19th September 2021 Current Affairs In Bengali | 19th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

19th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 19th September 2021 Current Affairs PDF:

Download 19th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

19th September 2021 Current Affairs in Bengali:

  1. আন্তর্জাতিক ওজন দিবস কবে পালন করা হয়?

a) 14 September
b) 15 September
c) 16 September
d) 17 September

• পৃথিবীর জীবনের জন্য ওজন স্তরের গুরুত্ব বোঝাতে এই দিনটি পালন করা হয়। 1994 সাল থেকে ইউনাইটেড নেসন্স এই দিনটি উদযাপন করে। এবছর এর থিম ছিলো Montreal Protocol keeping us, our food and vaccines cool.

5-SeptemberTeachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day
8-SeptemberWorld Literacy Day
14-SeptemberHindi day, World First Air Day
15-SeptemberEngineer’s day in India
16-SeptemberWorld Ozone Day
21-SeptemberAlzheimer’s Day, International day of peace
25-SeptemberSocial justice day
27-SeptemberWorld Tourism Day
  1. টাইমস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বিশ্বের 100 সবথেকে প্রভাবশালী মানুষের তালিকায় ভারতের কতজন স্থান পেয়েছে?

a) 2
b) 3
c) 4
d) 5

• এই তিনজন হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিরাম ইন্সটিটিউট এর সিইও আদার পুনাওয়ালা। এতে তালিবান এর সহ প্রতিষ্ঠাতা Abdul Ghani Bardar ও রয়েছেন।

• Sustainable Development Goals India Index 2020-21
• প্রথম স্থানে আছে কেরাল। দ্বিতীয় হিমাচল এবং তামিলনাড়ু এবং তৃতীয় আন্ধ্র প্রদেশ, গোয়া, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। সবথেকে খারাপ স্থানে আছে বিহার।
• সম্প্রতি প্রকাশিত Performance grading index 2019-20 তে 5টি রাজ্য A++ গ্রেড পেয়েছে। এটি প্রকাশ করে ভারতের শিক্ষা মন্ত্রক। 70 টি প্যারামিটারের ওপর ভিত্তি করে এতে গ্রেড দেওয়া হয়। কোন রাজ্যের শিক্ষা গত পরিকাঠামো কেমন তা পরিমাপ করা হয় এতে। যে পাঁচ টি রাজ্য সবথেকে ভালো ফল করেছে- চণ্ডীগড়, তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সবথেকে খারাপ ফল করেছে বিহার এবং মেঘালয়। লাদাখ প্রথমবার এতে অংশ গ্রহন করলো।
• QS বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এ ভারতের 3টি বিশ্ববিদ্যালয় প্রথম 200 তে আছে। এরা হলো IIT Bombay(177), IIT Delhi(185) এবং IISc Bangalore(186). প্রথম স্থানে আছে অ্যামেরিকার Massachusetts Institute of Technology.
• 2020 সালের Ease of living index এ প্রথম স্থানে আছে ব্যাঙ্গালোর
• 2020 সালের বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (Foreign Direct Investment) এ ভারত পঞ্চম স্থানে আছে। প্রথম স্থানে আছে চীন।
• Smart Cities Award Contest 2020 তে প্রথম স্থানে আছে উত্তর প্রদেশ। দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু। শহর হিসেবে প্রথম তিনে আছে Vadodora, Thane এবং Bhubaneswar. সেরা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে চণ্ডীগড়।
• Blockchain data platform এর রিপোর্ট অনুযায়ী ক্রিপ্টো গ্রহনে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম ভিয়েতনাম
• Rabobank’s 2021 Global Top 20 Dairy Companies তালিকা Amul-এর স্থান ১৮। এই লিস্টে প্রথম স্থানে আছে ফ্রান্সের Lactalis কোম্পানী

  1. অ্যামেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলে নতুন যে সিকিউরিটি গ্রুপ তৈরি করলো তার নাম কি?

a) QUAD
b) AUKUS
c) Troika
d) None of the above

• এর প্রথম প্রোজেক্ট হিসেবে অস্ট্রেলিয়া কে নিউক্লিয়ার সাবমেরিন বানিয়ে দেবে অ্যামেরিকা এবং যুক্ত রাজ্য।

Australia-
• Capital- Canberra
• Currency- Australian Dollar
• Prime Minister- Scott Morrison
• Parliament- Federal Parliament

England
• Capital: London
• Prime minister: Boris Johnson
• Currency: Pound sterling

USA
• Capital- Washington D.C (Potomac River)
• President- Joe Biden (46th)
• Vice president- Kamala Harris (49th )
• Parliament- Congress
• Upper house- Senate
• Lower house- House of Representatives
• 1st President- George Washington

