16th September 2021 Current Affairs In Bengali | 16th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

16th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 16th September 2021 Current Affairs PDF:

Download 16th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

16th September 2021 Current Affairs in Bengali:

  1. প্রথম দেশ হিসেবে নতুন বাড়িতে ইলেক্ট্রিক ভহিকেল চার্জার রাখা বাধ্যতামুলক করলো কোন দেশ?

a) অ্যামেরিকা
b) চীন
c) জাপান
d) ইংল্যান্ড

• নতুন বাড়ির সঙ্গে অফিসে ও এটি রাখা বাধ্যতামূলক করলো। ইংল্যান্ডের লক্ষ 2030 সালের মধ্যে রাস্তা থেকে জীবাশ্ম জ্বালানীর গাড়ি সরিয়ে ফেলা এটি তারি অংশ।

• সম্প্রতি ব্রিটেন যে নতুন ডিজিটাল কারেন্সি চালু করলো তার নাম Britcoin
• বিশ্বের সবথেকে শক্তিশালী জলবায়ু পরিবর্তন পূর্বাভাস সুপার কম্পিউটার ইংল্যান্ড বানাতে চলেছে।
• যুক্তরাজ্য প্রথম রাস্তায় চালকব বিহীন গাড়ি চালানোর অনুমতি দিলো
• 2021 এর G-7 সামিট ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি ভারত রোড ম্যাপ-2030 নীতি গ্রহন করেছে যুক্তরাজ্য এর সঙ্গে Strategic Partnership বৃদ্ধির জন্য
• যুক্তরাজ্য এ ভ্যাক্সিন ব্যাবসা শুরু করতে চলেছে Serum Institute of India
• সম্প্রতি ক্রিকেটার Ollie Robinson কে সাসপেন্ড করে দেওয়া হলো।
• সম্প্রতি ব্রিটেন 50 বছর পর ভারতে আপেল রপ্তানি করলো
• সম্প্রতি লিভারপুল শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা হারালো. এর আগে মাত্র দুটি স্থান এই তকমা পাওয়ার পর হারিয়েছিলো। একটি ওমানের Arabian Orix Sanctuary এবং জার্মানির Dresden Eibe Valley।
• গ্লোবাল এডুকেশন সামিট লন্ডনে অনুষ্ঠিত হলো
• আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson।

England
• Capital: London
• Prime minister: Boris Johnson
• Currency: Pound sterling

  1. International Olympic Committee কোন দেশ কে বেজিং শীত কালীন অলিম্পিক থেকে ব্যান করে দিলো?

a) জাপান
b) ভারত
c) উত্তর কোরিয়া
d) রাশিয়া

• জাপানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে দল না পাঠানোয় এই শাস্তি দিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এর সঙ্গে এই দেশের অলিম্পিক কমিটি কে যে আর্থিক সাহায্য করা হত সেটি ও বন্ধ করে দিলো।

• টোকিও অলিম্পিকে কুস্তিতে ভারতের থেকে একমাত্র আম্পায়ার হিসেবে নির্বাচিত হলেন অশোক কুমার
• হওয়া ভারতের অলিম্পিকের থিম সঙ্গীত Lakshya Tera Smane Hai গেয়েছেন মহিত চোহান
• Pawan Sing শুটিং এ টোকিও অলিম্পিকে জুরি নির্বাচিত হলেন
• টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে জিমনাস্টিকে জাজ হচ্ছেন Deepak Kabra
• টোকিও অলিম্পিকের জন্য Hindustani Way নামে গান রচনা করলেন সঙ্গীত পরিচালকএ আর রহমান। গানটি গেয়েছেন অনন্যা বিড়লা
• Faster, Higher, Stronger, Together অলিম্পিকের মোটো ঘোষিত হলো
• টোকিও অলিম্পিকে ভারতীয় দলের স্পন্সর হলো আদানি গ্রুপ
• প্যারা অলিম্পিকের থিম সং কার দে কামাল তু রিলিজ করলেন অনুরাগ ঠাকুর. গানটি গেয়েছেন সঞ্জিব সিং এবং লিখেছেন ও তিনি।

