11th April 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the April 2021 Current Affairs from our youtube channel.
Download 11th April 2021 Current Affairs PDF:
Download 11th April 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
11th April 2021 Current Affairs
- ভারত কোন দেশের সঙ্গে অ্যাকাডেমিক এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতার জন্য মউ স্বাক্ষর করলো?
a) জাপান
b) ব্রাজিল
c) বাংলাদেশ
d) রাশিয়া
National Atmospheric Research Laboratory এবং Research institute for Sustainable Humanosphere, Kyoto University এর মধ্যে এটি স্বাক্ষর করা হয়।
মূলত আবহাওায়া গত বিষয়ে এরা পরস্পর কে সহযোগিতা করবে।
Recent News About Japan:
দেশবাসীর একাকীত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ মন্ত্রী নিয়োগ করলো জাপান।
বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ নির্মাণ করবে জাপান 2023 সালে লঞ্চ করা হবে মহাকাশে
বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার fugaku তৈরি করল জাপান।
পেটেন্ট ভেরিফিকেশনের জন্য ভারতকে সহযোগিতা করবে
About Japan:
Parliament- Diet
Prime minister- Yoshihide Suga
King- Naruhito
Capital- Tokyo
Currency- Yen
National sports- Sumo
National emblem- chrysanthemum
- Vivo কোম্পানির নতুন ব্র্যান্ড আম্ব্যাসেডর কে হলেন?
a) এম এস ধোনি
b) বিরাট কহলি
c) রোহিত শর্মা
d) পৃথ্বী সাউ
Founded: 2009, Dongguan, China
CEO: Shen Wei (2009–)
Headquarters: Dongguan, China
- সম্প্রতি ৮৮ বছর বয়সে মারা গেলেন চন্দ্রা নাইডূ। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
a) খেলোয়াড়
b) ধারাভাষ্যকার
c) নৃত্য শিল্পী
d) অভিনেত্রী
ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা ক্রিকেট কমেন্টেটর।
ভারতীয় পুরুষ টেস্ট টিমের প্রথম অধিনায়ক C K Naidu এর মেয়ে ছিলেন তিনি।
1977 সালে বোম্বে বনাম MCC এর ম্যাচ দিয়ে ওনার ধারাভাষ্যকারের জীবন শুরু হয়।
- “ওড়িশা ইতিহাস” এর হিন্দি ভার্সন কে রিলিজ করলেন?
a) নরেন্দ্র মোদী
b) নবীন পটনায়েক
c) রামনাথ কোবিন্দ
d) ভেঙ্কাইয়া নাইডু
এই বইটি লিখেছেন হরেকৃষ্ণ মহতাব।
ইনি উৎকল কেশরী নামে পরিচিত।
এটিকে হিন্দি তে অনুবাদ করেছেন শঙ্কর লাল পুরোহিত।
এই বইতে স্বাধীনতা সংগ্রামে উড়িষ্যার অবদান নিয়ে লেখা হয়েছিলো।
- উপজাতি সম্প্রদায়ের জন্য যৌথ ভাবে Anamaya ইনিশিয়েটিভ চালু করলো কে কে?
a) নরেন্দ্র মোদী ও নির্মলা সিতারমন
b) ডঃ হর্ষবর্ধন ও অর্জুন মুন্ডা
c) নরেন্দ্র সিং তোমার ও ধরমেন্দ্র প্রধান
d) স্মৃতি ইরানি ও রমেশ পোখরিয়াল
Ministry of Tribal Affairs এর তরফ থেকে এটি চালু করা হয়েছে।
এটি একটি স্বাস্থ্য সংক্রান্ত একটি উদ্যোগ।
2018 সালের একটি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে উপজাতি মানুষদের স্বাস্থের অবক্ষয়ের দিকটি তুলে ধরা হয়। তার জন্য এই উদ্যোগ আনলো সরকার।
- করোনা ভাইরাসের কারণে 2021 টোকিও অলিম্পিকে অংশ নেবে না কোন দেশ?
