3rd July 2021 Current Affairs In Bengali | 3rd জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

3rd July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 3rd July 2021 Current Affairs PDF:

Download 3rd July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

3rd July 2021 Current Affairs in Bengali:

  1. National Doctor’s Day কবে পালন করা হয়?
    a) 1st July
    b) 3Rd July
    c) 30th June
    d) 2nd July

 ডঃ বিধান রায় এর জন্মদিনে এটি পালন করা হয়। ইনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। 1948-62 পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছেন। 1961 সালে ভারতরত্ন পেয়েছেন। এবছর এই দিন ডাক্তার দের প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছিলো।

1st July National Doctor’s Day
4th July American Independence day
11th July World Population Day
18th July Nelson Mandela International Day
26 July Kargil Vijay Divas
28th July World Nature Conservation Day, World Hepatitis Day
29th July International Tiger Day

  1. ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা Anamoly in Law and Justice নামে একটি বই এর উদ্বোধন করলেন। এটি কে রচনা করেছেন?
    a) Vindo Kapri
    b) RV Ravindran
    c) Kalki Koechlin
    d) Amitav Ghosh

 ইনি সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি। এই বই তে সাধারন মানুষ দের আইনি ব্যাবস্থার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

  1. সম্প্রতি কোন গবেষণা সংস্থা বিশ্বে প্রথম দিব্যাংগ মহাকাশচারী নিয়োগ করতে চলেছে?
    a) ইউরোপিয়ান স্পেস এজেন্সি
    b) স্পেস এক্স
    c) নাসা
    d) চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন

 এর জন্য 22000 আবেদন জমা পরেছে। আপাতত এরা প্রতিবন্ধীদের জন্য বিশেষ টেকনোলজি তৈরি করছে। এর উদ্দেশ্য Space is for Everyone

European Space Agency
 Headquarters: Paris, France
 Founded: 30 May 1975, Europe
 CEO: Johann-Dietrich Wörner (1 Jul 2015–)
 Founders: France, Germany, Italy, United Kingdom, Spain, Netherlands, Belgium, Switzerland, Sweden, Denmark

  1. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো?
    a) দিল্লী
    b) পাঞ্জাব
    c) জম্মু কাশ্মীর
    d) হরিয়ানা

 ল্যাফট্যান্ট গভর্নর মনজ সিনহা এটি চালু করলেন। 29 জুন এটি চালু হলো। শুধু মাত্র মহিলাদের জন্য এটি চালু করা হলো। এর প্রথম ব্যাচে 100 জন কে নির্বাচন করা হয়েছে।

 জম্মু-কাশ্মীর সরকার Satark Nagarik মোবাইল অ্যাপ চালু করল।
 মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 ই সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল জম্মু-কাশ্মীর।
 জম্মু কাশ্মীরে গুলমার্গ উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে।
 Awaam Ki Baat নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করল
 শ্রীনগরের ডাল লেক সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষিত হলো
 সম্প্রতি টিউলিপ ফেস্টিভ্যাল এর আয়োজন করলো
 Another Day in Paradise কার্যক্রম শ্রীনগর এ অনুষ্ঠিত হোলো
 সম্প্রতি শ্রীনগরে Khelo India State Centre of Excellence এর উদ্বোধন হোলো
 2020-21 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শীর্ষ স্থান অর্জন করলো উধমপুর জেলা
 সম্প্রতি ভাসমান আম্বুলেন্স চালু হলো ডাল লেকে
 করোনায় যাদের মৃত্যু হচ্ছে তাদের জন্য Special Assistance Scheme আনলো জম্মু কাশ্মীর
 Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
 Mavya Sudan জম্মু কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন
 Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
Jammu and Kashmir:
 Capital: Jammu & Srinagar
 Lieutenant Governor: Manoj Sinha
 High court: Jammu & Kashmir High court
 National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
 Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
 Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
 Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

