26th August 2021 Current Affairs In Bengali | 26th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

26th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 26th August 2021 Current Affairs PDF:

Download 26th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

26th August 2021 Current Affairs in Bengali:

  1. কোন রাজ্য সরকার Gorakh Dhanda শব্দ টি ব্যাবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলো?

a) পাঞ্জাব
b) হরিয়ানা
c) কর্ণাটক
d) কেরালা

• অনৈতিক কাজের জন্য এই কথা টি ব্যাবহার করা হতো। Gorakhnath সম্প্রদায়ের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিলো হরিয়ানা সরকার। এই শব্দ টি Gorakhnath সম্প্রদায় কে অপমানিত করতো।

• 2021 এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস করোনার কারনে 2022 এ অনুষ্ঠিত হবে হরিয়ানা তে।
• পুরাতত্ববিদ রা গুহা চিত্র আবিস্কার করলেন হরিয়ানা তে। এগুলি সব মধ্য প্রস্তর যুগের চিত্র।
• দেশের প্রথম গ্রেইন এটিএম খুললো হরিয়ানা।
• ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করলো হরিয়ানা
• কেন্দ্রীয় সরকার হরিয়ানা রাজ্যে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে
• সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরষ্কার জয়ী পন্ডিতদের বিনামুল্যে বাস পরিসেবা দেবে হরিয়ানা
• 2024 সালের মধ্যে বেকারত্ব দূরীকরণের জন্য Har Hit Store ক্যাম্পেন চালু করলো হরিয়ানা
• হরিয়ানার Hisar Airport এর নাম মহারাজা অগ্রসেনার নামে রাখা হলো।

Haryana:
• Capital: Chandigarh
• CM; Manohar Lal Khattar
• Stae Hood: 1 November 1966
• LS: 10 RS:5
• Governor: Bandaru Dattatraya
• High court: Punjab and Haryana High Court
• National Park: Sultanpur, Kalesar.
• Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
• Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
• Ramsar Site: Bhindawas Wildlife Sanctuary, Sultanpur National Park
• World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

  1. ভারত এবং ভিয়েতনাম কোথায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত করলো?

a) ভারত মহাসাগর
b) দক্ষিণ চীন সাগর
c) আরব সাগর
d) ভুমধ্যসাগর

• দুদেশের নেভির মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করা এর মূল উদ্দেশ্য।

• ভারত এবং রাশিয়ার মধ্যে আগস্ট মাসে INDRA সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার Volgograd এ এটি অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি 12 টি পূর্ব আফ্রিকার দেশ একসঙ্গে Cutlass Express সামরিক অনুশীলন করলো। আফ্রিকার 12 টি দেশ ছাড়া ভারত, অ্যামেরিকা ইউকে এতে অংশ গ্রহণ করেছিলো।
• ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে CORPAT নৌসেনা মহড়া অনুষ্ঠিত হলো
• ভারত ইউএই এর সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো
• ভারত সৌদি আরব এর সঙ্গে Al-Mohal al-Hindi 2021 যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• 25-29 আগস্ট ভারত জাপান অ্যামেরিকা অস্ট্রেলিয়া সঙ্গে মালাবার নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি
• Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য IDFC First ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি
• ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত এবং ইংল্যান্ড। এটি অনুষ্ঠিত হলো ব্রিটেনের Portsmouth বন্দরে। এর আগে জুলাই মাসে বঙ্গোপসাগরে এরা এই সামরিক অনুশীলন করলো।

  1. ভারতের কোথায় সামুদ্রিক সবুজ শৈবালের একটি নতুন প্রজাতি পাওয়া গেলো?

a) পশ্চিমঘাট পর্বতমালা
b) উত্তর পূর্ব ভারত
c) আন্দমান
d) লাদাখ

• ভারতের কিছু জীব বিজ্ঞানী এর সন্ধান প্রথম পান 2019 সালে। 2 বছর ধরে গবেষণার পর এটি নিশ্চিত করা হয়েছে। এর নাম Acetabularia Jalkanyaki এবং এর সংস্কৃত নাম Jalkanyaka.

