26-27th September 2021 Current Affairs In Bengali | 26-27th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

26-27th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 26-27th September 2021 Current Affairs PDF:

Download 26-27th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

26-27th September 2021 Current Affairs in Bengali:

  1. বিশ্ব সমুদ্র দিবস্ কবে পালন করা হয়?

a) 23 September
b) 24 September
c) 25 September
d) 26 September

• International Maritime Organisation এর তরফ থেকে এটি পালন করা হয়। 1978 সাল থেকে এই দিনটি উদযাপন করা হয়।

5-SeptemberTeachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day
8-SeptemberWorld Literacy Day
14-SeptemberHindi day, World First Air Day
15-SeptemberEngineer’s day in India
16-SeptemberWorld Ozone Day
21-SeptemberAlzheimer’s Day, International day of peace
25-SeptemberSocial justice day
27-SeptemberWorld Tourism Day
  1. সুইডেন আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরষ্কার জিতলো কোন চলচ্চিত্র?

a) Joji
b) Chhichhore
c) Thappad
d) Marakkar
• এটি একটি মালায়ালাম সিনেমা যার পরিচালক Fahad Fasil. সেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেথ অনুকরনে এটি তৈরি।

Dadasaheb Phalke International Film Festival Awards 2021
• Best Actor (Female): Deepika Padukone, Chhapaak
• Best Actor (Male): Akshay Kumar, Laxmii
• Critic’s Best Actress: Kiara Advani, Guilty
• Critic’s Best Actor: Late Sushant Singh Rajput, Dil Bechara
• Best Film: Tanhaji: The Unsung Warrior
• Best International Feature Film: Parasite Most Versatile Actor – Kay Kay Menon
• Best Director: Anurag Basu, Ludo

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

• Best Hindi Film: Chhichhore
• Best Bengali Film: Gumnaami
• Best Feature Film: Marakkar: Lion of the Arabian Sea (Malayalam)
• Best Actor: Manoj Bajpayee for Bhonsle (Hindi), and Dhanush for Asuran (Tamil)
• Best Actress: Kangana Ranaut for Panga (Hindi) and Manikarnika: The Queen of Jhansi (Hindi)
• Best Direction: Sanjay Puran Singh Chauhan for Bahattar Hoorain (Hindi)
• Best Children’s Film: Kastoori (Hindi)

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021
• Best Film: Thappad
• Best Director: Om Raut (Tanhaji: The Unsung Warrior)
• Best Actor in a Lead Role (MALE): Irrfan Khan (Angrezi Medium)
• Best Actor (Critics): Amitabh Bachchan (Gulabo Sitabo)
• Best Actor in a Lead Role (Female): Taapsee Pannu (Thappad)
• Best Actress (Critics): Tillotama Shome (SIR)
• Best Playback Singer (male): Raghav Chaitanya – Ek Tukda Dhoop (Thappad)
• Best Playback Singer (Female): Asees Kaur (Malang)
• Lifetime Achievement Award: Irrfan Khan.

  1. Jungle Nama সম্প্রতি Audio Book হিসেবে প্রকাশ করলেন Ali Sethi. এটি কে রচনা করেছেন?

a) Amitav Ghosh
b) Chetan Bhagat
c) Jairam Ramesh
d) Aniruddha Roy

• এর গলা এবং সঙ্গীত দিয়েছেন অ্যামেরিকায় বসবাসকারী Ali Sethi. এই বই টি সুন্দরবনের জঙ্গল নিয়ে লেখা।

  1. সম্প্রতি 400 Days নামে কে বই রচনা করলেন?

a) Amitav Ghosh
b) Chetan Bhagat
c) Jairam Ramesh
d) Aniruddha Roy

• 8 অক্টোবার এটি প্রকাশিত হবে। ওয়েস্ট ল্যান্ড প্রকাশনী সংস্থা এটি প্রকাশ করবে।

  1. কে সম্প্রতি naga peace talks এর কেন্দ্রের আলোচকের পদ ত্যাগ করলেন?

a) Vivek Ram Chaudhari
b) Sarbananda Sonowal
c) Himata Biswasharma
d) RN Ravi

• ইনি এতদিন নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। ইনি সম্প্রতি তামিলনাড়ুর রাজ্যপাল হয়েছেন তাই এই পদ ত্যাগ করলেন।

