16th July 2021 Current Affairs In Bengali | 16th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

16th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 16th July 2021 Current Affairs PDF:

Download 16th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

16th July 2021 Current Affairs in Bengali:

16th July 2021 Current Affairs

  1. কোন রাজ্যে Lemaru হস্তি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিলো বন দপ্তর?
    a) ছত্তিসগড়
    b) বিহার
    c) আসাম
    d) হরিয়ানা

 এটি বর্তমানে একটি সংরক্ষিত বনভুমি।

 রাজীব গান্ধী কিষান নাভি যোজনা।
 প্রথম রাজ্য যারা গোধন ন্যায় যোজনা চালু করেছে।
 পিপিপি মডেল এ ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট।
 অজিত যোগী প্রথম মুখ্যমন্ত্রী।
 2020-21 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শীর্ষ স্থান অর্জন করলো। রাজ্য হিসেবে প্রথম স্থানে আছে ছত্তিসগড়, তারপর উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর।
 সম্প্রতি ছত্তিসগড় Mahtari Dular প্রকল্প চালু করলো
 করোনা ভ্যাক্সিন রেজিস্ট্রেশনের জন্য CG Teeka পোর্টাল চালু করলো
 ভার্চুয়াল স্কুল তৈরির কথা ঘোষণা করলো ছত্তিসগড়
 সম্প্রতি ছত্তিসগড় রাজ্যে ঝিঁঝিঁ পোকার একটি নতুন প্রজাতি পাওয়া গেছে। এর নাম রাখা হয়েছে Indimimus Jayanti
 ভারতের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার সম্প্রতি ছত্তিসগড়ে Indus Best Mega Food Park এর উদ্বোধন করলেন

Chhattisgarh:
 Capital: Raipur
 State Hood: 1st November 2000 (26th )
 LS:11 RS:5
 CM; Bhupesh Bhagel
 Governor: Anusuiya Uikey
 High court: Chhattisgarh High Court
 National Park: Guru Ghasidas, Indravati, Kangerhati
 Dance form: Gaur Maria, Saila, Raut Nacha, Panthi, Soowa, Pandavani, Jhirliti, Gendi, Karma
 Festival: Bastar Dussera, Madai Festival, Hareli Festival

  1. 2021 এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস করোনার কারনে 2022 এ অনুষ্ঠিত হবে। এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
    a) বিহার
    b) হরিয়ানা
    c) ঝাড়খণ্ড
    d) আসাম

 2022 এর ফেব্রুয়ারি মাসে এটি হরিয়ানা তে অনুষ্ঠিত হবে। অনুর্ধ 18 বছর বয়সিদের জন্য এই প্রতিযোগিতা।

 ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হলো হরিয়ানাতে।
 প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজের রাজ্যের মানুষের জন্য 75% আসন সংরক্ষণে বিল পাস করল হরিয়ানা।
 মুখ্যমন্ত্রী অন্ত্যদায়া পরিবার উত্থান যোজনা লঞ্চ করল হরিয়ানা।
 সম্প্রতি হরিয়ানা সরকার Flipkarte-commerse কোম্পানি কে 140একর জমি দিলো।
 কোভিড এমারজেন্সি লোন স্কিম চালু করলো হরিয়ানা
 সম্প্রতি হরিয়ানা করোনা রোগীদের জন্য আয়ুর্বেদিক টেলিমেডিসিন সুবিধা নিয়ে এলো
 সম্প্রতি ভারতের বন্য প্রাণী বিভাগ হরিয়ানা রাজ্যে বাঁদর গননা করলো
 হরিয়ানা সম্প্রতি Black Fungus ( Mucomycosis) কে Notified Disease হিসেবে ঘোষিত করলো
 হরিয়ানা রাজ্য প্রথম করোনয় সাহায্যের জন্য GST তে ছাড় দিলো
 বেসরকারি হাসপাতালে BPL তালিকা ভুক্ত করোনা রুগীদের বিনা অর্থে চিকিৎসার কথা ঘোষণা করলো
 করোনা রোগীদের চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করলো হরিয়ানা
 সম্প্রতি হরিয়ানা 80 একর অক্সি বন তৈরির কথা ঘোষণা করলো। মোট চারটি প্রকল্প এর আওতায় চালু করা হলো। Pran Vayu Devta Pension Scheme, Oxi- Van in KArnal, Oxi- Van in Panchkula, Panchavati Plantation in Haryana
 মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খোলার কথা ঘোষণা করলো হরিয়ানা
Haryana:
 Capital: Chandigarh
 CM; Manohar Lal Khattar
 Stae Hood: 1 November 1966
 LS: 10 RS:5
 Governor: Bandaru Dattatraya
 High court: Punjab and Haryana High Court
 National Park: Sultanpur, Kalesar.
 Dance form: Jhumar, Gugga, Giddha, Sammi, Kikli, Jago, Luddi, Teyan
 Festival: Pinjore heritage, Surajkund international craft, Gugga Naumi, Kartik Fair.
 World Heritage Site: The Architectural Work of Le Corbusier (Chandigar)

