2nd July Current Affairs In Bengali | 2nd জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

2nd July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the April 2021 Current Affairs from our youtube channel.

Download 2nd July 2021 Current Affairs PDF:

Download 2nd July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

  1. সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সোলার অ্যাল্যায়েন্সে যোগদান করলেন?
  2. চীন
  3. ইজরায়েল
  4. গ্রীস
  5. অ্যামেরিকা
  • ভারতের বিদেশমন্ত্রী এস জয়সঙ্কর গ্রীস এ গিয়ে এই চুক্তি সাক্ষর করলেন গ্রীসের সঙ্গে। ইতালির পর গ্রীস এতে যোগ দান করলো।
  • Headquarters: Gurugram
  • Founded: 30 November 2015
  • Founded at: Paris, France
  • Membership: 124 members of UN
  • Director General: Ajay Mathur
  • Founders: Narendra Modi, François Hollande
  • Greece
  • Capital: Athens
  • Currency: Euro
  • সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো?
  • হিমাচল প্রদেশ
  • সিকিম
  • উত্তরাখণ্ড
  • অরুণাচল প্রদেশ
  • 28 রাজ্য এবং 5 টি কেন্দ্র শাসিত অঞ্চলের 24 প্রজাতির গাছ রয়েছে। নৈনিতাল জেলার Haldwani তে এটি তৈরি করা হলো।।
  • সম্প্রতি কোন রাজ্য ভারতে প্রথম Official trans identity চালু করলো?
  • হিমাচল প্রদেশ
  • সিকিম
  • উত্তরাখণ্ড
  • অরুণাচল প্রদেশ
  • উত্তর কাশী জেলার অদিতি শর্মা এবং দেরাদুন জেলার কাজল প্রথম এই দুজন এই কার্ড পেলেন।
  • স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহ মালিকানার অধিকার আনতে অর্ডিন্যান্স প্রদান করল উত্তরাখণ্ড।
  • উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর উপর লাখওয়ার ইলেকট্রিসিটি প্রজেক্ট স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহ মালিকানার অধিকার আনতে অর্ডিন্যান্স প্রদান করল উত্তরাখণ্ড।
  • উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর উপর লাখওয়ার ইলেক্ট্রিসিটি স্থাপনের অনুমতি প্রদান করা হলো।
  • আন্তর্জাতিক যোগা উৎসব শুরু হলো উত্তরাখণ্ড ঋষিকেশে।
  • কন্যার নামে বাড়ির পরিচয় দিতে gharoki paachan chelik nam প্রকল্প লঞ্চ করল উত্তরাখণ্ড।
  • ভারতের প্রথম forest healing centre এর উদ্বোধন হলো উত্তরাখণ্ড এ।
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ত্রিবেন্দ্র  সিং রাওয়াত। তার বদলে নতুন মুখ্যমন্ত্রী হলেন তিরাট সিং রাওয়াত।
  • আইআইটি রূর্কী তে চালু হলো ড্রন রিসার্চ সেন্টার।
  • STEM of girls প্রোগ্রামের জন্য আইবিএম এর সঙ্গে চুক্তি করলো উত্তরাখণ্ড।
  • সাম্প্রতি উত্তরাখন্ড এ  ITBP ওয়াটের স্পোর্টস এবং আদ্ভেন্চার ইন্সিটিউট স্থাপন করছে
  • সম্প্রতি Aditya- L1 Support Cell (ALSC) উত্তরাখণ্ড এ স্থাপন হলো
  • উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
  • Mission Hausla চালু করলো উত্তরাখণ্ড পুলিশ
  • Arial Passanger Ropway System এর জন্য উত্তরাখন্ড কে অনুমতি দিলো কেন্দ্রীয় সরকার
  • সম্প্রতি মারা গেলেন পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। তিনি সব থেকে বিখ্যাত তার চিপকো আন্দোলনের জন্য
  • উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো

Uttarakhand:

