18th September 2021 Current Affairs In Bengali | 18th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

18th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 18th September 2021 Current Affairs PDF:

Download 18th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

18th September 2021 Current Affairs in Bengali:

  1. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন Lasith Malinga. ইনি কোন দেশের ক্রিকেটার?

a) পাকিস্তান
b) ভারত
c) শ্রীলঙ্কা
d) ইংল্যান্ড

• ইনি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন। ইনি তার শেষ আন্তর্জাতিক T-20 ম্যাচ খেললেন ওয়েস্ট ইন্ডিজ এর সঙ্গে।

• এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা এবছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এটি এবছর শ্রীলংকাতে
• হওয়ার কথা ছিল
• সম্প্রতি ভারত শ্রীলঙ্কা সঙ্গে সৌর শক্তি নিয়ে Line of Credit সাক্ষর করলো
• সম্প্রতি খবরে থাকা শ্রীলঙ্কা ক্রিকেটার Sanath Jayasundera কে 7 বছরের জন্য ব্যান করলো আইসিসি। গড়াপেটার অভিযোগে তাঁর এই সাজা হলো
• বিশ্বের বৃহত্তম নীলা পাথর (Sapphire cluster star) শ্রীলঙ্কাতে পাওয়া গেলো। এর নাম দেওয়া হয়েছে Serendipity Sapphire. Ratnapura তে এটি পাওয়া গেলো। এর ওজন 510 কেজি এবং দাম 100 মিলিয়ন ডলার।
• আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন Isuru uDana
• সম্প্রতি Food emergency ঘোষণা করলো শ্রীলঙ্কা

Sri Lanka:
• Capital: Sri Jayawardenepura Kotte
• Currency: rupee
• Prime minister: Mahinda Rajapaksa
• President: Gotabaya Rajapaksa
• Longest river: Mahaweli Ganga
• Highest Peak: Pidurutalagala
• National Sports: volley ball

  1. বিশ্বে প্রথম গল্ফ খেলোয়াড় হিসেবে দুবাই গোল্ডেন ভিসা পেলেন কে?

a) অদিতি অশোক
b) পল পোগবা
c) রোমেল লুকাকু
d) জীব মিলখা সিং

• ইনি মিলখা সিং এর পুত্র। এনাকে 10 বছরের গোল্ডেন ভিসা প্রদান করা হলো।

• মঙ্গলের কক্ষপথে পৌঁছালো সংযুক্ত আরব আমিরশাহির এয়ারক্রাফট HoPe।
• Nora Almatrooshi দেশের প্রথম মহিলা মহাকাশচারী হতে চলেছে।
• Mohamed al Khaja ইজরায়েল এ UAE এর প্রথম রাষ্ট্রদূত।
• 2022 সালে চাঁদে রশিদ নামে রোভার পাঠাবে সংযুক্ত আরব আমিরসাহি
• বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
• এশিয়ান বক্সিং চাম্পিয়ান্সিপ 2021 ইউএই তে অনুষ্ঠিত হবে
• সংযুক্ত আরব আমিরশাহী বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত কে গোল্ডেন ভিসা প্রদান করলো
• IPL 2021 এর বাকি ম্যাচ গুলো ইউএইতে অনুষ্ঠিত হবে
• 2021 সালের পুরুষ টি 20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমেরসাহি অনুষ্ঠিত হবে
• প্রথম পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে ইউএই ইজরায়েল এ তাদের দুতাবাস খুললো
• বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল তৈরি করলো সংযুক্ত আরব আমিরাত। এর নাম Ain Dubai. অক্টোবার মাসে এর উদ্বোধন করা হবে। এর উচ্চতা 250 মিটার। দুবাই এর Bluewaters Island এ এটি তৈরি করা হলো।

• UAE- Total 7 Emirates
• Capital- Abu dhabi
• Currency- Dirham
• Perliament- Federal National Council
• President- Khalifa bin Zayed Al Nahyan

  1. কোন পাবলিক সেক্টর ব্যাংক Rajbhasa Kirti Puroskar পেলো?

a) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
b) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
c) উভয়
d) কোনটি নয়

