11th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 11th August 2021 Current Affairs PDF:
Download 11th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
11th August 2021 Current Affairs in Bengali:
- দুর্যোগ ব্যাবস্থাপনের জন্য কোন দেশের সঙ্গে মউ সাক্ষর করলো ভারত?
a) বাংলাদেশ
b) চীন
c) পাকিস্তান
d) ভুটান
• এর ফলে ভারত এবং বাংলাদেশ যৌথ ভাবে Coalition for Disaster Resilient Infrastructure গঠন করবে। এতে ইউনাইটেড নেসন্স এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক সহায়তা করবে।
সম্প্রতি ভারত সরকারের স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ মউ
• ভুটান- পরিবেশ নিয়ে
• কুয়েত- ভারতীয় শ্রমিক নিয়োগ সংক্রান্ত
• মালদ্বীপ- Sustainable Urban Development
• নেদারল্যান্ড- বজ্রজল থেকে শক্তি উৎপাদন
• জাপান- পেটেন্ট ভেরিফিকেসন
• ফিজি- কৃষিজ ক্ষেত্রে পরস্পরের সহযোগিতার জন্য
• মাইক্রোসফট- কৃষি ক্ষেত্র।
• মায়ানমার- স্বাস্থ্য ক্ষেত্র
• গাম্বিয়া- Public Administration and Governance reform
• ডেনমার্ক- স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য
• রাশিয়া- Coking coal এ সহযোগিতার জন্য
• বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ সঞ্চালক হলেন তাসনুভা আনান শিশির। ইনি বৈশাখী টিভিতে সঞ্চালনা করবেন.
• নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
• Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে
• ভারতীয় হাই কমিশন বাংলাদেশ এ সংস্কৃত শেখার অ্যাপ Little Guru চালু করলো
• সম্প্রতি World Bank বাংলাদেশকে 1 বিলিয়ন ডলার অর্থ সাহায্য করলো
• বাংলাদেশের ঢাকায় সম্প্রতি বংবন্ধু-বাপু মিউজিয়ামের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
• বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
• বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
• এবছর ডিসেম্বর মাসে মৈত্রী পাওয়ার প্রোজেক্ট এর প্রথম বাংলাদেশে চালু হবে। এটি তে সাহায্য করবে ভারতের NTPC লিমিটেড।
• টোকিও গেমস এ Olympic Laurel Trophy পেলেন Muhammad Yunus
• যোগাযোগ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে বাংলাদেশ
Bangladesh:
• Capital: Dhaka
• Currency: Bangladeshi Tanka
• Prime minister: Sekh Hasina
• President: Abdul Hamid.
• Longest river: Surma
• Highest Peak: Keokradong
• National Sports: Kabaddi
- ভারত কোন দেশের সঙ্গে যৌথ নৌ সেনা মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত করলো?
a) রাশিয়া
b) ফ্রান্স
c) ইউএই
d) ব্রিটেন
• পারস্য উপসাগরে এটি অনুষ্ঠিত হলো। ভারতের তরফ থেকে আইএনএস কোচি এতে অংশ গ্রহণ করেছিলো।
Important Defence Exercise
• Sampriti India & Bangladesh
• Mitra Shakti India & Sri Lanka
• Maitree Exercise India & Thailand
• Vajra Prahar India & US
• Yudh Abhyas India & US
• Nomadic Elephant India & Mongolia
• Garuda Shakti India & Indonesia
• Shakti Exercise India & France
• Dharma Guardian India & Japan
• Surya Kiran India & Nepal
• Hand in Hand Exercise India & China
ভারতের গুরুত্বপূর্ণ নৌ মহরা
• মালাবার- জাপান, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা
• ইন্দ্র- রাশিয়া
• কোঙ্কণ- ব্রিটিশ যুক্তরাজ্য
• বরুণ- ফ্রান্স
• নাসিম আল বাহার- ওমান
• সায়োগ (Shayog)- ভিয়েতনাম
• সিম্বেক্স (SIMBEX)- সিঙ্গাপুর
• IMCOR- মায়ানমার
• মঙ্গলের কক্ষপথে পৌঁছালো সংযুক্ত আরব আমিরশাহির এয়ারক্রাফট HoPe।
• Nora Almatrooshi দেশের প্রথম মহিলা মহাকাশচারী হতে চলেছে।
• Mohamed al Khaja ইজরায়েল এ UAE এর প্রথম রাষ্ট্রদূত।
• 2022 সালে চাঁদে রশিদ নামে রোভার পাঠাবে সংযুক্ত আরব আমিরসাহি
• বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
• এশিয়ান বক্সিং চাম্পিয়ান্সিপ 2021 ইউএই তে অনুষ্ঠিত হবে
• IPL 2021 এর বাকি ম্যাচ গুলো ইউএইতে অনুষ্ঠিত হবে
• 2021 সালের পুরুষ টি 20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমেরসাহি অনুষ্ঠিত হবে
• প্রথম পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে ইউএই ইজরায়েল এ তাদের দুতাবাস খুললো
• UAE- Total 7 Emirates
• Capital- Abu dhabi
• Currency- Dirham
• Perliament- Federal National Council
• President- Khalifa bin Zayed Al Nahyan
- আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson. ইনি কোন দেশের খেলোয়াড়?