  • Capital:  Dehradun, Gairsain
  • LS:5       RS:3
  • Formation date: 9 November 2000
  • CM; Tirath Singh Rawat
  • Governor: Baby Rani Maurya
  • High court: Uttarakhand High Court
  • National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
  • Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
  • Ramsar Site: Asan Barrage
  • World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks
  • সিবিআই এর স্পেসাল ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করলো সরকার?
  • A.k Mishra
  • Praveen Sinha
  • J.B. Mohapatra
  • Kuldiep Sing
  • এই পদে আগে ছিলেন রাকেশ আস্থানা। 2022 এর 30 এপ্রিল পর্যন্ত এই পদে থাকবেন তিনি।
  • Baihetan Hydropower Project সম্প্রতি খবরে আছে। এটি কোন দেশে অবস্থিত?
  • চীন
  • অ্যামেরিকা
  • ইজরায়েল
  • ইংল্যান্ড
  • এটি পৃথিবীর সবথেকে বড়ো বাঁধ। Yangtze নদীর ওপর অবস্থিত। এর মোট শক্তি উৎপাদন ক্ষমতা 16 মিলিয়ন কিলোওয়াট। সম্প্রতি এটির দুটি ইউনিট এর উদ্বোধন হলো।
  • মঙ্গলের কক্ষপথে পৌঁছালো চীনের স্পেস এয়ারক্রাফট Tianwen- 1।
  • আমেরিকাকে অতিক্রম করে দুই হাজার কুড়ি সালে ভারতের শীর্ষ ট্রেডিং পার্টনার হল চীন।
  • চীন এবং রাশিয়া মিলে যৌথভাবে। Lunar space station তৈরির সিদ্ধান্ত নিলো।
  • NEO-01 নামে প্রোটোটাইপ রোবট লঞ্চ করলো চীন
  • সম্প্রতি WHO Sinopharm ভ্যাক্সিন কে এমারজেন্সি ব্যাবহারে ছাড়পত্র দিলো
  • 9 মে 2021 চীনের লংমার্চ 5B  রকেট  মালদ্বীপ এর কাছে ভেঙে পড়ল
  • Yaogan-34 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো চীন
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে সিন্থেটিক গাঁজা বন্ধ করলো চীন।
  • দ্বিতীয় রাষ্ট্র হিসেবে মঙ্গল গ্রহে Zhurong নামে রোভার নামালো চীন
  • চীন সম্প্রতি সমুদ্র পর্যবেক্ষণ উপগ্রহ Haiyang-2D এর সফল উৎক্ষেপণ করল
  • রাশিয়া চীনের সঙ্গে যৌথ ভাবে তাঁদের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্রোজেক্ট তরী করছে
  • প্রথম এশিয় দৃষ্টিহীন হিসেবে  মাউন্ট এভারেস্ট জয় করলেন Zhang Hong
  • মহিলা হিসেবে সবথেকে তাড়াতাড়ি মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন Tsang Yin-Hung
  • বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু এর সংক্রমণ লক্ষ করা গেলো চীনে।
  • সম্প্রতি চীন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করলো। এর নাম China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST)
  • সম্প্রতি Fengyun- 4B নামে উপগ্রহ উৎক্ষেপণ করলো । এটি একটি New Generation Meteorological Satellite
  • সম্প্রতি চীন Sinovac ভ্যাকসিন কে 3-17 বছর বয়সী শিশুদের ওপর প্রয়গ করার ছাড়পত্র দিয়েছে
  • 17 জুন 2021 চীন তিনজন মহাকাশচারী কে তাদের স্পেস ষ্টেশন এর উদ্দেশ্যে যাত্রা করালো। চীনের স্পেস ষ্টেশন Tiangong এর উদ্দেশ্যে যাত্রা করলো
  • Zhang Zhizhen চীনের প্রথম পুরুষ টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডনে যোগ্যতা অর্জন করলেন

China:

  • Capital: Bejing
  • Currency: Yuan, Renminbi
  • President: Xi Jinping
  • Perliament: National People’s Congress
  • Longest river: Yangtze River
  • National Sports: Table Tennis
  • কে ভারতে হোয়াটস অ্যাপ এর পেমেন্ট হেড হলেন?
  • Jeremy Kessel
  • Manesh Mahatme
  • Suresh N Patel
  • Karim Khan
  • ইনি আগে অ্যামাজন এর এক্সিকিউটিভ ছিলেন।

