22nd July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 22nd July 2021 Current Affairs PDF:
Download 22nd July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
22nd July 2021 Current Affairs in Bengali:
22nd July 2021 Current Affairs
- ভারত 2023-24 সালের মধ্যে পেট্রলে কত শতাংশ ইথানল মেশানোর লক্ষ মাত্রা নিয়েছে?
a) 15
b) 20
c) 25
d) 35
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই ঘোষণা করলেন। কার্বন নির্গমন কমানোর জন্য এই উদ্যোগ।
Piyush Goyal
Member of Parliament, Rajya Sabha
Constituency Maharashtra
Minister of Textiles
Minister of Consumer Affairs, Food and Public Distribution
Minister of Commerce and Industry
Leader of the House in Rajya Sabha
- কৃষকদের সঠিক সময়ে তথ্য প্রদান করার জন্য কেন্দ্র সরকার কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো?
a) কৃষক সমৃদ্ধি
b) কিষাণ সারথী
c) কৃষক বন্ধু
d) কিষাণ সহায়তা
কৃষকরা তাদের মাতৃ ভাষাতে এই সমস্ত তথ্য পাবেন।
- ভারত কোন দেশের সঙ্গে Shield নামে সামরিক মহড়া আয়োজন করলো?
a) শ্রীলঙ্কা
b) মালদ্বীপ
c) উভয়
d) কোনটি নয়
14 এবং 15 জুলাই ভার্চুয়ালি এটি অনুষ্ঠিত হলো। মুম্বাই এর Maritime Warfare Centre এ এটি আয়োজন করা হলো।
সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত হলো ডেজার্ট ফ্ল্যাগ সামরিক অনুশীলন।
ভারত এবং ফ্রান্সের বায়ু সেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট -21 আয়োজিত হল যোধপুরে।
ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধঅভ্যাস-20 আয়োজিত হল রাজস্থানে।
হিমাচল প্রদেশ এ vajra Pahar 2021 নামে সামরিক অনুশীলন করলো ভারত আর আমেরিকা
ভারত এবং ইন্দোনেশিয়ার যৌথ নৌ-মহড়া PASSEX আয়োজিত হল আরবসাগর অঞ্চলে।
ভারত এবং ইন্দোনেশিয়া নৌসেনার মধ্যে আরব সাগরে Passage সামরিক মহরা অনুষ্ঠিত হলো
ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষেত এ যৌথ সেনা মহড়া DUSTLIK ii অনুষ্ঠিত হলো।
ভারত এবং বাহারিন নেভির মধ্যে passex অনুশীলন অনুষ্ঠিত হলো
সম্প্রতি মাদাগাস্কার নেভি সঙ্গে প্রথমবার যৌথ নৌ সেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারত
Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ অনুষ্ঠিত হবে
ভারত এবং কিরঘিজিস্তানের মধ্যে খাঞ্জার সামরিক অনুশীলন বিস্কেক অনুষ্ঠিত হলো
বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
ভারতীয় নৌসেনা থাইল্যান্ড সঙ্গে CORPAT সামরিক মহরা শুরু করলো
সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাঁর নাম IN EUNAVFOR
Sri Lanka:
Capital: Sri Jayawardenepura Kotte
Currency: rupee
Prime minister: Mahinda Rajapaksa
President: Gotabaya Rajapaksa
Longest river: Mahaweli Ganga
Highest Peak: Pidurutalagala
National Sports: volley ball
Maldives:
Capital: Male
Currency: Maldivian Rufiyaa
President: Ibrahim Mohamed Solih
Parliament: People’s Majlis
National Sports: Football
National emblem: Coconut Palm
- 74 তম কান (Cannes) ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার পেলো কোন ছবি?
