5th August 2021 Current Affairs In Bengali | 5th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

5th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 5th August 2021 Current Affairs PDF:

Download 5th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

5th August 2021 Current Affairs in Bengali:

  1. ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে কে নিযুক্ত হলেন?

a) Deepak Das
b) Girish Chandra Murmu
c) Sushil Chandra Modi
d) RKS Bhadauria

• 1st August তিনি এই পদে নিযুক্ত হলেন। ইনি দেশের 25 তম CGA. ইনি 1986 সালের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস অফিসার।

  1. মায়ানমারের নতুন কার্যবাহি সরকারের প্রধানমন্ত্রী কে হলেন?

a) Min Aung Haling
b) Abdulla Shahid
c) Najeeb Mikati
d) Sher Bahadur Deuba

• ইনি এখানকার সেনা প্রধান। সেনা ক্ষমতা দখলের 6 মাস পর তিনি প্রধানমন্ত্রী হলেন। এর সঙ্গে 2023 সাল পর্যন্ত নির্বাচন স্থগিত রাখলেন।

• মায়ানমারে পুনরায় সেনা অভ্যুত্থান ঘটলো।
• মায়ানমারের সেনা সরকারের ফেসবুক পেজ বন্ধ করলো ফেসবুক কর্তৃপক্ষ।
• কোন মায়ানমারে সেনা সরকারের বিরোধী পক্ষ ন্যাশনাল ইউনিটি গভরমেন্ট তৈরির কথা ঘোষণা করলো। এটির প্রধান হবে প্রেসিডেন্ট YU Win Myint এবং Aung San Suu Kyi হবেন State Consultant.
• Toukte নামে ঘূর্ণি ঝড়ের নামটি মায়ানমার রেখেছে
• স্বাস্থ্য ক্ষেত্রে মায়ানমার এর সঙ্গে মউ সাক্ষর করতে চলেছে ভারত

Myanmar:
• Capital: Naypyidaw ( Rangoon till 2005)
• Currency: Myanmar Kyat
• 1988-2010 Military rule
• President: Mynit SWe
• Prime Minister- Min Aung Hlaing
• Chief Of army- Min Aung Hlaing
• Perliament- Pyidaungsu Hluttaw
• Longest river: Irrawaddy River
• Highest Peak: Hkababo Razi
• National Sports: caneball

  1. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া Isuru uDana কোন দেশের খেলোয়ার?

a) পাকিস্তান
b) শ্রীলঙ্কা
c) ভারত
d) আফগানিস্তান

• শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইনি।

• 17th BIMSTEC Ministerial Meeting অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কায়
• ভারত সম্প্রতি শ্রীলঙ্কার সঙ্গে Air Bubble চুক্তি সাক্ষর করলো
• ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ৬ বছরের জন্য নির্বাসিত হলেন Nuwan Zoysa
• Perira ক্রিকেট থেকে অবসর নিলেন।
• এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা এবছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এটি এবছর শ্রীলংকাতে হওয়ার কথা ছিল
• সম্প্রতি ভারত শ্রীলঙ্কা সঙ্গে সৌর শক্তি নিয়ে Line of Credit সাক্ষর করলো
• সম্প্রতি খবরে থাকা শ্রীলঙ্কা ক্রিকেটার Sanath Jayasundera কে 7 বছরের জন্য ব্যান করলো আইসিসি। গড়াপেটার অভিযোগে তাঁর এই সাজা হলো
• বিশ্বের বৃহত্তম নীলা পাথর (Sapphire cluster star) শ্রীলঙ্কাতে পাওয়া গেলো। এর নাম দেওয়া হয়েছে Serendipity Sapphire. Ratnapura তে এটি পাওয়া গেলো। এর ওজন 510 কেজি এবং দাম 100 মিলিয়ন ডলার।

Sri Lanka:
• Capital: Sri Jayawardenepura Kotte
• Currency: rupee
• Prime minister: Mahinda Rajapaksa
• President: Gotabaya Rajapaksa
• Longest river: Mahaweli Ganga
• Highest Peak: Pidurutalagala
• National Sports: volley ball

  1. ভারতের প্রথম মহিলা হকি প্লেয়ার হিসেবে অলিম্পিকে হ্যাট্রিক করলেন কোন খেলোয়ার?

