14th July 2021 Current Affairs In Bengali | 14th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

14th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 14th July 2021 Current Affairs PDF:

Download 14th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

14th July 2021 Current Affairs in Bengali:

  1. Abi Ahmed কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় মনোনীত হলেন?
    a) কেনিয়া
    b) উগান্ডা
    c) ইথিওপিয়া
    d) জামাইকা

 ইনি Prosperity Party এর সদস্য। এরা 436 টি আসনের মধ্যে 410 টি জিতলেন। ইনি 2019 সালে বিশ্ব শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।

 Ethio Capital: Addis Ababa
 Currency: Ethiopian birrpia

  1. পোল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হচ্ছেন?
    a) Nagma Malik
    b) Ms Padmaja
    c) Gayatri I Kumar
    d) Monica Mohta

 ইনি 1991 সালের আইএফএস অফিসার। ইনি বিদেশ মিন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করছিলেন।

 প্রেগন্যান্ট মহিলার মমি আবিষ্কৃত করলো পোল্যান্ড গবেষকরা
 পোল্যান্ড 2048 সালের মধ্যে কয়লা খনন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 Srilanka- Gopal Bagley
 Nepal- Vinay Mohan Kwatra
 USA- Tarnajit Singh Sandhu
 France- Javed Asraf
 Britaain- Gayatri Issar Kumar
 Afganisthan- Rudredra tondon
 Bangladesh- Vikraam doraiswami
 Netherlands- Pradeep Kuar Rawat
 Bhutan- Ruchira Kamboj
 Mayanmar- Saurabh kumar
 Pakistan-
 China- Vikram Misri
 Capital: Warsaw
 Currency: Polish złoty
 President: Andrzej Duda

  1. সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন Mahmudullah. ইনি কোন দেশের ক্রিকেটার?
    a) শ্রীলঙ্কা
    b) পাকিস্তান
    c) বাংলাদেশ
    d) আফগানিস্তান

 ইনি বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার। শেষ ম্যাচ ইনি খেললেন জিম্বাবয়ের সাথে।

 বাংলাদেশ প্রথম ইলেকট্রিক যানবাহন তৈরির কারখানা স্থাপন করতে চলেছে ভারতীয় কোম্পানি omega seiki.
 বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ সঞ্চালক হলেন তাসনুভা আনান শিশির। ইনি বৈশাখী টিভিতে সঞ্চালনা করবেন.
 নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
 বাংলাদেশের যুবকদের জন্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ ঘোষণা করল নরেন্দ্র মোদি
 Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে
 ভারতীয় হাই কমিশন বাংলাদেশ এ সংস্কৃত শেখার অ্যাপ Little Guru চালু করলো
 সম্প্রতি World Bank বাংলাদেশকে 1 বিলিয়ন ডলার অর্থ সাহায্য করলো
 বাংলাদেশের ঢাকায় সম্প্রতি বংবন্ধু-বাপু মিউজিয়ামের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
 বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
 সম্প্রতি বাংলাদেশমাথা পিছু আয়ে ভারত কে ছারিয়ে গেলো
 বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
 এবছর ডিসেম্বর মাসে মৈত্রী পাওয়ার প্রোজেক্ট এর প্রথম বাংলাদেশে কোথায় চালু হবে। এটি তে সাহায্য করবে ভারতের NTPC লিমিটেড।
Bangladesh:
 Capital: Dhaka
 Currency: Bangladeshi Tanka
 Prime minister: Sekh Hasina
 President: Abdul Hamid.
 Longest river: Surma
 Highest Peak: Keokradong
 National Sports: Kabaddi

  1. ভারতের কোন রাজ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হলো?
    a) আসাম
    b) সিকিম
    c) মনিপুর
    d) নাগাল্যান্ড

 অসমের সিলচর থেকে মনিপুরের Vangaichunpao রেল ষ্টেশন পর্যন্ত চালু এই ট্রায়াল হলো। ট্রেন টির 11 কিমি এর ট্রায়াল হলো। Vijaywada রেল ষ্টেশনে 130KWP এর সোলার পাওয়ার প্ল্যান্ট বসলো।

 মনিপুর সরকার Loumi Connect অ্যাপ চালু করলো।
 মনিপুর সরকার বন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে COSFOM ওয়েবসাইট চালু করল।
 মনিপুর সরকার এম পেনশন মনিপুর অ্যাপ চালু করল।
 রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করল মনিপুর।
 বন ধণ বিকাশ যোজনার জন্য মডেল রাজ্য হিসাবে চয়ন করা হল
 MOMA Market নামে মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
 সম্প্রতি মনিপুর MHIM (Manipur Home Isolation Management) মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
Manipur:
 Capital: Imphal
 Formation Date: 21 January 1972
 LS: 2 RS:1
 CM; N. Biren Singh
 Governor: Najma Heptulla
 High court: Manipur High Court
 National Park: Keibul- Lamjao in Loktak Lake
 Dance form: Nupala, Dhol Cholom, Maibi, Thangta, Khamba Thoibi
 Festival: Lai haroba, Lui Nagai Ni, Sangai, Sliruilili, Chumpha
 Ramsar Site: Loktak lake