• গৃহমন্ত্রী অমিত শাহ এই পুরষ্কার প্রদান করলেন। সরকারি কাজে ইংরাজির থেকে হিন্দি ভাষা বেশী প্রোমোট করায় এই পুরষ্কার পেলো তারা।

Punjab National Bank
• Headquarters: New Delhi
• CEO: S. S. Mallikarjuna Rao (1 Oct 2019–)
• Founded: 19 May 1894, Lahore, Pakistan

Union Bank of India
• Headquarters: Mumbai
• CEO: Rajkiran Rai G. (1 Jul 2017–)
• Founded: 11 November 1919

  1. শিক্ষাক্ষেত্রে নতুন শিক্ষণ পদ্ধতির জন্য UNESCO Literacy পুরষ্কার পেলো কোন ভারতীয় সংস্থা?

a) NIOS
b) CBSC
c) IGNOU
d) NCERT

• National Institute of Open Schooling এই পুরষ্কার পেলো। এই পুরস্কারটির নাম King Sejong Literacy Award.

• গার্ড অফ অনার কোরিয়া প্রজাতন্ত্র সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত- মনোজ মুকুন্দ নারভানে(২৮ তম)
• নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানটোরিয়ান পুরস্কার- রবি গায়কোয়ার
• World leader ship Congress award- Prabir Krishna
• আন্তর্জাতিক anti-corruption চ্যাম্পিয়ন্স আওয়ার্ড পাচ্ছেন অঞ্জলি ভরদ্বাজ। এটি আমেরিকা দ্বারা প্রদত্ত
• Asia money Best Bank Awards 2021 জিতলো HDFC
• Nelson Mandela World Humanitarian পুরস্কার জিতলেন রুমানা সিনহা সেহগল
• UNESCO World Press Freedom Prize 2021 পেলেন সাংবাদিক মারিয়া রেসা
• Arlene Patch Global Vision Awards 2021 পেলেন গীতা মিত্তল
• Japan’s Order of the Rising Sun honour to Shyamala Ganesh
• 2020 সালের Miss Universe পুরস্কার কে পেলেন Andrea Meza

United Nations Educational, Scientific and Cultural Organization
• Headquarters: Paris, France
• Head: Director-General; Audrey Azoulay
• Founded: 16 November 1945, London, United Kingdom

  1. Telecom Sector এর Automatic route এ কত শতাংশ FDI এর অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার?

a) 70%
b) 100%
c) 80%
d) 90%

• কেন্দ্র সরকার মোট 9টি সংশোধন আনলো এই সেক্টরে। এর সঙ্গে Adjusted Gross Revenue থেকে প্রথম 4 বছরের ছার দেওয়া হবে নতুন কোম্পানি গুলি কে।

• CoWin Global Conclave এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
• মৎস চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার Fish SETU অ্যাপলিকেশন চালু করলো
• ভারতীয় সেনার পেনশন ভোক্তাদের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রক SPARSH নামে একটি ওয়েব বেস সিস্টেম তৈরি করলো
• ভারত 2023-24 সালের মধ্যে পেট্রলে 20 শতাংশ ইথানল মেশানোর লক্ষ মাত্রা নিয়েছে
• কৃষকদের সঠিক সময়ে তথ্য প্রদান করার জন্য কেন্দ্র সরকার কিষাণ সারথী ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো
• Nadi ko jano অ্যাপলিকেশন এর উদ্বোধন করলো Dharmendra Pradhan
• ভারতের কেন্দ্রীয় সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে
• Structured Assessment for Analysis Learning (SAFAL) চালু করলেন নরেন্দ্র মোদী
• সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী e-Rupi চালু করলেন। এটি ডেভলপ করেছে National Payment Corporation of India
• সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে 500 মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে
• জেলের সমস্ত নথি কম্পিউটারাজাইড করার জন্য e-Prisons প্রকল্প চালু করা হলো
• 2021 সালের স্বাধীনতা দিবস উদযাপনের থিম Nation First, Always The First
• UNSC Debate এ নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করলেন
• 2021 সালের Internet Governance Forum আয়োজন করবে ভারত
• ১৪ই আগস্ট Partition Horrors Remembrance Day হিসাবে পালন করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী
• ভারতের প্রথম cattle genomi chip এর উদ্বোধন করলেন জিতেন্দ্র সিং

