুক্লা কে ছিলেন?

a) অভিনেতা
b) সঙ্গীত শিল্পী
c) ক্রিকেটার
d) লেখক

• হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলো। 40 বছর বয়সে ইনি মারা গেলেন।

  1. কোন দেশে অনুষ্ঠিত ZAPAD 2021 সামরিক অনুশীলনে অংশ নেবে ইন্ডিয়ান আর্মি?

a) কাজাখস্তান
b) জাপান
c) রাশিয়া
d) ইজরায়েল

• দুসপ্তাহ ধরে এটি অনুষ্ঠিত হবে। 12 টির বেশী দেশ এতে অংশ গ্রহণ করবে। ভারতের থেকে NAG Battalion group এতে অংশ গ্রহণ করেছিলো।

• সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাঁর নাম IN EUNAVFOR
• ভারত এবং রাশিয়ার মধ্যে আগস্ট মাসে INDRA সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার Volgograd এ এটি অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি 12 টি পূর্ব আফ্রিকার দেশ একসঙ্গে Cutlass Express সামরিক অনুশীলন করলো। আফ্রিকার 12 টি দেশ ছাড়া ভারত, অ্যামেরিকা ইউকে এতে অংশ গ্রহণ করেছিলো।
• ভারত ইউএই এর সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো
• ভারত সৌদি আরব এর সঙ্গে Al-Mohal al-Hindi 2021 যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• 25-29 আগস্ট ভারত জাপান অ্যামেরিকা অস্ট্রেলিয়া সঙ্গে মালাবার নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি
• Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য IDFC First ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি
• ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত এবং ইংল্যান্ড। এটি অনুষ্ঠিত হলো ব্রিটেনের Portsmouth বন্দরে। এর আগে জুলাই মাসে বঙ্গোপসাগরে এরা এই সামরিক অনুশীলন করলো।
• ভারত এবং ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত করলো
• Pune Cantt স্টেডিয়ামের নাম নীরজ চোপরা এর নামে রাখা হলো
• ভারত এবং Kazakhstan সেনার মধ্যে Kajind-21 সামরিক মহড়া অনুষ্ঠিত হলো
• সম্প্রতি ভারত আর জার্মানির নৌ সেনার মধ্যে আডেন উপসাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো

• Sampriti India & Bangladesh
• Mitra Shakti India & Sri Lanka
• Maitree Exercise India & Thailand
• Vajra Prahar India & US
• Yudh Abhyas India & US
• Nomadic Elephant India & Mongolia
• Garuda Shakti India & Indonesia
• Shakti Exercise India & France
• Dharma Guardian India & Japan
• Surya Kiran India & Nepal
• Hand in Hand Exercise India & China

• Coking coal এ সহযোগিতার জন্য রাশিয়ার সঙ্গে মউ সাক্ষর করতে চলেছে ভারত সরকার
• S-500 air defence missile system আনলো রাশিয়া।
• Zircon নামে হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা করলো
• 2021 সালের ইন্টারন্যাশনাল আর্মি গেমস আয়োজন করবে রাশিয়া
• আন্তর্জাতিক মিলিটারি এবং টেকনিক্যাল ফোরাম আর্মি 2021 আয়োজন করলো রাশিয়া
• AK-103 রাইফেল কেনার জন্য ভারত- রাশিয়া চুক্তিবদ্ধ হলো।

Russia:
• President: Vladimir Putin
• Capital: Moscow
• Currency: Russian ruble
• Parliament- Duma

  1. Mullah Hebatullah Akhundzada কোন দেশের সুপ্রিম লিডার হিসাবে ঘোষিত হলেন?

a) পাকিস্তান
b) সংযুক্ত আরব আমিরাত
c) সৌদি আরব
d) ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান

• 60 বছর বয়সি এই তালিবান নেতা কে আফগানিস্তানের সর্ব নায়ক বেছে নেওয়া হলো।

• সম্প্রতি আফগানিস্থান এ ভারতের বিশিষ্ট এবং অভিজ্ঞ কূটনীতিক ভীনেশ কালরা মারা গেলেন
• কাবুল নদীতে Sahoot ড্যাম নিয়ে চুক্তি বদ্ধ হয়েছে ভারত এবং আফগানিস্তান
• আফগানিস্তানের নতুন নাম Islamic Emirates of Afghanistan
• ভারত আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক দের উদ্ধার করার জন্য যে মিশন চালু করেছে তার নাম Operation Devi Shakti

Afghanistan:
• Capital: Kabul
• Currency: Afghan afghani
• Supreme Leader: Mullah Hebatullah Akhundzada
• Longest river: Helmand River
• Highest Peak: Mount Tirich Mir
• Parliament: National Assembly
• Border Length-106 km
• National Sports: Buzkashi

  1. রাজ্যসভার নতুন সেক্রেটারী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

a) রাজীব গৌবা
b) বিনয় পাঠক
c) ড. পরাশরম পট্টভি কেশব
d) কেউই নন

• দীপক ভার্মা এর স্থানে তিনি এলেন।

.

বিজয় শাপলান্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্টের নতুন চেয়ারম্যান
Woochong Umএশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর
মাতাম ভেঙ্কট রাওসেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও
জয়দীপ ভাটনগরপ্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টার
মনপ্রিত বোহরাঅস্ট্রেলিয়াতে ভারতের হাইকমিশনার
আর হরি কুমার।Western naval command এর প্রধান
কুলদীপ সিংসিআরপিএফের নতুন ডিরেক্টর জেনারেল
মোহাম্মদ আল খাজাইজরাইল এ সংযুক্ত আরব আমিরশাহির প্রথম রাষ্ট্রদূত
মেরি কমInternational boxing association এর চাম্পিয়নস এন্ড ভেটেরান কমিটির চেয়ারপারসন
তরুণ বাজাজরেভিনিউ সেক্রেটারি
রবি কাপুরলোকসভার টিভি এবং রাজ্যসভা টিভি এর নতুন সিইও  
গোবিন্দ রাজুলু চিন্তলা।  Asia Pacific rural and agricultural credit association এর চেয়ারম্যান
ডক্টর জিপি সামন্তভারতের চিফ স্টাটিস্টিশিয়ান
Thomas Bachইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট
দীপক মিশ্র।   Indian council for research on international economic relations এর ডিরেক্টর
জ্ঞানবন্ত সিংপশ্চিমবঙ্গের সিকিউরিটি ডিরেক্টর
এমএ গণপতিন্যাশনাল সিকিউরিটি গার্ডের  ডিরেক্টর জেনারেল
এলিয়ট পেজটাইম ম্যাগাজিনের কভারে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি 
গিরিশচন্দ্র মুর্মুজাতিসংঘের এক্সটার্নাল অডিটর প্যানেলের চেয়ারম্যান
Mansukh MandaviyaStop TB partnership board এর চেয়ারম্যান
এন ভি রামানা (48th)  ভারতের প্রধান বিচারপতি
বিবেক মূর্তি  আমেরিকার নতুন সার্জেন্ জেনারেল
সঞ্জীব কুমার  এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান
চিত্রা নায়েকInfosys ডিরেক্টর  
অনিশ শাহ  Mahindra and Mahindra, কোম্পানির  ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও
সৌরভ গর্গUnique identification authority of India এর সিইও
Dr. Agnesh callamard  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর নতুন সেক্রেটারী জেনারেল
মুখমিত এস ভাটিয়া ESIC এর নতুন director-general
  1. ‘Save water to get free water’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

a) নাগাল্যান্ড
b) গোয়া
c) গুজরাট
d) উত্তরপ্রদেশ

• এতে গোয়া সরকার জলের কোন বিল নেবে না। 16000 লিটার পর্যন্ত জল বিনা মূল্যে ব্যাবহার করতে পারবে। ভারতের প্রথম রাজ্য হিসেবে এই উদ্যোগ নিলো গোয়া।

