13th July 2021 Current Affairs In Bengali | 13th জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

13th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 13th July 2021 Current Affairs PDF:

Download 13th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

13th July 2021 Current Affairs in Bengali:

  1. কোন রাজ্যের G.I ট্যাগ প্রাপ্ত মাদুরাই মালি এবং অন্যান্য ফুল অ্যামেরিকা এবং দুবাই তে রপ্তানি করা হলো?
    a) কেরালা
    b) তামিলনাড়ু
    c) তেলেঙ্গানা
    d) কর্ণাটক

 অন্যান্য ফুলের মধ্যে মুখ্য জুই ফুল। মধ্য এশিয়া, ইউরপ এবং অ্যামেরিকা তে রপ্তানি করা হচ্ছে। 2020-21 অর্থবর্ষে তামিলনাড়ু 11.84 কোটি টাকার ফুল রপ্তানি করেছে।

সম্প্রতি খবরে থাকা GI Tag প্রাপ্ত দ্রব্য-
 Bhalia Wheat- Gujrat
 Jalgaon Banana- Punjab
 Jardalu Mango- Bihar
 Shahi Litchi- Bihar

 উপকূল গবেষণা ভেসেল Sagar Anveshika এর উদ্বোধন হলো চেন্নাই বন্দরে.
 এশিয়ার সবথেকে বড় ক্যাটেল পার্ক উদ্বোধন করা হলো তামিলনাড়ুর সালেম জেলায়।
 ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করছে তামিলনাড়ুর চেন্নাইতে।
 তামিলনাড়ুতে পঞ্চম টাইগার রিজার্ভ হল শ্রীবিল্লিপুত্তর-মগামালাই টাইগার রিজার্ভ।
 ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হবে চেন্নাইতে।
 ভারতে মাছের জন্য যে টিকা প্রথম বারের জন্য তৈরি হলো তাঁর নাম কি Nodavac-R। এটি তৈরি করেছে চেন্নাই এর Central Institute of Brakish Aquaculture
 সম্প্রতি তামিলনাড়ু সরকার মাটির খেলনার ওপর GI tag এর কথা ঘোষণা করলো
 IIT Madras ব্লক চেন ভিত্তিক স্বাস্থ্য সেবা সুচনা প্রণালি তৈরি করেছে
 IIT Madras ভারতের প্রথম 3d printing house বানিয়েছে।
 সম্প্রতি খবরে থাকা Mukurthi National Park তামিলনাড়ু তে অবস্থিত
 সম্প্রতি তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্ষদাতা পরিষদ গঠনের কথা ঘোষণা করলো। যেটি একটি 5 সদস্যের বোর্ড যার সদস্যরা হলেন Esther Duflo, Raghuram Rajan, Arvind Subhramanian, Jean Dreze এবং S Narayan.
 সম্প্রতি খবরে আছে Kudankulam Nuclear Plant. এর পঞ্চম ইউনিটের কাজ শুরু হয়েছে 29 জুন থেকে।
Tamil Nadu:
 Capital: Chennai
 LS:39 RS: 18
 Madras Renamed as Tamil Nadu in 1969
 CM; M.K.Stalin
 Governor: Banwarilal Purohit
 High court: Madras High Court
 National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
 Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
 Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
 Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
 World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

  1. কোন রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে?
    a) কর্ণাটক
    b) উত্তর প্রদেশ
    c) ত্রিপুরা
    d) বিহার

 ভাড়াটিয়া এবং বাড়ির মালিকের মধ্যে বিবাদ মেটানোর জন্য এই ব্যাবস্থা। আগে সরকারের ভুমিকা থাকতো বাড়ি ভাড়া নির্ধারণে এই আইনে সেটি তুলে দেওয়া হচ্ছে। এর জন্য আলাদা এক্তা ডিপার্টমেন্ট এবং কোর্ট তৈরির চিন্তা ভাবনা ও করা হচ্ছে।