  1. ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান কোন রাজ্যে চালু হলো?
    a) উত্তরাখণ্ড
    b) সিকিম
    c) আসাম
    d) মনিপুর

 দেরাদুন জেলায় এটি চালু হলো। এখানে 50 রকমের বিভিন্ন প্রজাটি রয়েছে। এর মধ্যে রয়েছে Alage, kai, fern, Kavak and lichen. এটি 9000 ফুট উচ্চতায় অবস্থিত।

 স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহ মালিকানার অধিকার আনতে অর্ডিন্যান্স প্রদান করল উত্তরাখণ্ড।
 কন্যার নামে বাড়ির পরিচয় দিতে gharoki paachan chelik nam প্রকল্প লঞ্চ করল উত্তরাখণ্ড।
 ভারতের প্রথম forest healing centre এর উদ্বোধন হলো উত্তরাখণ্ড এ।
 STEM of girls প্রোগ্রামের জন্য আইবিএম এর সঙ্গে চুক্তি করলো উত্তরাখণ্ড।
 উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
 Mission Hausla চালু করলো উত্তরাখণ্ড পুলিশ
 Arial Passanger Ropway System এর জন্য উত্তরাখন্ড কে অনুমতি দিলো কেন্দ্রীয় সরকার
 সম্প্রতি মারা গেলেন পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা।
 উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
 সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
 উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
 Pushkar Sing Dhami উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। Tirath Sing Rawat ইস্তফা দেওয়ায় তার স্থানে ইনি এলেন। ইনি মাত্র 115 দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন।
 সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যে প্রথম বারের জন্য গবেষক রা black belied coral সাপ আবিস্কার করলেন
Uttarakhand:
 Capital: Dehradun, Gairsain
 LS:5 RS:3
 Formation date: 9 November 2000
 CM; Pushkar Sing Dhami
 Governor: Baby Rani Maurya
 High court: Uttarakhand High Court
 National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
 Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
 Ramsar Site: Asan Barrage
 World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. ভারতের প্রথম বেসরকারি LNG প্ল্যান্ট কোন শহরে স্থাপিত হলো?
    a) মুম্বাই
    b) নাগপুর
    c) কোলকাতা
    d) চেন্নাই

 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি। নাগপুর, জব্বল্পুর সরকে এটি নির্মাণ করলো Baidyanath Ayurvrdic Group.

 ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে।
 সম্প্রতি মুম্বাইতে ওয়াটার ট্যাক্সি এবং ROPAX ফেরি সার্ভিস শুরু হলো
 ভারতের মহারাষ্ট্র তট দেশের প্রথম ভাসমান LNG storage তৈরি হলো
 ভারতের প্রথম Drive in Vacccination Centre এর উদ্বোধন হলো মুম্বাইতে
 মহারাষ্ট্র সম্প্রতি Mission Oxygen Self Reliance চালু করলো
 বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমদন প্রাপ্ত করোনা টেস্ট কিটের CoviSelf. এটি বানিয়েছে পুনের কোম্পানিMyLab Discovery Solutions.
 সম্প্রতি RBI পুনের Shivajirao Bhosle Co-operative Bank এর লাইসেন্স বাতিল করে দিলো
 সম্প্রতি মহারাষ্ট্র করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করলো
 সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়ার জন্য Maharashtra Apprenticeship Promotion Scheme চালু করলো।
 সম্প্রতি বোম্বে হাইকোর্ট এমপি Navneet Kaur Ranaএর সিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলো
 মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
 মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
 সম্প্রতি গবেষকরা মহারাষ্ট্র রাজ্যে বাঁদুরের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেলো। মহাবালেস্বরের গুহা তে এই সন্ধান পেয়েছেন। National Institute of Virology এর গবেষকরা এই সন্ধান পেয়েছেন। এতে সহায়তা করেছে Indian Council of Medical Research
 মাকড়শার দুটি নতুন প্রজাতি মহারাষ্ট্র এ পাওয়া গেলো। 26/11 তে শহীদ হওয়া মুম্বাই এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইন্সপেক্টর Tukaram O’Ble এর নামে এদের নাম করণ করা হলো। এর নাম রাখা হলো Aisius Tukarami
 Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
Maharashtra:
 Capital: Mumbai
 LS: 48 RS: 19
 Formation Day: 1 May 1960
 CM; Uddhav Thackeray
 Governor: Bhagat Singh Koshyari
 High court: Bombay High Court
 National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
 Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
 Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
 Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
 World Heritage Site: Chhatrapati Shivaji Terminus,
 The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