  1. Prject Udaan চালু করলো কোন IIT?

a) Bombay
b) Madras
c) Delhi
d) Kanpur

• ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত পাঠ্য বই এবং অন্যান্য পাঠ্য বই কে অনুবাদ করার জন্য। উচ্চ শিক্ষায় ভাষার সমস্যা মেটানোর জন্য এই উদ্যোগ।

• COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
• আইআইটি রোপার AmbiTag নামে ভারতের তৈরি তাপমাত্রা মাপার যন্ত্র বানালো।
• IIT Ropar এবং অস্ট্রেলিয়ার Monash বিশ্ববিদ্যালয় FakeBuster তৈরি করলো।
• Agriculture & Water Technology Development Hub তৈরি হলো IIT Ropar এ।
• ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
• ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো IIT Ropar
• COVIHOME নামে করোনা টেস্টিং কিট বানালো আইআইটি হায়দ্রাবাদ
• ভারতের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি Wheelchair Vehicle তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• বিশ্বের প্রথম গাছ ভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো IITRopar
• ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল তৈরি করলো আইআইটি মাদ্রাজ। এর নাম দেওয়া হয়েছে e source
• ভারতের প্রথম বায়ো ব্রিক বিল্ডিং তৈরি করলো Hyderabad
• ন্যাশনাল ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক র‍্যাঙ্কিং অনুযায়ী 2021 সালে ভারতের শ্রেষ্ঠ আইআইটি মাদ্রাজ

  1. সম্প্রতি রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ব বিদ্যালয়ের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদী। এটি কোন রাজ্যে অবস্থিত?

a) বিহার
b) উত্তরপ্রদেশ
c) রাজস্থান
d) হরিয়ানা

• উত্তর প্রদেশের আলিগরে এটি স্থাপিত হতে চলেছে। ইনি ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক।

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক Rudraksh নামে একটি Cooperation এবং Convention কেন্দ্রের উদ্বোধন করলে বারানসিতে
• ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস নয়ডাতে চালু হলো
• কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে নয়ডাতে।
• ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উত্তর প্রদেশে স্থাপন হতে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি মথুরা তে স্থাপন করছে।
• সম্প্রতি ইলেক্ট্রিক বাসের ট্রায়াল করলো উত্তরপ্রদেশ
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের Mahoba থেকে Ujjwala 2.0 এর সূচনা করলেন
• উত্তর প্রদেশ Kakori Kand এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো
• অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া রামায়ন কনফারেন্সের উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ
• ২০৩২ অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিলো উত্তরপ্রদেশ
• গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল এলাহাবাদ হাইকোর্ট

Uttar Pradesh:
• Capital: Lucknow
• LS; 80 RS:31
• CM; Yogi Adityanath
• Governor: Anandiben Patel
• High court: Allahabad High Court
• National Park: Dudhwa,
• Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
• Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
• Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
• World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. 2021 সালের বিশ্ব বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

a) হরিয়ানা
b) পাঞ্জাব
c) বিহার
d) রাজস্থান

• ভারতে প্রথমবারের জন্য এটি অনুষ্ঠিত হতে চলেছে নভেম্বর মাসে। Nalanda তে এটি অনুষ্ঠিত হবে। Ministry of Tourism এটি আয়োজন করবে।

• প্রথম ভারতীয় রাজ্য হিসাবে নিজস্ব ইথানল প্রমোশন পলিসি আনলো
• দুটি গৃন্ টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হল বিহার
• প্রতিবন্ধী ব্যাক্তিদের বিনামূল্যে 50km পরিবহন বিহার
• HIT Covid অ্যাপলিকেশন চালু করলো
• বাল্য সহায়তা যোজনা চালু করল বিহার
• সম্প্রতি বিহার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ গুলিতে মহিলা শিক্ষার্থী দের জন্য 33% সংরক্ষণ করে দিলো
• বিহার সরকার Bal Hriday Yojana চালু করলো যাতে যে সমস্ত শিশুদের হৃদয়ে জন্ম থেকে সমস্যা রয়েছে সেটি বিনা মুল্যে চিকিৎসা করা যায়।
• মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা চালু করলো বিহার
• সম্প্রতি বিহারে শকুন( Vulture) সংরক্ষণ এর পরিকল্পনা করলো ভারতের বন্য প্রানি বিভাগ। বিহারের বাল্মিকি জাতীয় উদ্যানে এটি শুরু করা হবে।
• পাটনা তে ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার স্থাপিত হচ্ছে
• তাদের প্রথম Sports University স্থাপন করতে চলেছে বিহার

