28th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 28th July 2021 Current Affairs PDF:
Download 28th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
28th July 2021 Current Affairs in Bengali:
28th July 2021 Current Affairs
- সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করলো?
a) ইটালি
b) সুইডেন
c) গ্রীস
d) জার্মানি
• সুইডেন বহুদিন ধরে পুনঃনবীকরণ যোগ্য শক্তি নিয়ে কাজ করছে। সেই অভিজ্ঞতা দিয়ে তারা সাহায্য করবে।
International Solar Alliance
• Headquarters: Gurugram
• Founded: 30 November 2015
• Founded at: Paris, France
• Director General: Ajay Mathur
Sweden
• Capital: Stockholm
• Currency: Swedish krona
• Prime Minister Stefan Löfven
- বিশ্বের সবথেকে বড় ভাসমান সোলার ফার্ম তৈরি হবে কোন দেশে?
a) ভারত
b) চীন
c) ইন্দোনেশিয়া
d) সিঙ্গাপুর
• Sunsip গ্রুপ এটি তৈরি করছে। এদের ক্যাপাসিটি 2.2 গিগা ওয়াটের। বাটাম দ্বীপে এটি তৈরি হচ্ছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম সিঙ্গাপুরে অবস্থিত।
• সম্প্রতি অগ্নুৎপাত ঘটা Mount Merapi ইন্দোনেশিয়া তে অবস্থিত
• সম্প্রতি অগ্নুৎপাত ঘটা Mount SInabung ইন্দোনেশিয়া তে অবস্থিত
• সম্প্রতি খবরে থাকা পৃথিবীর সবথেকে পুড়নো পশু গুহা চিত্র যেটি ইন্দিনেশিয়া তে অবস্থিত
• President: Joko Widodo
• Capital: Jakarta
• Currency: Indonesian rupiah
- 2020 Norman Borlaug পুরষ্কার কে পেলেন?
a) Thomas Vijayan
b) David Diop
c) Maria Ressa
d) Kajal Chakraborty
• ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর তরফ থেকে এই পুরষ্কার প্রদান করা হয়। কাজল চক্রবর্তী সেন্ট্রাল মেরিন ফিসারিস রিসার্চ ইন্সটিটিউট এর অধ্যাপক।
Indian Council of Agricultural Research
• President: Minister of Agriculture
• Director: Trilochan Mohapatra
• Founded: 16 July 1929
• HQ: New Delhi
- ভারতীয় ক্রীড়া সম্মানে Pramod Bhagat শ্রেষ্ঠ Differently Abled Sportsman of the Year এর সম্মান পেলেন। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত?
a) ফুটবল
b) ব্যাডমিন্টন
c) টেনিস
d) হকি
• ইনি বিশ্বের 1 নম্বর প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার। এই পুরষ্কার দেওয়া হয় RPSG গ্রুপ এবং বিরাট কহলি ফাউন্ডেসনের তরফ থেকে।
Badminton World Federation
• Headquarters: Kuala Lumpur, Malaysia
• Founded: 5 July 1934
Badminton Association of India
• President: Himanta Biswa Sarma
• Headquarters: New Delhi
• Founded: 1934
- ভারতের জুনিয়র কুস্তিগির প্রিয়া মালিক Cadet World Championship এ কোন পদক জিতলেন?
a) সোনা
b) রুপা
c) ব্রোঞ্জ
d) তামা
• এটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হলো। 73 কেজি বিভাগে তিনি চ্যাম্পিয়ন হলেন। Jaskaran Sing 60 কেজি বিভাগে রুপো পেয়েছেন।
Hungary
• Capital: Budapest
• Currency: Hungarian forint
• President: János Áder
- Nadi ko jano অ্যাপলিকেশন এর উদ্বোধন করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী?
a) G. Kishan Reddy
b) Sarbananda Sonowal
c) Anurag Thakur
d) Dharmendra Pradhan
• ইনি বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রী। ভারতের সমস্ত নদী সম্পর্কে ছাত্র ছাত্রী দের অবগত করতে এটি চালু করা হলো। এটি ডেভলপ করেছে Resurgence Foundation.