  1. Carbon Capture Technology গ্রহন করা ভারতের প্রথম স্টিল কোম্পানি হলো কারা?

a) Sail
b) Tata Steel
c) JSW
d) Essar Steel

• টাটা ষ্টীল এর সিইও এবং এমডি TV Narendran এর উদ্বোধন করলেন। জামশেদপুরে এটি তৈরি করা হলো।

• সম্প্রতি Tata Consultancy Services নেদারল্যান্ডএ Coinnovation and advanced research centre স্থাপন করতে চলেছে
• সম্প্রতি টাটা গ্রুপ কোন বিগ বাস্কেট কে কিনে নিলো

Tata Group
• Founder: Jamsetji Tata
• Founded: 1868, Mumbai
• Owner: Tata Sons
• Headquarters: Mumbai
• Chairman: Natarajan Chandrasekaran

  1. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু যৌথ ভাবে কোন টিভি চ্যানেলের উদ্বোধন করলেন?

a) Sansad TV
b) Lok Sabha TV
c) Rajya Sabha TV
d) None of the above

• লোকসভা টিভই এবং রাজ্য সভা টিভি একত্রে এই চ্যানেল গঠিত হলো।

• Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন সর্বানন্দ সনোয়াল
• এশিয়ার প্রথম দেশ হিসেবে Plastic Pact লঞ্চ করতে চলেছে ভারত
• Vidyanjali Portal লঞ্চ করলেন Narendra Modi
• 9 September অনুষ্ঠিত হওয়া BRICS সামিটে সভাপতিত্ব করলেন Narendra Modi. এর থিম ছিলো BRICS@15: Intra BRICS cooperation for continuity, consolidation and consensus.
• Geeta Govinda: Jaydevaz Divine Odyssey নামে বই রিলিজ করলেন G Kishan Reddy. এর সঙ্গে একটি ইভেন্ট Bujurgon ku Baat- Desh ke Saath রিলিজ করলেন। বইটি কম্পাইল করেছেন Utpal K. Banerjee.
• National Livestock Mission এর জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন Purushottam Rupala
• সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কে 2023 G 20 Summit এর জন্য শেরপা ঘোষিত করা হলো
• প্রধানমন্ত্রী Swanidhi যোজনার আওতায় সম্প্রতি Main Bhi Digital 3.0 ক্যাম্পেন চালু করা হলো
• ১৩২টি শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে “প্রাণ” নামে পোর্টাল লঞ্চ করলো ভূপেন্দর যাদব
• Ministry of Tribal Affairs 36000 গ্রামে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা চালু করলো
• Telecom Sector এর Automatic route এ 100% FDI এর অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার

  1. Shoonya ক্যাম্পেন চালু করলো কোন সংস্থা?

a) SBI
b) NITI Aayog
c) ISRO
d) DRDO

• Rockey Mountain Institute এর সঙ্গে একত্রে 15 সেপ্টেম্বার এটি লঞ্চ করা হলো। এটি ইলেক্ট্রিক ভেহিকেল প্রোমোট করার জন্য একটি ক্যাম্পেন।

• প্রেগন্যান্ট মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলো NCW
• G-7 Digital and Technology Ministerial Meeting এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন রবি শঙ্কর প্রসাদ
• ভারত- ইউরপিয়ান ইউনিয়ন লিডারস সামিটে ভারতের থেকে প্রতিনিধিত্ব করলেন নরেন্দ্র মোদী
• ব্রিকসের প্রথম এম্প্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে সভাপতিত্ব করলো ভারত
• 2020 সালের সবথেকে বেশী Remittances গ্রহণকারী দেশ ভারত
• সম্প্রতি নরেন্দ্র সিং তোমার National Mobile Monitoring Software অ্যাপলিকেশন চালু করলেন
• প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে 22টি AIIMS স্থাপনের অনুমতি দিলো কেন্দ্রীয় সরকার
• সম্প্রতি শিক্ষা মন্ত্রক YUVA-Pradhanmantri Yojana চালু করলো
• NCPCR করোনায় যে সমস্ত শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খেয়াল রাখার জন্য Bal Swaraj পোর্টাল চালু করলো
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 80 কোটি মানুষ কে প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনার মাধ্যমে দেওয়ালি পর্যন্ত বিনা মুল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন
• জাতীয় পুষ্টি অভিযানের জন্য বিশ্ব ব্যাংক ভারত 200 মিলিয়ন ডলার লোন দিলো

National Institution for Transforming India)
• Formed 1 January 2015; 6 years ago
• Preceding Government Agency Planning Commission
• Jurisdiction Government of India
• Headquarters New Delhi
• Government Agency executives
• Narendra Modi, (Chairperson)
• Rajiv Kumar, (Vice Chairperson)
• Amitabh Kant, IAS, (CEO)

