24th July 2021 Current Affairs In Bengali | 24th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

24th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 24th July 2021 Current Affairs PDF:

Download 24th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

24th July 2021 Current Affairs in Bengali:

24th July 2021 Current Affairs

  1. পাই দিবস কবে পালন করা হয়?

a) 22 জুলাই
b) 14 মার্চ
c) উভয়
d) কোনটি নয়

• পাই একটি গ্রিক লেটার যেটি 1706 সালে উইলিয়াম জোন্স প্রথম ব্যাবহার করেছিলেন। পাই কে স্ফেরিকাল ধ্রুবক বলা হয়।

1st July National Doctor’s Day
4th July American Independence day
11th July World Population Day
18th July Nelson Mandela International Day
26 July Kargil Vijay Divas
28th July World Nature Conservation Day, World Hepatitis Day
29th July International Tiger Day

  1. Zircon নামে হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা করলো কোন দেশ?

a) চীন
b) রাশিয়া
c) জাপান
d) ভারত

• এর রেঞ্জ 350 কিমি। এগুলি যুদ্ধ জাহাজে এবং যুদ্ধ বিমানে ব্যাবহার করা হবে।

• বিশ্বের প্রথম পশুদের জন্য করণা ভ্যাকসিন আনল রাশিয়া যার নাম Carnivac
• রাশিয়া প্রথম দেশ হিসেবে করণা ভ্যাকসিন এনেছিল যার নাম ছিল স্পুটনিক’ 5
• চীনের সঙ্গে লুনার স্পেস প্রোগ্রাম চালু করলো।
• সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাশিয়ার কোভিড 19 ভ্যাক্সিন ব্যাবহার করার অনুমতি দিয়েছে
• লুনা 25 চন্দ্র ল্যান্ডার মিশন রাশিয়া এবছরের অক্টবার মাসে লঞ্চ করবে
• 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে রাশিয়া
• সম্প্রতি রাশিয়া স্পুটনিক লাইট নামে সিঙ্গেল ডোজ এর করোনা ভ্যাক্সিন তৈরি করেছে
• রাশিয়া চীনের সঙ্গে যৌথ ভাবে তাঁদের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্রোজেক্ট তরী করছে
• Coking coal এ সহযোগিতার জন্য রাশিয়ার সঙ্গে মউ সাক্ষর করতে চলেছে ভারত সরকার
• S-500 air defence missile system আনলো রাশিয়া।

Russia:
• President: Vladimir Putin
• Capital: Moscow
• Currency: Russian ruble
• Parliament- Duma

  1. পুরুষ অভিভাবক ছাড়া মহিলাদের হজ যাত্রার অনুমতি প্রদান করলো কোন দেশ?

a) ইরান
b) ইরাক
c) সৌদিআরব
d) কাতার

• এর আগে এরা মহিলাদের গাড়ি চালানোর এবং পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলো।

• সম্প্রতি সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের অধিকার দিলো সৌদি আরব।
• কোন সৌদি আরব থেকে 36% কম তেল আমদানির করার সিদ্ধান্ত নিলো ভারত
• বরাত পেলো L&T Ltd
• সৌদিআরব তাদের পাঠক্রমে রামায়ণ, মহাভারত যুক্ত করলো
• সম্প্রতি সৌদিআরব Net Zero Producers Forum এ যোগ দানে রাজি হয়েছে
• সৌদিআরব সরকার ভারত কে 80 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করলো।

Saudi Arabia:
• Capital: Riyadh
• Currency: Riyal
• King: Salman bin Abdulaziz Al Saud
• Parliament: Consultative Assembly of Saudi Arabia

  1. 2032 এর গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব কে পেলো?

a) লস অ্যাঞ্জেলস
b) জাকার্তা
c) ব্রিসবেন
d) লন্ডন

• 2032 এর দায়িত্ব পেলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহর। এর আগে অস্ট্রেলিয়া তে দুবার অলিম্পিক অয়জিত হয়েছে। একবার 1956 তে মেলবোর্ন এবং 2000 সালে সিডনি।

History of Modern Olympics
• 1st- 1896- Athens
• 2020- Tokyo (32th)
• 2024- Paris
• 2028- Los angeles

International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France
• Winter Olympic
• 1st – 1924 (france)
• 2022- Bejing
• 2018- Korea ( Peyong Chang)

