11th September 2021 Current Affairs In Bengali | 11th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

11th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 11th September 2021 Current Affairs PDF:

Download 11th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

11th September 2021 Current Affairs in Bengali:

  1. আন্তর্জাতিক ফুটবলে সর্বচ্চ গোলদাতা হলেন কে?

a) রোনাল্ডো
b) আলি দেই
c) মেসি
d) সুনীল ছেত্রি

• ইরানের আল দেই কে টপকে তিনি সর্বচ্চ গোলদাতা হলেন। তাঁর বর্তমানে মোট গোল সংখ্যা 111. ভারতের সুনীল ছেত্রি দশম স্থানে আছেন 75 টি গোল করে।

• Checkmate Covid Initiative চালু করলো অল ইন্ডিয়া চেস ফেডারেশন
• মরণোত্তর বাস্কেটবল হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হলেন Kobe Bryanat
• প্রথম আরব মহিলা হিসেবে WTA খেতাব জিতলেন টিউনেসিয়ার Ons Jabever টিউনেসিয়া
• বিশ্বের কনিষ্ঠ তম গ্র্যান্ডমাস্টার হলেন Abhimanyu Mishra
• Heroes Connect নামে ওয়েব প্ল্যাটফর্ম চালু করলো Hockey India
• রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার রাখা হলো
• ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 7 August Javelin Throw Day হিসেবে ঘোষিত করলো
• ভারতের ৬৯তম গ্র্যান্ড মাস্টার হলেন হার্শিত রাজা
• Princepal Sing প্রথম ভারতীয় যিনি NBA চাম্পিয়ন দলের সদস্য। তার দল Sacramento Kings 2021 সামার লীগ ট্রফি জিতলো।

  1. T 20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর কে হলেন?

a) রাহুল দ্রাবিড়
b) মহেন্দ্র সিং ধনী
c) ভি ভি এস লক্ষন
d) বিরেন্দ্র সেওয়াগ

• বিসিসিআই এর তরফ থেকে এটি ঘোষণা করা হলো। ইউএই এবং ওমানে 17 অক্টোবার থেকে এটি অনুষ্ঠিত হবে। এই প্রথমবাররে জন্য ধনী কোন সাপোর্ট স্টাফের দায়িত্ব নিলেন।

ICC T20 World Cup
• First edition 2007
• Latest edition 2016 India
• Next edition 2021 India
• Current champion West Indies (2nd title)
• Most successful West Indies (2 titles)

  1. ভারতের দ্রুততম পেসার হিসাবে ১০০টি টেস্ট উইকেট নিলেন কে?

a) কপিল দেব
b) ভুবনেশ্বর কুমার
c) জাসপ্রীত বুমরা
d) ইশান্ত শর্মা

• ইনি 24 টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এই কৃতিত্ব ছিলো কপিল দেবের যিনি 25 টি খেলায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

• 2023 পর্যন্ত আইসিসি এর অফিশিয়াল পার্টনার হলো ভারতপে
• Cricuru নামে ক্রিকেট কোচিং ওয়েবসাইট চালু করলো বিরেন্দ্র সেওয়াগ এবং সঞ্জয় বাঙ্গার
• প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Veenu Mankad আইসিসি হল অফ ফেমে এলেন
• প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো নিউজিল্যান্ড
• ভারতীয় ক্রিকেটার Shafali Verma কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেললেন
• ভারতীয় ক্রিকেটার Mithali Raj মহিলা ক্রিকেটে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক রান করার কৃতিত্ব অর্জন করলেন
• সম্প্রতি গেইল T20 ক্রিকেটে 14000 রান সম্পন্ন করলেন
• আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson.
• আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23000 রান সংগ্রহকারী ক্রিকেটার হলেন বিরাট কোহলি
• ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি বিরাট কোহলি

  1. ভারত কত সালে G 20 সামিট আয়োজন করতে চলেছে?