  1. ভারতের কোন রাজ্যে জুরাসিক যুগের একটি নতুন প্রজাতি Hybodont Shark এর সন্ধান পাওয়া গেলো?

a) কেরালা
b) রাজস্থান
c) সিকিম
d) পাঞ্জাব

• এই হাঙরের দাঁতের সন্ধান পাওয়া গেছে। এই প্রাণী জুরাসিক জুগে নদী এবং সমুদ্র উভয় অঞ্চলে থাকতো। জয়সালমিরে এর সন্ধান পাওয়া গেছে। ভারতে প্রথম বারের জন্য এই প্রানির সন্ধান পাওয়া গেলো।

• সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• বাজ পরে যেসমস্ত মানুষ মারা গেছেন তাদের কে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো রাজস্থান
• রাজস্থান World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো
• Mission Niryatak Bano ক্যাম্পেন চালু করলো রাজস্থান। স্থানিয় ব্যাবসায়িদের বিদেশে ব্যাবসায় সাহায্য করার জন্য এই ক্যাম্পেন চালু করা হলো।
• 1 বছরের ভোকেশনাল ট্রেনিং এর পর 60 জন ভিখারী কে চাকরী দিলো রাজস্থান
• সম্প্রতি স্ট্রিট ভেন্ডরদের বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলো রাজস্থান।
• সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।
• ভারতের প্রথম বিমানের আপতকালিন অবতরনে সক্ষম জাতিয় সরকের উদ্বোধন হলো রাজস্থানে। রাজস্থানের বারমেরের কাছে জাতীয় সরকে এটি নির্মাণ করা হলো। এই অঞ্চলটির দৈর্ঘ 3 কিমি এবং এটি NH-925 এর মধ্যে পরে।

Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

  1. Vodafone- Idea কোন রাজ্যে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে সতর্ক বার্তা প্রণালী পদ্ধতি চালু করলো?

a) বিহার
b) অন্ধ্রপ্রদেশ
c) উড়িষ্যা
d) হরিয়ানা

• অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তর এই নিয়ে চুক্তি সাক্ষর করলো। এতে যেকোন রকম দুর্যোগ সম্পর্কে পূর্বাভাষ দেওয়া হবে।

Vodafone Idea
• CEO: Ravinder Takkar (19 Aug 2019–)
• Founder: Kumar Mangalam Birla
• Founded: 31 August 2018

• সম্প্রতি ছোট দোকানদার এবং ব্যাবসায়ি দের সাহায্য করতে Jagananna Thodu Scheme চালু করলো
• সম্প্রতি অন্ধ্র প্রদেশ সরকার রাজ্যের সমস্ত কলেজে ইংরাজি মাধ্যম বাধ্যতা মূলক করলো
• সমস্ত সরকারি চাকরীর পরিক্ষা থেকে ইন্টারভিউ তুলে দিলো অন্ধ্র প্রদেশ
• আন্তর্জাতিক ই এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিতস্থি অন্ধ্র প্রদেশে
• 2021-24 সালের জন্য আইটি পলিসি চালু করলো অন্ধ্রপ্রদেশ
• অন্ধ্র প্রদেশ Raythu Vishwas Chaitanya Yatra আয়োজন করা শুরু করলো
• ব্যাবসায়িক ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের সাহায্য করতে 14 টি কোম্পানির সঙ্গে চুক্তি করলো অন্ধ্র প্রদেশ
• বিশ্ব ব্যাংকের সহায়তায় সল্ট প্রোগ্রাম শুরু করলো অন্ধ্র প্রদেশ
• NTPC বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট প্রোজেক্ট স্থাপন করতে চলেছে অন্ধ্রপ্রদেশ এর বিসাখাপত্তনামে
• ভারতের প্রথম রাজ্য হিসাবে ৩টি শহরের জন্য “ওয়াটার প্লাস সার্টিফিকেট” পেল অন্ধ্রপ্রদেশ। ওয়াটার প্লাস সার্টিফিকেট প্রাপ্ত শহর গুলি হলো- বিশাখাপত্তনম, বিজয়ারা এবং তিরুপতি।
• Ease of doing business এ প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে এসেছে উত্তরপ্রদেশ। তৃতীয় স্থানে আছে তেলেঙ্গানা।

Andhra Pradesh:
• Capital: Amaravati
• LS:25 RS:11
• Formation date: 1 November 1956
• CM; Y. S. Jagan Mohan Reddy
• Governor: Biswabhushan Harichandan
• High court: Andhra Pradesh High Court
• National Park: Sri Venkateswara, Rajiv Gandhi, Papikonda
• Dance form:Vilasini Natyam, Veranatyam, Dhimsa, Lambadi, Butta Bommalu, Bhama, Kalapam
• Festival: Flemingo, Srivari Bramhotsavam (Tirupati),Visaka utsav, Tirupati Ganga Jatra, Ugabi
• Ramsar Site- Koleru Lake