 ফ্লাওয়ার প্রসেসিং সেন্টার স্থাপন করছে কর্ণাটক।
 বিশ্বের দ্রুততম বৃদ্ধি সম্পন্ন পরিপূর্ণ টেক ইকোসিস্টেম হল বেঙ্গালুরু।
 ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করল কর্ণাটক।
 আয়ুস্মান ভারতের অধীনে স্বাস্থ্য এবং কল্যান কেন্দ্র স্থাপনে শীর্ষ স্থানে আছে কর্ণাটক
 ভারতের প্রথম রাজ্য যারা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে।
 ইন্ডিয়া ইনোভেসন ইনডেক্স এ প্রথম স্থানে।
 Mandya জেলায় 1600 টন লিথিয়াম এর ভাণ্ডার পাওয়া গেছে।
 24 শে মে ভারতের ব্যাঙ্গালোরে Sun Halo নামে একটি বিরল প্রাকৃতিক ঘটনা দেখা গেল
 সম্প্রতি ভারতের Kempegowda International Airport 2020-21 অর্থবর্ষে Net Energy Nutral স্ট্যাটাস পেলো
 সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য Sakshama নামে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হলো
 সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
 ভারতের প্রথম স্বাদু জলের মোবাইল টানেল অ্যাকোয়ারিয়াম ব্যাঙ্গালোর সিটি রেল ষ্টেশনে স্থাপিত হলো
 কর্ণাটকের বিদ্যালয় দেশের প্রথম বিদ্যালয় হিসেবে উপগ্রহ উৎক্ষেপণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে
Karnataka:
 LS: 28 RS: 12
 CM; B. S. Yediyurappa
 Governor: Thawarchand Gehelot
 High court: Karnataka High Court[6]
 National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
 Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
 Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
 World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

  1. কোন রাজ্য 2021-30 সালের জন্য নতুন জন সংখ্যা নীতি আনলো?
    a) মধ্যপ্রদেশ
    b) উত্তরপ্রদেশ
    c) গুজরাট
    d) মহারাষ্ট্র

 রাজ্যের জনসংখ্যা কমানোর জন্য এই উদ্যোগ। রাজ্যের Fertility rate 2.7% সেটিকে 2.1% এ নামিয়া আনা লক্ষ্য। এই নীতি অনুসারে যে সমস্ত দম্প্তির দুটির অধিক সিন্তান তারা সরকারি কোন পরিক্ষায় বস্তে পারবে না। ভোটে দাড়াতে পারবে না।

 স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে মৃত্যুদণ্ড পেতে চলেছেন উত্তরপ্রদেশের মহিলা শবনম আলী।
 উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেট স্থাপিত হল।
 উত্তরপ্রদেশ সরকার 16 সংখ্যার ইউনিকোড চালু করলো।
 ভারতের লক্ষনৌতে রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরি হচ্ছে।
 শহীদ আশফাক উল্লা খান জুলজিকাল পার্ক এর উদ্বোধন হলো গরক্ষপুর এ।
 উত্তরপ্রদেশের গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন বোম্বে স্টক এক্সচেঞ্জ এ নথিভুক্ত হলো।
 ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীন বন্ড ইস্যু করলো গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন
 2021 সালের ই পঞ্চায়েত পুরস্কার জিতলো উত্তরপ্রদেশ
 2021 এর প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাবলো পুরস্কার পেয়েছে।
 ভারতের প্রথম রাজ্য যাদের 2টি airstrip রয়েছে এক্সপ্রেসওয়ে তে।
 ভারতের প্রথম পশুদের জন্য War Memorial মিরাটে তইরি হচ্ছে।
 Varsat Campaign চালু করেছে গ্রামিন অঞ্চলের জন্য।
 মেডিসিন এটিএম চালু করলো উত্তরপ্রদেশ।
 করোনা টীকাকরনের জন্য পিঙ্ক বুথ চালু করলো উত্তর প্রদেশ
 সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার 18 বছরের নীচের শিশুদের জন্য 50 লক্ষ ফ্রি মেডিসিন কিট দেওয়ার কথা ঘোষণা করলো
 Shooter Dadi বা Chandro Tomar এর নামে শুটিং রেঞ্জ এর নাম রাখতে চলেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নয়ডা তে এটি তৈরি হচ্ছে।
Uttar Pradesh:
 Capital: Lucknow
 LS; 80 RS:31
 CM; Yogi Adityanath
 Governor: Anandiben Patel
 High court: Allahabad High Court
 National Park: Dudhwa,
 Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
 Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
 Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
 World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri

  1. কোন রাজ্য তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে?
    a) কর্ণাটক
    b) তামিলনাড়ু
    c) কেরালা
    d) বিহার

 কেরালা স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন এর উদ্যগে এটি চালু হবে। রাজ্যের সংস্কৃতির ব্যাপারে সারা দেশ তথা বিশ্ব কে পরিচিত করার উদ্দেশ্যে এটি চালু করা হলো।

 এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
 ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
 Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
 সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
 Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
 Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
 সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
 বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
 ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
Kerala:
 Capital: Thiruvananthapuram
 Formation Date: 1 November 1956
 LS:20 RS: 9
 CM; Pinarayi Vijayan
 Governor: Arif Mohammed Khan
 High court: Kerala High Court, Kochi
 National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
 Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
 Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
 Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

