28th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 28th September 2021 Current Affairs PDF:
Download 28th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
28th September 2021 Current Affairs in Bengali:
28th September 2021 Current Affairs
- সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি তে লেন দেন কে অবৈধ ঘোষিত করেছে?
a) রাশিয়া
b) অ্যামেরিকা
c) চীন
d) ইউকে
• সেন্ট্রাল ব্যাংক অফ চায়না 23 সেপ্টেম্বার এটি ঘোষণা করলো। বেআইনি লেনদেন এবং কালো টাকা আটকানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
• বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু এর সংক্রমণ লক্ষ করা গেলো চীনে।
• সম্প্রতি চীন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করলো। এর নাম China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST)
• Fengyun- 4B নামে উপগ্রহ উৎক্ষেপণ করলো । এটি একটি New Generation Meteorological Satellite
• চীন Fengun- 3E নামে নতুন উপগ্রহ লঞ্চ করলো
• সম্প্রতি হু চীন কে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করলো
• বিশ্বের প্রথম Commercial modular mini reactor তৈরি করছে চীন
• ভারত এবং চীনের মধ্যে 2021 সালের প্রথম অর্ধে বাণিজ্যের পরিমান 62.7 শতাংশ বৃদ্ধি পেলো
• অ্যাপেল কোম্পানি কে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হলো Xiaomi
• বিশ্বের দ্রুত তম ট্রেন চালু হলো চীনে। এর নাম Maglev Train. এর গতিবেগ ঘণ্টায় 600 কিমি।
• বিশ্বের প্রথম ক্লিন নিউক্লিয়ার রিয়াক্টর তৈরি করলো চীন
• Gaofen-5-02 নামে কৃত্রিম উপগ্রহ লঞ্চ করলো চীন
• Tianzhou-3 কার্গো মহাকাশ যান উৎক্ষেপণ করলো চীন
China:
• Capital: Bejing
• Currency: Yuan, Renminbi
• President: Xi Jinping
• Perliament: National People’s Congress
• Longest river: Yangtze River
• National Sports: Table Tennis
- 23000 বছরের পুরনো মানুষের পায়ের ছাপ সম্প্রতি অ্যামেরিকার কোন রাজ্যে পাওয়া গেছে?
a) নিউ মেক্সিকো
b) ওয়াশিংটন
c) নিউ ইয়র্ক
d) ক্যালিফোর্নিয়া
• উত্তর অ্যামেরিকায় পাওয়া সবথেকে পুরনো পায়ের ছাপের একটি এগুলি।
• Neera Tandon জো বাইডেনের বরিষ্ঠ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন
• সম্প্রতি অ্যামেরিকা এশিয় বিরোধী হিংসা আটকানোর জন্য বিল পাস করালো
• Google তাদের প্রথম Physical retail store নিউইয়র্ক শহরে খুলতে চলেছে।
• Arun Venkatraman অ্যামেরিকান প্রেসিডেন্ট এর US and Foreign Commercial Services এর ডিরেক্টর জেনারেল হলেন
• অ্যামেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হলেন Christine Varmuth
• সম্প্রতি অ্যামেরিকা তাদের দেশে প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মে বিনিয়োগে চীনের ওপর নিষেধাজ্ঞা জারী করলো
• ভারত সম্প্রতি অ্যামেরিকা থেকে MH-60 Romeo multi-role হেলিকপ্টার কিনলো
• সম্প্রতি অ্যামেরিকা তাদের পার্লামেন্টে এই বিল পাশ করালো যে দেশে যে সমস্ত মূর্তি রয়েছে যা দাসত্ব কে সমর্থন করে সেই সমস্ত মূর্তি সরিয়ে ফেলা হবে
• সম্প্রতি ভারতের করোনা ভ্যাক্সিনেশন প্রোগ্রামের জন্য ভারত কে 25 মিলিয়ন ডলারের অর্থ সাহায্য করলো
• অ্যামেরিকান কংগ্রেস অ্যামেরিকার সর্বচ্চ নাগরিক পুরষ্কার মহত্মা গান্ধী কে প্রদান করার জন্য রেজোলিউসন এনেছে
• .নিউইয়র্কের প্রথম মহিলা গভর্নর হিসাবে শপথ গ্রহণ করলেন Kathy Hochul
USA:
• Capital- Washington D.C (Potomac River)
• President- Joe Biden (46th)
• Vice president- Kamala Harris (49th )
• Parliament- Congress
• Upper house- Senate
• Lower house- House of Representatives
• 1st President- George Washington
• Independence day- 4th july 1776
- সম্প্রতি বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণি ঝর গুলাব এর নাম করণ করেছে কোন দেশ?