• Geeta Govinda: Jaydevaz Divine Odyssey নামে বই রিলিজ করলেন G Kishan Reddy. এর সঙ্গে একটি ইভেন্ট Bujurgon ku Baat- Desh ke Saath রিলিজ করলেন। বইটি কম্পাইল করেছেন Utpal K. Banerjee.
• National Livestock Mission এর জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন Purushottam Rupala
• সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কে 2023 G 20 Summit এর জন্য শেরপা ঘোষিত করা হলো
• প্রধানমন্ত্রী Swanidhi যোজনার আওতায় সম্প্রতি Main Bhi Digital 3.0 ক্যাম্পেন চালু করা হলো
• ১৩২টি শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে “প্রাণ” নামে পোর্টাল লঞ্চ করলো ভূপেন্দর যাদব
• Ministry of Tribal Affairs 36000 গ্রামে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা চালু করলো
• Telecom Sector এর Automatic route এ 100% FDI এর অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার
• সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু যৌথ ভাবে Sansad TV এর উদ্বোধন করলেন
• Shoonya ক্যাম্পেন চালু করলো NITI Aayog
• iRASTE প্রোজেক্ট লঞ্চ করলেন Nitin Gadkari. সরক দুর্ঘটনা কমানোর জন্য এটি লঞ্চ করা হলো।
• Global Trae Outlook report অনুযায়ী ভারত 2050 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানি কারক দেশ হতে চলেছে
• Drive an Initiative ক্যাম্পেন চালু করলো Ministry of law and Justice
• 2021-22 অর্থবর্ষে কেন্দ্র 307.33 মিলিয়ন টন খাদ্য শস্য উৎপাদন করার লক্ষ নিয়েছে
• FSSAI এর রিপোর্ট অনুসারে ভারত 2022 সালের মধ্যে Industrial trans fat মুক্ত দেশ হতে চলেছে
• Arogya Manthan 3.0 এর সূচনা করলেন Manuskh Mandaviya
• সম্প্রতি ভারতের Kovalam এবং Eden সমুদ্র সৈকত Blue Flag সার্টিফিকেট পেলো। Kovala তামিলনাড়ু তে এবং Eden পুদুচ্চেরি তে অবস্থিত।

  1. Highest Paid Footballer in 2021 তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে?

a) লিওনেল মেসি
b) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
c) হ্যারি কেন
d) নেইমার

• মেসি কে অতিক্রম করে তিনি প্রথমে এলেন। সমস্ত খেলার হিসেবে তিনি চতুর্থ সরবচ্চ আয়কারি খেলোয়াড়। প্রথম স্থানে আছে রজার ফেডারার।

• Faster, Higher, Stronger, Together অলিম্পিকের মোটো ঘোষিত হলো
• Heroes Connect নামে ওয়েব প্ল্যাটফর্ম চালু করলো Hockey India
• টোকিও অলিম্পিকে ভারতীয় দলের স্পন্সর হলো আদানি গ্রুপ
• প্যারা অলিম্পিকের থিম সং কার দে কামাল তু রিলিজ করলেন অনুরাগ ঠাকুর. গানটি গেয়েছেন সঞ্জিব সিং এবং লিখেছেন ও তিনি।
• রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার রাখা হলো
• ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 7 August Javelin Throw Day হিসেবে ঘোষিত করলো
• ভারতের ৬৯তম গ্র্যান্ড মাস্টার হলেন হার্শিত রাজা
• Princepal Sing প্রথম ভারতীয় যিনি NBA চাম্পিয়ন দলের সদস্য। তার দল Sacramento Kings 2021 সামার লীগ ট্রফি জিতলো।
• আন্তর্জাতিক ফুটবলে সর্বচ্চ গোলদাতা হলেন রোনাল্ডো
• International Olympic Committee উত্তর কোরিয়া কে বেজিং শীত কালীন অলিম্পিক থেকে ব্যান করে দিলো
• R Raja Ritwik ভারতের 70 তম গ্র্যান্ড মাস্টার হলেন।

  1. 2021 সালে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?

a) পশ্চিমবঙ্গ
b) উড়িষ্যা
c) দিল্লী
d) পাঞ্জাব

• নভেম্বার মাসের 24 তারিখ থেকে 5 ডিসেম্বার পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। রাজধানী ভুবনেশ্বরে এটি অনুষ্ঠিত হবে।

• এশিয়ান বক্সিং চাম্পিয়ান্সিপ 2021 অনুষ্ঠিত হবে ইউএই তে।
• 2021 বিশ্ব বক্সিং প্রতিযোগিতা সার্বিয়াতে অনুষ্ঠিত হবে
• মহিলা রাগবি বিস্বকাপ 2022 নিউজিল্যান্ড এ অনুষ্ঠিত হবে
• এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা- শ্রীলঙ্কা
• ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ যেটি সম্প্রতি 2021 থেকে পিছিয়ে 2022 এ অনুষ্ঠিত হবে- ভারত
• 2022 সালের মহিলা এএফসি এশিয়া মুম্বাইএবং পুনে শহরে অনুষ্ঠিত হবে
• 2026 সালের বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে
• ১৩০তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়

  1. বিশ্বের উচ্চতম ইলেকট্রিক চারজিং ষ্টেশন কোন রাজ্যে তৈরি হলো?