  1. সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ ৩০% থেকে ৪০% করলো কোন রাজ্য?

a) তামিলনাড়ু
b) কেরালা
c) মধ্যপ্রদেশ
d) মহারাষ্ট্র

• লিঙ্গ বৈষম্য কমানোর জন্য এই উদ্যোগ নিলো তামিলনাড়ু সরকার।
• সম্প্রতি খবরে থাকা Mukurthi National Park তামিলনাড়ু তে অবস্থিত
• সম্প্রতি তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্ষদাতা পরিষদ গঠনের কথা ঘোষণা করলো। যেটি একটি 5 সদস্যের বোর্ড যার সদস্যরা হলেন Esther Duflo, Raghuram Rajan, Arvind Subhramanian, Jean Dreze এবং S Narayan.
• সম্প্রতি তামিলনাড়ু সরকার স্কুলের শিক্ষার্থী দের যৌন হেনস্থা থেকে আটকানোর জন্য বিশেষ গাইডলাইন জারী করলো
• সম্প্রতি খবরে আছে Kudankulam Nuclear Plant. এর পঞ্চম ইউনিটের কাজ শুরু হয়েছে 29 জুন থেকে।
• তামিলনাড়ু Makkalai Thedi Maruthuvam নামে স্বাস্থ্য প্রকল্প চালু করলো
• ভোকেশনাল কোর্সে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী দের জন্য 7.5 শতাংশ আসন সংরক্ষণ করার কথা ঘোষণা করলো তামিলনাড়ু সরকার
• ভারতের প্রথম Dugong Conservation Reserve তৈরি হচ্ছে তামিলনাড়ুতে
• যে সমস্ত সাংবাদিক কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ড স্থাপন করছে তামিলনাড়ু
• Kalaignar Ejuthukoi পুরস্কারের কথা ঘোষণা করলো তামিলনাড়ু. সাংবাদিকতায় অসাধারন কাজ করেছেন যারা তাদের কে এই পুরস্কার প্রদান করা হবে।
• ডেনমার্কের সহায়তায় মান্নার উপসাগরে এনার্জি আইল্যান্ড তৈরি করতে চলেছে তামিলনাড়ু

Tamil Nadu:
• Capital: Chennai
• LS:39 RS: 18
• Madras Renamed as Tamil Nadu in 1969
• CM; M.K.Stalin
• Governor: R N Ravi
• High court: Madras High Court
• National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
• Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
• Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
• Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
• World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

  1. সম্প্রতি প্রয়াত ভবানী রায় কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

a) ক্রিকেট
b) ফুটবল
c) ভলি বল
d) হকি

• 75 বছর বয়সে ইনি মারা গেলেন। ইনি ভারতের জাতীয় দল এবং মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

• সম্প্রতি মারা গেলেন গুলাম মহম্মদ খান। ইনি 1982 এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী। ইনি ছিলেন একজন ইকুইস্টেরিয়ান
• সম্প্রতি মারা গেলেন 1980 অলিম্পিক হকি তে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য এম কে কৌশিক
• সম্প্রতি মারা গেলেন 1962 এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় ফুটবল দলের খেলোয়াড় Fortunato Franco
• সম্প্রতি মারা গেলেন বক্সার Dinko Sing
• সম্প্রতি মারা গেলেন
• ভারতের প্রথম অলিম্পিয়ান যিনি ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন Surat Sing Mathur
• সম্প্রতি মারা গেলেন NIrmal Kaur। ইনি ভারতীয় ভলিবল দলের অধিনায়ক ছিলেন। বিখ্যাত দৌরবিদ মিলখা সিং এর পত্নি।
• সম্প্রতি মারা গেলেন বিখ্যাত দৌড়বিদ মিলখা সিং
• সম্প্রতি মারা গেলেন ফুটবলার M Prasanna
• সম্প্রতি মারা গেলেন ক্রিকেটার Yashpal Sharma
• সম্প্রতি মারা গেলেন ব্যাডমিন্টন প্লেয়ার Nandu Natekar
• সম্প্রতি মারা গেলেন ফুটবলার SS Babu Narayan.
• সম্প্রতি প্রয়াত হলেন প্রাক্তন হকি খেলোয়াড় গোপাল ভেংরা
• সম্প্রতি প্রয়াত ফুটবলার চিন্ময় চ্যাটার্জি
• সম্প্রতি মারা গেলেন Om Nambir। ইনি ছিলেন ভারতের বিখ্যাত দৌড়বিদ পিটি ঊষার কোচ।
• সম্প্রতি মারা গেলেন ফুটবলার SS Hakim

Share with your friends

Leave a Comment