28th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 28th August 2021 Current Affairs PDF:
Download 28th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
28th August 2021 Current Affairs in Bengali:
মুখ্যমন্ত্রী COVID-19 Affected Livelihood Assistance Scheme চালু করলো কোন রাজ্য?
আসাম
মনিপুর
সিকিম
বিহার
22 আগস্ট এটি চালু করা হলো। যারা এই মহামারী তে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করলো সরকার। এতে আর্থিক ভাবে তাদের সাহায্য করা হবে।
মনিপুর সরকার Loumi Connect অ্যাপ চালু করলো।
মনিপুর সরকার বন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে COSFOM ওয়েবসাইট চালু করল।
মনিপুর সরকার এম পেনশন মনিপুর অ্যাপ চালু করল।
বন ধণ বিকাশ যোজনার জন্য মডেল রাজ্য হিসাবে চয়ন করা হল
MOMA Market নামে মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
সম্প্রতি মনিপুর MHIM (Manipur Home Isolation Management) মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
ভারতের মনিপুর রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হল. অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো।
সম্প্রতি কেন্দ্রীয় সরক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি 16 টি ন্যাশনাল হাইওয়ে প্রোজেক্টের সিলান্যাস করলেন মনিপুরে
Mirabai Chanu কোন ASP (Sports) হতে চলেছেন
Capital: Imphal
Formation Date: 21 January 1972
LS: 2 RS:1
CM; N. Biren Singh
Governor: La Ganesan
High court: Manipur High Court
National Park: Keibul- Lamjao in Loktak Lake
Dance form: Nupala, Dhol Cholom, Maibi, Thangta, Khamba Thoibi
Festival: Lai haroba, Lui Nagai Ni, Sangai, Sliruilili, Chumpha
Ramsar Site: Loktak lake
বিশ্বের উচ্চতম থিয়েটার কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?
জম্মু কাশ্মীর
লাদাখ
দিল্লী
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Picturetime Digiplex এর তরফ থেকে এটি বানানো হচ্ছে। Sekul নামক শর্ট সিনেমা দিয়ে এর উদ্বোধন করা হলো।
সম্প্রতি লাদাখ সমস্ত চাকরী স্থানীয় দের জন্য সংরক্ষিত করে দিলো
সম্প্রতি লাদাখে ভারতীয় সেনা Project Ignited Minds চালু করলো।
Youn Tab Scheme 2021 চালু করলো লাদাখ।
সম্প্রতি লাদাখ শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলার জন্য Community Radio Network চালু করার পরিকল্পনা করছে
ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে 100% প্রথম করোনা ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করলো লাদাখ
লাদাখ নিজেদের সম্পূর্ণ অরগ্যানিক বানানোর জন্য সিকিমের সঙ্গে সমঝোতা করলো
লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তা কোথায় তৈরি করছে বর্ডার রোড অরগ্যানাইজেসন। পূর্ব লাদাখে Umlingla Pass এ এটি নির্মাণ করা হবে। এর উচ্চতা হবে 19300 ফুট।
লাদাখে Pani Maah ক্যাম্পেন চালু হলো। এক মাস ব্যাপি এই ক্যাম্পেন। জল জীবন মিশন কে আরো দ্রুত করার জন্য এই উদ্যোগ।
প্রথম Himalayan Film Festival হোস্ট করবে লাদাখ। লাদাখ সিনেমার শুটিং এর জন্য আকর্ষণীয় স্থান করে তোলার জন্য এটি আয়োজন করা হচ্ছে।
Capital:Leh
Formation Date: 31 October 2019
Lt. Governor: Radha Krishna Mathur
High court: Jammu and Kashmir high Court
National Park: Hemmis
Festival:Losar, Hemis, Sindhu Darshan, Dosmoche
Ramsar Site: Tsomoriri, Tso Kar Wetland Complex
কোন রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন 10 minutes every Sunday at 10 am ক্যাম্পেন চালু করলো?