  1. Amazon ভারতে তাদের ডিজিটাল কেন্দ্র কোন রাজ্যে চালু করলো?
    a) গুজরাট
    b) হরিয়ানা
    c) পাঞ্জাব
    d) রাজস্থান

 সুরাটে এটি স্থাপিত হলো। অ্যামাজন 2025 সালের মধ্যে ভারতে 1 কোটি ছোট উদ্যক্তাদের কর্মসংস্থানের লক্ষ মাত্রা নিয়েছে তাই এই কেন্দ্র স্থাপিত হলো।
Gujrat:
 Capital: Gandhinagar
 Formation date: 1 May 1960
 LS:26 RS:11
 CM; Vijay Rupani
 Governor: Acharya Devvrat
 High court: Gujarat High Court, Ahmedabad
 National Park: GIr, Black Buck, Marine ( Gulf of Kutch)
 Dance form: Dandiya, Garba, Padhar, Hudo, Tippani
 Festival: Bhavnath, Rann utsav, Shamlaji, International kite festival, Madhabpur mela.
 Ramsar Site: Nalsarovar Bird sanctuary
 World Heritage Site: Champaner-Pavagadh Archaeological Park, Rani ki vav, Historic City of Ahmedabad
 CEO: Andy Jassy (5 Jul 2021–)
 Founder: Jeff Bezos
 Founded: 5 July 1994, Bellevue, Washington, United States
 Headquarters: Seattle, Washington, United States

  1. ভারতের প্রতিরক্ষা মন্ত্রক SPARSH নামে একটি ওয়েব বেস সিস্টেম তৈরি করলো। এটি কীসের জন্য?
    a) কর্মসঙ্গস্থান
    b) শহীদ দের পরিবারের জন্য
    c) পেনশন ভোক্তা
    d) কোনটি নয়

 এর পুরো কথা System for Pension Administration. অবসরের পর প্রতিরক্ষার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের পেনশন এ যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় তাই এই উদ্যোগ।

  1. Eric Garcetti কোন দেশের তরফে ভারতে রাষ্ট্রদূত হচ্ছে?
    a) ইজরায়েল
    b) অ্যামেরিকা
    c) ব্রিটেন
    d) ফ্রান্স

 ইনি এর আগে লস অ্যাঞ্জেলস এর মেয়র ছিলেন।

 Capital- Washington D.C (Potomac River)
 President- Joe Biden (46th)
 Vice president- Kamala Harris (49th )
 Parliament- Congress
 Upper house- Senate
 Lower house- House of Representatives
 1st President- George Washington

ভারতের রাষ্ট্রদূত
 Srilanka- Gopal Bagley
 Nepal- Vinay Mohan Kwatra
 USA- Tarnajit Singh Sandhu
 France- Javed Asraf
 Britaain- Gayatri Issar Kumar
 Afganisthan- Rudredra tondon
 Bangladesh- Vikraam doraiswami
 Netherlands- Pradeep Kuar Rawat
 Bhutan- Ruchira Kamboj
 Mayanmar- Saurabh kumar
 Pakistan-
 China- Vikram Misri

  1. Shyam Srinivasan কোন ব্যাংকের সিইও হিসেবে পুনরায় মনোনীত হলেন?
    a) কানাড়া ব্যাংক
    b) ফেডারেল ব্যাঙ্ক
    c) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
    d) ইন্ডিয়া ব্যাংক

 তিন বছরের জন্য তিনি পুনরায় সিইও হিসেবে নিযুক্ত হলেন। ইনি 2020 সালের Business Standard Banker of the Year পুরষ্কার পেয়েছিলেন।

Federal Bank
 Headquarters: Aluva (কেরালা)
 CEO: Shyam Srinivasan (23 Sep 2010–)
 Founder: K.P Hormis
 Founded: 23 April 1931

  1. কোন ভারতীয় অভিনেত্রি The Pregnancy Bible নামে বই রচনা করলেন?
    a) Priyanka Chopra
    b) kalki koechlin
    c) Kareena Kapoor Khan
    d) None of the above

 তার নিজের অন্তঃসত্ত্বা জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি এই বইটি লিখেছেন।