a) Raniram Pal
b) Vandana Kataria
c) Lovlina Borgohain
d) mirabai chanu

• দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব সম্পন্ন করলেন। এর সঙ্গে ভারতীয় মহিলা হকি দল এই প্রথম অলিম্পিকে সেমিফাইনালে উঠলো।

International Hockey Federation
• President: Dr Narinder Dhruv Batra
• Headquarters: Lausanne, Switzerland
• Founder: Paul Léautey
• Founded: 7 January 1924, Paris, France

Hockey India
• Founded 2009
• Affiliation date 2011
• Headquarters New Delhi, India
• President Gyanendro Nigombam
• Replaced Indian Hockey Federation (1925–2008)

  1. অলিম্পিকে ভারতের চতুর্থ পদক সুনিশ্চিত করলেন Ravi Kumar Dahiya. ইনি কোন খেলার সঙ্গে যুক্ত?

a) বক্সিং
b) সেইলিং
c) সাতার
d) কুস্তি

• ইনি পুরুষ ফ্রি স্টাইল কুস্তির 57 কেজি বিভাগে ফাইনালে উঠে রূপোর পদক সুনিশ্চিত করলেন। ইনি কাজাক্সতানের N Sanayev কে হারিয়ে ফাইনালে উঠলেন। ফাইনালে এনার প্রতিদ্বন্দ্বী রাশিয়ান অলিম্পিক কমিটির Z. Uguev

Wrestling Federation of India
• President: Brijbhushan Sharan Singh
• Secretary: V.N. Prasood
• Headquarters: New Delhi, India

  1. হাঙ্গেরিয়ান গ্রাপি জিতলো কোন রেসিং কার ড্রাইভার?

a) Lewis Hamilton
b) Max Verstappen
c) Esteban Ocon
d) Sebastian Vettel

• ইনি একজন ফ্রেঞ্চ রেসিং কার ড্রাইভার। ইনি Alpine কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করেন। এটি বছরের 11 তম গ্রাপি।

  1. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী e-Rupi চালু করলেন। এটি কে ডেভলপ করেছে?

a) RBI
b) IRDA
c) NPCI
d) NITI Aayog

• ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করলেন। The National Payment Corporation of India এটি ডেভলপ করেছে যাতে সাহায্য করেছে Department of Financial Service, Ministry of Health and Family Welfare and National Health Authority.

Narendra Modi
• Prime Minister and also in-charge of:
• Ministry of Personnel, Public Grievances and Pensions;
• Department of Atomic Energy;
• Department of Space;
• All important policy issues; and
• All other portfolios not allocated to any Minister

National Payments Corporation of India
• Headquarters: Mumbai
• Founded: 2008
• Owner: Ministry of Finance

  1. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে কত মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে?

a) 200
b) 500
c) 800
d) 1000

• সবথেকে বেশী আছে বিহারে। তারপর রাজস্থান, কর্ণাটক এবং পসচিম্বঙ্গে।

  1. In An Ideal World শিরোনামে কে বই রচনা করলেন?

a) Kunal Basu
b) Jeet Thayil
c) Nitin Gokhale
d) Kanti Bajpai

• পেঙ্গুইন প্রকাশনী সংস্থার তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। এখানে কলেজ, সমাজ রাজনীতি বিষয়ে বর্ণিত আছে।

Aakash Ranison ‘Climate Change Explained—For One and All’
Meghan Markle ‘The Bench’
Kalki Koechlin ‘Elephant in the Womb’
Shakoor Rather Life in the Clock Tower Valley
Ruskin Bond ‘All Time Favorites for Children’
Preet Mohan Singh Malik ‘Sikkim: A History of Intrigue and Alliance’
Sunita Dwivedi ‘Buddha in Gandhara’
Avtar Singh Bhasin ‘Nehru, Tibet and China’
Shivshankar Menon ‘India and Asian Geopolitics: The Past, Present’
Neena Gupta ‘Sach Kahun Toh’
Ravi Shastri ‘Stargazing: The Players in my Life’
Vikram Sampath ‘Savarkar: A Contested Legacy (1924-1966)’

  1. Bvlgari ব্রান্ডের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কোন ভারতীয়?

a) সচিন টেন্ডুল্কার
b) বিরাট কোহলি
c) প্রিয়াঙ্কা চোপরা
d) অক্ষয় কুমার

• এটি ইটালির একটি বিখ্যাত লাক্সারি ব্র্যান্ড।

Share with your friends

Leave a Comment