a) Parasite
b) Thappad
c) Puglya
d) Titan
এর পরিচালক Julia Ducorna. ইনি প্রথম মহিলা পরিচালক যিনি একা এই পুরষ্কার জিতলেন। এটি ফ্রান্সের থেকে দেওয়া হয়ে থাকে। ভারতের Payal Kapadia এর Night of knowing Bathing শ্রেষ্ঠ ডকুমেন্টারি এর পুরষ্কার জিতলো।
- সম্প্রতি অ্যামেরিকা কোন/ কোন কোন দেশের সঙ্গে Quadrilateral diplomatic forum এর ঘোষণা করলো?
a) আফগানিস্তান
b) পাকিস্তান
c) উজবেকিস্তান
d) উপরের সবকটি
বাইডেনের মন্ত্রকের তরফ থেকে এই ঘোষণা করা হলো। আফগানিস্তানের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি তৈরি হলো।
উজবেকিস্তান
Capital: Tashkent
Currency: Uzbekistani soʻm
President: Shavkat Mirziyoyev
পাকিস্তান
Capital: Islamabad
President: Arif Alvi
Currency: Pakistani rupee
Prime minister: Imran Khan
আফগানিস্তান
President: Ashraf Ghani
Capital: Kabul
Currency: Afghan afghani
- Pedro Castillo কোন দেশের নতুন রাষ্ট্রপতি হলেন?
a) পেরু
b) চিলি
c) ব্রাজিল
d) ইকুয়েডর
ইনি লেফট ফ্রি পেরু দলের সদস্য। Dina Bolurate দেশের প্রথম উপরাষ্ট্রপতি হলেন।
Peru
Capital: Lima
Currency: Sol
Amazon river originates from Andes mountain, Peru
- The India Story নামে কে বই রচনা করলেন?
a) Jairam Ramesh
b) Bimal Jalan
c) Ruskin Bond
d) Amitabh Ghosh
ইনি ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। ভারতের অর্থনীতির ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। এনার আর দুটি বিখ্যাত বই India Then and Now এবং India Ahead.
- কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে?
a) পশ্চিমবঙ্গ
b) সিকিম
c) হরিয়ানা
d) বিহার
কুরুক্ষেত্রে এটি স্থাপন করা হবে। সুরজকুন্ড শিল্প মেলার বৃদ্ধি এবং একে আরো জনপ্রিয় করে তোলার জন্য এখানে কাজ করা হবে। বর্তমানে পাঞ্জাবের পাতিয়ালা তে নর্থ জোন কালাচারাল সেন্টার রয়েছে।
- কোন রাজ্য ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করলো?
a) হরিয়ানা
b) উত্তর প্রদেশ
c) বিহার
d) পাঞ্জাব
গ্রামীণ অঞ্চলের কুটির শিল্প এর উন্নতির জন্য এই প্রকল্প। এতে রাজ্যের সমস্ত ব্লক কে কোন একটি শিল্পের সঙ্গে সংযোগ করা হবে।
ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হলো হরিয়ানাতে।
প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজের রাজ্যের মানুষের জন্য 75% আসন সংরক্ষণে বিল পাস করল হরিয়ানা।
কোভিড এমারজেন্সি লোন স্কিম চালু করলো হরিয়ানা
সম্প্রতি ভারতের বন্য প্রাণী বিভাগ হরিয়ানা রাজ্যে বাঁদর গননা করলো
হরিয়ানা সম্প্রতি Black Fungus ( Mucomycosis) কে Notified Disease হিসেবে ঘোষিত করলো
হরিয়ানা রাজ্য প্রথম করোনয় সাহায্যের জন্য GST তে ছাড় দিলো
বেসরকারি হাসপাতালে BPL তালিকা ভুক্ত করোনা রুগীদের বিনা অর্থে চিকিৎসার কথা ঘোষণা করলো
করোনা রোগীদের চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করলো হরিয়ানা
সম্প্রতি হরিয়ানা 80 একর অক্সি বন তৈরির কথা ঘোষণা করলো। মোট চারটি প্রকল্প এর আওতায় চালু করা হলো। Pran Vayu Devta Pension Scheme, Oxi- Van in KArnal, Oxi- Van in Panchkula,
মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খোলার কথা ঘোষণা করলো হরিয়ানা
2021 এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস করোনার কারনে 2022 এ অনুষ্ঠিত হবে হরিয়ানা তে।
পুরাতত্ববিদ রা গুহা চিত্র আবিস্কার করলেন হরিয়ানা তে। এগুলি সব মধ্য প্রস্তর যুগের চিত্র।
দেশের প্রথম গ্রেইন এটিএম খুললো হরিয়ানা।
Haryana:
Capital: Chandigarh
CM; Manohar Lal Khattar
Stae Hood: 1 November 1966
LS: 10 RS:5
Governor: Bandaru Dattatraya
High court: Punjab and Haryana High Court
National Park: Sultanpur, Kalesar.
Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)
- জম্মু এবং কাশ্মীর হাইকোর্টের নাম পরিবর্তন হয়ে কি হলো?
a) ইউনিয়ন টেরিটরি লাদাখ হাইকোর্ট
b) জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট
c) শ্রীনগর হাইকোর্ট
d) লে হাইকোর্ট
ভারতের আইন্ মন্ত্রক এই ঘোষণা করলো।
Jammu and Kashmir:
Capital: Jammu & Srinagar
Lieutenant Governor: Manoj Sinha
High court: Jammu & Kashmir High court
National Park: Dachigram, Kistwar, City forest ( Salim Ali, Srinagar)
Dance form: Kud, Dumhar, Rouf, Bhand Patehar, Hafiza
Festival: Tulip, Kheer bhawani mela, Udhampur Mela.
Ramsar Site: Hokera Wetland, Surinsar- Mansar lakes, Wular lake
Ladakh:
Capital:Leh
Formation Date: 31 October 2019
Lt. Governor: Radha Krishna Mathur
High court: Jammu and Kashmir high Court
National Park: Hemmis
Festival:Losar, Hemis, Sindhu Darshan, Dosmoche
Ramsar Site: Tsomoriri, Tso Kar Wetland Complex
- মহিলাদের সুরক্ষার জন্য কোন রাজ্যের পুলিশ Pink Protection প্রোজেক্ট চালু করলো?
a) কর্ণাটক
b) কেরালা
c) তেলেঙ্গানা
d) বিহার
সরকারি, বেসরকারি এবং নেট দুনিয়া তে মহিলাদের সুরক্ষার জন্য এই প্রোজেক্ট চালু করা হলো। এর জন্য 10 টি গাড়ি, 40 টি বুলেট বাইক এবং 20 টী বাইসাইকেল থাকবে।
এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে
গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
Kerala:
Capital: Thiruvananthapuram
Formation Date: 1 November 1956
LS:20 RS: 9
CM; Pinarayi Vijayan
Governor: Arif Mohammed Khan
High court: Kerala High Court, Kochi
National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland
- ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস কোন শহরে চালু হলো?