KS Vijayanath ‘Sabarimala Vijnaanakosham’
Alfredo Coveli ‘Vahana Masterclass’
R. Giridharan Right Under Our Nose
R. Kaushik India’s 71-Year Test: The Journey to Triumph in Australia
Romila Thapar ‘Gazing Eastwards: Of Buddhist Monks and Revolutionaries in China, 1957’
S Y Quraishi ‘The Population Myth: Islam, Family Planning and Politics in India’
Vidhu Vinod Chopra and Abhijat Joshi’ ‘Unscripted: Conversations on Life and Cinema’
Ramachandra Guha ‘The Commonwealth of Cricket’
Waman Subha Prabhu ‘Manohar Parrikar-Off the Record’
Dr APJM Nazema Maraikayar and Dr Y S Rajan ‘Abdul Kalam- Ninaivugalukku Maranamillai’
Mohamed Zeeshan Flying Blind: India’s Quest for Global Leadership
Gautam Chikermane ‘India 2030: The Rise of a Rajasic Nation’
Dr Abhishek Singhvi and Prof. Khagesh Gautam ‘The Law of Emergency Powers: Comparative Common Law Perspectives’
Arun Sengupta and Partha Mukherjee ‘Soumitra Chatterjee: A Life in Cinema, Theatre, Poetry and Painting’
Venu Madhav Govindu
Srinath Raghavan
The Fourth Lion: essays for Gopalkrishna Gandhi
Rajpal Puniya
Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission
Jairam Ramesh The Light of Asia

  1. ইউরো কাপ 2020 কে চ্যাম্পিয়ন হলো?
    a) ইটালি
    b) ইংল্যান্ড
    c) ফ্রান্স
    d) ডেনমার্ক

 ফাইনালে তারা ইংল্যান্ড কে টাইব্রেকারে পরাজিত করলো। এটি ইটালির দ্বিতীয় খেতাব।

 সর্বাধিক গোল দাতা- Patrik Schick, Cristiano Ronaldo
 শ্রেষ্ঠ খেলোয়ার- Gianluigi Donnarumma

ইউরো কাপ
 শুরু- 1958
 সর্বাধিক চ্যাম্পিয়ন- জার্মানি, স্পেন (3 বার)

  1. Pawan Sing কোন খেলায় টোকিও অলিম্পিকে জুরি নির্বাচিত হলেন?
    a) হকি
    b) বক্সিং
    c) শুটিং
    d) কুস্তি

 ইনি National Rifle Association এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল। মোট 26 জন জুরি মেম্বার হয়েছেন যার মধ্যে ইনি একমাত্র ভারতীয়।
International Olympic Committee
 Headquarters: Lausanne, Switzerland
 President: Thomas Bach
 Founded: 23 June 1894, Paris, France

International Shooting Sport Federation
 Headquarters: Munich, Germany
 President: Vladimir Lisin
 Founded: 1907

  1. 2021 এর উইম্বলডনে মহিলা সিঙ্গেলস এ কে চ্যাম্পিয়ন হলো?
    a) Ashleigh Barty
    b) Serena William
    c) Naomi Osaka
    d) Karolina Pliskova

 ইনি অস্ট্রেলিয়ান টেনিস প্লেয়ার। ফাইনালে তিনি Karolina Pliskova কে পরাজিত করেন। এই বছর এই প্রতিজগিতার 134 তম বর্ষ ছিলো। গত বছর করোনার কারনে এটি অনুষ্ঠিত হয় নি।

  1. 2021 এর উইম্বলডনে পুরুষ সিঙ্গেলস এ কে চ্যাম্পিয়ন হলো?
    a) Novak Djokovic
    b) Rafael Nadal
    c) Roger Fedrer
    d) Matteo Berrettini

 ইনি সার্বিয়ার টেনিস খেলোয়াড়। এবছর তিনটি গ্র্যন্ড স্ল্যাম তিনি জিতলেন। ফাইনালে Matteo Berrettini কে পরাজিত করলেন। এই নিয় তার মোট প্রাপ্ত গ্র্যান্ডস্ল্যাম 20. ইনি 6 বার উইম্বল্ডন জিতলেন।

 Founded 1877; 144 years ago
 Editions 134 (2021)
 Location London
 England, United Kingdom
 Venue All England Lawn Tennis and Croquet Club
 Worple Road (1877–1921)
 Church Road (since 1922)
 Surface Grass outdoors
 Most singles titles (পুরুষ) Roger Federer (8)
 Most singles titles (মহিলা) Martina Navratilova (9)

 Australia open- Novak Djokovic- Naomi Osaka
 French open- Novak Djokovic – Barbora Krezikova
 Wimbledon- Novak Djokovic Ashleigh Barty
 Us Open- Dominic Thiem Naomi Osaka

International Tennis Federation
 Headquarters: London, United Kingdom
 President: David Haggerty
 Founded: 1 March 1913

Share with your friends

Leave a Comment