a) ভারত
b) বাংলাদেশ
c) পাকিস্তান
d) মায়ানমার
• উড়িষ্যার গোপালপুর উপকূল থেকে 500 কিমি দূরে এই ঘূর্ণি ঝরের উতপত্তি হয়েছে।
Pakistan:
• Capital: Islamabad
• Currency: Pakistani rupee
• Prime minister: Imran Khan
• President: Arif Alvi
• Parliament: National Parliament
• Longest river: Indus
• Highest Peak:
• National Sports: Hockey
• Important Point: Benazir Bhutto was the 1st female prime minister of a muslim country.
- ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইনডেক্স অনুসারে ভারত কত তম স্থানে আছে?
a) 60
b) 59
c) 55
d) 65
• 110 টি দেশের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিলো। মোট দুটি প্যারামিটারের ওপর ভিত্তি করে এটি করা হয়। একটি ই গভর্নমেন্ট এবং ওপর টি ইন্টারনেট ব্যাবহার করার সামরথ। প্রথম স্থানে আছে ডেনমার্ক।
বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি | China | চতুর্থ |
International intellectual property index | আমেরিকা | 40 |
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021 | ফিনল্যান্ড | 140 |
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্স | আমেরিকা | 55 |
Inclusive Internet Index | সুইডেন | 49 |
হেনলি পাসপোর্ট ইনডেক্স | জাপান | 84 |
World Press Freedom Index | নরওয়ে | 142 |
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স | 94 | |
WEF Global Energy Transition Index 2021 | sweden | 87 |
Chandler Good Government Index 2021 | Finland | 49 |
renewable energy country attraction index | USA | 3rd |
Expert insider 2021 survey | Taiwan | 51 |
Sustainable Development Goals | Sweden | 117 |
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট | Switzerland | 67 |
World Competitiveness Index | সুইজারল্যান্ড। | 43 |
Global Peace Index | Iceland | 135 |
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র্যাঙ্কিং | Britain | 51 |
Sustainable Development Report | Finland | 120 |
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স | USA | 10 |
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে | – | 20 |
QS Best Student Cities Ranking | লন্ডন | মুম্বাই106 |
2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্স | Singapore | 122 |
Skytracks World Airport Award Ranking 2021 | Doha Hamad International Airport | Indira Gandhi Airport, 45 |
২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশে | বাংলাদেশ | 3rd |
Global Manufacturing Risk Index 2021 | China | 2nd |
Economist Intelligence Unit দ্বারা প্রকাশিত স্মার্ট সিটি ইনডেক্স 2021 | Copenhagen | Delhi 48th |
World Intellectual Property Index | সুইজারল্যান্ড | 46 |
- ভারতের প্রথম Atal Community Innovation Centre কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?