  1. সম্প্রতি খবরে আছে Kudankulam Nuclear Plant. এটি কোন রাজ্যে অবস্থিত?
    a) গুজরাট
    b) পশ্চিমবঙ্গ
    c) রাজস্থান
    d) তামিলনাড়ু

 এর পঞ্চম ইউনিটের কাজ শুরু হয়েছে 29 জুন থেকে। রাশিয়ান কোম্পানি Rosatom এখানে একটি নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করছে।

Indian Atomic Energy Comission- 3 Aug 1948
 Working Nuclear Reactor- 22
 First Reactor in India Apsara 1950
 First Atomic Power Plant- Tarapur, 1969
 World Largest Nuclear Power Plant- Japan
 BARC- 3 Jan 1954

Atomic Power Plant
 Haryana- Kumhariya
 UP- Narora
 Rajasthan – Rawatbhata
 MP- Chutka
 Gujrat- Kakrapar
 WB- Haripur
 Mahrashtra- Tarapur, Jaitpur
 Andhra- Kovvada
 Karnatka- Kaiga
 TN- Kalpakkam, Kundankulam

 উপকূল গবেষণা ভেসেল Sagar Anveshika এর উদ্বোধন হলো চেন্নাই বন্দরে.
 এশিয়ার সবথেকে বড় ক্যাটেল পার্ক উদ্বোধন করা হলো তামিলনাড়ুর সালেম জেলায়।
 ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করছে তামিলনাড়ুর চেন্নাইতে।
 তামিলনাড়ুতে পঞ্চম টাইগার রিজার্ভ হল শ্রীবিল্লিপুত্তর-মগামালাই টাইগার রিজার্ভ।
 ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হবে চেন্নাইতে।
 এক হাজার মেগাওয়াটের নেভেলি থার্মাল পাওয়ার প্রজেক্ট এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি।
 জেল বন্দিদের জন্য অনলাইন যোগা সেশন শুরু করলো তামিলনাড়ু
 ভারতে মাছের জন্য যে টিকা প্রথম বারের জন্য তৈরি হলো তাঁর নাম কি Nodavac-R। এটি তৈরি করেছে চেন্নাই এর Central Institute of Brakish Aquaculture.
 সম্প্রতি তামিলনাড়ু সরকার মাটির খেলনার ওপর GI tag এর কথা ঘোষণা করলো
 IIT Madras ব্লক চেন ভিত্তিক স্বাস্থ্য সেবা সুচনা প্রণালি তৈরি করেছে
 IIT Madras ভারতের প্রথম 3d printing house বানিয়েছে।
 সম্প্রতি খবরে থাকা Mukurthi National Park তামিলনাড়ু তে অবস্থিত?
 সম্প্রতি চেন্নাই এর শিল্প পরিকাঠামোর উন্নতির জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক 3500 কোটি টাকা লোণ দিলো। চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই লোণ দিচ্ছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক। এটি 590 কিমি দীর্ঘ।
 সম্প্রতি তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্ষদাতা পরিষদ গঠনের কথা ঘোষণা করলো। যেটি একটি 5 সদস্যের বোর্ড যার সদস্যরা হলেন Esther Duflo, Raghuram Rajan, Arvind Subhramanian, Jean Dreze এবং S Narayan.
 সম্প্রতি তামিলনাড়ু সরকার স্কুলের শিক্ষার্থী দের যৌন হেনস্থা থেকে আটকানোর জন্য বিশেষ গাইডলাইন জারী করলো
 টোকিও অলিম্পিকে সোনা জয়ীদের 3 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো
Tamil Nadu:
 Capital: Chennai
 LS:39 RS: 18
 Madras Renamed as Tamil Nadu in 1969
 CM; M.K.Stalin
 Governor: Banwarilal Purohit
 High court: Madras High Court
 National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
 Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
 Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
 Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
 World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

  1. 2020 গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স এ ভারত কত তম স্থানে আছে?
    a) 13
    b) 28
    c) 10
    d) 7