  1. সম্প্রতি মারা গেলেন Anand Kannan. ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

a) খেলা
b) অভিনয়
c) সাংবাদিকতা
d) সঙ্গীত

• ইনি ছিলেন একজন বিখ্যাত তামিল অভিনেতা।

  1. Ismail Sabri Yacob কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন?

a) মালয়েশিয়া
b) ইন্দোনেশিয়া
c) পাকিস্তান
d) বাংলাদেশ

• মালয়েশিয়ার সুলতান এই অনুমোদন দিলেন। ইনি এর আগে মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এর আগে Muhadin Yasin এই পদ ত্যাগ করেছিলেন আস্থা ভোটে হেরে।

Malaysia
• Capital: Kuala Lumpur
• Currency: Malaysian ringgit
• Prime minister: Ismail Sabri Yaakob

  1. দিল্লীর প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন কে করলেন?

a) অরবিন্দ কেজরিয়াল
b) নরেন্দ্র মোদী
c) রামনাথ কোবিন্দ
d) ভেঙ্কাইয়া নাইডু
• 23 আগস্ট এই উদ্বোধন করলেন। এটি 20 মিটার উচ্চ। এক কিলোমিটার এলাকার বায়ু শুদ্ধ করতে পারবে। সেকেন্ডে 1000 কিউবিক মিটার বায়ু পরিস্কার করতে পারবে।

• সম্প্রতি দিল্লীর ঘর ঘর রেশন যোজনা বন্ধ করে দিলো কেন্দ্র সরকার
• সম্প্রতি দিল্লী বিশ্ববিদ্যালয় করোনার কারনে অনাথ হয়ে যাওয়া সমস্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামুল্যে শিক্ষাদানের কথা ঘোষণা করলো
• Jahan vote, Wahan vaccinataion ক্যাম্পেন চালু করলো দিল্লী
• সম্প্রতি দিল্লী করোনার তৃতীয় ওয়েভ কে আটকানোর জন্য 5000 যুবক কে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
• যোগ বিজ্ঞান (Yoga Science) এর উপর কোর্স চালু করলো দিল্লী।
• মুখ্যমন্ত্রী কোভিড 19 পরিবার আর্থিক সহায়তা যোজনা চালু করলো
• দিল্লী 15 দিনের জন্য বন মহোৎসব এর সুচনা করলো
• 2020 সালের Outstanding Civil Engineering Achievement Award 2020 জিতলো দিল্লী মেট্রো
• সম্প্রতি দেশের প্রথম FASTag/UPI মাধ্যমে পার্কিং সুবিধা আনলো দিল্লী মেট্রোরেল কর্পোরেশন। তারা এটি কাশ্মীরি গেট ষ্টেশনে চালু করলো
• বাস এবং যাত্রী সম্পর্কে লাইভ স্ট্যাটাস দিতে গুগলের সঙ্গে চুক্তি বদ্ধ হলো দিল্লী সরকার
• পুসাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাঙ্ক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার

Delhi:
• CM-Arvind Kejriwal
• Lt. Governor- Anil Baijal
• LS:7 RS:3
• World Heritage Site- Red Fort , Qutb Minar, Humayun’s Tomb,

  1. Blockchain data platform এর রিপোর্ট অনুযায়ী ক্রিপ্টো গ্রহনে ভারত কত তম স্থানে আছে?

a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ

• 154 দেশের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিলো। ভারতে গত 1 বছরে 88 % বৃদ্ধি পেয়েছে। প্রথম স্থানে আছে ভিয়েতনাম।

Index1stIndia Rank
Global climate risk index  মোজাম্বিক  7th  
Corruption perception index  New Zealand And Denmark  86th  
Asia Pacific personalized health index  Singapore  10th  
Covid performance-index  New Zealand   86th  
Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)  Norway  53rd  
ইকোনমিক ফ্রিডম ইনডেক্সসিঙ্গাপুর।121।
2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টবিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত।ভারতের দিল্লি দশম স্থানে আছে।  
বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারিChinaচতুর্থ
International intellectual property indexআমেরিকা40
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021ফিনল্যান্ড140
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্সআমেরিকা55
Inclusive Internet Indexসুইডেন49
হেনলি পাসপোর্ট ইনডেক্সজাপান84
World Press Freedom Indexনরওয়ে142  
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 94
WEF Global Energy Transition Index 2021sweden87
Chandler Good Government Index 2021Finland49  
renewable energy country attraction indexUSA3rd
Expert insider 2021 survey Taiwan51
Sustainable Development GoalsSweden117
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্টSwitzerland67
World Competitiveness Indexসুইজারল্যান্ড।43
Global Peace IndexIceland135
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র‍্যাঙ্কিংBritain51
Sustainable Development ReportFinland120
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্সUSA10
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে20
QS Best Student Cities Rankingলন্ডন  মুম্বাই106  
2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্সSingapore122
Skytracks World Airport Award Ranking 2021Doha Hamad International  Airport  Indira Gandhi Airport, 45
২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশেবাংলাদেশ3rd
  1. Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো কোন রাজ্য?