  1. অরুণাচল প্রদেশের ন্যাশনাল রিসার্চ সেন্টার ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে কোন পশুর বীমা করা নিয়ে চুক্তি করলো?
    a) Himalayan Yak
    b) Musk Deer
    c) Himalayan Panda
    d) Snow Leopard

 আবহাওয়া পরিবর্তনের ফলে এদের বিভিন্ন ক্ষতি হচ্ছে। তাই এদের মালিক রা যাতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হন তার জন্য এই চুক্তি করা হলো। ভারতে 2012 থেকে 2019 এর মধ্যে এই পশুর সংখ্যা কমেছে 24.7%

 দেখো আপনা দেশ ক্যাম্পেন লঞ্চ করল কোন রাজ্য
 পরিবেশ সংরক্ষণের উপর জাতীয় পুরষ্কার পেলো অরুনাচল প্রদেশের চলচ্চিত্র Water Burial
 সম্প্রতি খবরে থাকা Mount Eko Dumbing অরুণাচল প্রদেশ এ অবস্থিত
 সম্প্রতি ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্য নির্বাচিত হলেন Dr Tadang Meenu. ইনি অরুণাচল প্রদেশের বাসিন্দা।

Arunachal Pradesh
 Capital: Itanagar
 LS:2 RS:1
 Formation Date: 20 February 1987
 CM; Pema Khandu
 Governor: B.D Mishra
 High court: Gauhati High Court
 National Park: Namdapha, Mouling
 Dance form: Lion and Peacock Dance, Pasi Kongki Dance, Popir Dance, Bardo Chham, Aji Lamu, Chalo, Ponung, Buiya, Wancho.
 Festival: Pakke Paga Hornbill, Boori Boot Yollo, Yomgo River, Solung, Losar, Reh, Zero Festival of Music, Mopin, Dreh

  1. ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার কোন শহরে স্থাপিত হচ্ছে?
    a) কানপুর
    b) কোলকাতা
    c) রাঁচি
    d) পাটনা

 গাঙ্গেয় ডলফিন কে সংরক্ষণের জন্য এই সেন্টার। গঙ্গা নদীর তীরে পাটনা বিশ্ববিদ্যালয়য়ে এটি স্থাপিত হচ্ছে।

 বিহারের নাগি পক্ষী অভয়ারণ্য তে পক্ষী কলরব উৎসব আয়োজিত হল।
 প্রথম ভারতীয় রাজ্য হিসাবে নিজস্ব ইথানল প্রমোশন পলিসি আনলো
 দুটি গৃন্ টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হল বিহার
 প্রতিবন্ধী ব্যাক্তিদের বিনামূল্যে 50km পরিবহন বিহার
 HIT Covid অ্যাপলিকেশন চালু করলো
 বাল্য সহায়তা যোজনা চালু করল বিহার
 সম্প্রতি বিহার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ গুলিতে মহিলা শিক্ষার্থী দের জন্য 33% সংরক্ষণ করে দিলো
 বিহার সরকার Bal Hriday Yojana চালু করলো যাতে যে সমস্ত শিশুদের হৃদয়ে জন্ম থেকে সমস্যা রয়েছে সেটি বিনা মুল্যে চিকিৎসা করা যায়।
 মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা চালু করলো বিহার
 সম্প্রতি বিহারে শকুন( Vulture) সংরক্ষণ এর পরিকল্পনা করলো ভারতের বন্য প্রানি বিভাগ। বিহারের বাল্মিকি জাতীয় উদ্যানে এটি শুরু করা হবে।
Bihar:
 Capital: Patna
 LS:40 RS: 16
 CM: Nitish Kumar
 Governor: Phagu Chauhan
 High court: Patna High Court
 National Park: Balmiki National Park
 Dance form: Fagua, Jhumri, Jat jatin, Jhijhian, Domkach, Kajari, Sohar
 Festival: Chatpuja, Pitripaksha mela, Rajgir mohotsov, Bihula Festival, Harihar Mela (sonepur)
 Ramsar Site: Kanwar Lake
 World Heritage Site: Mahabodhi Temple Complex at Bodh Gaya, Archaeological Site of Nalanda Mahavihara at Nalanda, Bihar