WhatsApp

  • Original author(s): Brian Acton, Jan Koum
  • Initial release: January 2009; 12 years ago
  • সম্প্রতি কে Kashmiri Century: Portrait of a Society in Flux নামে বই রচনা করলেন?
  • Sudeep Mishra
  • Kaushik Basu
  • Khemalata Wakhlu
  • Will Smith
  • ইনি একজন লেখক, রাজনৈতিক নেতা এবং সমাজ কর্মী।
  • সম্প্রতি কে Policymakers Journal: From New Delhi to Washington DC নামে বই রচনা করলেন?
  • Sudeep Mishra
  • Kaushik Basu
  • Khemalata Wakhlu
  • Will Smith
  • ভারত সরকারের Chief Economic Adviser হিসেবে নিযুক্ত ছিলেন। এই সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি এই বই রচনা করেছেন।
  • সম্প্রতি সীমা পুনিয়া টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত?
  • ডিস্কাস
  • জ্যাভ্লিন
  • দৌড়
  • শুটিং
  • 2018 সালে এশিয়ান গেমস এ ইনি ব্রোঞ্জ পদক পেলেন।

ট্র্যাক এন্ড ফিল্ডে যারা কোয়ালিফাই করেছেন-

  • KT Irfan, Men’s 20km race walking
  • Sandeep Kumar, Men’s 20km race walking
  • Rahul Rohilla, Men’s 20km race walking
  • Avinash Sable, Men’s 3000m steeplechase
  • Murali Sreeshankar, Men’s long jump
  • Neeraj Chopra, Men’s javelin throw
  • Shivpal Singh, Men’s javelin throw
  • Tajinderpal Singh Toor, Men’s shot put
  • Kamalpreet Kaur, Women’s discus throw
  • Seema Punia, Women’s discus throw
  • Bhawna Jat, Women’s 20km race walking
  • Priyanka Goswami, Women’s 20km race walking
  • 4×400 Mixed Relay
  1. সম্প্রতি এশিয়ার দীর্ঘ তম হাই স্পিড টেস্ট ট্র্যাক এর উদ্বোধন কোথায় হলো?
  2. জয়পুর
  3. মুম্বাই
  4. কোলকাতা
  5. ইন্দোর
  • এর দৈর্ঘ্য 11.3 কিমি। এখানে 2 চাকা গাড়ি ও ভারী ট্রাক্টর এর টেস্ট হবে।
  • মধ্যপ্রদেশ সরকার লঞ্চ প্যাড স্কিম চালু করল।
  • মধ্যপ্রদেশ সরকার পাওয়ার সাবসিডি স্কিম চালু করলো।
  • মধ্যপ্রদেশের স্থাপন হতে চলেছে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর শক্তি প্রোজেক্ট।
  • মধ্যপ্রদেশ সরকারের নলেজ পার্টনার হলো উইপ্রো।
  • মধ্যপ্রদেশের হেসেঙ্গাবাদ এর নাম পরিবর্তন করে রাখা হল নর্মদাপুরম।   
  • খাবারে ভেজাল ধরা পড়লে বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘোষণা করল মধ্যপ্রদেশ। 
  • জমির রেকর্ড ডিজিটাল করার দিক থেকে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গ।
  • রাজ্যের উপজাতি ঐতিহ্য এর গল্প সংকলিত বাঙ্গি নামে বুকলেট রিলিজ করলো মধ্যপ্রদেশ।
  • মিশন গ্রামোদয়া প্রকল্প চালু করল
  • কোভিদ সম্পর্কে আবারো জনসচেতনতা গড়ে তুলতে সংকল্প ক্যাম্পেইন লঞ্চ করল মেরি সুরক্ষা মেরা মাস্ক ক্যাম্পেন লঞ্চ করল
  • মহারাজ ছত্রশাল কনভেনশন সেন্টারের উদ্বোধন খাজুরাহ তেকরা হলো
  • কোভিড 19 যোদ্ধা কল্যান যোজনা চালু করলো
  • যোগ সে নিরোগ প্রোগ্রাম চালু করলো মধ্যপ্রদেশ
  • ফ্রি ট্রিটমেন্ট স্কিম ও চালু করেছে মধ্যপ্রদেশ
  • করোনা রুগীদের জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা চালু করলো মধ্যপ্রদেশ
  • করোনায় যারা পিতৃ এবং মাতৃ হারা হয়েছেন তাঁদেরকে মাসে 5000 টাকা করে দেওয়ার ঘোষণা করলো মধ্যপ্রদেশ
  • করোনা মহামারীতে ডিউটিরত সরকারি কর্মচারীদের মৃত্যু হলে সেই পরিবারের একজন সদস্য কে কাজ দেওয়ার কথা ঘোষণা করলো
  • সম্প্রতি অঙ্কুর স্কিম চালু করলো মধ্যপ্রদেশ
  • সম্প্রতি চিতা যেটিকে 1952 সালে বিলুপ্ত ঘোষণা করে দেয়া হয়েছিল সেটিকে আবার ভারতে নিয়ে আসা হচ্ছে।
  • অ্যানিমিয়া মুক্ত ভারত অভিজানে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ
  • যুব শক্তি করোনা মুক্তি অভিজান চালু করলো মধ্যপ্রদেশ
  • ভারতের প্রথম গ্রিন ফাঙ্গাস কেস ইন্দোর শহরে দেখা গেছে