a) আসাম
b) সিকিম
c) মনিপুর
d) পশ্চিমবঙ্গ

• স্বাধীনতা আন্দোলনের সময় বিভিন্ন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যেমন Fakiruddin Ali Ahmed, Gopinath Borodoli প্রমুখ এখানে বন্দি ছিলেন। তাই এই সিদ্ধান্ত নিয়াছে আসাম সরকার।

• আসামে বিশ্বের প্রথম Genetically Modified Rubber এর গাছ রোপণ করা হলো। এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটি কেরালা তে অবস্থিত।
• আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতির সংরক্ষণ করার জন্য নতুন ডিপার্টমেন্ট চালু করতে চলেছে আসাম. এই ডিপার্টমেন্টের নাম Indigenous Faith & Culture
• উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে গৃহ পালিত পশুদের জন্য আইন আনার ঘোষণা করলো আসাম
• আসামের Cachar জেলা Pushti Nirbhor প্রোজেক্টের জন্য National Silver SKOCH পুরষ্কার পেলো
• ন্যাশনাল গেমসে মেডেল জয়ী দের সরকারি চাকরী দেওয়ার কথা ঘোষণা করলো
• Bamboo industrial park আসামের Dima Hasao জেলার Manderdisa গ্রামে স্থাপিত হচ্ছে।
• পুলিশ কমিশন গঠন করতে চলেছে আসাম
• রতে প্রথম স্যাটেলাইট ফোন ব্যাবহার করা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এ

Assam:
• Capital: Dispur
• LS:14 RS: 7
• CM; Hemanta Biswa Sharma
• Governor: Jagdish Mukhi
• High court: Gauhati High Court
• National Park: Kaziranga, Manas, Nameri, Dibru Saikhowa, Rajiv Gandhi Orang, Raimona, Dihnag Patkai
• Dance form: Bagurambha, Bhortal, Ojapali, Jhumur, Bihu
• Festival: Bihu, Dwijing, Ambabuchi, Baikho, Me-Dam-Me-Phi
• World Heritage Site: Kaziranga National Park, Manas Wildlife Sanctuary
• Ramsar Site: Deepor Beel

  1. সম্প্রতি খবরে থাকা Mount Manirang কোন রাজ্যে অবস্থিত?

a) হিমাচল প্রদেশ
b) বিহার
c) সিকিম
d) উত্তরাখন্ড

• ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন মহিলা অফিসার স্বাধীনতা দিবসের দিন এই শৃঙ্গ জয় করলেন। এতে নেতৃত্ব দিয়েছিলেন Bhavana Mehra.

• সম্প্রতি হিমাচল প্রদেশ বন পুকুর তৈরি করছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য
• কেন্দ্রীয় AYUSH মন্ত্রক হিমাচল প্রদেশে AYUSH Ghar Dwar যোজনা চালু করলো
• ভারতের Panacea Biotech Sputnik V তৈরির লাইসেন্স পেলো। এটি তৈরি হবে হিমাচল প্রদেশের Baddi তে।
• হিমাচল প্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী Virbhadra Sing মারা গেলেন । ইনি হিমাচল প্রদেশের সর্বাধিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। 6 বার তিনি এই দায়িত্ব সামলান।
• Monk Fruit হিমাচল প্রদেশ এ প্রথম চাষ করা হচ্ছে
• ডিজিটাল সাথী বাচ্চো কা সাহারা ফোন হামারা নামে স্কিম চালু করলো হিমাচল প্রদেশ