  1. NTPC লিমিটেড ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক কোন রাজ্যে স্থাপন করতে চলেছে?
    a) বিহার
    b) গুজরাট
    c) হরিয়ানা
    d) গোয়া

 গুজরাটের কচ্ছ তে এটি স্থাপন হচ্ছে। এর ক্যাপাসিটি 4.75 গিগা ওয়াট। এখানে এনটিপিসি এখানে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করবে।

ভারতের সোলার পার্ক-
 Bhadla-Rajasthan
 Pavagada- Karnataka
 Kurnool- Andhra Pradesh
 NP Kunta- Andhra Pradesh
 Rewa- Madhya Pradesh
 Charanka- Gujrat
 Kamuthi- Tamil Nadu
 Ananthapuramu- Andhra Pradesh
 Galiveedu- Andhra Pradesh
 Mandsaur- Madhya Pradesh

NTPC Limited
 Founded: 1975
 Headquarters: New Delhi, India

 ভারতের প্রথম মাইগ্রেন্ট ওয়ার্কার সেল তৈরি হলো গুজরাটের সুরাটে।
 গুজরাট সরকার মুখ্যমন্ত্রী বগায়াত বিকাশ মিশন চালু করল।
 ইটালি তাদের সবথেকে বড়ো ফুড পার্ক গুজরাট এ চালু করতে চলেছে
 1975 সালের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম পার্সি ক্রিকেটার হলেন Arzan Nagwaswalla। 23 বছরের এই সিমার গুজরাটের বাসিন্দা।
 My village- Corona Free Village ক্যাম্পেন চালু করলো
 গুজরাট মুখ্যমন্ত্রী বাল্য সেবা যোজনা(4000rs and 6000rs) চালু করলো।
 গুজরাটে দেশের প্রথম International maritime services cluster তৈরি হতে চলেছে
 ভারতের প্রথম সামুদ্রিক মধ্যস্থতা কেন্দ্র(Maritime Arbitrtion Centre) স্থাপন হতে চলেছে গুজরাটে
 সম্প্রতি খবরে থাকা National Maritime Heritage Complex গুজরাটের লোথালে অবস্থিত।
 সম্প্রতি গুজরাট Agricultural Diversification Scheme 2021 চালু করলো
 Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র গুজরাট এ চালু করলো
 কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গবেষণা সংক্রান্ত সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন Forensic Science University তে। এটি গুজরাটের গান্ধী নগরে অবস্থিত।
Gujrat:
 Capital: Gandhinagar
 Formation date: 1 May 1960
 LS:26 RS:11
 CM; Vijay Rupani
 Governor: Acharya Devvrat
 High court: Gujarat High Court, Ahmedabad
 National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
 Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
 Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
 Ramsar Site: Nalsarovar Bird sanctuary
 World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad

  1. ভারতের সবথেকে বড় পাবলিক ইলেক্ট্রিক গাড়ির চারজিং ষ্টেশন কোন রাজ্যে স্থাপিত হবে?
    a) তামিলনাড়ু
    b) বিহার
    c) মহারাষ্ট্র
    d) দিল্লী

 মহারাষ্ট্রের নাভি মুম্বাই তে অবস্থিত। 2022 এর মার্চের মধ্যে এটি গঠিত হবে।

 মহারাষ্ট্র সম্প্রতি Mission Oxygen Self Reliance চালু করলো
 বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমদন প্রাপ্ত করোনা টেস্ট কিটের CoviSelf. এটি বানিয়েছে পুনের কোম্পানিMyLab Discovery Solutions.
 করোনায় অনাথ হওয়া শিশুদের জন্য 5 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিটের কথা ঘোষণা করেছে জা তারা 21 বছর পূর্ণ হলে পাবে।
 সম্প্রতি RBI পুনের Shivajirao Bhosle Co-operative Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
 সম্প্রতি মহারাষ্ট্র করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করলো
 সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়ার জন্য Maharashtra Apprenticeship Promotion Scheme চালু করলো।
 সম্প্রতি বোম্বে হাইকোর্ট এমপি Navneet Kaur Ranaএর সিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলো
 মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
 মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
 সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্র রাজ্যে বাঁদুরের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেলো। মহাবালেস্বরের গুহা তে এই সন্ধান পেয়েছেন। National Institute of Virology এর গবেষকরা এই সন্ধান পেয়েছেন। এতে সহায়তা করেছে Indian Council of Medical Research.
 মাকড়শার দুটি নতুন প্রজাতি মহারাষ্ট্র এ পাওয়া গেলো। 26/11 তে শহীদ হওয়া মুম্বাই এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইন্সপেক্টর Tukaram O’Ble এর নামে এদের নাম করণ করা হলো। এর নাম রাখা হলো Aisius Tukarami
 Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
Maharashtra:
 Capital: Mumbai
 LS: 48 RS: 19
 Formation Day: 1 May 1960
 CM; Uddhav Thackeray
 Governor: Bhagat Singh Koshyari
 High court: Bombay High Court
 National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
 Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
 Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
 Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
 World Heritage Site: Chhatrapati Shivaji Terminus,
 The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