a) 2021
b) 2022
c) 2023
d) 2024

• প্রথমবারের জন্য ভারত এটি আয়োজন করবে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কে এর জন্য শেরপা ঘোষিত করা হলো। 2021 এ হচ্ছে এটি ইটালি তে এবং 2022 তে হবে ইন্দোনেশিয়ার বালি তে।

G20
• Chairman: Mario Draghi (2021)
• Founder: Group of Seven
• Founded: 26 September 1999
• The G20 comprises 19 countries and the European Union. The 19 countries are Argentina, Australia, Brazil, Canada, China, Germany, France, India, Indonesia, Italy, Japan, Mexico, Russia, Saudi Arabia, South Africa, South Korea, Turkey, the United Kingdom and the United States

  1. National Livestock Mission এর জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

a) Dharmendra Pradhan
b) Kiran Rijju
c) Purushottam Rupala
d) Giriraj Sing

• Fisheries, Animal Husbandry এবং Dairying বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী SIDBI এর সহায়তায় তৈরি এই পোর্টালটির উদ্বোধন করলেন। ভারতে 2014-15 থেক 2019-20 এর মধ্যে পশুপালন ক্ষেত্র 8.15% বৃদ্ধি পেয়েছে।

• 2020 সালের সবথেকে বেশী Remittances গ্রহণকারী দেশ ভারত
• সম্প্রতি নরেন্দ্র সিং তোমার National Mobile Monitoring Software অ্যাপলিকেশন চালু করলেন
• প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে 22টি AIIMS স্থাপনের অনুমতি দিলো কেন্দ্রীয় সরকার
• সম্প্রতি শিক্ষা মন্ত্রক YUVA-Pradhanmantri Yojana চালু করলো
• NCPCR করোনায় যে সমস্ত শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খেয়াল রাখার জন্য Bal Swaraj পোর্টাল চালু করলো
• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 80 কোটি মানুষ কে প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনার মাধ্যমে দেওয়ালি পর্যন্ত বিনা মুল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন
• জাতীয় পুষ্টি অভিযানের জন্য বিশ্ব ব্যাংক ভারত 200 মিলিয়ন ডলার লোন দিলো
• Surakshit Hum Surkashit Tum ক্যাম্পেন চালু করলো NITI Aayog
• আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে AYUSH মন্ত্রক Namaste Yoga মবাইল অ্যাপলিকেশন চালু করলো
• প্রবন্ধ নামে একটি পোর্টাল চালু করলো Ministry of Education
• ভারত 2030 সালের মধ্যে 2.6 কোটি হেক্টর খারাপ জমি কে পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে
• অর্জুন মুন্ডা Sankalp se Siddhi- Mission Van Dhan উদ্যোগ চালু করলেন
• Adi Training Portal চালু করলেন অর্জুন মুন্ডা
• 2021 সালের Global Yoga Conference এর উদ্বোধন করলেন ডঃ হর্ষবর্ধন

  1. ন্যাশনাল ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক র‍্যাঙ্কিং অনুযায়ী 2021 সালে ভারতের শ্রেষ্ঠ আইআইটি কোনটি?

a) বোম্বে
b) মাদ্রাজ
c) দিল্লী
d) রোপার

• এই নিয়ে মাদ্রাজ টানা তিনবার প্রথম হলো। শ্রেষ্ঠ কলেজ হয়েছে দিল্লীর মিড়ান্ডা হাউস।

• COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
• IIT Ropar এবং অস্ট্রেলিয়ার Monash বিশ্ববিদ্যালয় FakeBuster তৈরি করলো।
• Agriculture & Water Technology Development Hub তৈরি হলো IIT Ropar এ।
• ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
• IIT Roorkee তে ড্রোন রিসার্চ সেন্টার তৈরি হলো।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• প্রফেসর Shailesh Govind Ganpule ব্লাস্ট হেলমেট তৈরি করার জন্য NSG পুরষ্কার পেলেন। ইনি IIT
• সম্প্রতি IIT Ropar বিদ্যুৎ মুক্ত CPAP যন্ত্র জীবন বায়ু তৈরি করলো
• ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো IIT Ropar
• COVIHOME নামে করোনা টেস্টিং কিট বানালো আইআইটি হায়দ্রাবাদ
• ভারতের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি Wheelchair Vehicle তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• বিশ্বের প্রথম গাছ ভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো IITRopar
• ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল তৈরি করলো আইআইটি মাদ্রাজ। এর নাম দেওয়া হয়েছে e source
• ভারতের প্রথম বায়ো ব্রিক বিল্ডিং তৈরি করলো Hyderabad