Bihar:
• Capital: Patna
• LS:40 RS: 16
• CM: Nitish Kumar
• Governor: Phagu Chauhan
• High court: Patna High Court
• National Park: Balmiki National Park
• Dance form: Fagua, Jhumri, Jat jatin, Jhijhian, Domkach, Kajari, Sohar
• Festival: Chatpuja, Pitripaksha mela, Rajgir mohotsov, Bihula Festival, Harihar Mela (sonepur)
• Ramsar Site: Kanwar Lake
• World Heritage Site: Mahabodhi Temple Complex at Bodh Gaya, Archaeological Site of Nalanda Mahavihara at Nalanda, Bihar

  1. সম্প্রতি কোন রাজ্য Caravan পর্যটন নীতি গ্রহণ করেছে?

a) কর্ণাটক
b) কেরালা
c) তামিলনাড়ু
d) অন্ধ্র প্রদেশ

• পর্যটক দের অল্প খরচে নিরাপদ এবং আরাম দায়ক ভ্রমনের সুবিধা দেওয়ার জন্য এটি চালু করলো কেরালা।

• মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো
• কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।
• Educational Empowerment Fund চালু করলো কেরালা। Vindyakiranam Project এবং ওয়েবসাইট চালু করা হলো এর জন্য।
• কেরালাতে সফটঅয়্যার ল্যাব চালু করতে চলেছে আইবিএম
• ভারতের প্রথম জাতীয় Heart Failure Biobank স্থাপন করলো SCTIMST. এটি কেরালায় চালু হলো।
• প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সহজীবনম প্রোজেক্ট চালু করলো কেরালা
• ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কেরালা তে।
• কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পারাত্তু রবীন্দ্রন সৃজেশ ইনি ভারতীয় হকি দলের গোল রক্ষক এবং প্রাক্তন অধিনায়ক।
• মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কেরালা
• Be the Warrior’ ক্যাম্পেইন লঞ্চ করলো কেরালা

Kerala:
• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

  1. ভারতের প্রথম রাজ্য হিসাবে কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুৎচালিত পাম্প লাগাতে চলেছে কে?

a) পাঞ্জাব
b) হরিয়ানা
c) ঝাড়খণ্ড
d) গুজরাট

• এর জন্য হরিয়ানা সরকার 90% পর্যন্ত ভুরতুকি প্রদান করবে।

• মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খোলার কথা ঘোষণা করলো হরিয়ানা
• 2021 এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস করোনার কারনে 2022 এ অনুষ্ঠিত হবে হরিয়ানা তে।
• পুরাতত্ববিদ রা গুহা চিত্র আবিস্কার করলেন হরিয়ানা তে। এগুলি সব মধ্য প্রস্তর যুগের চিত্র।
• দেশের প্রথম গ্রেইন এটিএম খুললো হরিয়ানা।
• ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করলো হরিয়ানা
• কেন্দ্রীয় সরকার হরিয়ানা রাজ্যে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে
• সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরষ্কার জয়ী পন্ডিতদের বিনামুল্যে বাস পরিসেবা দেবে হরিয়ানা
• 2024 সালের মধ্যে বেকারত্ব দূরীকরণের জন্য Har Hit Store ক্যাম্পেন চালু করলো হরিয়ানা
• হরিয়ানার Hisar Airport এর নাম মহারাজা অগ্রসেনার নামে রাখা হলো।
• Gorakh Dhanda শব্দ টি ব্যাবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলো হরিয়ানা সরকার। এই শব্দ টি Gorakhnath সম্প্রদায় কে অপমানিত করতো।
• ভারতের উচ্চতম air purifier এর উদ্বোধনহলো চণ্ডীগড় এ।