a) পাঞ্জাব
b) রাজস্থান
c) বিহার
d) গোয়া
• জয়পুরের গ্লোবাল বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়য়ে এটি স্থাপিত হবে। বর্তমানে এর ডিরেক্টর Chintan Vaishnab. এটি শুরু হয়েছিলো 2018 সালে নীতি আয়োগের তত্ত্বাবধানে।
• রাজস্থান মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে
• সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম জয়পুর শহরে স্থাপিত হচ্ছে
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• রাজস্থান World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো
• Mission Niryatak Bano ক্যাম্পেন চালু করলো রাজস্থান। স্থানিয় ব্যাবসায়িদের বিদেশে ব্যাবসায় সাহায্য করার জন্য এই ক্যাম্পেন চালু করা হলো।
• 1 বছরের ভোকেশনাল ট্রেনিং এর পর 60 জন ভিখারী কে চাকরী দিলো রাজস্থান
• সম্প্রতি স্ট্রিট ভেন্ডরদের বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলো রাজস্থান। 50000 টাকা পর্যন্ত লোন প্রদান করা হবে। যে সমস্ত ভেন্ডর দের বয়স 18-40 এর মধ্যে এবং যারা করোনাতে কাজ হারিয়েছেন তাদের এই লোন প্রদান করা হবে। ইন্দিরা গান্ধী আরবান ক্রেডিট কার্ড স্কিমের আওতায় এই লোন প্রদান করা হবে।
• সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।
• ভারতের প্রথম বিমানের আপতকালিন অবতরনে সক্ষম জাতিয় সরকের উদ্বোধন হলো রাজস্থানে। রাজস্থানের বারমেরের কাছে জাতীয় সরকে এটি নির্মাণ করা হলো। এই অঞ্চলটির দৈর্ঘ 3 কিমি এবং এটি NH-925 এর মধ্যে পরে।
• রাজস্থানে জুরাসিক যুগের একটি নতুন প্রজাতি Hybodont Shark এর সন্ধান পাওয়া গেলো
Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur
- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী G Kishan Reddy কোন রাজ্যে 24 সেপ্টেম্বার State Soil Testing Laboratory এর উদ্বোধন করলেন?
a) নাগাল্যান্ড
b) সিকিম
c) গোয়া
d) উড়িষ্যা
• কোহিমা তে এটি তৈরি করা হলো। এখানে খরচের 90% কেন্দ্র এবং 10% রাজ্য বহন করবে। বৈজ্ঞানীক পদ্ধতিতে চাষাবাদে সাহায্য করবে এটি।
• সম্প্রতি নাগাল্যান্ড রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত Raja Chilli প্রথমবারের জন্য লন্ডনে পাঠানো হলো।
• বন ধন বিকাশ যোজনা তে সাতটি পুরষ্কার জিতলো নাগাল্যান্ড
• 2030 সালের মধ্যে শিক্ষা হার 100 % করার লক্ষমাত্রা নিয়েছে নাগাল্যান্ড
• নাগাল্যান্ডে Software Technology Park of India Centre এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর
Nagaland:
• Capital: Kohima
• CM; Neiphiu Rio
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Intanki
• Dance form:Rengma, Udoho, Zeliang, Changlo, Changsang, Melophita, Angushu Kighilhe, Monyu Asho
• Festival: Hornbil, Aoleang, Ngada, Hega, Moatsu, Sekrenyi, Tsokum.
- The fractured Himalayas: How the Past Shadows the Present in India-China Relations নামে কে বই রচনা করলেন?
a) Nirupama Rao
b) Vijay Gokhale
c) Jhumpa Lahiri
d) Anurag Basu
• ইনি ভারতের প্রাক্তন বিদেশ সচিব। ভারত এবং চীনের বিবাদের উৎপত্তি এবং তার ফলাফল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
- The Long Game: How the Chinese Negotiate with India নামে কে বই রচনা করলেন?