  1. Gaofen-5-02 নামে কৃত্রিম উপগ্রহ লঞ্চ করলো কোন দেশ?

A. ব্রাজিল
B. জাপান
C. চীন
D. পাকিস্তান

• এটি একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ যা লং মার্চ 5C রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে।

• বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু এর সংক্রমণ লক্ষ করা গেলো চীনে।
• সম্প্রতি চীন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করলো। এর নাম China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST)
• সম্প্রতি হু চীন কে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করলো
• বিশ্বের প্রথম Commercial modular mini reactor তৈরি করছে চীন
• ভারত এবং চীনের মধ্যে 2021 সালের প্রথম অর্ধে বাণিজ্যের পরিমান 62.7 শতাংশ বৃদ্ধি পেলো
• অ্যাপেল কোম্পানি কে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানি হলো Xiaomi
• বিশ্বের দ্রুত তম ট্রেন চালু হলো চীনে। এর নাম Maglev Train. এর গতিবেগ ঘণ্টায় 600 কিমি।
• বিশ্বের প্রথম ক্লিন নিউক্লিয়ার রিয়াক্টর তৈরি করলো চীন

China:
a) Capital: Bejing
b) Currency: Yuan, Renminbi
c) President: Xi Jinping
d) Perliament: National People’s Congress
e) Longest river: Yangtze River
f) National Sports: Table Tennis

  1. Tata AIA লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন?

a) সচিন টেন্ডুল্কর
b) নীরজ চোপরা
c) মীরাবাঈ চানু
d) পিভি সিন্ধু

• নীরজ চোপরা এখন থেকে এই কোম্পানির লাইফ ইন্সুরেন্স কে প্রমট করবেন।

Tata AIA Life Insurance
• CEO: Naveen Tahilyani (23 Jul 2020–)
• Headquarters: Mumbai
• Founded: 2000

• Pagar Book- Akshay Kumar
• Gaddi.com- Akshay Kumar
• Classplus- Sourav Ganguly
• Spice Money- Sonu Sood
• Dabur Chyawanprash- Akshay Kumar
• Cuemath- Vidya Balan
• Dr. Trust- Rohit Sharma
• Pepsi CO- Shafali Verma
• World Wide Fund India Environment- Viswanathan Anand
• Aarogya Setu App- Ajay Devgan
• BAFTA Breakthrough- A R Rahaman
• Fit India Movement- Kuldeep Hooda
• খাদি প্রাকৃতিক রঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর – Nitin Gadkari
• Equitas Small Finance Bank- ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল

  1. Arun Kumar Sing কোন মহারত্ন কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন?

a) BPCL
b) IOCL
c) ONGC
d) POWERGRID

• ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন অরুন কুমার সিং। ইনি এর সঙ্গে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এর ও চেয়ারম্যান।

Bharat Petroleum
• Headquarters: Mumbai
• Founded: 1952

NAMEHQEstd
National Thermal Power Corporation (NTPC)New Delhi1975

Oil and Natural Gas Corporation (ONGC)  
New Delhi1956
Steel Authority of India Limited (SAIL)  New Delhi1954
Bharat Heavy Electricals Limited (BHEL)New Delhi1964
Indian Oil Corporation Limited (IOCL)Mumbai1959
Hindustan Petroleum Corporation Limited (HPCL)  Mumbai1974
Coal India Limited (CIL)  Kolkata1975
Gas Authority of India Limited (GAIL)New Delhi1984