• Supreme leader: Kim Jong-un
• Capital: Pyongyang
• Currency: North Korean won

International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France

Winter Olympic
• 1st – 1924 (france)
• 2022- Bejing
• 2018- Korea ( Peyong Chang)

  1. এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কে হলেন?

a) Randhir Sing
b) Uwe Hohn
c) Woorkeri Raman
d) Sjoerd Marijne

• ইনি শুটিং এ পাঁচ বার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ইনি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সেক্রেটারি হিসেবে 1991-2015 পর্যন্ত কাজ করেছেন।

অজিত দেশপান্ডে  Army Ordnance Corps (AOC) Centre এর কমান্ড্যান্ট
J J Kattor  RBI এর এক্সিকিউটিভ ডিরেক্টর
অরুন কুমার সিং  ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর
পদ্মকুমার নায়ার  National Asset Reconstruction Company এর সিইও
Pam Gosal  স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম শিখ
Sally Bujbee  Washington post এর প্রথম মহিলা Executive Director
Martin Griffiths  ইউনাইটেড নেসন্স এর হিউম্যান্টেরিয়ান প্রধান
Padmakumar MAdhavan Nair  Bad Bank এর CEO
সুবোধ কুমার জাসওয়াল  সিবিআই এর নতুন ডিরেক্টর
Jagjit Pavadia  International Narcotics Control Board এর চেয়ারম্যান
B V R Subrahmanyam  বাণিজ্য সচিব
কুলদীপ সিং  নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সির director-general
Hari Krishna Dwivedi  পশ্চিমবঙ্গের মুখ্য সচীব
এস এন শুভ্রমনিয়ানন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান  
Arun Kumar Mishra   National Human Rights Commission এর চেয়ারম্যান  
Isaac Herzog  ইজরায়েল এর নতুন প্রেসিডেন্ট
Ranjit Singh Dissale  বিশ্ব ব্যাংকের শিক্ষাগত পরামর্শদাতা
ইউনাইটেড নেসন্স জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্টআবদুল্লা শাহীদ
ফেসবুকের Grievance OfficerSpoorthi Priya  
আগামী 1 বছরের জন্য UN Bureaucracy এর প্রধানK Nagraj Naidu  
United Nations Conference on Trade and Development এর প্রথম মহিলা প্রেসিডেন্টRebeca Grynspan  
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে এলেনVeenu Mankad  
Mylab Discovery Solutions এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরঅক্ষয় কুমার  
WTO Mission এর জন্য ভারত সরকার ডিরেক্টরAshish Chandorekar  
  1. ভারতের প্রথম জাহাজ যেটি নিউক্লিয়ার মিসাইল ট্র্যাক করতে সক্ষম তার নাম কি?

a) INS Vikrant
b) INS Dhruv
c) INS Vikramadtya
d) INS Shivalik

• এটি সম্প্রতি বিসাখাপত্তনম বন্দর থেকে লঞ্চ করা হলো। এটি Hindustan Shipyard Limited এবং DRDO মিলে নির্মাণ করেছে।

• সম্প্রতি করোনা ভাইরাস চিহ্নিত করার জন্য ATMAN AI নামে একটি অ্যালগরিদমিক যন্ত্র তৈরি করল
• সম্প্রতি DRDO Dipkovan নামে একটি করোনা ভাইরাস অ্যান্টিবডি ডিটেকশন কিট তৈরী করলো।
• সম্প্রতি isothermal forging technology Develop করলো DRDO
• সম্প্রতি ডিআরডিও নির্ভয় সাবসনিক ক্রুজ মিসাইল এর সফল পরিক্ষা করলো
• সম্প্রতি DRDO সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে নির্মিত রকেট Pinakaর সফল পরিক্ষা করলো।
• সম্প্রতি ভারতীয় সেনা তে 12 টি Short Span Bridging System যোগ হলো। এটি ডিজাইন করেছে DRDO
• Akash- NG নামে নতুন প্রজন্মের ভুমি থেকে বায়ু মিসাইলের সফল পরীক্ষা করলো
• Advanced Chaff Technology তৈরি করলো DRDO. ভারতীয় জেট বিমান গুলি কে শত্রুর মিসাইলের হাত থেকে রক্ষা করার জন্য এই টেকনোলজি তৈরি করলো।

Defence Research And Development Organisation.
• Estd- 1958
• HQ- New Delhi
• Current Chairman- G. Satheesh Reddy
• Launching Station- Wheeler Island or Abdul Kalam Island in Odisha.