 47 তম স্থান থেকে এই স্থানে উঠে এলো। প্রথম স্থানে আছে অ্যামেরিকা তারপর ইউকে এবং তৃতীয় সৌদি আরব

  1. গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে ভারত কত তম স্থানে আছে?
    a) 21
    b) 20
    c) 19
    d) 18

 Startup Blink এটি প্রকাশ করে। 100 টি দেশের মধ্যে এই স্থানে এলো। এই রিপোর্ট অনুযায়ী ভারত কে পরিকাঠামো এবং ইন্টারনেট স্পিড আরো দ্রুত করতে হবে।

Index 1st India Rank
Global climate risk index
মোজাম্বিক
7th

Corruption perception index
New Zealand And Denmark
86th

Asia Pacific personalized health index
Singapore
10th

Covid performance-index
New Zealand
86th

Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)
Norway
53rd

ইকোনমিক ফ্রিডম ইনডেক্স সিঙ্গাপুর। 121।
2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট বিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত। ভারতের দিল্লি দশম স্থানে আছে।

বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি China চতুর্থ
International intellectual property index আমেরিকা 40
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021 ফিনল্যান্ড 140
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্স আমেরিকা 55
Inclusive Internet Index সুইডেন 49
হেনলি পাসপোর্ট ইনডেক্স জাপান 84
World Press Freedom Index নরওয়ে 142

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 94
WEF Global Energy Transition Index 2021 sweden 87
Chandler Good Government Index 2021 Finland 49

renewable energy country attraction index USA 3rd
Expert insider 2021 survey Taiwan 51
Sustainable Development Goals Sweden 117
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট Switzerland 67
World Competitiveness Index সুইজারল্যান্ড। 43
Global Peace Index Iceland 135
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র‍্যাঙ্কিং Britain 51
Sustainable Development Report Finland 120
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স USA 10
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে – 20

  1. মাকড়শার দুটি নতুন প্রজাতি কোন রাজ্যে পাওয়া গেলো?
    a) কেরালা
    b) উড়িষ্যা
    c) মহারাষ্ট্র
    d) ত্রিপুরা

 26/11 তে শহীদ হওয়া মুম্বাই এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইন্সপেক্টর Tukaram O’Ble এর নামে এদের নাম করণ করা হলো। এর নাম রাখা হলো Aisius Tukarami