Bharat Petroleum Corporation Limited (BPCL)  
Mumbai1952
Power Grid Corporation of India (POWERGRID)Gurgaon, India  1989
  1. হার্শা ভূপেন্দ্র বাঙ্গারি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

a) State Bank of India
b) HDFC Bank
c) Axis Bank
d) EXIM Bank

• ভারত সরকার এই নিয়োগ করলো। এর আগে তিনি এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। MD David Rasquinha এর স্থানে তিনি এলেন।

EXIM Bank
• Founded: 1982
• CEO: David Rasquinha (Aug 2017–)
• Headquarters: Mumbai

দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যKarnam Malleswari  
সিবিআই এর স্পেসাল ডিরেক্টরPraveen Sinha
ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে  Sirisha Bandla                         
টুইটারের নতুন Grievance officerVinay Prakash  
National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যানআরামানে গিরিধর  
দিল্লী পুলিশ কমিশনারRakesh Asthana  
Narcotics Control BureauSN Pradhan
ভারতীয় নৌ সেনার ভাইস চীফS N Ghormade
ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসDeepak Das  
Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টরDhirti Banerjee  
ম্যানেজিং ডিরেক্টর LIC  Mini Ipe
Jio MAMI Film Festival-এর চেয়ার পারসনপ্রিয়াঙ্কা চোপড়া জোনাস  
Broadcast Audience Research Council India এর সিইওNakul Chopra  
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকTek Chand  
ICICI Bank CEO  সন্দীপ বক্সি
Bharat Earth Movers Limited(BEML)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরঅমিত ব্যানার্জি
প্রথম ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Memberদর্জে আংচুক  
Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যানজে.বি মহাপাত্র  
রাজ্যসভার নতুন সেক্রেটারী জেনারেড. পরাশরম পট্টভি কেশব  
Engineers India Ltd এর প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরBhartika Shukla  
Asian Organization of Supreme Audit Institutions এর অ্যাসেম্বলির স্পিকারG.C Murmu
ইনি Asian Federation of Advertising Association এর হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেনরমেশ নারায়ন
  1. ভারতের উচ্চতম air purifier এর উদ্বোধন কোথায় হলো?

a) চণ্ডীগড়
b) দিল্লী
c) লে
d) মুম্বাই

• এর উচ্চতা 24 মিটার। এর বিশেষত্ব এখানে ফিলটার পরিবর্তন করার প্রয়জন পরবে না। 3.88 কটি কিউবিক ফিট এলাকার বায়ু পরিশোধন করতে সক্ষম এটি। বিশ্বের বৃহত্তম air purifier আইসল্যান্ড এ অবস্থিত।

  1. ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ক্রুজ লাইনার চালু করলো কোন সংস্থা?

a) IRCTC
b) NTPC
c) GOFirst
d) TATA

• Indian Railway Catering and Tourism Corporation এবং Cordelia cruise যুগ্ম ভাবে এটি চালু করলো। এটি আপাতত মুম্বাই থেকে ভারতের বিভিন্ন স্থানে নিয়ে যাবে পর্যটক দের। 2022 সালে এর বেস পোর্ট চেন্নাই তে সরিয়ে নেওয়া হবে।

Indian Railway Catering and Tourism Corporation
• Headquarters: New Delhi
• Founder: Ministry of Railways
• Founded: 27 September 1999

• AI For All উদ্যোগের জন্য ভারতের শিক্ষা মন্ত্রক এবং সিবিএসই ইন্টেল এর সঙ্গে চুক্তি বদ্ধ হলো
• ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে ৩ ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো HCL Technologies
• সম্প্রতি বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ Tiktok
• এজেন্টদের জন্য ANANDA নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো LIC
• Stay in Play’ ক্যাম্পেইনের জন্য মীরা বাই চানু কে নিযুক্ত করলো Adidas কোম্পানী
• ভারতের কৃষকদের জন্য কিষাণ স্টোর চালু করলো Amazon
• IOCL কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হলো একশৃঙ্গ গন্ডার
• ‘Pulse’ নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো Phonepe

Share with your friends

Leave a Comment