Hindustan Shipyard
• Headquarters: Visakhapatnam
• Founder: Walchand Hirachand
• Founded: 22 June 1941

  1. ভারতের সবথেকে বড় open air fernery এর কোথায় উদ্বোধন হলো?

a) উত্তর প্রদেশ
b) উত্তরাখণ্ড
c) তামিলনাড়ু
d) গুজরাট

• আলমোড়া জেলায় এটি তৈরি করা হয়েছে। এটি উত্তরাখন্ড বন মন্ত্রক তৈরি করেছে। এখানে পূর্ব এবং পশ্চিম হিমালয় এবং তার সঙ্গে পশ্চিমঘাট পর্বত মালার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে।

• উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
• সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
• উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
• সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যে প্রথম বারের জন্য গবেষক রা black belied coral সাপ আবিস্কার করলেন
• ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান দেরাদুন জেলায় এটি চালু হলো।
• উত্তরাখন্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে ভুমিকম্পের পূর্বাভাষ দেওয়ার জন্য মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• Vandana Katarina কে উত্তরাখন্ড এর Women empowerment এবং Child development এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো
• ভারতের সর্বচ্চ হার্বাল গার্ডেন প্রতিষ্ঠিত হলো উত্তরাখন্ড এর চামোলি জেলার মানা গ্রামে
• সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২ জয়ী শিল্পী পবনদীপ রাজন উত্তরাখণ্ড রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন।
• Bab Rani Maurya রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন

Uttarakhand:
• Capital: Dehradun, Gairsain
• LS:5 RS:3
• Formation date: 9 November 2000
• CM; Pushkar Sing Dhami
• Governor: Lt, Gen (Retd) Gurmeet singh
• High court: Uttarakhand High Court
• National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
• Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
• Ramsar Site: Asan Barrage
• World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. কোন রাজ্য বাজরা মিশন চালু করলো?

a) ছত্তিসগড়
b) হরিয়ানা
c) রাজস্থান
d) কেরালা

• মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এর সূচনা করলেন। এর জন্য তারা Indian Institute of Millet Research, Hyderabad এর সঙ্গে একটি মউ সাক্ষর করলো। এর ফলে এখানে 14 জেলায় 9000 একর জমিতে ধানের বদলে বাজরা উৎপাদন করা হবে।

• সম্প্রতি ছত্তিসগড় Mahtari Dular প্রকল্প চালু করলো
• করোনা ভ্যাক্সিন রেজিস্ট্রেশনের জন্য CG Teeka পোর্টাল চালু করলো
• ভার্চুয়াল স্কুল তৈরির কথা ঘোষণা করলো ছত্তিসগড়। ক্লাস 9 থেকে 12 এর জন্য এটি চালু হলো।
• সম্প্রতি ছত্তিসগড় রাজ্যে ঝিঁঝিঁ পোকার একটি নতুন প্রজাতি পাওয়া গেছে। এর নাম রাখা হয়েছে Indimimus Jayanti
• ভারতের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার সম্প্রতি ছত্তিসগড়ে Indus Best Mega Food Park এর উদ্বোধন করলেন
• ছত্তিসগড় রাজ্যে Lemaru হস্তি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিলো বন দপ্তর
• ভূমিহীন কৃষক দের বছরে 6000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো ছত্তিসগড়। এর জন্য 2485 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। Rajiv Gandhi Gramin Bhomihin Krishi Majdoor Nyay Yojona এর আওতায় এটি চালু করা হলো।
• ছত্তিসগড় ভারতের প্রথম রাজ্য যারা শহর অঞ্চলে বনজ সম্পদ অধিকার আইন কে মান্যতা দিলো