কোলকাতা
দিল্লী
হায়দ্রাবাদ
মুম্বাই
গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এটি চালু করলো। 10 সপ্তাহ ধরে এটি চলবে। মশার বংশ ধংস করার জন্য এই ক্যাম্পেন।
তেলেঙ্গানা কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করলো
সম্প্রতি তেলেঙ্গানা Revv up নামে প্রোগ্রাম চালু করলো
ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত ড্রোন ডিফেন্স ডোম এর নাম ইন্দ্রজাল। এটি নির্মাণ করেছে হায়দ্রাবাদের Grene Robotics. 1000 থেকে 2000 বর্গ কিমি এরিয়া এটি কভার করতে সক্ষম।
দলিত বন্ধু প্রকল্প চালু করলো
সম্প্রতি ভারতের 39 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো Ramappa Temple. এর আরেক নাম Rudreswara Temple. এটি মুলুগু জেলায় অবস্থিত।
AI Game Changer Award জিতলো তেলেঙ্গানা
Capital: Hyderabad
LS: 17 RS:7
Formation Date: 2 June 2014
CM; K. Chandrashekhar Rao
Governor: Tamilisai Soundararajan
High court: Telangana High Court
National Park: Kasu brahmananda Reddy, mahavir harina vanasthali, Mrugavani
Dance form: Perini Sivatandavam
Festival: Bathu Kamma, Bonalu, Nagoba Jatra, Peerla Paduga
World Heritage Site: Ramappa Temple
সম্প্রতি মারা গেলেন Om Nambir. ইনি কোন খেলার কোচ ছিলেন?
বক্সিং
হকি
দৌড়
ক্রিকেট
ইনি ছিলেন ভারতের বিখ্যাত দৌড়বিদ পিটি ঊষার কোচ। 1985 সালে ইনি দ্রোণাচার্য পুরষ্কার পেয়েছিলেন।
পৃথিবীর প্রথম DNA আধারিত করোনা ভ্যাকসিন এর নাম কি?
ZyCoV-D
Coavxine
CoviShield
Modena
এটি বানিয়েছে ভারতের Zydus Cadila. এটি সম্প্রতি ভারত সরকার ব্যাবহারের জন্য এবং এটি 12 বছরের বেশী বয়সের শিশুদের দ্দেওয়া যাবে।
Cadila Healthcare
CEO: Pankaj Patel (15 May 1995–)
Founder: Ramanbhai Patel
Founded: 1952
Headquarters: Ahmedabad
National Monetization Pipeline লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
নরেন্দ্র মোদী
আমিত শাহ
নির্মলা সিতারমন
রাজনাথ সিং
এতে সরকারি বিভিন্ন পরিকাঠামো বেসরকারি কোম্পানি ব্যাবহার করতে পারবে।
Nirmala Sitharaman
Member of Parliament, Rajya Sabha
Constituency Karnataka
Minister of Finance
Minister of Corporate Affairs
Ubharte Sitaare Fund গঠন করলো কারা?
EXIM Bank
SIDBI
Both
None of the above
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন এটি চালু করলেন। যে সমস্ত ফার্ম গুলো এক্সপোর্ট সংক্রান্ত স্টার্টআপ খুলতে চলেছে তাদের লোণ প্রদান করার জন্য এই প্রকল্প চালু হলো।
Small Industries Development Bank of India
Founded: 2 April 1990
Headquarters: Lucknow
Agency executive: Sivasubramanian Ramann, IA&AS, (Chairman & MD);
Exim Bank
Founded: 1982
Headquarters: Mumbai
CEO: David Rasquinha (Aug 2017–)
Broadcast Audience Research Council India এর সিইও কে হলেন?