Haryana:
• Capital: Chandigarh
• CM; Manohar Lal Khattar
• Stae Hood: 1 November 1966
• LS: 10 RS:5
• Governor: Bandaru Dattatraya
• High court: Punjab and Haryana High Court
• National Park: Sultanpur, Kalesar.
• Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
• Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
• Ramsar Site: Bhindawas Wildlife Sanctuary, Sultanpur National Park
• World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

  1. সম্প্রতি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

a) কিশোর দত্ত
b) সৌমেন্দ্র নাথ মুখার্জি
c) জয়ন্ত মিত্র
d) পশুপতি দাস

• কিশোর দত্তের স্থানে তিনি এলেন। ইনি গোপাল মুখার্জি নামে পরিচিত।

• সম্প্রতি পশ্চিমবঙ্গ কে 9162 কোটি টাকার আর্থিক সহায়তা করলো National Bank for Agriculture and Rural Development
• রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি পশ্চিমবঙ্গের United Co-op Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
• লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ
• পশ্চিমবঙ্গের মুখ্য সচীব হলেন Hari Krishna Dwivedi
• আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর Chief Advisor হলেন।
• পশ্চিমবঙ্গ সরকার Student Credit Card Scheme চালু করলো
• Ease of doing Business এর জন্য 4টি স্কচ পুরষ্কার পেলো পশ্চিমবঙ্গ।
• কোলকাতা শহরে তাদের প্রথম CNG বাস সার্ভিস চালু হলো
• ১৩০তম ডুরান্ড কাপ কলকাতায় অনুষ্ঠিত হবে
• পশ্চিমবঙ্গের মালদা থেকে সম্প্রতি প্রেসিডেন্ট পুরষ্কার পেলেন Hariswamy Das

West Bengal:
• Capital: Kolkata
• LS:42 RS:16
• CM; Mamata Banerjee
• Governor: Jagdeep Dhankar
• High court: Calcutta High Court
• National Park: Sunderban, Neora Valley, Singalila, Buxa,Garumara, Jaldapara.
• Dance form: Baul, Gambhira, Dhunachu, Jhumair, Domni
• Ramsar Site: Sunderban Wetland, East Kolkata Wetlands
• World Heritage Site: Sundarbans National Park

  1. সম্প্রতি কোন কোম্পানির নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন Jim Lanzone?

a) Google
b) Bing
c) Microsoft
d) Yahoo

• ইনি এর আগে Tinder এর CEO ছিলেন। ইনি Guru Gowrappan এর স্থানে এলেন। এর আগে Apollo এই Yahoo কোম্পানি কে কিনে নিয়েছে।

• Founded: January 1994, Sunnyvale, California, United States
• Headquarters: New York, New York, United States
• Founders: Jerry Yang, David Filo

  1. Indian National Space Promotion Authorization Centre (In-SPACe)-এর চেয়ার পার্সন হিসাবে নিযুক্ত হলেন কে?

a) কে. সীভান
b) পবন গোয়েঙ্কা
c) নিলয় প্যাটেল
d) বুদ্ধদেব মহাপাত্র

• ইনি এর আগে মাহিন্দ্রা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।

Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টরDhirti Banerjee  
ম্যানেজিং ডিরেক্টর LIC  Mini Ipe
Jio MAMI Film Festival-এর চেয়ার পারসনপ্রিয়াঙ্কা চোপড়া জোনাস  
Broadcast Audience Research Council India এর সিইওNakul Chopra  
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকTek Chand  
ICICI Bank CEO  সন্দীপ বক্সি
Bharat Earth Movers Limited(BEML)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরঅমিত ব্যানার্জি
প্রথম ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Memberদর্জে আংচুক  
Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যানজে.বি মহাপাত্র  
রাজ্যসভার নতুন সেক্রেটারী জেনারেলড. পরাশরম পট্টভি কেশব  
Engineers India Ltd এর প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরBhartika Shukla  
Asian Organization of Supreme Audit Institutions এর অ্যাসেম্বলির স্পিকারG.C Murmu
ইনি Asian Federation of Advertising Association এর হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেনরমেশ নারায়ন
EXIM Bank ম্যানেজিং ডিরেক্টর  হার্শা ভূপেন্দ্র বাঙ্গারি
চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর BPCL  Arun Kumar Sing
National Commission for Minorities এর চেয়ারম্যানIqbal Singh Lalpura  
এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্টRandhir Sing  



Share with your friends

Leave a Comment