• প্রথম রাজ্য যারা হর ঘর জল যোজনা 100% রুপান্তরিত করলো।
• Ambadas Haribhau গোয়ার লোকায়ুক্ত নিযুক্ত হলেন
• গোয়া নীতি আয়োগ এর অনুকরনে Goa Institution for Future Transformation (GIFT) স্থাপনা করলো।
• গোয়া ভারতের প্রথম রাজ্য হিসেবে জলাতঙ্ক (Rabies) মুক্ত হলো
• 52 তম International Film Festival of India গোয়াতে অনুষ্ঠিত হবে
• সম্প্রতি অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হলো গোয়া তে।

Goa:
• Capital: Panaji
• LS:1 RS:1
• Liberation Day: December 19, 1961
• State hood: 30 May 1987
• CM; Pramod Sawant
• Governor: P S Sreedharan Pillai
• High court: Bombay Highcourt
• National Park:
• Dance form: Dhalo, Kunbi, Lamp, Fugdi, Shigmo, Dekhni, Morulem.
• Festival: Sao Joao ( Cathlic)
• World Heritage Site: Churches and Convents of Goa

  1. কোন রাজ্য Public Private partnership innovation mission চালু করলো?

a) বিহার
b) গোয়া
c) পাঞ্জাব
d) গুজরাট

• মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং স্টার্ট আপ সেক্টর কে উৎসাহ প্রদান করার জন্য এটি চালু করলেন।

• সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করল পাঞ্জাব
• সম্প্রতি পাঞ্জাব সনু সুদ কে কোভিড ভ্যাক্সিনেশন প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো
• সম্প্রতি মালেরকোটলা পাঞ্জাব এর 23 তম জেলা হলো
• ভারতের প্রথম রাজ্য পাঞ্জাব বিশ্ব COVAX জোট এ যোগদান করলো
• Covid Fateh প্রোগ্রাম চালু করলো পাঞ্জাব
• কনস্ট্রাকশন কর্মীদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো পাঞ্জাব
• মোহালি হকি স্টেডিয়ামের নাম বদলে পাঞ্জাব সরকার বলবির সিং সিনিয়র স্টেডিয়াম রাখলো।
• Punjab Kings আইপিএল ফ্র্যাঞ্চাইজি Project Sah চালু করলো
• Udaan প্রকল্প চালু করলো পাঞ্জাব
• Mera Kaam Mera Maan স্কিম লঞ্চ করলো পাঞ্জাব

Punjab:
• Capital: Chandigarh
• Foundation day: 1st Nov 1966
• LS: 13 RS: 7
• CM; Captain Amrinder Singh
• Governor: VP Singh Badnore
• High court: Punjab and Haryana High Court
• Dance form: Gatka, Vangra, Giddha, Sammi, Kikli, Teeyan
• Festival: Baisakhi, Hola Mohalla, Lohri, Gurupurab
• Ramsar Site: Beas Conservation Reserve, Harike Wetlands, Kanjli Wetland, Keshopur-Miani Community Reserve, Nangal Wildlife Sanctuary
• World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

  1. লাদাখের রাজ্য পশু কি ঘোষিত হলো?