Chhattisgarh:
• Capital: Raipur
• State Hood: 1st November 2000 (26th )
• LS:11 RS:5
• CM; Bhupesh Bhagel
• Governor: Anusuiya Uikey
• High court: Chhattisgarh High Court
• National Park: Guru Ghasidas, Indravati, Kangerhati
• Dance form: Gaur Maria, Saila, Raut Nacha, Panthi, Soowa, Pandavani, Jhirliti, Gendi, Karma
• Festival: Bastar Dussera, Madai Festival, Hareli Festival

  1. ফর্মুলা ওয়ান ইটালিয়ান গ্রাপি কে জিতলেন?

a) Lewis Hamilton
b) Valtteri Botas
c) Maax Vertaspen
d) Daniel Ricciardo

• ইনি একজন অস্ট্রেলিয়ান ড্রাইভার যিনি Mclaren Alpine F1 দলের হয়ে প্রতিনিধিত্ব করেন।

  1. সম্প্রতি মারা গেলেন Aziz Hajini. ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

a) সাহিত্য
b) ক্রীড়া
c) রাজনীতি
d) সাংবাদিকতা

• ইনি ছিলেন বিখ্যাত লেখক। সাহিত্য একাডেমি পুরষ্কার পেয়েছিলেন 2013 এবং 2016 সালে। ইনি ছিলেন জম্মু কাশ্মীরের বাসিন্দা।

• সম্প্রতি মৃত মনোজ দাস ইংরাজি ভাষায় লিখতেন।ইনি উড়িষ্যার বাসিন্দা ছিলেন
• সম্প্রতি মারা গেলেন তামিল লেখক K Rajnarayanan
• তেলেগু ভাষার লেখক Kalipatnam Ramarao মারা গেলেন
• সম্প্রতি মারা গেলেন মারাঠি কবি Satish Kalsekar
• সম্প্রতি প্রয়াত হলেন লেখক বুদ্ধদেব গুহ

  1. সম্প্রতি মারা গেলেন Oscar Fernandes. ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

a) সাহিত্য
b) ক্রীড়া
c) রাজনীতি
d) সাংবাদিকতা

• ইনি মনোমোহন সিং সরকারের সরক এবং পরিবহন মন্ত্রী ছিলেন। ইনি ছিলেন কংগ্রেস দলের সদস্য।

• সম্প্রতি মারা গেলেন অসমের প্রথম মহিলা আইএএস অফিসার পারুল দেবী দাস
• জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন গভর্নর জগমোহন সম্প্রতি মারা গেলেন
• মারা গেলেন মহত্মা গান্ধির শেষ পার্সোনাল সেক্রেটারি ভি কল্যাণম। ইনি 1944 থেকে 1948 পর্যন্ত মহত্মা গান্ধীর পার্সোনাল সেক্রেটারি ছিলেন। 99 বছর বয়সে তাঁর মৃত্যু হলো।
• রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠাতা অজিত সিং মারা গেলেন। 82 বছর বয়সে তাঁর মৃত্যু হলো। ইনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর পুত্র
• সম্প্রতি মারা গেলেন বিখ্যাত পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের মূল স্থপতি সুন্দরলাল বহুগুণা
• রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া যিনি ওই রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রী মারা গেলেন।
• সম্প্রতি মারা গেলেন মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী Anirudh Jagannath

  1. জাতীয় হিন্দি দিবস কবে উদযাপন করা হয়?

a) 14 September
b) 15 September
c) 12 September
d) 13 September

• 1950 সালের এই দিন হিন্দি কে ভারতের সরকারি ভাষা ঘোষণা করা হয়েছিলো। ভারতে 40% মানুষ হিন্দি তে কথা বলেন। এই দিন রাষ্ট্রপতি সরকারি ভাষা পুরষ্কার প্রদান করে থাকে।

5-SeptemberTeachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day
8-SeptemberWorld Literacy Day
14-SeptemberHindi day, World First Air Day
15-SeptemberEngineer’s day in India
16-SeptemberWorld Ozone Day
21-SeptemberAlzheimer’s Day, International day of peace
25-SeptemberSocial justice day
27-SeptemberWorld Tourism Day
Share with your friends

Leave a Comment