Himachal Pradesh:
• Capital: Shimla
• LS:4 RS:3
• Formation: 25 january 1971
• CM; Jai Ram Thakur
• Governor: Rajendra Vishwanath Arlekar
• High court: Himachal Pradesh High Court
• National Park: Great Himalayan, Pin Valley, Inderkilla, Kheer Ganga, Simbul Bara.
• Dance form:Nati, Rakhasa, Dashone, Cholamba, Natnatin, Shand and Shabu, Dangi, Kayang Mala
• Festival: Renukaji, Fagli, Lavi, Halda, Kullu Dussera, Minjar Mela, Gochi, Sazo, DOngri, International Himalayan Festival.
• Ramsar Site: Chandra Taal, Renuka lake, Pong Dam lake
• World Heritage Site: Great Himalayan National Park

  1. Advanced Chaff Technology তৈরি করলো কোন সংস্থা?

a) ISRO
b) HAL
c) DRDO
d) BARC

• ভারতীয় জেট বিমান গুলি কে শত্রুর মিসাইলের হাত থেকে রক্ষা করার জন্য এই টেকনোলজি তৈরি করলো।

• সম্প্রতি করোনা ভাইরাস চিহ্নিত করার জন্য ATMAN AI নামে একটি অ্যালগরিদমিক যন্ত্র তৈরি করল
• সম্প্রতি DRDO Dipkovan নামে একটি করোনা ভাইরাস অ্যান্টিবডি ডিটেকশন কিট তৈরী করলো।
• সম্প্রতি isothermal forging technology Develop করলো DRDO
• সম্প্রতি ডিআরডিও নির্ভয় সাবসনিক ক্রুজ মিসাইল এর সফল পরিক্ষা করলো
• সম্প্রতি DRDO সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে নির্মিত রকেট Pinakaর সফল পরিক্ষা করলো।
• সম্প্রতি ভারতীয় সেনা তে 12 টি Short Span Bridging System যোগ হলো। এটি ডিজাইন করেছে DRDO
• Akash- NG নামে নতুন প্রজন্মের ভুমি থেকে বায়ু মিসাইলের সফল পরীক্ষা করলো

DRDO
• Defence Research And Development Organisation.
• Estd- 1958
• HQ- New Delhi
• Current Chairman- G. Satheesh Reddy
• Launching Station- Wheeler Island or Abdul Kalam Island in Odisha.

Air to Air
• MICA, Astra, Navatir

Surface to Air
• Trishul, Akash, Barak, Agni, Prithbi, Dhanush, Shaurya, Prahar

Cruise
• Bramhos, Nirbhay

  1. কোন রাজ্য Karkhandar প্রকল্প চালু করলো?

a) লাদাখ
b) জম্মু এবং কাশ্মীর
c) হিমাচল প্রদেশ
d) উত্তরাখন্ড
• তাতি এবং কারিগর দের জন্য এই প্রকল্প চালু করা হলো। এতে শিক্ষার্থী দের মাসে 2000 টাকা ফেলোসিপ এবং কাচা মাল কেনার জন্য 25000 টাকার অর্থ সাহায্য করা হবে।

• Weyan গ্রাম প্রথম যারা তাদের সমস্ত প্রাপ্ত বয়স্কদের করোনার টীকা করন সম্পন্ন করলো
• Mavya Sudan জম্মু কাশ্মীর রাজ্যের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন
• Mission Youth চালু করলো জম্মু কাশ্মীর
• জম্মু কাশ্মীর Hausla নামে একটি শিল্পোদ্যোগ প্রোগ্রাম চালু করলো
• শ্রীনগর শহরে ড্রোনের ব্যাবহার, বিক্রয়, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো
• জম্মু কাশ্মীর রাজ্যের Darbar Move প্রথা 30 জুন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এটি 1872 সালে চালু করেছিলেন মহারাজা গুলাব সিং।
• Bangas Awam Mela অনুষ্ঠিত হলো জম্মু কাশ্মীর এ
• সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো জম্মু-কাশ্মীরএর পুরো কথা Photographic Record of On site Facility.

Jammu and Kashmir:
• Capital: Jammu & Srinagar
• Lieutenant Governor: Manoj Sinha
• High court: Jammu & Kashmir High court
• National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
• Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
• Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
• Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake

Share with your friends

Leave a Comment