21st August 2021 Current Affairs In Bengali | 21st আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

21st August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 21th August 2021 Current Affairs PDF:

Download 21st August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

21st August 2021 Current Affairs in Bengali:

1. প্রথম Himalayan Film Festival হোস্ট করবে কোন রাজ্য?

a) জম্মু-কাশ্মীর
b) হিমাচল প্রদেশ
c) উত্তরাখণ্ড
d) লাদাখ

• 24 থেকে 28 সেপ্টেম্বার লাদাখের রাজধানী লে তে এটি অনুষ্ঠিত হবে। লাদাখ সিনেমার শুটিং এর জন্য আকর্ষণীয় স্থান করে তোলার জন্য এটি আয়োজন করা হচ্ছে।

• সম্প্রতি লাদাখ সমস্ত চাকরী স্থানীয় দের জন্য সংরক্ষিত করে দিলো
• সম্প্রতি লাদাখে ভারতীয় সেনা Project Ignited Minds চালু করলো।
• Youn Tab Scheme 2021 চালু করলো লাদাখ।
• সম্প্রতি লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল খোলা স্থানে শৌচ মুক্ত (Open Defecation Free) বলে ঘোষিত হলো
• সম্প্রতি লাদাখ শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলার জন্য Community Radio Network চালু করার পরিকল্পনা করছে
• ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে 100% প্রথম করোনা ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করলো লাদাখ
• লাদাখ নিজেদের সম্পূর্ণ অরগ্যানিক বানানোর জন্য সিকিমের সঙ্গে সমঝোতা করলো
• লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তা কোথায় তৈরি করছে বর্ডার রোড অরগ্যানাইজেসন। পূর্ব লাদাখে Umlingla Pass এ এটি নির্মাণ করা হবে। এর উচ্চতা হবে 19300 ফুট।
• লাদাখে Pani Maah ক্যাম্পেন চালু হলো। এক মাস ব্যাপি এই ক্যাম্পেন। জল জীবন মিশন কে আরো দ্রুত করার জন্য এই উদ্যোগ।

Ladakh:
• Capital: Leh
• Formation Date: 31 October 2019
• Lt. Governor: Radha Krishna Mathur
• High court: Jammu and Kashmir high Court
• National Park: Hemmis
• Festival:Losar, Hemis, Sindhu Darshan, Dosmoche
• Ramsar Site: Tsomoriri, Tso Kar Wetland Complex

2. ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ?

a) আমেরিকা
b) কানাডা
c) রাশিয়া
d) জাপান

• এর আগে অন্য দেশ থেকে বিনা করোনা প্রতিষেধক নেওয়া কোন নাগরিকের আসায় নিষেধাজ্ঞা জারী করেছিলো। এর পর নিজের দেশের নাগরিক দের বিদেশে যাওয়ার আগে করোনা ভ্যাক্সিনেশন বাধ্যতা মূলক করলো কানাডা।

• মহম্মদ জামাল ক্যানাডার প্রথম Black Person হিসেবে সুপ্রিমকোর্টের বিচারপতি হলেন
• Quinn প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেললেন। ইনি কানাডার ফুটবলার।

• Currency: Canadian dollar
• Capital: Ottawa
• Prime minister: Justin Trudeau

3. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে সবথেকে দূষিত দেশের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ?

a) বাংলাদেশ
b) ভারত
c) পাকিস্তান
d) মঙ্গোলিয়া

• বাংলাদেশের বায়ুর অবস্থা পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান এবং তৃতীয় স্থানে ভারত। সবথেকে ভালো স্থানে আছে Puerto Rico.

• বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ সঞ্চালক হলেন তাসনুভা আনান শিশির। ইনি বৈশাখী টিভিতে সঞ্চালনা করবেন.
• নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
• Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে
• ভারতীয় হাই কমিশন বাংলাদেশ এ সংস্কৃত শেখার অ্যাপ Little Guru চালু করলো
• বাংলাদেশের ঢাকায় সম্প্রতি বংবন্ধু-বাপু মিউজিয়ামের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
• বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
• সম্প্রতি বাংলাদেশমাথা পিছু আয়ে ভারত কে ছারিয়ে গেলো
• বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
• এবছর ডিসেম্বর মাসে মৈত্রী পাওয়ার প্রোজেক্ট এর প্রথম বাংলাদেশে চালু হবে। এটি তে সাহায্য করবে ভারতের NTPC লিমিটেড।
• টোকিও গেমস এ Olympic Laurel Trophy পেলেন Muhammad Yunus
• যোগাযোগ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে বাংলাদেশ
• দুর্যোগ ব্যাবস্থাপনের জন্য বাংলাদেশ ভারত মউ সাক্ষর করলো