a) কোলকাতা
b) নয়ডা
c) দিল্লী
d) মুম্বাই
নয়ডা বিমানবন্দর থেকে নয়ডা ফিল্ম সিটি পর্যন্ত চালু হলো। 100 কিমি প্রতি ঘণ্টা বেগে এটি চলবে। একবারে 4/6 জন যাত্রী যেতে পারবে।
উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী UP Mukhyamantri Abhyudaya যোজনা চালু করলো।
স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে মৃত্যুদণ্ড পেতে চলেছেন উত্তরপ্রদেশের মহিলা শবনম আলী।
উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেট স্থাপিত হল।
2021 সালের ই পঞ্চায়েত পুরস্কার জিতলো উত্তরপ্রদেশ
2021 এর প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাবলো পুরস্কার পেয়েছে।
ভারতের প্রথম পশুদের জন্য War Memorial মিরাটে তইরি হচ্ছে।
Varsat Campaign চালু করেছে গ্রামিন অঞ্চলের জন্য।
Essential Services Maintenance Act চালু করলো উত্তরপ্রদেশ
মেডিসিন এটিএম চালু করলো উত্তরপ্রদেশ।
সম্প্রতি করোনায় প্রয়াত সাংবাদিকদের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো উত্তরপ্রদেশ
করোনা টীকাকরনের জন্য পিঙ্ক বুথ চালু করলো উত্তর প্রদেশ
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার 18 বছরের নীচের শিশুদের জন্য 50 লক্ষ ফ্রি মেডিসিন কিট দেওয়ার কথা ঘোষণা করলো
Shooter Dadi বা Chandro Tomar এর নামে শুটিং রেঞ্জ এর নাম রাখতে চলেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নয়ডা তে এটি তৈরি হচ্ছে।
2021-30 সালের জন্য নতুন জন সংখ্যা নীতি আনলো উত্তরপ্রদেশ। এই নীতি অনুসারে যে সমস্ত দম্প্তির দুটির অধিক সিন্তান তারা সরকারি কোন পরিক্ষায় বস্তে পারবে না। ভোটে দাড়াতে পারবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক Rudraksh নামে একটি Cooperation এবং Convention কেন্দ্রের উদ্বোধন করলে বারানসিতে
Uttar Pradesh:
Capital: Lucknow
LS; 80 RS:31
CM; Yogi Adityanath
Governor: Anandiben Patel
High court: Allahabad High Court
National Park: Dudhwa,
Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri
- সম্প্রতি মৈরাং কোন রাজ্যের 12 তম জেলা ঘোষিত হলো?
a) মেঘালয়
b) সিকিম
c) হরিয়ানা
d) আসাম
লোকটাক লেক এই জেলায় অবস্থিত। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় INA এর হেড কোয়াটার ছিলো এখানে। ভারতের মাটিতে 1944 সালের 14 এপ্রিল INA প্রথম যে ভারতের পতাকা উত্তোলন করেছিলো সেটিও এই মৈরাং এ।
ভারতের বৃহত্তম স্টিল আর্চ সেতু ওয়ারে ব্রিজ নির্মিত হলো মেঘালয়।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মেঘালয় রাজ্যের প্রতি 1000 জন মহিলায় 3 জন HIV পজিটিভ
সম্প্রতি পরিযায়ী শ্রমিক দের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল লঞ্চ করল মেঘালয়।
সম্প্রতি মেঘালয় এ বিজ্ঞানীরা বাঁদুরের নতুন প্রজাতি (Bamboo-Dwelling Bats) আবিষ্কার করলেন। এই প্রজাতি টি পাওয়া গেছে Nongkhyllem wildlife Sanctuary তে।
ভারতের মেঘালয় রাজ্যে সম্প্রতি Sauropod Dinosaurs এর হাড় পাওয়া গেছে
Meghalaya:
Capital: Shillong
LS:1 RS:1
Formation Date: 21 January 1972
CM; Conrad Sangma
Governor: Satya Pal Malik
High court: Meghalaya High Court
National Park: Balpakram, Nokrek Ridge
Dance form:Nongkrem, ShadSuk Mynsiem, Lahoo, Dorsegata, Behdienkhlam.
