24th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 24th September 2021 Current Affairs PDF:
Download 24th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
24th September 2021 Current Affairs in Bengali:
- আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়?
a) 18 September
b) 19 September
c) 20 September
d) 21 September
• এবছর এর থিম ছিলো Recovering Better for an Equitable and Sustainable World. 1981 সাল থেকে এই দিনটি পালন করা হয়।
5-September | Teachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day |
8-September | World Literacy Day |
14-September | Hindi day, World First Air Day |
15-September | Engineer’s day in India |
16-September | World Ozone Day |
21-September | Alzheimer’s Day, International day of peace |
25-September | Social justice day |
27-September | World Tourism Day |
- World Intellectual Property Index এ ভারত কত তম স্থানে আছে?
a) 50
b) 46
c) 45
d) 40
• ভারত এর আগেরবার 48 তম স্থানে ছিলো। প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড।
Index | 1st | India Rank |
Global climate risk index | মোজাম্বিক | 7th |
Corruption perception index | New Zealand And Denmark | 86th |
Asia Pacific personalized health index | Singapore | 10th |
Covid performance-index | New Zealand | 86th |
Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট) | Norway | 53rd |
ইকোনমিক ফ্রিডম ইনডেক্স | সিঙ্গাপুর। | 121। |
2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট | বিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত। | ভারতের দিল্লি দশম স্থানে আছে। |
বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি | China | চতুর্থ |
International intellectual property index | আমেরিকা | 40 |
জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021 | ফিনল্যান্ড | 140 |
গ্লোবাল হোম প্রাইস ইনডেক্স | আমেরিকা | 55 |
Inclusive Internet Index | সুইডেন | 49 |
হেনলি পাসপোর্ট ইনডেক্স | জাপান | 84 |
World Press Freedom Index | নরওয়ে | 142 |
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স | 94 | |
WEF Global Energy Transition Index 2021 | sweden | 87 |
Chandler Good Government Index 2021 | Finland | 49 |
renewable energy country attraction index | USA | 3rd |
Expert insider 2021 survey | Taiwan | 51 |
Sustainable Development Goals | Sweden | 117 |
2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট | Switzerland | 67 |
World Competitiveness Index | সুইজারল্যান্ড। | 43 |
Global Peace Index | Iceland | 135 |
সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র্যাঙ্কিং | Britain | 51 |
Sustainable Development Report | Finland | 120 |
গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স | USA | 10 |
গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে | – | 20 |
QS Best Student Cities Ranking | লন্ডন | মুম্বাই106 |
2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্স | Singapore | 122 |
Skytracks World Airport Award Ranking 2021 | Doha Hamad International Airport | Indira Gandhi Airport, 45 |
২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশে | বাংলাদেশ | 3rd |
Global Manufacturing Risk Index 2021 | China | 2nd |
Economist Intelligence Unit দ্বারা প্রকাশিত স্মার্ট সিটি ইনডেক্স 2021 | Copenhagen | Delhi 48th |
- FSSAI দ্বারা প্রকাশিত third state food Security Index এ প্রথম স্থান পেলো কোন রাজ্য?
a) জম্মু কাশ্মীর
b) নতুন দিল্লী
c) লাদাখ
d) লাক্ষাদ্বীপ
• কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রী Mansukh Mandaviya এটি প্রকাশ করলেন। বড় রাজ্যের মধ্যে গুজরাট প্রথম স্থানে আছে। ছোট রাজ্য গুলির মধ্যে প্রথম স্থানে আছে গোয়া।
Food Safety and Standards Authority of India
• Founded: August 2011
• Sector: Food safety
• Headquarters: New Delhi
• Agency executive: Rita Teaotia (Chairperson)
• Sustainable Development Goals India Index 2020-21
• প্রথম স্থানে আছে কেরাল। দ্বিতীয় হিমাচল এবং তামিলনাড়ু এবং তৃতীয় আন্ধ্র প্রদেশ, গোয়া, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। সবথেকে খারাপ স্থানে আছে বিহার।
• QS বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ ভারতের 3টি বিশ্ববিদ্যালয় প্রথম 200 তে আছে। এরা হলো IIT Bombay(177), IIT Delhi(185) এবং IISc Bangalore(186). প্রথম স্থানে আছে অ্যামেরিকার Massachusetts Institute of Technology.