a) অস্ট্রেলিয়া
b) দক্ষিণ আফ্রিকা
c) ইংল্যান্ড
d) আয়ারল্যান্ড
• ইনি 621 টি উইকেট নিয়ে ভারতের অনিল কুম্বলের 619 টি উইকেটের রেকর্ড অতিক্রম করলেন। তার সামনে এখন শুধু শ্রীলঙ্কার Muttiah Muralitharan ( 800 Wicket) এবং অস্ট্রেলিয়ার Shane Warne(708 Wicket).
• সম্প্রতি ব্রিটেন যে নতুন ডিজিটাল কারেন্সি চালু করলো তার নাম Britcoin
• বিশ্বের সবথেকে শক্তিশালী জলবায়ু পরিবর্তন পূর্বাভাস সুপার কম্পিউটার ইংল্যান্ড বানাতে চলেছে।
• যুক্তরাজ্য প্রথম রাস্তায় চালকব বিহীন গাড়ি চালানোর অনুমতি দিলো
• 2021 এর G-7 সামিট ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
• সম্প্রতি ভারত রোড ম্যাপ-2030 নীতি গ্রহন করেছে যুক্তরাজ্য এর সঙ্গে Strategic Partnership বৃদ্ধির জন্য
• যুক্তরাজ্য এ ভ্যাক্সিন ব্যাবসা শুরু করতে চলেছে Serum Institute of India
• সম্প্রতি ক্রিকেটার Ollie Robinson কে সাসপেন্ড করে দেওয়া হলো।
• সম্প্রতি ব্রিটেন 50 বছর পর ভারতে আপেল রপ্তানি করলো
• সম্প্রতি লিভারপুল শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা হারালো. এর আগে মাত্র দুটি স্থান এই তকমা পাওয়ার পর হারিয়েছিলো। একটি ওমানের Arabian Orix Sanctuary এবং জার্মানির Dresden Eibe Valley।
• গ্লোবাল এডুকেশন সামিট লন্ডনে অনুষ্ঠিত হলো
England
• Capital: London
• Prime minister: Boris Johnson
• Currency: Pound sterling
- অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে হলেন?
a) Bajarnag Puia
b) Manpreet Sing
c) Mary Kom
d) Mariyappan Thangavelu
• 17 দিন পর এই অলিম্পিকের সমাপ্তি হলো। সমাপ্তি অনুষ্ঠানের থিম ছিলো The World We Share. ভারত এবার 48 তম স্থানে শেষ করলো। প্রথম হলো অ্যামেরিকা।
• 1st- 1896- Athens
• 2020- Tokyo (32th)
• 2024- Paris
• 2028- Los angeles
• 2032- Brisbane
• International Olympic Committee
• Headquarters: Lausanne, Switzerland
• President: Thomas Bach
• Founded: 23 June 1894, Paris, France
• Indian Olympic Association
• Founded: 1927
• President: Narinder Batra
• Secretary General: Rajeev Mehta
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের কোন শহর থেকে Ujjwala 2.0 এর সূচনা করলেন?
a) Mahoba
b) Amethi
c) Lucknow
d) Banaras
• 10 আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করলেন। এই দ্বিতীয় অধ্যায়ে 1 কোটি নতুন কানেকশন দেওয়ার লক্ষমাত্রা নেওয়া হয়েছে।
Pradhan Mantri Ujjwala Yojana
• Pradhan Mantri Ujjwala Yojana was launched by Prime Minister of India Narendra Modi on 1 May 2016 to distribute 50 million LPG connections to women of Below Poverty Line families. A budgetary allocation of ₹80 billion was made for the scheme
- কোন রাজ্য Kakori Kand এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো?