• বিশ্বের প্রথম হংসচঞ্চু( Platypus) অভয়ারণ্য তৈরি করছে অস্ট্রেলিয়া।
• 2023 Fifa Womens World Cup আয়োজন করবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
• সম্প্রতি অস্ট্রেলিয়াতে Seroja ঘুরনি ঝড় আছরে পরলো
• সম্প্রতি চীন এবং ভিক্টোরিয়ার মধ্যে বেল্ট অ্যান্ড রোড চুক্তি ভঙ্গ করলো অস্ট্রেলিয়া
• চীন সম্প্রতি অস্ট্রেলিয়া সঙ্গে Strategic Economi Dialouge ক্যান্সেল করে দিয়েছে
• সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি Great Barrier Reef কে ইন ডেঞ্জার হিসেবে ঘোষণা করার দাবি করলো
• সম্প্রতি Pradeep Sing Tiwana অস্ট্রেলিয়ার প্রথম ভারতীয় বিচারক হলেন
• সম্প্রতি অস্ট্রেলিয়াতে ইঁদুরের একটি বিশেষ প্রজাতি দেখা গেলো যা 150 বছর আগে শেষ দেখা গেছিলো

Australia:
• Capital- Canberra
• Currency- Australian Dollar
• Prime Minister- Scott Morrison
• Parliament- Federal Parliament

  1. সম্প্রতি কোন স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা হারালো?

a) লিভারপুল শহর
b) আইফেল টাওয়ার
c) স্ট্যাচু অফ লিবার্টি
d) অপেরা হাউস

• 2004 সালে লিভারপুল এই তকমা পেয়েছিলো তাদের সামুদ্রিক ইতিহাসের জন্য। কিন্তু তারা যথাযথ সংরক্ষণ না করায় তারা এই তকমা হারালো। এর আগে মাত্র দুটি স্থান এই তকমা পাওয়ার পর হারিয়েছিলো। একটি ওমানের Arabian Orix Sanctuary এবং জার্মানির Dresden Eibe Valley।

The United Nations Educational, Scientific and Cultural Organization
• Headquarters: Paris, France
• Head: Director-General; Audrey Azoulay
• Founded: 16 November 1945, London, United Kingdom

• সম্প্রতি ব্রিটেন যে নতুন ডিজিটাল কারেন্সি চালু করলো তার নাম Britcoin
• বিশ্বের সবথেকে শক্তিশালী জলবায়ু পরিবর্তন পূর্বাভাস সুপার কম্পিউটার ইংল্যান্ড বানাতে চলেছে।
• যুক্তরাজ্য প্রথম রাস্তায় চালকব বিহীন গাড়ি চালানোর অনুমতি দিলো
• 2021 এর G-7 সামিট ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি ভারত রোড ম্যাপ-2030 নীতি গ্রহন করেছে যুক্তরাজ্য এর সঙ্গে Strategic Partnership বৃদ্ধির জন্য
• যুক্তরাজ্য এ ভ্যাক্সিন ব্যাবসা শুরু করতে চলেছে Serum Institute of India
• সম্প্রতি ক্রিকেটার Ollie Robinson কে সাসপেন্ড করে দেওয়া হলো।
• সম্প্রতি ব্রিটেন 50 বছর পর ভারতে আপেল রপ্তানি করলো

England
• Capital: London
• Prime minister: Boris Johnson
• Currency: Pound sterling

  1. Akash- NG নামে নতুন প্রজন্মের ভুমি থেকে বায়ু মিসাইলের সফল পরীক্ষা করলো কোন সংস্থা?

a) DRDO
b) ISRO
c) HAL
d) BARC

• উড়িষ্যার চাদিপুর থেকে এটির পরীক্ষা করা হলো। এর রেঞ্জ 80 কিমি। এর আগের সংস্করণ এর রেঞ্জ ছিলো 25 কিমি।

• Air to Air -MICA, Astra, Navatir
• Surface to Air- Trishul, Akash, Barak, Agni, Prithbi, Dhanush, Shaurya, Prahar
• Cruise – Bramhos, Nirbhay