  1. Baharin Kerlia Samajam 2021 সাহিত্য পুরষ্কার কে পেলেন?
    a) RS Sodhi
    b) P Sainath
    c) N N Pillai
    d) Tillotama Shome

 ইনি একজন সাংবাদিক। ইনি মালায়ালাম সাহিত্যে অনেক কাজ করেছেন।

  1. সম্প্রতি কোন ক্রিকেটার T20 ক্রিকেটে 14000 রান সম্পন্ন করলেন?
    a) গেইল
    b) পোলারড
    c) লারা
    d) রাসেল

 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 67 রান করার সঙ্গে সঙ্গে তিনি এই কৃতিত্ব সম্পন্ন করলেন।

International Cricket Council
 Headquarters: Dubai, United Arab Emirates
 Founded: 15 June 1909
 Deputy Chairman: Imran Khwaja
 Chairman: Greg Barclay
 CEO: Geoff Allardice; (Interim)

  1. সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন কোন প্রতিবেশী রাষ্ট্রে ভীম ইউপিআই চালু করলো?
    a) ভুটান
    b) বাংলাদেশ
    c) পাকিস্তান
    d) নেপাল

 ভুটানের রয়াল মনেটারি অথরিটি এর সঙ্গে এক সঙ্গে এটি চালু করলো। এর সঙ্গে RuPay কার্ড চালু হলো। এর ফলে ভারতীয় পর্যটকরা ভুটানে ভ্রমনে সুবিধা পাবেন।
Bhutan:
 Capital: Thimpu
 Currency: Bhutanese ngultrum
 Parliament: gyelyong tshokhang
 King: Jigme Khesar Namgyel Wangchuk
 Longest river: Manas
 Highest Peak: Gangkhar Puensum
 National Sports: Archery

  1. সম্প্রতি কোন দেশ 50 বছর পর ভারতে আপেল রপ্তানি করলো?
    a) ব্রিটেন
    b) জাপান
    c) অ্যামেরিকা
    d) চীন

 ভারত এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মধ্যে বাণিজ্য নিয়ে এবছর মে মাসে যে চুক্তি হয়েছে এটি তার অঙ্গ।

 সম্প্রতি ব্রিটিশ যুক্তরাজ্য পাকিস্তানকে অবাঞ্ছনীয় অত্যন্ত ঝুঁকি শীল 21 টি দেশের তালিকায় নথিভুক্ত করলো
 সম্প্রতি ভারতকে ট্রাভেল রেড লিস্টের অন্তর্ভুক্ত করলো ইংল্যান্ড
 সম্প্রতি ব্রিটেন যে নতুন ডিজিটাল কারেন্সি চালু করলো তার নাম Britcoin
 বিশ্বের সবথেকে শক্তিশালী জলবায়ু পরিবর্তন পূর্বাভাস সুপার কম্পিউটার ইংল্যান্ড বানাতে চলেছে।
 যুক্তরাজ্য প্রথম রাস্তায় চালকব বিহীন গাড়ি চালানোর অনুমতি দিলো
 2021 এর G-7 সামিট ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
 সম্প্রতি ভারত রোড ম্যাপ-2030 নীতি গ্রহন করেছে যুক্তরাজ্য এর সঙ্গে Strategic Partnership বৃদ্ধির জন্য
 যুক্তরাজ্য এ ভ্যাক্সিন ব্যাবসা শুরু করতে চলেছে Serum Institute of India
 সম্প্রতি ক্রিকেটার Ollie Robinson কে সাসপেন্ড করে দেওয়া হলো।

England
 Capital: London
 Prime minister: Boris Johnson
 Currency: Pound sterling

Share with your friends

Leave a Comment