• 2020 সালের Ease of living index এ প্রথম স্থানে আছে ব্যাঙ্গালোর
• 2020 সালের বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (Foreign Direct Investment) এ ভারত পঞ্চম স্থানে আছে। প্রথম স্থানে আছে চীন।
• Smart Cities Award Contest 2020 তে প্রথম স্থানে আছে উত্তর প্রদেশ। দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু। শহর হিসেবে প্রথম তিনে আছে Vadodora, Thane এবং Bhubaneswar. সেরা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে চণ্ডীগড়।
• Blockchain data platform এর রিপোর্ট অনুযায়ী ক্রিপ্টো গ্রহনে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম ভিয়েতনাম
• Rabobank’s 2021 Global Top 20 Dairy Companies তালিকা Amul-এর স্থান ১৮। এই লিস্টে প্রথম স্থানে আছে ফ্রান্সের Lactalis কোম্পানী
• Times World University Ranking এ প্রথম স্থানে আছে Oxford ইউনিভার্সিটি। ভারতের মধ্যে সবথেকে ভালো স্থানে আছে IISc Bangaluru. 350 তম স্থানে আছে।
• টাইমস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বিশ্বের 100 সবথেকে প্রভাবশালী মানুষের তালিকায় ভারতের 3 জন স্থান পেয়েছে। এই তিনজন হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিরাম ইন্সটিটিউট এর সিইও আদার পুনাওয়ালা। এতে তালিবান এর সহ প্রতিষ্ঠাতা Abdul Ghani Bardar ও রয়েছেন।
- 2021 সালের শেষে নিজের পদ ত্যাগ করবেন Angela Merkel. ইনি কোন দেশের চ্যান্সেলর?
a) ইটলি
b) ব্রাজিল
c) জার্মানি
d) চীন
• 16 বছর ধরে ইনি এই পদ সামলেছেন। ইনি গত দশ বছর ধরে বিশ্বের সবথেকে ক্ষমতাশালী মহিলার তালিকায় রয়েছেন। ইনি জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর।
• সম্প্রতি Darwin Arch প্রাকৃতিক কারনে খয়ে ভেঙ্গে পরলো। এটি ইকুয়েডর এর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
• আর্টিফিশিয়াল মিনি হার্ট তৈরি করলঅস্ট্রিয়া
• সম্প্রতি World Health Organization সুইজারল্যান্ড সঙ্গে Biohub সুবিধা চালু করা নিয়ে চুক্তি করেছে
• সম্প্রতি সুইজারল্যান্ড দেশের গবেষক রা pi এর নতুন মান বার করেছে. ৬২.৮ ট্রিলিয়ন ফিগার পর্যন্ত মান বার করেছে।
• সম্প্রতি নাইজেরিয়া প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম Koo তে তাদের সরকারি অ্যাকাউন্ট খুললো
• নাইজেরিয়া তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করতে চলেছে
• বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষক প্ল্যান্ট নির্মাণ করলো আইসল্যান্ড
• ২১টি দেশের সাথে Bright Star 2021 যৌথ মিলিটারি অনুশীলন হোস্ট করলো ইজিপ্ট
• বাড়িতে অল্প মাত্রায় গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করলো ইতালী
• মেক্সিকো সুপ্রিম কোর্ট গর্ভপাতকে অবৈধ বলে ঘোষণা করলো
Germany
• President: Frank-Walter Steinmeier
• Capital: Berlin
• Currency: Euro
- সম্প্রতি কোন দেশ Tianzhou-3 কার্গো মহাকাশ যান উৎক্ষেপণ করলো?