  1. ভারতের কোন কেন্দ্র শাসিত অঞ্চল প্রথম হিসেবে 100% প্রথম করোনা ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করলো?
    a) লাদাখ
    b) জম্মু কাশ্মীর
    c) দিল্লী
    d) পন্ডিচেরি

 জুলাই 11, 2021 তারা এই কৃতিত্ব সম্পন্ন করলো। এখানে যে সমস্ত মানুষেরা বাইরে থেকে এসে থাকেন কাজ/ ব্যাবসার জন্য তাদের ও প্রথম ডোজ সম্পন্ন হয়ে গেছে।

 সম্প্রতি লাদাখ সমস্ত চাকরী স্থানীয় দের জন্য সংরক্ষিত করে দিলো
 সম্প্রতি লাদাখে ভারতীয় সেনা Project Ignited Minds চালু করলো।
 Youn Tab Scheme 2021 চালু করলো লাদাখ।
 সম্প্রতি লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল খোলা স্থানে শৌচ মুক্ত (Open Defecation Free) বলে ঘোষিত হলো
 সম্প্রতি লাদাখ শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলার জন্য Community Radio Network চালু করার পরিকল্পনা করছে
Ladakh:
 Capital: Leh
 Formation Date: 31 October 2019
 Lt. Governor: Radha Krishna Mathur
 High court: Jammu and Kashmir high Court
 National Park: Hemmis
 Festival:Losar, Hemis, Sindhu Darshan, Dosmoche
 Ramsar Site: Tsomoriri, Tso Kar Wetland Complex

  1. সম্প্রতি কোন রাজ্য তাদের সমস্ত জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করলো?
    a) বিহার
    b) কেরালা
    c) রাজস্থান
    d) সিকিম’

 স্বাস্থ্য পরিকাঠামো তে দেশের প্রথমে উঠে আসার লক্ষ নিয়েছে রাজস্থান। তাই এই সিদ্ধান্ত তাদের।

 আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা যোজনা চালু করল রাজস্থান।
 মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো
 Black Fungus বা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
 ভিখারি মুক্ত অভিজান চালু করেছে।
 ইন্দিরা রসোই যোজনা চালু করেছে।
 Suposhit Ma Ovijan চালু হলো কোটা তে।
 সম্প্রতি রাজস্থান Mukhyamantri Anuprati Coaching Scheme চালু করলো
 রাজস্থান মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে
 সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
 রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
 ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম জয়পুর শহরে স্থাপিত হচ্ছে
 তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
Rajasthan:
 Capital: Jaipur
 LS:25 RS:10
 CM; Ashok Gehlot
 Governor: Kalraj Mishra
 High court: Rajasthan High Court, Jodhpur
 National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
 Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
 Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
 Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
 World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur

  1. সম্প্রতি কে Commonwealth Points of Light Award দ্বারা সম্মানিত হলেন?
    a) Kaushik Basu
    b) Syed Usman Azhar Maksisi
    c) Nageswar Reddy
    d) VK Pandiyan

 ইনি হায়দ্রাবাদের বাসিন্দা। ইনি Hunger Has No Religion নামে একটি ক্যাম্পেন চালান এবং প্রতিদিন অসংখ্য মানুষ কে খাদ্য প্রদান করেন । তাই তাকে এই পুরষ্কার প্রদান করা হলো।

  1. সম্প্রতি মারা গেলেন Dr PK Warrier. ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
    a) ক্রীড়া
    b) আয়ুর্বেদ চিকিৎসা
    c) সাংবাদিকতা
    d) অভিনয়

 Kottakkal Arya Vaidyashala এর প্রধান স্থপতি ছিলেন ইনি। 100 বছর বয়সে মারা গেলেন। ইনি 1999 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ পুরষ্কার পেয়েছিলেন।

  1. টুইটারের নতুন Grievance officer কে হলেন?
    a) Paresh B lal
    b) Sporthi Priya
    c) Vinay Prakash
    d) Jeremy Kessel

 ইনি Jeremy Kessel এর স্থানে এলেন। এর আগে ধরমেন্দ্র চাতুর এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

Twitter
 CEO: Jack Dorsey (30 Sep 2015–)
 Founded: 21 March 2006, San Francisco, California, United States
 Headquarters: San Francisco, California, United States

Share with your friends

Leave a Comment