a) Nirupama Rao
b) Vijay Gokhale
c) Jhumpa Lahiri
d) Anurag Basu
• ইনিও ভারতের প্রাক্তন বিদেশ সচিব। ভারত চীনের মধ্যে ঘটা 6 টি গুরুত্ব পূর্ণ ঘটনা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
Supriya Paul | All You Need is Josh: Stories of Courage and Conviction in 21st Century in India |
Vinod Kapri | 1232 km: The Long Journey Home |
Amartya Sen | Home in The World |
অমিতাভ ঘোষ | The Nutmegs Curse: Parallels for a Planet in Crisis |
Will Smith | Will |
Ruskin Bond | It’s a Wonderful |
Sudeep Mishra | Firstly Female: The Dutee Chand Story |
Kaushik Basu | Policymakers Journal: From New Delhi to Washington DC |
Dhawal Kulkarni | Nathuram Godse: The True Story of Gandhi’s Assassin. |
Rajpal Puniya | Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission |
Angelina Jolie | Know Your Rights and Claim Them: A Guide for Youth” |
তামান্না ভাটিয়া Luke Coutinho. | Back to the Roots |
আইএএস অফিসার Dheera Khandelwal | Haryana Environment and Pollution Code |
Subhramanian Swamy | Human Rights and Terrorism |
Dr. Prabhlin Sing. | Shining Sikh Youth of India |
Jhumpa Lahiri | Transforming My Self and Other |
- সম্প্রতি কে Business Excellence and Nation Achievers পুরষ্কার পেলেন?
a) Kapil Pathare
b) Anand Kumar
c) Md Azam
d) Ramesh Narayan
• মহারাষ্ট্রের রাজ্যপাল Bhagat Sing Koshyari এই পুরষ্কার প্রদান করলেন।
• প্রিয়াঙ্কা মহিতি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট অন্নপুরনা জয় করলেন।
• ভাবনা কান্ত প্রথম মহিলা ফাইটার পাইলট যিনি রিপাবলিক ডে প্যারেড এ অংশ গ্রহন করেছেন।
• 2021 সালের রাষ্ট্রীয় লোকমান্য তিলক পুরষ্কার জিতলেন Cyrus Poonawala
• সম্প্রতি National Youth Award পেলেন ক মহম্মদ আজম
• National Intellectual Property Award 2020 জিতেছে Amity University
• Sri Basava International Award দ্বারা সম্মানিত হলে Basavaliga Pattadevaru.
• পশ্চিমবঙ্গের মালদা থেকে Hariswamy Das সম্প্রতি প্রেসিডেন্ট পুরষ্কার পেলেন
• EASE Reforms Index Award 2021 জিতলো State Bank of India
• শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য 2021 সালের Swami Brahmananda পুরষ্কার পেলেন Anand Kumar
• National Florence Nightingale Award 2021 পেলেন Bhanumati Ghiwala
• Rajbhasa Kirti Puroskar পেলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
• সম্প্রতি খবরে থাকা Geeta Samota দ্রুততম ভারতীয় হিসেবে রাশিয়ার Mt Elbrus এবং আফ্রিকার Mt Kilimanjaro জয় করলেন।
- সম্প্রতি মারা গেলেন Kamala Bhasin. ইনি কে ছিলেন?
a) Writer
b) Feminist activist
c) Both
d) None of the above
• ইনি ১৯৭০ এর দসক থেকে ভারত সহ পুরো দক্ষিণ এশিয়া তে মহিলাদের উন্নতির জন্য কাজ করেছেন। 2002 সালে Sangat নামে একটি সংস্থা স্থাপন করেছিলেন।
• সম্প্রতি মৃত মনোজ দাস ইংরাজি ভাষায় লিখতেন।ইনি উড়িষ্যার বাসিন্দা ছিলেন
• সম্প্রতি মারা গেলেন তামিল লেখক K Rajnarayanan
• তেলেগু ভাষার লেখক Kalipatnam Ramarao মারা গেলেন
• সম্প্রতি মারা গেলেন মারাঠি কবি Satish Kalsekar
• সম্প্রতি প্রয়াত হলেন লেখক বুদ্ধদেব গুহ
• সম্প্রতি মারা গেলেন দু বার সাহিত্য একাডেমি জয়ী Aziz Hajini. ইনি ছিলেন জম্মু কাশ্মীরের বাসিন্দা।