Madhya Pradesh:

  • Capital: Bhopal
  • LS:29   RS: 11
  • CM; Shivraj Singh Chouhan
  • Governor: Anandiben Patel
  • High court: Madhya Pradesh High Court, Jabalpur
  • National Park: Kanha, Madhav, Bandhavgarh, Pench, Vanviihar, Panna, Sanjay, Satpura, Fossil, Palpur Kunho
  • Dance form: Matki, Naurata, Maanch, Grida, Phulpati
  • Festival: Mandu, Tansen, Namaste Orcha, Ujjain Kumbh, Khajuraho dance, Lookrang, Bhogariahut.
  • World Heritage Site: Khajuraho Group of Monuments,
  • Buddhist Monuments at Sanchi, Rock Shelters of Bhimbetka
  • 2020 সালের Outstanding Civil Engineering Achievement Award 2020 জিতলো কোন মেট্রো?
  • দিল্লী মেট্রো
  • কোলকাতা মেট্রো
  • ব্যাঙ্গালোর মেট্রো
  • কোচি মেট্রো
  • জাপান সরকার কত্রিক এটি প্রদান করা হয়।
  • First Metro- 1890 London
  • Longest- Sanghai- 548 Km
  • Longest in India- Delhi metro
  • Metroman of India- E Sreedharam
  • First Metro in India- Kolkata, 1984
  • দিল্লি সরকার সুইচ দিল্লি অভিযান শুরু করলো।
  • দিল্লি সরকার মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা প্রকল্প চালু করল।
  • দিল্লি সরকার শিল্পীদের জন্য স্ট্রিট থিয়েটার এন্ড পারফর্মিং আর্টস ফেলোশিপস প্রকল্প চালু করল
  • দেশের প্রথম চালকহীন মেট্রো চলল দিল্লিতে।
  • ভারতের সবথেকে বড় কিডনি ডায়ালাইসিস হসপিটাল চালু হলো দিল্লিতে।
  • ভারতে ইলেকট্রিক গাড়ির ক্যাপিটাল হতে চলেছে দিল্লি।
  • দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তে তৈরি করছে স্যামসাং ইনোভেশন ল্যাব।
  • Education mentoring program চালু করল
  • ইন্দো করিয়ান ফ্রেন্ডশিপ পার্ক স্থাপিত হলো।
  • Lab on Wheels প্রোগ্রাম চালু করলো দিল্লী
  • দিল্লী করোনা রোগীদের জন্য বিনা মুল্যে অটো সার্ভিস চালু করেছে। 
  • COVI Van হেল্পলাইন নাম্বার চালু করলো দিল্লী পুলিশ
  • দিল্লিতে ভারতীয় হস্তশিল্প এবং উপহার মেলা  ভার্চুয়ালি শুরু হল
  • সম্প্রতি দিল্লীর  ঘর ঘর রেশন যোজনা বন্ধ করে দিলো কেন্দ্র সরকার
  • সম্প্রতি দিল্লী বিশ্ববিদ্যালয় করোনার কারনে অনাথ হয়ে যাওয়া সমস্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামুল্যে শিক্ষাদানের কথা ঘোষণা করলো
  • Jahan vote, Wahan vaccinataion ক্যাম্পেন  চালু করলো দিল্লী
  • সম্প্রতি দিল্লী করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য 5000 যুবক কে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
  • যোগ বিজ্ঞান (Yoga Science) এর উপর কোর্স চালু করলো দিল্লী।
  • মুখ্যমন্ত্রী কোভিড 19 পরিবার আর্থিক সহায়তা যোজনা চালু করলো
  • দিল্লী 15 দিনের জন্য বন মহোৎসব এর সুচনা করলো

Delhi:

  • CM-Arvind Kejriwal
  • Governor- Anil Baijal
  • LS:7   RS:3
  • World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,
Share with your friends

Leave a Comment