Bangladesh:
• Capital: Dhaka
• Currency: Bangladeshi Tanka
• Prime minister: Sekh Hasina
• President: Abdul Hamid.
• Longest river: Surma
• Highest Peak: Keokradong
• National Sports: Kabaddi

Index

1st

India Rank

Global climate risk index

 

মোজাম্বিক

 

7th

 

Corruption perception index

 

New Zealand And Denmark

 

86th

 

Asia Pacific personalized health index

 

Singapore

 

10th

 

Covid performance-index

 

New Zealand 

 

86th

 

Democracy index (এটি প্রকাশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)

 

Norway

 

53rd

 

ইকোনমিক ফ্রিডম ইনডেক্স

সিঙ্গাপুর।

121।

2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট

বিশ্বের সবথেকে দূষিত শহর হল সিনজিয়াং। এটি চীনে অবস্থিত।

ভারতের দিল্লি দশম স্থানে আছে।

 

বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি

China

চতুর্থ

International intellectual property index

আমেরিকা

40

জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021

ফিনল্যান্ড

140

গ্লোবাল হোম প্রাইস ইনডেক্স

আমেরিকা

55

Inclusive Internet Index

সুইডেন

49

হেনলি পাসপোর্ট ইনডেক্স

জাপান

84

World Press Freedom Index

নরওয়ে

142

 

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স

 

94

WEF Global Energy Transition Index 2021

sweden

87

Chandler Good Government Index 2021

Finland

49

 

renewable energy country attraction index

USA

3rd

Expert insider 2021 survey 

Taiwan

51

Sustainable Development Goals

Sweden

117

2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট

Switzerland

67

World Competitiveness Index

সুইজারল্যান্ড।

43

Global Peace Index

Iceland

135

সুইস ব্যাংকে বিদেশী রাষ্ট্রের অর্থ গচ্ছিতের র‍্যাঙ্কিং

Britain

51

Sustainable Development Report

Finland

120

গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স

USA

10

গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেমে

20

QS Best Student Cities Ranking

লন্ডন

 

মুম্বাই106

 

2020 গ্লোবাল ইউথ ডেভলপমেন্ট ইনডেক্স

Singapore

122

Skytracks World Airport Award Ranking 2021

Doha Hamad International  Airport

 

Indira Gandhi Airport, 45

4. সম্প্রতি National Youth Award পেলেন কে?

a) মহম্মদ আজম
b) Dr. Belle Monappa Hegde
c) Maulana Wahiduddin Khan
d) B. B. Lal

• তেলেঙ্গানার করিমপুর জেলার এই বাসিন্দা কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের হাত থেকে এই পুরষ্কার নিলেন। অসাধারন নেতৃত্ব দানের ক্ষমতার জন্য তাকে এই পুরষ্কার প্রদান করা হলো। ইনি রক্ত দান, অঙ্গ দান, এবং বৃক্ষ রোপণ সংক্রান্ত বহু জন সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন।

5. কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন খেলোয়াড়?

a) পারাত্তু রবীন্দ্রন সৃজেশ
b) নীরাজ চোপড়া
c) রবি কুমার দোহিয়া
d) অভিনব বিন্দ্রা

• ইনি ভারতীয় হকি দলের গোল রক্ষক এবং প্রাক্তন অধিনায়ক।

• এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
• ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
• 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
• কেরালা সরকার কেরালা নলেজ মিশন এবং ডিজিটাল ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নামে দুটি প্রকল্প চালু করল।
• Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
• সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
• Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
• Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
• সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
• কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
• বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
• ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
• কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে
• গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
• মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো
• কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।
• Bhageerathi Amma যিনি ভারতের সবথেকে বয়স্ক শিক্ষার্থী 107 বছর বয়সে মারা গেলেন।
• Educational Empowerment Fund চালু করলো কেরালা। Vindyakiranam Project এবং ওয়েবসাইট চালু করা হলো এর জন্য।
• কেরালাতে সফটঅয়্যার ল্যাব চালু করতে চলেছে আইবিএম
• ভারতের প্রথম জাতীয় Heart Failure Biobank স্থাপন করলো SCTIMST. এটি কেরালায় চালু হলো।
• প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সহজীবনম প্রোজেক্ট চালু করলো কেরালা
• ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কেরালা তে।

Kerala:

• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

.
6. “The Dream of Revolution: A Biography of Jayaprakash Narayan” শিরোনামে বই লিখলেন কে?

a) সুজাতা প্রসাদ
b) বিমলা প্রসাদ
c) উভয়
d) উপরের কেউ নন

• এটি জয়প্রকাশ নারায়নের জীবনী। পেঙ্গুইন প্রকাশনীর তরফ থেকে এটি প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে বিমলা প্রসাদ হচ্ছেন একজন ঐতিহাসিক এবং সুজাতা প্রসাদ একজন লেখক।

Rajpal Puniya

 

Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission

Jairam Ramesh

The Light of Asia

Kareena Kapoor Khan

The Pregnancy Bible

 

Ashok Chakraborty

 

The struggle within: A memoir of the Emergency

C.K. Gariali

 

Bank with a Soul: Equitas

Rakeysh Omprakash Mehra

Reeta Ramamurthy Gupta

 

The Stranger in the Mirror

Yalamanchili Shivaji

 

Palleku Pattabhishekam

Imtiaz Anees

Riding Free: My Olympic Journey

Ashok Lavasa

 

An Ordinary Life: Portrait of an Indian Generation

Kanti Bajpai

 

India Versus China: Why They are Not Friends

Harsha Vartula

The Khan of Khel Khudaai

Kunal Basu

 

In An Ideal World

Manan Bhatt

 

Balakot Air Strike: How India Avengerd Pulwama

Captain Ramesh Babu

 

My own Mazagon

Pawan K Verma

The Great Hindu Civilization

Sudha Murti

 

How the Earth Got Its Beauty

Ramesh Narayan

A Different Route to Success’

Inaugurated by Venkaiya Naidu

Accelerating India: 7 Years of Modi Government’

7. সম্প্রতি প্রয়াত Maki Kaji, কোন পাজল গেমের স্রষ্টা ছিলেন?

a) ক্যান্ডি ক্রাশ
b) সুডোকু
c) রুবিকস কিউব
d) ব্রেন টিজার

• ১৯৮০ এর দশকে তিনি এই বিখ্যাত পাজল গেমের ধারনা দেন। ক্যান্সারের কারনে 70 বছর বয়সে তিনি টোকিও তে মারা গেলেন। ইনি ছিলেন জাপানের বাসিন্দা।

• দেশবাসীর একাকীত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ মন্ত্রী নিয়োগ করলো জাপান।ওনার নাম Tetsushi Sakamoto
• বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ নির্মাণ করবে জাপান 2023 সালে লঞ্চ করা হবে মহাকাশে
• বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার fugaku তৈরি করল জাপান।
• পেটেন্ট ভেরিফিকেশনের জন্য ভারতকে সহযোগিতা করবে
• ভারত জাপানের সঙ্গে অ্যাকাডেমিক এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতার জন্য মউ স্বাক্ষর করলো
• সম্প্রতি ভারত সরকার জাপান সঙ্গে Sustainable Urban Development নিয়ে Memorandum of Cooperation সাক্ষর করতে চলেছে
• বিদেশ ভ্রমনের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু করার কথা ঘোষণা করলো জাপান
• জাপানভারত কে কোল্ড চেন সিস্টেম তৈরি করার জন্য 9.3 বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করছে
• 1936 অলিম্পিকের পর কনিষ্ঠ তম স্বর্ণ পদক জয়ী খেলোয়ার হলেন জাপানের Momiji Nishia.

Japan:
• Capital- Tokyo
• Currency- Yen
• Prime minister- Yoshihide Suga
• King- Naruhito
• Parliament- Diet
• National sports- Sumo
• National emblem- chrysanthemum

8. সম্প্রতি কোন রাজ্য সরকার জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করলো?

a) পশ্চিমবঙ্গ
b) উড়িষ্যা
c) গুজরাট
d) অন্ধ্রপ্রদেশ

• মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এর ঘোষণা করলেন। রাজ্যের যেসমস্ত মানুষ কেন্দ্র এবং রাজ্যের খাদ্য সুরক্ষা আইনের সুবিধাভোগী তারা সবাই এই সুবিধা পাবেন। বিজু স্বাস্থ্য কল্যান যোজনার আওতায় এটি চালু করা হলো। এটি বাড়ির গৃহিণীদের প্রদান করা হবে যাতে তারা বছরে ১০ লক্ষ টাকা লোন পাবে এবং তার পরিবারের অন্য সদস্য ৫ লক্ষ টাকা পর্যন্ত লোণ পাবে।

9. আরও কত বছরের জন্য ভারতের জাতীয় হকি টিমের স্পনসর হবে উড়িষ্যা সরকার?

a) ১২ বছর
b) ৫ বছর
c) ১০ বছর
d) ৭ বছর

• ৪১ বছর পর ভারত আবার অলিম্পিকে পদক পেয়েছে যাতে উড়িষ্যা সরকারের ও অবদান অনেক। পুরুষ এবং মহিলা সমস্ত অলিম্পিক হকি দলের সদস্য দের ১০ লক্ষ টাকা করে এবং স্টাফ দের ৫ লক্ষ টাকা করে প্রদান করেছে অলিম্পিকের সাফল্যের জন্য।

Hockey India
• Founded 2009;
• Headquarters New Delhi, India
• President Gyanendro Nigombam
• Replaced Indian Hockey Federation (1925–2008)