Dharmendra Pradhan
• Minister of Education
• Minister of Skill Development and Entrepreneurship
• Member of Parliament, Rajya Sabha
• Constituency Madhya Pradesh
- An Ordinary Life: Portrait of an Indian Generation নামে কে বই রচনা করলেন?
a) Ashok Lavasa
b) Kareena Kapoor
c) Sundeep Mishra
d) Amartya Sen
• ইনি 2020 সালে ইলেকশন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। ইনি 1980 সালের আই এ এস অফিসার।
KS Vijayanath ‘Sabarimala Vijnaanakosham’
Alfredo Coveli ‘Vahana Masterclass’
R. Giridharan Right Under Our Nose
R. Kaushik India’s 71-Year Test: The Journey to Triumph in Australia
Romila Thapar ‘Gazing Eastwards: Of Buddhist Monks and Revolutionaries in China, 1957’
S Y Quraishi ‘The Population Myth: Islam, Family Planning and Politics in India’
Vidhu Vinod Chopra and Abhijat Joshi’ ‘Unscripted: Conversations on Life and Cinema’
Ramachandra Guha ‘The Commonwealth of Cricket’
Waman Subha Prabhu ‘Manohar Parrikar-Off the Record’
Dr APJM Nazema Maraikayar and Dr Y S Rajan ‘Abdul Kalam- Ninaivugalukku Maranamillai’
Mohamed Zeeshan Flying Blind: India’s Quest for Global Leadership
Gautam Chikermane ‘India 2030: The Rise of a Rajasic Nation’
Dr Abhishek Singhvi and Prof. Khagesh Gautam ‘The Law of Emergency Powers: Comparative Common Law Perspectives’
Arun Sengupta and Partha Mukherjee ‘Soumitra Chatterjee: A Life in Cinema, Theatre, Poetry and Painting’
Venu Madhav Govindu
Srinath Raghavan
The Fourth Lion: essays for Gopalkrishna Gandhi
Rajpal Puniya
Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission
Jairam Ramesh The Light of Asia
Kareena Kapoor Khan The Pregnancy Bible
Ashok Chakraborty
The struggle within: A memoir of the Emergency
C.K. Gariali
Bank with a Soul: Equitas
Rakeysh Omprakash Mehra
Reeta Ramamurthy Gupta
The Stranger in the Mirror
Yalamanchili Shivaji
Palleku Pattabhishekam
Imtiaz Anees Riding Free: My Olympic Journey
- সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন?
a) বিহার
b) পাঞ্জাব
c) কর্ণাটক
d) হরিয়ানা
• BS Yeddyurappa মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করলেন। ইনি কর্ণাটকের চার বার মুখ্যমন্ত্রী ছিলেন। ইনি Shikaripura কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন।
• কর্ণাটক সরকার Avolokana সফটওয়্যার চালু করল।
• ফ্লাওয়ার প্রসেসিং সেন্টার স্থাপন করছে কর্ণাটক।
• বিশ্বের দ্রুততম বৃদ্ধি সম্পন্ন পরিপূর্ণ টেক ইকোসিস্টেম হল বেঙ্গালুরু।
• ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করল কর্ণাটক।
• আয়ুস্মান ভারতের অধীনে স্বাস্থ্য এবং কল্যান কেন্দ্র স্থাপনে শীর্ষ স্থানে আছে কর্ণাটক
• ভারতের প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে।
• ইন্ডিয়া ইনোভেসন ইনডেক্স এ প্রথম স্থানে।
• নাম্মা কার্গো সার্ভিস চালু করেছে।
• Mandya জেলায় 1600 টন লিথিয়াম এর ভাণ্ডার পাওয়া গেছে।
• সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
• সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
• সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
• ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
• কর্ণাটকের বিদ্যালয় দেশের প্রথম বিদ্যালয় হিসেবে উপগ্রহ উৎক্ষেপণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে
• রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক
• ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
Karnataka:
• Capital: Bengaluru
• Formation Date: 1st November 1956
• LS: 28 RS: 12
• CM;
• Governor: Thawarchand Gehelot
• High court: Karnataka High Court[6]
• National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
• Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
• Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
• World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi
- ভারতের প্রথম কোন হাইকোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করবে?