• 2-deoxy-D-glucose (2-DG), was recently granted emergency use approval by the Drug Controller General of India (DCGI)( Institute of nuclear medicine and allied science)
• সম্প্রতি করোনা ভাইরাস চিহ্নিত করার জন্য ATMAN AI নামে একটি অ্যালগরিদমিক যন্ত্র তৈরি করল
• সম্প্রতি DRDO Dipkovan নামে একটি করোনা ভাইরাস অ্যান্টিবডি ডিটেকশন কিট তৈরী করলো।
• সম্প্রতি isothermal forging technology Develop করলো DRDO
• সম্প্রতি ডিআরডিও নির্ভয় সাবসনিক ক্রুজ মিসাইল এর সফল পরিক্ষা করলো
• সম্প্রতি DRDO সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে নির্মিত রকেট Pinakaর সফল পরিক্ষা করলো।
• সম্প্রতি ভারতীয় সেনা তে 12 টি Short Span Bridging System যোগ হলো। এটি ডিজাইন করেছে DRDO

Defense Research And Development Organization.
• Estd- 1958
• HQ- New Delhi
• Current Chairman- G. Satheesh Reddy
• Launching Station- Wheeler Island or Abdul Kalam Island in Odisha.

  1. দলিত বন্ধু প্রকল্প চালু করলো কোন রাজ্য?

a) তেলেঙ্গানা
b) বিহার
c) উড়িষ্যা
d) ঝারখন্ড

• মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এটি ঘোষণা করলেন। এর আগে নাম ছিলো Dalit Empowerment Scheme. এতে প্রয়োজনীয় দলিত পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে।

• তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিমা কহলি।
• ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক খোলা হলো তেলেঙ্গানার হায়দ্রাবাদের গছিবওলি পুলিশ স্টেশনে।
• ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হতে চলেছে তেলেঙ্গানায়।
• ভ্যাক্সিন ডেলিভারি দেওয়ার জন্য ড্রোনের ব্যাবহার করছে তেলেঙ্গানা
• সেবা আহার অ্যাপলিকেশন চালু করলো তেলেঙ্গানা
• দ্বিতীয় রাজ্য হিসেবে তেলেঙ্গানা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
• তেলেঙ্গানা কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করলো
• তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতির সংখ্যা 24 থেকে বেড়ে 42 হতে চলেছে
• সম্প্রতি তেলেঙ্গানা Revv up নামে প্রোগ্রাম চালু করলো
• ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত ড্রোন ডিফেন্স ডোম এর নাম ইন্দ্রজাল। এটি নির্মাণ করেছে হায়দ্রাবাদের Grene Robotics. 1000 থেকে 2000 বর্গ কিমি এরিয়া এটি কভার করতে সক্ষম।
• আবাসিক বিদ্যালয়ে স্থানিয় ছাত্র ছাত্রী দের জন্য 50% আসন সংরক্ষণ করলো তেলেঙ্গানা
Telangana:
• Capital: Hyderabad
• LS: 17 RS:7
• Formation Date: 2 June 2014
• CM; K. Chandrashekhar Rao
• Governor: Tamilisai Soundararajan
• High court: Telangana High Court
• National Park: Kasu brahmananda Reddy, mahavir harina vanasthali, Mrugavani
• Dance form: Perini Sivatandavam
• Festival: Bathu Kamma, Bonalu, Nagoba Jatra, Peerla Paduga

  1. ভারতের প্রথম রাজ্য হিসেবে ব্লক চেন টেকনোলোজির সাহায্যে শিক্ষা সংক্রান্ত নথি জারী করতে চলেছে কোন রাজ্য?

a) গোয়া
b) উড়িষ্যা
c) মহারাষ্ট্র
d) হরিয়ানা

• এর ফলে নথি জালিয়াতির সম্ভাবনা কমবে এবং 10 সেকন্ডের মধ্যে ভেরিফাই করা সম্ভব হবে। বিশ্বে সিঙ্গাপুর, মালটা এবং বাহারিনে এই টেকনোলজি ব্যাবহার করাহয়।

• ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে।
• রাজ্যের কৃষকেরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করল
• সম্প্রতি মুম্বাইতে ওয়াটার ট্যাক্সি এবং ROPAX ফেরি সার্ভিস শুরু হলো
• ভারতের মহারাষ্ট্র তট দেশের প্রথম ভাসমান LNG storage তৈরি হলো
• ভারতের প্রথম Drive in Vacccination Centre এর উদ্বোধন হলো মুম্বাইতে
• সম্প্রতি মহারাষ্ট্র Mucromycosis রুগীদের ফ্রি তে চিকিৎসা করার কথা ঘোষণা করেছে
• Health Infra Parameters এ প্রথম স্থানে আছে ভারতের পুনে।
• ভারতের পুনেতে সম্প্রতি কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র স্থাপন করা হলো
• সম্প্রতি মহারাষ্ট্র national institute of medicinal plants স্থাপনের অনুমতি দিয়েছে
• এটি তৈরি হবে সিন্ধুদূর্গ জেলাতে।
• মহারাষ্ট্র সম্প্রতি Mission Oxygen Self Reliance চালু করলো
• বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমদন প্রাপ্ত করোনা টেস্ট কিটের CoviSelf. এটি বানিয়েছে পুনের কোম্পানিMyLab Discovery Solutions.
• সম্প্রতি RBI পুনের Shivajirao Bhosle Co-operative Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
• সম্প্রতি মহারাষ্ট্র করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করলো
• সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়ার জন্য Maharashtra Apprenticeship Promotion Scheme চালু করলো।
• সম্প্রতি বোম্বে হাইকোর্ট এমপি Navneet Kaur Ranaএর সিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলো
• মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
• মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
• সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্র রাজ্যে বাঁদুরের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেলো। মহাবালেস্বরের গুহা তে এই সন্ধান পেয়েছেন। National Institute of Virology এর গবেষকরা এই সন্ধান পেয়েছেন। এতে সহায়তা করেছে Indian Council of Medical Research.
• Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
• ভারতের প্রথম বেসরকারি LNG প্ল্যান্ট নাগপুর শহরে স্থাপিত হলো

Maharashtra:
• Capital: Mumbai
• LS: 48 RS: 19
• Formation Day: 1 May 1960
• CM; Uddhav Thackeray
• Governor: Bhagat Singh Koshyari
• High court: Bombay High Court
• National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
• Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
• Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
• Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
• World Heritage Site: Chhatrapati Shivaji Terminus, The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

  1. সম্প্রতি মারা গেলেন Urmil Kumar Thapliyal. ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

a) সাহিত্য
b) অভিনয়
c) উভয়
d) কোনটি নয়
• ইনি একজন বিখ্যাত থিয়েটার শিল্পী এবং লেখক ছিলেন। ইনি অল ইন্ডিয়া রেডিওতেও কাজ করেছেন।

  1. সম্প্রতি মারা গেলেন Sikkil R Bhaskaran. ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

a) বাদ্যযন্ত্র শিল্পী
b) খেলা
c) অভিনয়
d) সাহিত্য

• ইনি বেহালা বাদ্যযন্ত্র শিল্পী ছিলেন। ইনি কর্ণাটকের বাসিন্দা ছিলেন।

  1. রাজ্যসভার ডেপুটি লিডার কে হলেন?

a) পীযূষ গোয়েল
b) নিতিন গডকরি
c) রাজনাথ সিং
d) মুক্তার আব্বাস নাকভি

• ইনি বর্তমানে ভারতের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী। ইনি ঝারখন্ড থেকে রাজ্য সভার সদস্য।

  1. ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো কোন আইআইটি?

a) কানপুর
b) মাদ্রাজ
c) পাটনা
d) মুম্বাই

• কোশের ডিএনএ কম্পোজিশন থেকে ক্যান্সার সনাক্ত করবে এই যন্ত্র।

• COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
• আইআইটি রোপার AmbiTag নামে ভারতের তৈরি তাপমাত্রা মাপার যন্ত্র বানালো।
• IIT Ropar এবং অস্ট্রেলিয়ার Monash বিশ্ববিদ্যালয় FakeBuster তৈরি করলো।
• Agriculture & Water Technology Development Hub তৈরি হলো IIT Ropar এ।
• ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
• IIT Hydrabad এ তিহান ফাউন্ডেসনের সিলান্যাস হলো।
• IIT Roorkee তে ড্রোন রিসার্চ সেন্টার তৈরি হলো।
• IIT Mumbai তাদের নাইট্রোজেন উৎপাদন প্ল্যান্ট কে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট এ কনভার্ট করলো।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• প্রফেসর Shailesh Govind Ganpule ব্লাস্ট হেলমেট তৈরি করার জন্য NSG পুরষ্কার পেলেন। ইনি IIT Roorkee এর প্রফেসর
• সম্প্রতি IIT Ropar বিদ্যুৎ মুক্ত CPAP যন্ত্র জীবন বায়ু তৈরি করলো
• দিল্লী আইআইটি করোনা পরিক্ষা করার জন্য Rapid Antigen Test Kit তৈরি করলো। এই টেস্ট কিটের নাম রাখা হয়েছে SENSIT Rapid COVID-19 Ag Testing Kit

Share with your friends

Leave a Comment