• দেশের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন হলো উড়িষ্যাতে।
• ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হতে চলেছে উড়িষ্যার বালেশ্বর এ।
• ভারতের প্রথম ওয়াল্ড স্কিল সেন্টার স্থাপিত হলো উড়িষ্যা ভুবনেশ্বর এ।
• লকডাউন চলাকালিন পথ পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড গঠন করলো উড়িষ্যা
• FIH President Award পেলেন উড়িষ্যার আইএএস অফিসার ভি কে পান্ডিয়ান
• স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী মোকাবিলা এবং ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে চলেছে উড়িষ্যা
• সম্প্রতি উড়িষ্যা সরকার পুলিশে ট্রান্সজেন্ডার এর নিয়োগে অনুমোদন দিলো
• সম্প্রতি আশীর্বাদ প্রকল্প চালু করলো উড়িষ্যা
• ভারতের একমাত্র উড়িষ্যাতে কুমিরের তিন রকম প্রজাতি পাওয়া গেছে। এই তিনটি প্রজাতি হলো
• Gharial, Magar, Crocodiles. 1975 সাল থেকে উড়িষ্যায় এই কুমির সংরক্ষণ শুরু হয়। উড়িষ্যা তে ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল দেখা যায়।
• Suvarnarekha Irrigation Project চালু হলো উড়িষ্যা তে
• ভারতের প্রথম পুরি শহরে সমস্ত ট্যাপে পানীয় জল পাওয়া যাবে
• ভারতের ভুবনেশ্বর প্রথম শহর হিসেবে 100% টীকা করণ সম্পন্ন হলো
Odisha:
• Capital: Bhubaneshwar
• LS:21 RS:10
• CM; Naveen Patnaik
• Governor: Ganeshi Lal Mathur
• High court: Odisha High Court, Cuttack
• National Park: Simlipal, Bhitarkanika
• Dance form: Gotipua, Chhau, Ghumura, Ranappa, Chaiti Ghoda, Bardo chham, Ponung
• Festival: Chaitra jatra, Rath jathra, Dhanu jatra, Thakurani jatra, Bali jatra, Naukhai.
• Ramsar Site: Bhitarkanika Mangroves, Chilika Lake
• World Heritage Site: Sun Temple, Konârak

10. কোন দেশের সাথে ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?

a) জাপান
b) রাশিয়া
c) মালদ্বীপ
d) ইংল্যান্ড

• ভারতের তাবার নামে সামুদ্রিক যুদ্ধ জাহাজ এই মহড়ায় অংশ নিল। এটি অনুষ্ঠিত হলো ব্রিটেনের Portsmouth বন্দরে। এর আগে জুলাই মাসে বঙ্গোপসাগরে এরা এই সামরিক অনুশীলন করলো।

• সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত হলো ডেজার্ট ফ্ল্যাগ সামরিক অনুশীলন।
• ভারত এবং ফ্রান্সের বায়ু সেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট -21 আয়োজিত হল যোধপুরে।
• ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধঅভ্যাস-20 আয়োজিত হল রাজস্থানে।
• ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ ক্রীড়া TROPEX-21 এর সমাধা হল ভারত মহাসাগরীয় অঞ্চলে।
• ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষেত এ যৌথ সেনা মহড়া DUSTLIK ii অনুষ্ঠিত হলো।
• সম্প্রতি মাদাগাস্কার নেভি সঙ্গে প্রথমবার যৌথ নৌ সেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারত
• হিমাচল প্রদেশ এ vajra Pahar 2021 নামে সামরিক অনুশীলন করলো ভারত আর আমেরিকা
• Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ অনুষ্ঠিত হবে
• ভারত এবং কিরঘিজিস্তানের মধ্যে খাঞ্জার সামরিক অনুশীলন বিস্কেক অনুষ্ঠিত হলো
• বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
• সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাঁর নাম IN EUNAVFOR
• ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ এর সঙ্গে Shield নামে সামরিক মহড়া আয়োজন করলো
• ভারত এবং রাশিয়ার মধ্যে আগস্ট মাসে INDRA সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার Volgograd এ এটি অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি 12 টি পূর্ব আফ্রিকার দেশ একসঙ্গে Cutlass Express সামরিক অনুশীলন করলো। আফ্রিকার 12 টি দেশ ছাড়া ভারত, অ্যামেরিকা ইউকে এতে অংশ গ্রহণ করেছিলো।
• ভারত ইউএই এর সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো
• ভারত সৌদি আরব এর সঙ্গে Al-Mohal al-Hindi 2021 যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• 25-29 আগস্ট ভারত জাপান অ্যামেরিকা অস্ট্রেলিয়া সঙ্গে মালাবার নৌসেনা মহড়া অনুষ্ঠিত করবে
• সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি

 

Share with your friends

Leave a Comment