a) উত্তর প্রদেশ
b) বিহার
c) হরিয়ানা
d) রাজস্থান
• 9 আগস্ট যেদিন এই ঘটনা ঘটেছিলো তার বর্ষপূর্তি তে এই নাম পরিবর্তন করা হলো। আগের নাম টি ভারতের স্বাধীনতা আন্দোলনের এই গুরুত্ব পূর্ণ অধ্যায় কে অপমানিত করত তাই এই নাম পরিবর্তন।
• উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী UP Mukhyamantri Abhyudaya যোজনা চালু করলো।
• উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেট স্থাপিত হল।
• ভারতের প্রথম মিউনিসিপাল গ্রীন বন্ড ইস্যু করলো গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন
• 2021 সালের ই পঞ্চায়েত পুরস্কার জিতলো উত্তরপ্রদেশ
• 2021 এর প্রজাতন্ত্র দিবসের বেস্ট ট্যাবলো পুরস্কার পেয়েছে।
• ভারতের প্রথম পশুদের জন্য War Memorial মিরাটে তইরি হচ্ছে।
• Varsat Campaign চালু করেছে গ্রামিন অঞ্চলের জন্য।
• মেডিসিন এটিএম চালু করলো উত্তরপ্রদেশ।
• সম্প্রতি করোনায় প্রয়াত সাংবাদিকদের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো উত্তরপ্রদেশ
• করোনা টীকাকরনের জন্য পিঙ্ক বুথ চালু করলো উত্তর প্রদেশ
• 2021-30 সালের জন্য নতুন জন সংখ্যা নীতি আনলো উত্তরপ্রদেশ। এই নীতি অনুসারে যে সমস্ত দম্প্তির দুটির অধিক সিন্তান তারা সরকারি কোন পরিক্ষায় বস্তে পারবে না। ভোটে দাড়াতে পারবে না।
• উদ্বোধন করলে বারানসিতে
• ভারতের প্রথম Pod ট্যাক্সি সার্ভিস নয়ডাতে চালু হলো
• কেন্দ্র সরকার Indian Institute of Heritage স্থাপন করতে চলেছে নয়ডাতে।
• ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উত্তর প্রদেশে স্থাপন হতে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটি মথুরা তে স্থাপন করছে।
• সম্প্রতি ইলেক্ট্রিক বাসের ট্রায়াল করলো উত্তরপ্রদেশ
Uttar Pradesh:
• Capital: Lucknow
• LS; 80 RS:31
• CM; Yogi Adityanath
• Governor: Anandiben Patel
• High court: Allahabad High Court
• National Park: Dudhwa,
• Dance form: Nautanki, Rasleela, Khayal, Dadra, Kajri, Ramlila
• Festival: Janmastami, Lathmar holi, Ganga Mahotsab, Taj Mahotsab.
• Ramsar Site: Sur Sarovar, Upper Ganga river, Sarsai Nawar Jheel, Sandi Bird Sanctuary, Samaspur Bird Sanctuary, Saman Bird Sanctuary, Parvati Arga Bird Sanctuary, Nawabganj Bird Sanctuary
• World Heritage Site: Agra Fort, Taj Mahal, Fatehpur Sikri
- Vandana Katarina কে কোন রাজ্যের Women empowerment এবং Child development এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো?