a) ভারত
b) অস্ট্রেলিয়া
c) উত্তর কোরিয়া
d) নিউজিল্যান্ড
North Korea:
Capital: Pyongyang
Supreme leader: Kim Jong-un
Currency: North Korean won
History of Modern Olympics
1st- 1896- Athens
2020- Tokyo (32th)
2024- Paris
2028- Los angeles
International Olympic Committee
Headquarters: Lausanne, Switzerland
President: Thomas Bach
Founded: 23 June 1894, Paris, France
Winter Olympic
1st – 1924 (france)
2022- Bejing
2018- Korea ( Peyong Chang)
- ভারতের প্রথম মহিলা Sailor হিসেবে টোকিও অলিম্পিকে কে যোগ্যতা অর্জন করলেন?
a) Nethra Kumanan
b) Babita Phogat
c) Bhavani Devi
d) Bala Devi
Indian Olympic Association
Founded: 1927
President: Narinder Batra
Secretary General: Rajeev Mehta
Olympic and India
1st Participate- 1900
Indian Hockey team won 8 gold medals in Olympic History. 1St in 1928 aand last 1980
1st Indian Induvidual to win medal- K D Yadav (1952) (Helsinki)
1st Indian Individual to win silver- Rajyabardhan sing Rathore (2004 ) ( Athens)
1st Indian individual to win Gold- Abhinav Bindra (2008) (Bejing)
1st Indian Indivdual to win two medals in olympuc- Sushil Kumar (2008,20120) (Bronze, Silver)
1st Indian woman to win medals- Karnam Malleswari (2000) (Sydney)
- বিশ্ব হমিওপাতি দিবস কবে পালিত হয়?
a) 10th April
b) 9th April
c) 8Th april
d) 7Th april
ডঃ হ্যানিম্যান এর জন্মদিনে এটি পালন করা হয়।
ইনি 1810 সালে এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন।
The Central Council for Research in Homeopathy – New Delhi
- সম্প্রতি কোন ট্রাইব্যুনাল বন্ধ করে দেওয়া হোলো?
a) Income Tax Appellate Tribunal
b) Central Administrative Tribunal
c) State Administrative Tribunal
d) Film Certificate Appellate Tribunal
সেন্সর বোর্ড এর সিধ্যান্ত সিনেমা নির্মাতা দের অপছন্দ হলে তারা এখানে আবেদন জানাতে পারতেন।
Central Board of Film Certification এটি একটি 24 সদস্যের বডি যার মধ্যে একজন চেয়ারপার্সন। এরা সিনেমা কে চারটি ক্যাটাগরি তে ভাগ করে-
U: Unrestricted public exhibition
U/A: Parental Guidence for children under age 12
A: Restricted to adults
S: Restricted to specialised group such as enginners, doctors etc
Central Board of Film Certification
Founded: 1951
HQ: Mumbai
Chairperson: Prasoon Joshi
- সম্প্রতি ছত্তিসগড় ভিরানি পুরস্কার কে পেলেন?
a) দ্যুতি চাঁদ
b) হিমা দাস
c) পি টি ঊষা
d) রেণুকা যাদব
ইনি জাকার্তা এশিয়ান গেমস এ 100 এবং 200 মিটার বিভাগে রুপোর পদক পেয়েছিলেন।
Asian Games
Organiser: Olympic Council of Asia
Headquarters: Kuwait City, Kuwait
First event: 1951 Asian Games in New Delhi, India
Last event: 2018 Asian Games in Jakarta-Palembang, Indonesia
Next: Hangzhou, China
ইন্দিরা ভান মিতান যোজনা।
রোজগার সঙ্গী।
রাজীব গান্ধী কিষান নাভি যোজনা।
প্রথম রাজ্য যারা গোধন ন্যায় যোজনা চালু করেছে।
পিপিপি মডেল এ ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট।
Capital: Bilaspur
State Hood: 1st November 2000 (26th )
LS:11 RS:5
CM; Bhupesh Bhagel
Governor: Anusuiya Uikey
High court: Chhattisgarh High Court
National Park: Guru Ghasidas, Indravati, Kangerhati
Dance form: Gaur Maria, Saila, Raut Nacha, Panthi, Soowa, Pandavani, Jhirliti, Gendi, Karma
Festival: Bastar Dussera, Madai Festival, Hareli Festival