a) সিকিম
b) জম্মু কাশ্মীর
c) ‘হিমাচল প্রদেশ
d) লাদাখ

• লাহুল স্পিতি জেলায় এটি তৈরি হলো। এর উচ্চতা 500 ফিট।

• মুখ্যমন্ত্রী সেবা সঙ্কল্প হেল্পলাইন 1100 চালু করলো হিমাচল প্রদেশ
• সম্প্রতি হিমাচল প্রদেশ বন পুকুর তৈরি করছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য
• কেন্দ্রীয় AYUSH মন্ত্রক হিমাচল প্রদেশে AYUSH Ghar Dwar যোজনা চালু করলো
• ভারতের Panacea Biotech Sputnik V তৈরির লাইসেন্স পেলো। এটি তৈরি হবে হিমাচল প্রদেশের Baddi তে।
• হিমাচল প্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী Virbhadra Sing মারা গেলেন । ইনি হিমাচল প্রদেশের সর্বাধিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। 6 বার তিনি এই দায়িত্ব সামলান।
• Monk Fruit হিমাচল প্রদেশ এ প্রথম চাষ করা হচ্ছে
• ডিজিটাল সাথী বাচ্চো কা সাহারা ফোন হামারা নামে স্কিম চালু করলো হিমাচল প্রদেশ
• সম্প্রতি খবরে থাকা Mount Manirang হিমাচল প্রদেশ এ অবস্থিত
• হিমাচলপ্রদেশ ভারতের প্রথম রাজ্য ১০০% প্রাপ্ত বয়স্কদের প্রথম টিকাকরণ সম্পূর্ণ করলো

Himachal Pradesh:
• Capital: Shimla
• LS:4 RS:3
• Formation: 25 january 1971
• CM; Jai Ram Thakur
• Governor: Rajendra Vishwanath Arlekar
• High court: Himachal Pradesh High Court
• National Park: Great Himalayan, Pin Valley, Inderkilla, Kheer Ganga, Simbul Bara.
• Dance form:Nati, Rakhasa, Dashone, Cholamba, Natnatin, Shand and Shabu, Dangi, Kayang Mala
• Festival: Renukaji, Fagli, Lavi, Halda, Kullu Dussera, Minjar Mela, Gochi, Sazo, DOngri, International Himalayan Festival.
• Ramsar Site: Chandra Taal, Renuka lake, Pong Dam lake
• World Heritage Site: Great Himalayan National Park

  1. সম্প্রতি মারা গেলেন Yudhbir Singh Dadwal. ইনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল?

a) সিকিম
b) মেখালয়
c) অরুণাচল প্রদেশ
d) আসাম

• ইনি দিল্লীর পুলিশকমিশনারের দায়িত্ব ও সামলেছেন।

• সম্প্রতি মারা গেলেন অসমের প্রথম মহিলা আইএএস অফিসার পারুল দেবী দাস
• জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন গভর্নর জগমোহন সম্প্রতি মারা গেলেন
• মারা গেলেন মহত্মা গান্ধির শেষ পার্সোনাল সেক্রেটারি ভি কল্যাণম। ইনি 1944 থেকে 1948 পর্যন্ত মহত্মা গান্ধীর পার্সোনাল সেক্রেটারি ছিলেন। 99 বছর বয়সে তাঁর মৃত্যু হলো।
• রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠাতা অজিত সিং মারা গেলেন। 82 বছর বয়সে তাঁর মৃত্যু হলো। ইনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর পুত্র
• সম্প্রতি মারা গেলেন বিখ্যাত পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের মূল স্থপতি সুন্দরলাল বহুগুণা
• রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া যিনি ওই রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রী মারা গেলেন।
• সম্প্রতি মারা গেলেন মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী Anirudh Jagannath
• সম্প্রতি মারা গেলেন Oscar Fernandes. ইনি মনোমোহন সিং সরকারের সরক এবং পরিবহন মন্ত্রী ছিলেন।

Arunachal Pradesh
• Capital: Itanagar
• LS:2 RS:1
• Formation Date: 20 February 1987
• CM; Pema Khandu
• Governor: B.D Mishra
• High court: Gauhati High Court
• National Park: Namdapha, Mouling
• Dance form: Lion and Peacock Dance, Pasi Kongki Dance, Popir Dance, Bardo Chham, Aji Lamu, Chalo, Ponung, Buiya, Wancho.
• Festival: Pakke Paga Hornbill, Boori Boot Yollo, Yomgo River, Solung, Losar, Reh, Zero Festival of Music, Mopin, Dreh

  1. সানা রামচাঁদ গুলবানি কোন দেশের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসাবে নিযুক্ত হলেন?