a) অ্যামেরিকা
b) ভারত
c) চীন
d) জাপান
• এটি তাদের স্পেস ষ্টেশন Tianhe এর উদ্দেশ্যে যাত্রা করলো।
• Fengyun- 4B নামে উপগ্রহ উৎক্ষেপণ করলো । এটি একটি New Generation Meteorological Satellite
• চীন Fengun- 3E নামে নতুন উপগ্রহ লঞ্চ করলো
• সম্প্রতি চীন Sinovac ভ্যাকসিন কে 3-17 বছর বয়সী শিশুদের ওপর প্রয়গ করার ছাড়পত্র দিয়েছে
• 17 জুন 2021 চীন তিনজন মহাকাশচারী কে তাদের স্পেস ষ্টেশন এর উদ্দেশ্যে যাত্রা করালো। চীনের স্পেস ষ্টেশন Tiangong এর উদ্দেশ্যে যাত্রা করলো
• Baihetan Hydropower Project সম্প্রতি খবরে আছে। এটি চীনে অবস্থিত
• সম্প্রতি হু চীন কে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করলো
• বিশ্বের প্রথম Commercial modular mini reactor তৈরি করছে চীন
• ভারত এবং চীনের মধ্যে 2021 সালের প্রথম অর্ধে বাণিজ্যের পরিমান 62.7 শতাংশ বৃদ্ধি পেলো
• অ্যাপেল কোম্পানি কে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হলো Xiaomi
• বিশ্বের দ্রুত তম ট্রেন চালু হলো চীনে। এর নাম Maglev Train. এর গতিবেগ ঘণ্টায় 600 কিমি।
• বিশ্বের প্রথম ক্লিন নিউক্লিয়ার রিয়াক্টর তৈরি করলো চীন
• Gaofen-5-02 নামে কৃত্রিম উপগ্রহ লঞ্চ করলো চীন
China
• Capital: Bejing
• Currency: Yuan, Renminbi
• President: Xi Jinping
• Parliament: National People’s Congress
• Longest river: Yangtze River
• National Sports: Table Tennis
- সম্প্রতি কোন দেশ সরকারি ভাবে Shanghai Cooperation Organization এ যোগদান করলো?
a) আফগানিস্তান
b) ইরান
c) সৌদিআরব
d) ইটালি
• 21 তম SCO সামিটে এরা যোগ দান করলো। ইরান 2005 সাল থেকে SCO এর অব্জারভার ছিলো।
• সম্প্রতি ইরান Simorgh নামে তাদের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করলো
• Farazad B গ্যাস ডিল ONGC এর সঙ্গে বাতিল করে দিলো।
• সম্প্রতি ইরান জাতি সংঘে ( ইউনাইটেড নেসন্স) তাদের ভোটের অধিকার ফিরে পেলো
• Ibrahim Raisi নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন
• Hamdam নামে একটি সরকারি ডেটিং অ্যাপলিকেশন চালু করলো ইরান
Iran:
• Capital: Tehran
• Currency: Iranian rial
• President: Ibrahim Rasi
• Supreme leader: Ali Khamenei
- সমুদ্র শক্তি সামরিক মহড়া ভারত এবং কোন দেশের নৌ সেনার মধ্যে অনুষ্ঠিত হলো?
a) রাশিয়া
b) জাপান
c) ইন্দোনেশিয়া
d) নেপাল
• ভারতের তরফ থেকে INS Shivalik এবং INS Kadamat এতে অংশ গ্রহণ করেছিলো। সুন্দা প্রণালী তে এটি অনুষ্ঠিত হলো।
Indonesia
• Capital: Jakarta
• Currency: Indonesian rupiah
• President: Joko Widodo
• ভারত ইউএই এর সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো
• ভারত সৌদি আরব এর সঙ্গে Al-Mohal al-Hindi 2021 যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি
• Honour FIRST’ ইনিশিয়েটিভ এর জন্য IDFC First ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করলো ভারতীয় নেভি
• ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত এবং ইংল্যান্ড। এটি অনুষ্ঠিত হলো ব্রিটেনের Portsmouth বন্দরে। এর আগে জুলাই মাসে বঙ্গোপসাগরে এরা এই সামরিক অনুশীলন করলো।
• ভারত এবং ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত করলো
• Pune Cantt স্টেডিয়ামের নাম নীরজ চোপরা এর নামে রাখা হলো
• ভারত এবং Kazakhstan সেনার মধ্যে Kajind-21 সামরিক মহড়া অনুষ্ঠিত হলো
• সম্প্রতি ভারত আর জার্মানির নৌ সেনার মধ্যে আডেন উপসাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো
• রাশিয়াতে অনুষ্ঠিত ZAPAD 2021 সামরিক অনুশীলনে অংশ নেবে ইন্ডিয়ান আর্মি
• AUSINDEX নৌ সেনা মহড়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হলো।
• 20 সেপ্টেম্বার থেকে ভারত এবং নেপালের মধ্যে সূর্য কিরণ নৌসেনা মহড়া অনুষ্ঠিত হবে Pithoraharh এ
- সম্প্রতি খবরে থাকা Geeta Samota কোন পেশার সঙ্গে যুক্ত?
a) ক্রীড়া
b) সাংবাদিকতা
c) রাজনীতি
d) পর্বত আরোহণ
• ইনি দ্রুততম ভারতীয় হিসেবে রাশিয়ার Mt Elbrus এবং আফ্রিকার Mt Kilimanjaro জয় করলেন। ইনি CISF এর সাব ইন্সপেক্টর।
- পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ভারতের কত তম মহারত্ন কোম্পানি হতে চলেছে?