a) কোলকাতা
b) বোম্বে
c) গুজরাট
d) দিল্লী
• ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা এর উদ্বোধন করলেন।
• গুজরাট হাই কোর্ট প্রতিষ্ঠা সাল- 1960
• প্রধান বিচারপতি- Vikram Nath
• ভারতের প্রথম হাইকোর্ট- Kolkata (1862)
• কোলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি- Barnes Peacock
• কোলকাতা হাই কোর্টের প্রথম ভারতীয় বিচারপতি- Phani Bhusan Chakravartti/ Ramesh Chandara Mitter
• কোলকাতা হাই কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি- Manjula Chellur
• ভারতের প্রথম মাইগ্রেন্ট ওয়ার্কার সেল তৈরি হলো গুজরাটের সুরাটে।
• ইটালি তাদের সবথেকে বড়ো ফুড পার্ক গুজরাট এ চালু করতে চলেছে
• 1975 সালের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম পার্সি ক্রিকেটার হলেন Arzan Nagwaswalla
• My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
• সম্প্রতি IFFCO বিশ্বের প্রথম Nano Urea Liquid Fertiliser তৈরি করলো। এটি তৈরি হয়েছে Nano Biotechnology Research Centre এ যেটি গুজরাটের কালোল এ অবস্থিত।
• গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
• ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
• সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে অবস্থিত।
• সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে Jane Garden and Kaijan Academy এর উদ্বোধন করলেন
• Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো
• কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত।
• NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক গুজরাটে স্থাপন করতে চলেছে
• রেল লাইনের ওপর ভারতের প্রথম 5 তারা হোটেল তৈরি হলো গুজরাটে
• সম্প্রতি বালিকা পঞ্চায়েত অনুষ্ঠিত হলো গুজরাটের কচ্ছ জেলার কুনারিয়া গ্রামে।
Gujrat:
• Capital: Gandhinagar
• Formation date: 1 May 1960
• LS:26 RS:11
• CM; Vijay Rupani
• Governor: Acharya Devvrat
• High court: Gujarat High Court, Ahmedabad
• National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
• Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
• Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
• Ramsar Site: Nalsarovar Bird sanctuary
• World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad
- ডিজিটাল সাথী বাচ্চো কা সাহারা ফোন হামারা নামে স্কিম চালু করলো কোন রাজ্য?
a) হরিয়ানা
b) হিমাচল প্রদেশ
c) কেরালা
d) বিহার
• এটি একটি ফোন ডোনেসন ক্যাম্পেন। করোনা পরিস্তিতে বাচ্চারা যাতে পড়াশুনা সিক্ষাতে ব্যাঘাত না হয় তাই এই প্রকল্প। এতে প্রচার মুখ হয়েছেন অভিনেত্রি ইয়ামি গৌতম।
• ইপরিবহন ব্যবস্থা লঞ্চ করল হিমাচল প্রদেশ।
• ভারতের প্রথম রাজ্য হিসেবে ই-ক্যাবিনেট কার্যকর করলো হিমাচল প্রদেশ।
• Veerangana on wheel পরিষেবা চালু করলো হিমাচল প্রদেশ
• পর্বত ধারা যোজনা চালু করলো হিমাচল প্রদেশ
• সম্প্রতি হিমাচল প্রদেশ বন পুকুর তৈরি করছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য
• কেন্দ্রীয় AYUSH মন্ত্রক হিমাচল প্রদেশে AYUSH Ghar Dwar যোজনা চালু করলো
• ভারতের Panacea Biotech Sputnik V তৈরির লাইসেন্স পেলো। এটি তৈরি হবে হিমাচল প্রদেশের Baddi তে।
• হিমাচল প্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী Virbhadra Sing মারা গেলেন । ইনি হিমাচল প্রদেশের সর্বাধিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। 6 বার তিনি এই দায়িত্ব সামলান।
• Monk Fruit হিমাচল প্রদেশ এ প্রথম চাষ করা হচ্ছে
Himachal Pradesh:
• Capital: Shimla
• LS:4 RS:3
• Formation: 25 january 1971
• CM; Jai Ram Thakur
• Governor: Rajendra Vishwanath Arlekar
• High court: Himachal Pradesh High Court
• National Park: Great Himalayan, Pin Valley, Inderkilla, Kheer Ganga, Simbul Bara.
• Dance form:Nati, Rakhasa, Dashone, Cholamba, Natnatin, Shand and Shabu, Dangi, Kayang Mala
• Festival: Renukaji, Fagli, Lavi, Halda, Kullu Dussera, Minjar Mela, Gochi, Sazo, DOngri, International Himalayan Festival.
• Ramsar Site: Chandra Taal, Renuka lake, Pong Dam lake
• World Heritage Site: Great Himalayan National Park