a) পাকিস্তান
b) বাংলাদেশ
c) আফগানিস্তান
d) ইরান

• ইনি Central Superior Services পরিক্ষায় পাস করে এই কৃতিত্ব অর্জন করলেন।

• সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন কে সাসপেন্ড করলো FIFA
• আরিশ ফাতিমা পৃথিবীর কনিষ্ঠ তম Microsoft Certifed Profesonal হলেন
• পাকিস্তান তাঁদের প্রথম চীনা সহায়তায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করলো
• পাকিস্তান মিশরের সঙ্গে যৌথ ভাবে Sky Guardians-1 নামে বায়ু সেনা মহড়া আয়োজন করলো
• সম্প্রতি FATF পাকিস্তানকে Enhanced Follow-up List এ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
• সম্প্রতি মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি Mamnoon Hussain
• আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুত ত্ম 14 টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন Babar Azam
• বিশ্বের কনিষ্ঠ তম ব্যাক্তি হিসেবে Shehroz Kashif, K2 জয় করলেন পাকিস্তানের Shehroz Kashif
• পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন আয়েশা মালিক
• Fatah-1 নামে মাল্টি রকেট লঞ্চ সিস্টেম এর পরীক্ষা করলো পাকিস্তান

Pakistan:
• Capital: Islamabad
• Currency: Pakistani rupee
• Prime minister: Imran Khan
• President: Arif Alvi
• Parliament: National Parliament
• Longest river: Indus
• Highest Peak:
• National Sports: Hockey
• Important Point: Benazir Bhutto was the 1st female prime minister of a muslim country.

  1. কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন যোগেশ্বর সংবান?

a) মায়ানমার
b) মালদ্বীপ
c) প্যারাগুয়ে
d) ইয়েমেন

• ইনি বর্তমানে বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব সাম্লাচ্ছেন।

• Srilanka- Gopal Bagley
• Nepal- Vinay Mohan Kwatra
• USA- Tarnajit Singh Sandhu
• France- Javed Asraf
• Britaain- Gayatri Issar Kumar
• Afganisthan- Rudredra tondon
• Bangladesh- Vikraam doraiswami
• Netherlands- Pradeep Kuar Rawat
• Bhutan- Ruchira Kamboj
• Mayanmar- Saurabh kumar
• Pakistan-
• China- Vikram Misri
• Grrmany- Harish Parvadhney

Paraguay
• Capital: Asunción
• President: Mario Abdo Benítez
• Currency: Paraguayan guaraní

  1. বিট কয়েনের প্রতিষ্ঠাতা Satoshi Nakamoto-এর ব্রোঞ্জের স্ট্যাচু কোথায় উন্মোচন করা হলো?

a) চীন
b) সুইডেন
c) হাঙ্গেরি
d) সিঙ্গাপুর

• এনাকে আজ পর্যন্ত কেউ দেখেন নি। এটি রাজধানী বুদাপেস্টে নির্মাণ করা হয়েছে।

• আর্টিফিশিয়াল মিনি হার্ট তৈরি করলঅস্ট্রিয়া
• সম্প্রতি World Health Organization সুইজারল্যান্ড সঙ্গে Biohub সুবিধা চালু করা নিয়ে চুক্তি করেছে
• সম্প্রতি সুইজারল্যান্ড দেশের গবেষক রা pi এর নতুন মান বার করেছে. ৬২.৮ ট্রিলিয়ন ফিগার পর্যন্ত মান বার করেছে।
• সম্প্রতি নাইজেরিয়া প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম Koo তে তাদের সরকারি অ্যাকাউন্ট খুললো
• নাইজেরিয়া তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করতে চলেছে
• Saba Sakr সম্প্রতি মিশর দেশের প্রথম মহিলা বক্সিং কোচ হলেন
• Ever Given জাহাজ সুয়েজ খালে আতকে গেছিলো।
• সম্প্রতি মিশর তাদের সবথেকে বড়ো নৌ ঘাটির উদ্বোধন করলো
• বিশ্বের প্রথম দেশ হিসেবে 2 বছরের শিশু কে ভ্যাকসিন দিলো কিউবা
• বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষক প্ল্যান্ট নির্মাণ করলো আইসল্যান্ড
• ২১টি দেশের সাথে Bright Star 2021 যৌথ মিলিটারি অনুশীলন হোস্ট করলো ইজিপ্ট
• বাড়িতে অল্প মাত্রায় গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করলো ইতালী
• মেক্সিকো সুপ্রিম কোর্ট গর্ভপাতকে অবৈধ বলে ঘোষণা করলো
• 2021 সালের শেষে নিজের পদ ত্যাগ করবেন জার্মানির চ্যান্সেলর Angela Merkel

Hungary
• Capital: Budapest
• Currency: Hungarian forint
• President: János Áder

Share with your friends

Leave a Comment