a) 10th
b) 11th
c) 12th
d) 13th
• এখন পর্যন্ত এটি নবরত্ন কোম্পানি ছিলো। মহারত্ন কোম্পানি হওয়ার জন্য টানা তিনি বছর 5000 কোটি টাকার লাভ এবং 25000 কোটি টাকার টার্নওভার হতে হবে।
• বিশ্বের সবথেকে দামী ইনস্যুরেন্স ব্র্যান্ডের তালিকায় LIC দশম স্থানে আছে।
• স্বাস্থ্য ক্ষেত্রে ভারতের সবথেকে বড়ো লিকুইড অক্সিজেন উৎপাদক হলো রিলায়েন্স
• ভারতের তৃতীয় বৃহত্তম IT কোম্পানি হলো Wipro এবং চতুর্থ HCL Technologies. উভ্য় 100 মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপিটাল অতিক্রম করেছে।
• পৃথিবীর সবথেকে বড়ো উড়োজাহাজ এর উড়ানের সফল পরীক্ষা করলো Stratolaunch. এর ডানার দৈর্ঘ্য 117 মিটার
• পৃথিবীর প্রথম 2nm প্রসেস চীপ বানালো IBM
• পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত জাহাজের নাম Mayflower 400. ম্যারিন রিসার্চ অর্গানাইজেশন এবং আইবিএম একত্রে এটি বানিয়েছে।
• Sanjeevani চালু করলো e commerce কোম্পানি Snapdeal
• GoAir নাম পরিবর্তন করে রাখলো Go First
• miniTV নামে ভিডিও স্ট্রিমিং সার্ভিস চালু করলো Amazon
• দূরদর্শন সম্প্রতি DD International নামে নতুন চ্যানেল লঞ্চ করার পরিকল্পনা করছে
• সম্প্রতি ব্ল্যাকফাঙ্গাস ড্রাগ Posaconazole লঞ্চ করলো MSN Labs
Power Finance Corp
• Headquarters: New Delhi
• Owner: Government of India (52.63%)
• Founded: 16 July 1986
• Key people: Ravinder Singh Dhillon,(Chairman & MD)
NAME | HQ | Estd |
National Thermal Power Corporation (NTPC) | New Delhi | 1975 |
Oil and Natural Gas Corporation (ONGC) | New Delhi | 1956 |
Steel Authority of India Limited (SAIL) | New Delhi | 1954 |
Bharat Heavy Electricals Limited (BHEL) | New Delhi | 1964 |
Indian Oil Corporation Limited (IOCL) | Mumbai | 1959 |
Hindustan Petroleum Corporation Limited (HPCL) | Mumbai | 1974 |
Coal India Limited (CIL) | Kolkata | 1975 |
Gas Authority of India Limited (GAIL) | New Delhi | 1984 |
Bharat Petroleum Corporation Limited (BPCL) | Mumbai | 1952 |
Power Grid Corporation of India (POWERGRID) | Gurgaon, India | 1989 |
- সম্প্রতি মারা গেলেন Tanu Padmanabhan. ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
a) পদার্থ বিজ্ঞানী
b) জ্যোতির্বিজ্ঞানী
c) উভয়
d) কোনটি নয়
• ইনি Inter University Centre for Astronomy and Astrophysics এর প্রোফেসর ছিলেন। ইনি 300 এর বেশী রিসার্চ পেপার বের করেছিলেন।
• সম্প্রতি মারা গেলেন বিখ্যাত গণিতজ্ঞ M.S. Narasimha। তিনি একমাত্র ভারতীয় গণিতজ্ঞ যিনি King Faisal International Prize পেয়েছিলেন।
• সম্প্রতি মারা গেলেন বিখ্যাত পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের মূল স্থপতি সুন্দরলাল বহুগুণা
• রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া যিনি ওই রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রী মারা গেলেন।
• সম্প্রতি মারা গেলেন O.P. Bhardwaj যিনি ভারতের প্রথম বক্সিং কোচ যিনি দ্রোণাচার্য পুরুস্কার পেয়েছিলেন
• সম্প্রতি মারা গেলেন মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী Anirudh Jagannath
• সম্প্রতি মারা গেলেন আয়ুর্বেদ চিকিৎসাবিদ Dr PK Warrier
• সম্প্রতি মারা গেলেন Oscar Fernandes. ইনি মনোমোহন সিং সরকারের সরক এবং পরিবহন মন্ত্রী ছিলেন।