a) হিমাচল প্রদেশ
b) উত্তরাখন্ড
c) হরিয়ানা
d) পাঞ্জাব
• ইনি ভারতীয় মহিলা হকি দলের একজন খেলোয়ার। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী এই ঘোষণা করলেন। এর সঙ্গে উত্তরাখন্ড রাজ্য তাকে Tilu Rauteli পুরস্কার এবং 25 লক্ষ টাকা দ্বারা সম্মানিত করবে।
• ভারতের প্রথম forest healing centre এর উদ্বোধন হলো উত্তরাখণ্ড এ।
• সম্প্রতি Aditya- L1 Support Cell (ALSC) উত্তরাখণ্ড এ স্থাপন হলো
• উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
• Mission Hausla চালু করলো উত্তরাখণ্ড পুলিশ
• সম্প্রতি মারা গেলেন পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা।
• উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
• সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
• উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
• সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যে প্রথম বারের জন্য গবেষক রা black belied coral সাপ আবিস্কার করলেন
• ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান দেরাদুন জেলায় এটি চালু হলো।
• উত্তরাখন্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে ভুমিকম্পের পূর্বাভাষ দেওয়ার জন্য মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
Uttarakhand:
• Capital: Dehradun, Gairsain
• LS:5 RS:3
• Formation date: 9 November 2000
• CM; Pushkar Sing Dhami
• Governor: Baby Rani Maurya
• High court: Uttarakhand High Court
• National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
• Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
• Ramsar Site: Asan Barrage
• World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks
- 1 বছরের ভোকেশনাল ট্রেনিং এর পর 60 জন ভিখারী কে চাকরী দিলো কোন রাজ্য?
a) রাজস্থান
b) উত্তর প্রদেশ
c) আসাম
d) বিহার
• এটি রাজস্থানের ভিখারি মুক্ত অভিজানের অংশ।
• মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো
• Black Fungus বা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
• ভিখারি মুক্ত অভিজান চালু করেছে।
• ইন্দিরা রসোই যোজনা চালু করেছে।
• সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
• রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
• ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম জয়পুর শহরে স্থাপিত হচ্ছে
• তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে রাজস্থান। রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
• সমস্ত জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করলো রাজস্থান
• বাজ পরে যেসমস্ত মানুষ মারা গেছেন তাদের কে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো রাজস্থান
• রাজস্থান World Food Programme এর সঙ্গে পার্টনারশিপ করলো
• Mission Niryatak Bano ক্যাম্পেন চালু করলো রাজস্থান। স্থানিয় ব্যাবসায়িদের বিদেশে ব্যাবসায় সাহায্য করার জন্য এই ক্যাম্পেন চালু করা হলো।
Rajasthan:
• Capital: Jaipur
• LS:25 RS:10
• CM; Ashok Gehlot
• Governor: Kalraj Mishra
• High court: Rajasthan High Court, Jodhpur
• National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
• Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
• Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
• Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
• World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur
- মালদ্বীপের মতন ওয়াটার ভিলা ভারতের কোন স্থানে তৈরি করা হচ্ছে?
a) আন্দমান ও নিকোবর
b) লাক্ষাদ্বীপ
c) দমন
d) পুদুচেরী
• ভারতের প্রথম স্থান হিসেবে লাক্ষাদ্বীপ এটি পাবে। আপাতত তিনটি দ্বীপ Kadmat, Minicoy এবং Suheli তে গড়ে তোলা হবে।
- National Commission for Women এর চেয়ারপার্সন রেখা শর্মার কার্যকালের মেয়াদ কত বছরের জন্য বৃদ্ধি করা হলো?
a) 1
b) 2
c) 3
d) 4
• ইনি 2018 সালে এই দায়িত্ব নিয়েছিলেন। ইনি করোনার সময় মহিলাদের সাহায্যের জন্য Happy to help নামে একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন।
National Commission for Women
• Formed 1992
• Jurisdiction Government of India
• Headquarters New Delhi
• Commission executive Rekha Sharma, Chairperson
- Anup Shyam সম্প্রতি মারা গেলেন। ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
a) অভিনয়
b) ক্রীড়া
c) সঙ্গীত
d) সাংবাদিকতা
• 63 বছর বয়সে ইনি মারা গেলেন। ইনি স্লামডগ মিলিয়নিয়র এ অভিনয় করেছিলেন।
- সম্প্রতি ভারতে কোন কোম্পানির সিঙ্গেল ডোজের করোনা ভ্যাক্সিনের অনুমোদন দেওয়া হলো?
a) Bharat Biotech
b) Jhonson & Jhonson
c) Pfizer
d) Sputnik
• এমারজেন্সি ব্যাবহারের জন্য এই অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। ভারতে এটি পঞ্চম ভ্যাকসিন অনুমোদন পেলো, আগের গুলি হলো Covishield, Covaxine, Sputnik V, Moderna
Johnson & Johnson
• Headquarters: New Brunswick, New Jersey, United States
• CEO: Alex Gorsky
• Founded: January 1886, New Brunswick, New Jersey, United States