27th July 2021 Current Affairs In Bengali | 27th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

27th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 27th July 2021 Current Affairs PDF:

Download 27th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

27th July 2021 Current Affairs in Bengali:

27th July 2021 Current Affairs

  1. কার্গিল বিজয় দিবস কবে উদযাপন করা হলো?
  1. 24 জুলাই
  2. 25 জুলাই
  3. 26 জুলাই
  4. 27 জুলাই
  • 60 দিন যুদ্ধের পর 1999 সালে এই দিন কার্গিল যুদ্ধ সমাপ্ত হয়েছিলো অপারেশন বিজয় এর মাধ্যমে। তাই এই দিন টি স্বরন করার জন্য কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়।
1st JulyNational Doctor’s Day
4th JulyAmerican Independence day
11th JulyWorld Population Day
18th JulyNelson Mandela International Day
26 JulyKargil Vijay Divas
28th JulyWorld Nature Conservation Day, World Hepatitis Day
29th JulyInternational Tiger Day
  • Binaya Srikanth Pradhan কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হলেন?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. রাশিয়া
  3. তাঞ্জানিয়া
  4. জাপান
  • ইনি বর্তমানে রাশিয়া তে ডেপুটি হেড অফ মিশন হিসেবে নিযুক্ত রয়েছেন।
  • Sri Lanka- Gopal Bagley
  • Nepal- Vinay Mohan Kwatra
  • USA- Tarnajit Singh Sandhu
  • France- Javed Asraf
  • Britaain- Gayatri Issar Kumar
  • Afganisthan- Rudredra tondon
  • Bangladesh- Vikraam doraiswami
  • Netherlands- Pradeep Kuar Rawat
  • Bhutan- Ruchira Kamboj
  • Mayanmar- Saurabh kumar
  • Pakistan-
  • China- Vikram Misri

Tanzania

  • Capital: Dodoma
  • President: Samia Suluhu Hassan
  • Currency: Tanzanian shilling
  • যোগাযোগ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে কোন দেশ?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. মায়ানমার
  4. চীন
  • বাংলাদেশ সরকারের তরফ থেকে এটি তৈরি করা হচ্ছে। স্থানিয় ব্যাবসায়িদের সাহাজ্য করার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম। এর সঙ্গে তারা হোয়াটস অ্যাপ এর বিকল্প হিসেবে Alpan নামে একটি অ্যাপলিকেশন তৈরি করছে।
  • বাংলাদেশ প্রথম ইলেকট্রিক যানবাহন তৈরির কারখানা স্থাপন করতে চলেছে ভারতীয় কোম্পানি omega seiki.
  • বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ সঞ্চালক হলেন তাসনুভা আনান শিশির। ইনি বৈশাখী টিভিতে সঞ্চালনা করবেন.
  • ভারতীয় হাই কমিশন বাংলাদেশ এ সংস্কৃত শেখার অ্যাপ Little Guru চালু করলো
  • বাংলাদেশের ঢাকায় সম্প্রতি বংবন্ধু-বাপু মিউজিয়ামের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
  • বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
  • বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
  • এবছর ডিসেম্বর মাসে মৈত্রী পাওয়ার প্রোজেক্ট এর প্রথম বাংলাদেশে  চালু হবে। এটি তে সাহায্য করবে ভারতের NTPC লিমিটেড।
  • সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন Mahmudullah
  • টোকিও গেমস এ Olympic Laurel Trophy পেলেন Muhammad Yunus

Bangladesh:

  • Capital: Dhaka
  • Currency: Bangladeshi Tanka
  • Prime minister: Sekh Hasina
  • President:  Abdul Hamid.
  • Longest river: Surma
  • Highest Peak: Keokradong
  • National Sports: Kabaddi

Important Point:

  • Border with West Bengal, Assam, Tripura, Meghalaya, Mizoram .
  • Total length of border with India-  4096 km.
  • Length of border with West Bengal-  2217 km. 
  • Independence Day- 26th March (1971)
  • 2021 সালের G20 দেশ গুলির পরিবেশ মন্ত্রীদের মধ্যে মিটিং সম্পন্ন হলো। এতে ভারতের তরফ থেকে কে প্রতিনিধিত্ব করলেন?
  1. Bhupender Yadav
  2. Mansukh Mandaviya
  3. Ashwini Vaishnav
  4. Parshottam Rupala
  • এর আয়োজক দেশ ছিলো ইটালি। নভেম্বরে বিশ্ব আবহাওয়া সম্মেলনের আগে এটি একটি গুরুত্ব পূর্ণ সম্মেলন ছিলো পরিবেশ সংক্রান্ত বিষয়ে। এখানে সাস্টেনেবল ডেভলপমেন্ট এবং সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষার ব্যাপারে আলোচনা করা হয়।

Bhupender Yadav

  • Minister of Labour and Employment
  • Minister of Environment, Forest and Climate Change
  • Member of Parliament, Rajya Sabha
  • Constituency  Rajasthan

G20

  • Founded: 26 September 1999
  • Chairman: Mario Draghi (2021)
  • বিশ্বের 2/3 অংশ জনসংখ্যা এই দেশগুলিতে রয়েছে।

Italy

  • Capital: Rome
  • Currency: Euro
  • President: Sergio Mattarella
  • শহীদ চন্দ্র শেখর আজাদ এর উপর জীবনের উপর ভিত্তি করে Azad ki Shaurya Gatha নামে প্রদর্শনী আয়োজিত হলো কোন শহরে?
  1. লোথাল
  2. দিল্লী
  3. পাটনা
  4. মুম্বাই
  • কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী Arjun Ram Meghwal এর উদ্বোধন করলেন। স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে যে অমৃত মহোৎসব এটি তারই অংশ। দিল্লীর ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এ এটি হলো।
  • সম্প্রতি মারা গেলেন Satish Kalsekar. ইনি কোন ভাষার কবি ছিলেন?
  1. বাঙালি
  2. মারাঠি
  3. উড়িয়া
  4. উর্দু
  • ইনি 2014 সালে সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পেয়েছিলেন।
  • Bhageerathi Amma যিনি ভারতের সবথেকে বয়স্ক শিক্ষার্থী 107 বছর বয়সে মারা গেলেন। ইনি কোন রাজ্যের বাসিন্দা?
  1. উড়িষ্যা
  2. কেরালা
  3. কর্ণাটক
  4. মহারাষ্ট্র
  • ইনি কেরালার কোল্লাম জেলার বাসিন্দা। 105 বছর বয়সে ইনি আবার শিক্ষা ক্ষেত্রে ফিরে এসেছিলেন। ইনি এই কারনে নারী শক্তি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
  • কোন রাজ্য বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডারদের ভর্তি হওয়ার বয়সের  উর্ধ সীমা তুলে দিলো?
  1. কেরালা
  2. বিহার
  3. সিকিম
  4. মনিপুর
  • ট্রান্সজেন্ডার সম্প্রদায় কে আরো বেশী উচ্চ শিক্ষায় আকর্ষিত করার জন্য এই উদ্যোগ নিলো কেরালা। কেরালা প্রথম রাজ্য হিসেবে 2015 সালে ট্রান্সজেন্ডার কভারেজ শুরু করে।
  • এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
  • ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
  • 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
  • Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
  • সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
  • Arya Rajendra  মাত্র 21 বছর বয়সে  Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
  • Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
  • সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
  • কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
  • বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
  • সম্প্রতি বিশ্ব ব্যাংক কেরালা কে 125 million $ এর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো
  • ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
  • কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে
  • গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
  • মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো
  • কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।

Kerala:

  • Capital: Thiruvananthapuram
  • Formation Date: 1 November 1956
  • LS:20      RS: 9
  • CM; Pinarayi Vijayan
  • Governor: Arif Mohammed Khan
  • High court: Kerala High Court, Kochi 
  • National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
  • Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
  • Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
  • Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland
  1. অন্ধ্র প্রদেশ
  2. বিহার
  3. তামিলনাড়ু
  4. তেলেঙ্গানা
  • এটি রাজ্যের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট । এটি 1213 সালে কাকাতিয়া বংশের রাজা Recharla Rudra নির্মাণ করেছিলেন। এর প্রধান কারিগর ছিলেন Ramappa যার নামে এই মন্দিরের নাম করণ করা হয়। এর আরেক নাম Rudreswara Temple. এটি মুলুগু জেলায় অবস্থিত।

The United Nations Educational, Scientific and Cultural Organization

  • Headquarters: Paris, France
  • Head: Director-General; Audrey Azoulay
  • Founded: 16 November 1945, London, United Kingdom
  • তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিমা কহলি।
  • ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক খোলা হলো তেলেঙ্গানার  হায়দ্রাবাদের গছিবওলি পুলিশ স্টেশনে।
  • ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হতে চলেছে তেলেঙ্গানায়।
  • ভ্যাক্সিন ডেলিভারি দেওয়ার জন্য ড্রোনের ব্যাবহার করছে তেলেঙ্গানা
  • সেবা আহার অ্যাপলিকেশন চালু করলো তেলেঙ্গানা
  • তেলেঙ্গানা কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করলো
  • সম্প্রতি তেলেঙ্গানা   Revv up নামে প্রোগ্রাম চালু করলো
  • ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত  ড্রোন ডিফেন্স ডোম এর নাম ইন্দ্রজাল। এটি নির্মাণ করেছে হায়দ্রাবাদের Grene Robotics. 1000 থেকে 2000 বর্গ কিমি এরিয়া এটি কভার করতে সক্ষম।
  • আবাসিক বিদ্যালয়ে স্থানিয় ছাত্র ছাত্রী দের জন্য 50% আসন সংরক্ষণ করলো  তেলেঙ্গানা
  • দলিত বন্ধু প্রকল্প চালু করলো

Telangana:

  • Capital:  Hyderabad
  • LS: 17      RS:7
  • Formation Date: 2 June 2014
  • CM; K. Chandrashekhar Rao
  • Governor: Tamilisai Soundararajan
  • High court: Telangana High Court
  • National Park: Kasu brahmananda Reddy, mahavir harina vanasthali, Mrugavani
  • Dance form: Perini Sivatandavam
  • Festival: Bathu Kamma, Bonalu, Nagoba Jatra, Peerla Paduga
  • World Heritage Site: Ramappa Temple
  • কোন সংস্থা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করার পরিকল্পনা করছে?
  1. ভারতীয় অর্থ মন্ত্রক
  2. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
  3. ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
  4. বিদেশ মন্ত্রক
  • ডেপুটি গভর্নর টি রবিসঙ্কর এই বিষয়ে আলোকপাত করেন।  আপাতত ডিজিটাল কারেন্সির সুবিধা এবং অসুবিধা নিয়ে পরিক্ষা চলছে।

RBI তাদের Monetary Policy( আর্থিক নিতি) ঘোষণা করলো

  • Repo Rate                                                4%
  • Reverse Repo Rate                                  3.35% 
  • Marginal Standing Facility Rate               4.25%
  • Bank Rate                                                 4.25%
  • Cash Reserve Ratio                                   3.5%
  • Statutory Liquidity Ratio                            18%

RBI সম্প্রতি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে-

  • Shivam Sahakari Bank (Kolapur)
  • Vasantadada Nagari Sahakari Bank (Osmanabad)
  • West Bengal’s United Co-Operative Bank
  • Shivajirao Bhosle Co-operative Bank(pune)

RBI:

  • Headquarters: Mumbai
  • Founded: 1 April 1935, Kolkata ( Government of India Act)
  • Nationalized: 1st January, 1949
  • Governor: Shaktikanta Das (25th )
  • Deputy Governor: M. Rajeshwar Rao        
  • Dr. M. D. Patra          
  • M. K. Jain
  • T. Rabi Shankar
  • 1st Governor: Sir Osborne Smith
  • 1st Indian Governor:  Chintaman Dwarkanath Deshmukh
Share with your friends

Leave a Comment