Nakul Chopra
T M Bhasin
Ismail Sabri Yaakob
Sunil Lulla
Sunil Lulla এর স্থানে তিনি এখানে এলেন।
অজিত দেশপান্ডে | Army Ordnance Corps (AOC) Centre এর কমান্ড্যান্ট |
J J Kattor | RBI এর এক্সিকিউটিভ ডিরেক্টর |
অরুন কুমার সিং | ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর |
পদ্মকুমার নায়ার | National Asset Reconstruction Company এর সিইও |
Pam Gosal | স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম শিখ |
Sally Bujbee | Washington post এর প্রথম মহিলা Executive Director |
Martin Griffiths | ইউনাইটেড নেসন্স এর হিউম্যান্টেরিয়ান প্রধান |
Padmakumar MAdhavan Nair | Bad Bank এর CEO |
সুবোধ কুমার জাসওয়াল | সিবিআই এর নতুন ডিরেক্টর |
Jagjit Pavadia | International Narcotics Control Board এর চেয়ারম্যান |
B V R Subrahmanyam | বাণিজ্য সচিব |
কুলদীপ সিং | নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সির director-general |
Hari Krishna Dwivedi | পশ্চিমবঙ্গের মুখ্য সচীব |
এস এন শুভ্রমনিয়ান | ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান |
Arun Kumar Mishra | National Human Rights Commission এর চেয়ারম্যান |
Isaac Herzog | ইজরায়েল এর নতুন প্রেসিডেন্ট |
Ranjit Singh Dissale | বিশ্ব ব্যাংকের শিক্ষাগত পরামর্শদাতা |
ইউনাইটেড নেসন্স জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট | আবদুল্লা শাহীদ |
ফেসবুকের Grievance Officer | Spoorthi Priya |
আগামী 1 বছরের জন্য UN Bureaucracy এর প্রধান | K Nagraj Naidu |
United Nations Conference on Trade and Development এর প্রথম মহিলা প্রেসিডেন্ট | Rebeca Grynspan |
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে হলেন?
Mariyappan Thanavelu
Tek Chand
Vinod Kumarr
Harvinder Singh
Mariyappan Thanvelu করোনা রুগীর সংস্পর্শে আসায় তিনি পতাকা বহন করতে পারেননি। তার স্থানে জ্যাভ্লিন থ্রোয়ার Tek Chand এই দায়িত্ব পালন করেন।
Paralympic
1st– 1960 (Rome)
2020- Tokyo
Motto United by Emotion[a]
Nations 163
Athletes 4,537
Events 539 in 22 sports
Opening 24 August 2021
Closing 5 September 2021
সম্প্রতি প্রকাশিত Global Manufacturing Risk Index 2021 এ ভারত কত তম স্থানে আছে?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
অ্যামেরিকাকে অতিক্রম করে দ্বিতীয় স্থানে এলো ভারত। 47 দেশের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। প্রথম স্থানে আছে চীন।
Global climate risk index | মোজাম্বিক | 7th |
Corruption perception index | New Zealand And Denmark | 86th |
Asia Pacific personalized health index | Singapore | 10th |
Covid performance-index | New Zealand | 86th |
Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট) | Norway | 53rd |
ইকোনমিক ফ্রিডম ইনডেক্স | সিঙ্গাপুর। | 121। |
2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট | বিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত। | ভারতের দিল্লি দশম স্থানে আছে। |
বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি | China | চতুর্থ |
International intellectual property index | আমেরিকা | 40 |
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021 | ফিনল্যান্ড | 140 |
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্স | আমেরিকা | 55 |
Inclusive Internet Index | সুইডেন | 49 |
হেনলি পাসপোর্ট ইনডেক্স | জাপান | 84 |
World Press Freedom Index | নরওয়ে | 142 |
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স | 94 | |
WEF Global Energy Transition Index 2021 | sweden | 87 |
Chandler Good Government Index 2021 | Finland | 49 |
renewable energy country attraction index | USA | 3rd |
Expert insider 2021 survey | Taiwan | 51 |
Sustainable Development Goals | Sweden | 117 |
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট | Switzerland | 67 |
World Competitiveness Index | সুইজারল্যান্ড। | 43 |
Global Peace Index | Iceland | 135 |
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র্যাঙ্কিং | Britain | 51 |
Sustainable Development Report | Finland | 120 |
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স | USA | 10 |
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে | – | 20 |
QS Best Student Cities Ranking | লন্ডন | মুম্বাই106 |
2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্স | Singapore | 122 |
Skytracks World Airport Award Ranking 2021 | Doha Hamad International Airport | Indira Gandhi Airport, 45 |
২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশে | বাংলাদেশ | 3rd |