 মহারাষ্ট্র সরকার এগ্রিকালচার পাম্প পাওয়ার কানেকশন পলিসি চালু করল।
 মহারাষ্ট্র সরকারের intellectual property rights scheme and quality testing and certification scheme.
 মহারাষ্ট্র সরকার chief minister water conservation program চালু করল।
 মহারাষ্ট্র সরকার Aaple Sarkar Maha DBT পোর্টাল চালু করল।
 মহারাষ্ট্র সরকার মহা সমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যোজনা চালু করল।
 দেশের প্রথম স্বদেশী মেট্রো র‍্যাকের উদ্বোধন হল মুম্বাইতে।
 ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে।
 রাজ্যের কৃষকেরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করল
 সম্প্রতি মহারাষ্ট্রের বায়ো ডাইভারসিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হলো আম্বালী গ্রাম
 সম্প্রতি মুম্বাইতে ওয়াটার ট্যাক্সি এবং ROPAX ফেরি সার্ভিস শুরু হলো
 ভারতের মহারাষ্ট্র তট দেশের প্রথম ভাসমান LNG storage তৈরি হলো
 ভারতের প্রথম Drive in Vacccination Centre এর উদ্বোধন হলো মুম্বাইতে
 সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক পুনে মেট্রো রেল প্রজেক্ট নিয়ে চুক্তি স্বাক্ষর করলো
 সম্প্রতি মহারাষ্ট্র Mucromycosis রুগীদের ফ্রি তে চিকিৎসা করার কথা ঘোষণা করেছে
 Health Infra Parameters এ প্রথম স্থানে আছে ভারতের পুনে।
 ভারতের পুনেতে সম্প্রতি কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র স্থাপন করা হলো
 সম্প্রতি মহারাষ্ট্র national institute of medicinal plants স্থাপনের অনুমতি দিয়েছে
 মহারাষ্ট্র সম্প্রতি Mission Oxygen Self Reliance চালু করলো
 বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমদন প্রাপ্ত করোনা টেস্ট কিটের CoviSelf. এটি বানিয়েছে পুনের কোম্পানিMyLab Discovery Solutions.
 করোনায় অনাথ হওয়া শিশুদের জন্য 5 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিটের কথা ঘোষণা করেছে জা তারা 21 বছর পূর্ণ হলে পাবে।
 সম্প্রতি RBI পুনের Shivajirao Bhosle Co-operative Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
 সম্প্রতি মহারাষ্ট্র করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করলো
 সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়ার জন্য Maharashtra
 Apprenticeship Promotion Scheme চালু করলো।
 সম্প্রতি বোম্বে হাইকোর্ট এমপি Navneet Kaur Ranaএর সিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলো
 মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
 মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
 সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্র রাজ্যে বাঁদুরের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেলো। মহাবালেস্বরের গুহা তে এই সন্ধান পেয়েছেন। National Institute of Virology এর গবেষকরা এই সন্ধান পেয়েছেন। এতে সহায়তা করেছে Indian Council of Medical Research.
Maharashtra:
 Capital: Mumbai
 LS: 48 RS: 19
 Formation Day: 1 May 1960
 CM; Uddhav Thackeray
 Governor: Bhagat Singh Koshyari
 High court: Bombay High Court
 National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
 Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
 Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
 Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
 World Heritage Site: Chhatrapati Shivaji Terminus,
 The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

  1. নীতি আয়োগ এর সিইও অমিতাভ কান্ত এর সময় কাল কত বছরের জন্য বৃদ্ধি করলো সরকার?
    a) 1
    b) 2
    c) 3
    d) 4

 2022 এর জুন মাস পর্যন্ত তার কার্যকাল এর মেয়াদ বৃদ্ধি করা হলো। এই নিয়ে তৃতীয় বারের জন্য তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হলো। এর সঙ্গে ভারতের অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল এর কার্যকাল এর মেয়াদ ও বৃদ্ধি করা হলো।
 Formed 1 January 2015;
 Headquarters New Delhi
 Narendra Modi, (Chairperson)
 Rajiv Kumar, (Vice Chairperson)
 Amitabh Kant , IAS, (CEO)

  1. কে প্রথম ভারতীয় মহিলা গল্ফার হিসেবে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন?
    a) Nethra Kumannan
    b) Bhavani Devi
    c) Aditi Ashok
    d) Manika Batra

 ইনি এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন। এছার দৌড়বিদ দ্যুতি চাঁদ 100 এবং 200 মিটার রেসে কোয়ালিফাই করলেন।

 Headquarters location: Lausanne, Switzerland
 Founded: 1958
 President: Annika Sörenstamrnational Golf Federation

Indian Golf Union
 President: Lt. Gen. D. Anbu
 Founded: December 1955; 65 years ago
 Headquarters: New Delhi

  1. কে বিশ্বের কনিষ্ঠ তম গ্র্যান্ডমাস্টার হলেন?
    a) Arjun Kalyan
    b) D. Gukesh
    c) Abhimanyu Mishra
    d) R Pragyananda

 ইনি একজন ইন্দো অ্যামেরিকান। মাত্র 12 বছর 4 মাস 25 দিনে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

FIDE
 Headquarters: Lausanne, Switzerland
 CEO: Geoffrey D. Borg (Oct 2010–)
 Founded: 20 July 1924, Paris, France

All India Chess Federation
 President: Sanjay Kapoor
 Headquarters: 0Jawaharlal Nehru Stadium; Chennai

Share with your friends

Leave a Comment