Festival: Behdienkhlam, Nongkrem, Wangala, ShadSuk Mynsiem
- Monk Fruit ভারতের কোন রাজ্যে প্রথম চাষ করা হচ্ছে?
a) সিকিম
b) হিমাচল প্রদেশ
c) আসাম
d) গোয়া
এটি আদতে চীনের ফল। চিনির থেকে 300 গুন বেশী মিষ্টি এই ফলে ক্যালোরি অত্যন্ত কম। কুলু জেলায় প্রথম চাষ করা হচ্ছে।
ইপরিবহন ব্যবস্থা লঞ্চ করল হিমাচল প্রদেশ।
ভারতের প্রথম রাজ্য হিসেবে ই-ক্যাবিনেট কার্যকর করলো হিমাচল প্রদেশ।
Veerangana on wheel পরিষেবা চালু করলো হিমাচল প্রদেশ
পর্বত ধারা যোজনা চালু করলো হিমাচল প্রদেশ
সম্প্রতি হিমাচল প্রদেশ বন পুকুর তৈরি করছে বৃষ্টির জল সংরক্ষণের জন্য
কেন্দ্রীয় AYUSH মন্ত্রক হিমাচল প্রদেশে AYUSH Ghar Dwar যোজনা চালু করলো
ভারতের Panacea Biotech Sputnik V তৈরির লাইসেন্স পেলো। এটি তৈরি হবে হিমাচল প্রদেশের Baddi তে।
হিমাচল প্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী Virbhadra Sing মারা গেলেন । ইনি হিমাচল প্রদেশের সর্বাধিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন। 6 বার তিনি এই দায়িত্ব সামলান।
Himachal Pradesh:
Capital: Shimla
LS:4 RS:3
Formation: 25 january 1971
CM; Jai Ram Thakur
Governor: Rajendra Vishwanath Arlekar
High court: Himachal Pradesh High Court
National Park: Great Himalayan, Pin Valley, Inderkilla, Kheer Ganga, Simbul Bara.
Dance form:Nati, Rakhasa, Dashone, Cholamba, Natnatin, Shand and Shabu, Dangi, Kayang Mala
Festival: Renukaji, Fagli, Lavi, Halda, Kullu Dussera, Minjar Mela, Gochi, Sazo, DOngri, International Himalayan Festival.
Ramsar Site: Chandra Taal, Renuka lake, Pong Dam lake
World Heritage Site: Great Himalayan National Park
- অ্যাপেল কোম্পানি কে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হলো কারা?
a) LG
b) Xiaomi
c) Samsung
d) Oneplus
এটি চীনের কোম্পানি। তালিকায় প্রথম স্থানে আছে স্যামসাং। গত চারমাসে এদের উৎপাদন 83% বেড়েছে।
Xiaomi
CEO: Lei Jun (6 Apr 2010–)
Founded: 6 April 2010,
Headquarters: Beijing, China
China:
Capital: Bejing
Currency: Yuan, Renminbi
President: Xi Jinping
Perliament: National People’s Congress
Longest river: Yangtze River
National Sports: Table Tennis
- ফর্মুলা ওয়ান ব্রিটিশ গ্রাপি কে জিতলেন?
a) Lewis Hamilton
b) Sabastian Vettel
c) Perez
d) Vertespan
এই ব্রিটিশ ড্রাইভার মার্সিডিজ এর হয়ে প্রতিনিধিত্ব করেন।
- সম্প্রতি খবরে থাকা Sparkassen Trophy কোন খেলার সঙ্গে যুক্ত?
a) ক্রিকেট
b) দাবা
c) হকি
d) ব্যাডমিন্টন
সম্প্রতি এতে চ্যাম্পিয়ন হলেন ভারতের শ্রেষ্ঠ দাবা খেলোয়ার বিশ্বনাথ আনন্দ। ফাইনালে তিনি রাশিয়ার Vladimir Kramanic কে পরাজিত করলেন।
বিশ্বের কনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার- Abhimanyu Mishra (USA)
ভারতের কনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার- D Gukesh
ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার- Viswanathan Anand
প্রথম বাঙালি গ্র্যান্ড মাস্টার- dibyendu barua
প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার- Subbaraman Vijayalakshmi
All India Chess Federation
President: Sanjay Kapoor
Headquarters: Jawaharlal Nehru Stadium; Chennai
Founded: 1951
FIDE
Headquarters: Lausanne, Switzerland
Founded: 20 July 1924, Paris, France