a) Kashmir stag
b) Snow Leopard
c) Wild water buffalo
d) Blackbuck

• একি সঙ্গে Black necked crane কে রাজ্য পাখি হিসাবে ঘোষিত করা হলো।

• সম্প্রতি লাদাখ সমস্ত চাকরী স্থানীয় দের জন্য সংরক্ষিত করে দিলো
• সম্প্রতি লাদাখে ভারতীয় সেনা Project Ignited Minds চালু করলো।
• Youn Tab Scheme 2021 চালু করলো লাদাখ।
• সম্প্রতি লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল খোলা স্থানে শৌচ মুক্ত (Open Defecation Free) বলে ঘোষিত হলো
• সম্প্রতি লাদাখ শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলার জন্য Community Radio Network চালু করার পরিকল্পনা করছে
• ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে 100% প্রথম করোনা ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করলো লাদাখ
• লাদাখ নিজেদের সম্পূর্ণ অরগ্যানিক বানানোর জন্য সিকিমের সঙ্গে সমঝোতা করলো
• লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তা কোথায় তৈরি করছে বর্ডার রোড অরগ্যানাইজেসন। পূর্ব লাদাখে Umlingla Pass এ এটি নির্মাণ করা হবে। এর উচ্চতা হবে 19300 ফুট।
• লাদাখে Pani Maah ক্যাম্পেন চালু হলো। এক মাস ব্যাপি এই ক্যাম্পেন। জল জীবন মিশন কে আরো দ্রুত করার জন্য এই উদ্যোগ।
• প্রথম Himalayan Film Festival হোস্ট করবে লাদাখ। লাদাখ সিনেমার শুটিং এর জন্য আকর্ষণীয় স্থান করে তোলার জন্য এটি আয়োজন করা হচ্ছে।
• বিশ্বের উচ্চতম থিয়েটার Picturetime Digiplex এর তরফ থেকে লাদাখে বানানো হচ্ছে।

Ladakh:
• Capital: Leh
• Formation Date: 31 October 2019
• Lt. Governor: Radha Krishna Mathur
• High court: Jammu and Kashmir high Court
• National Park: Hemmis
• Festival:Losar, Hemis, Sindhu Darshan, Dosmoche
• Ramsar Site: Tsomoriri, Tso Kar Wetland Complex

  1. আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23000 রান সংগ্রহকারী ক্রিকেটার কে হলেন?

a) সচিন টেন্ডুল্কার
b) বিরাট কোহলি
c) মহেন্দ্র সিং ধনি
d) রোহিত শর্মা

• 490 ইনিংস এ তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। ইনি সর্বকালের সর্বাধিক রান সংগ্রহের তালিকায় সপ্তমে আছেন।

Board of Control for Cricket in India
• Founded 1928; 93 years ago
• Affiliation International Cricket Council
• Affiliation date 31 May 1926
• Affiliation date 19 September 1983
• Headquarters Wankhede Stadium
• Location Churchgate, Mumbai, Maharashtra, India
• President Sourav Ganguly
• Vice president(s) Rajeev Shukla
• Secretary Jay Shah
• Men’s coach Ravi Shastri
• Women’s coach Ramesh Powar

  1. New Development Bank এর নতুন সদস্য দেশ কে হলো?

a) বাংলাদেশ
b) উরুগুয়ে
c) ইউএই
d) সবকটি

• এটি 2015 সালে তৈরি হয়েছিলো BRICS এর সদস্য দেশ গুলি নিয়ে। এর সদর দপ্তর চীনের সাংহাই তে অবস্থিত।

Uruguay
• Capital: Montevideo
• President: Luis Lacalle Pou
• Currency: Peso Uruguayo

Bangladesh
• Capital: Dhaka
• Currency: Bangladeshi Tanka
• Prime minister: Sekh Hasina
• President: Abdul Hamid.
• Longest river: Surma
• Highest Peak: Keokradong
• National Sports: Kabaddi

• UAE- Total 7 Emirates
• Capital- Abu dhabi
• Currency- Dirham
• Perliament- Federal National Council
• President- Khalifa bin Zayed Al Nahyan

  1. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ব্যাংক কে 25 লক্ষ টাকা ফাইন করলো?

a) ICICI
b) HDFC
c) AXIS
d) None of the above

• KYC সংক্রান্ত নিয়ম না মানায় এই ফাইন করা হলো।

Axis Bank
• CEO: Amitabh Chaudhry (1 Jan 2019–)
• Headquarters: Mumbai
• Founded: 3 December 1993, Ahmedabad

RBI:
• Headquarters: Mumbai
• Founded: 1 April 1935, Kolkata ( Government of India Act)
• Nationalised: 1st January, 1949
• Governor: Shaktikanta Das (25th )
• Deputy Governor: M. Rajeshwar Rao
• Dr. M. D. Patra
• M. K. Jain
• T. Rabi Shankar
• 1st Governor: Sir Osborne Smith
• 1st Indian Governor: Chintaman Dwarkanath Deshmukh

Share with your friends

Leave a Comment