10th September 2021 Current Affairs In Bengali | 10th সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

10th September 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 10th September 2021 Current Affairs PDF:

Download 10th September 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

10th September 2021 Current Affairs in Bengali:

  1. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?

a) 5 September
b) 8 September
c) 11 September
d) 14 September

• বিশ্বে শিক্ষার গুরুত্ব বোঝাতে এই দিন টি উদযাপন করা হয়। 1965 সাল থেকে এই দিনটি প্রতিবছর উদযাপন করা হয়। এবছর এর থিম হলো Literacy for a human centered recovery: Narrowing the digital divide.

5-SeptemberTeachers’ Day (Dr. Radhakrishnan’s birthday), Forgiveness day
8-SeptemberWorld Literacy Day
14-SeptemberHindi day, World First Air Day
15-SeptemberEngineer’s day in India
16-SeptemberWorld Ozone Day
21-SeptemberAlzheimer’s Day, International day of peace
25-SeptemberSocial justice day
27-SeptemberWorld Tourism Day
  1. 9 September অনুষ্ঠিত হওয়া BRICS সামিটে কে সভাপতিত্ব করলেন?

a) Narendra Modi
b) Vladimir Putin
c) Xi Jinping
d) Cyril Ramphosa

• 13 তম এই ব্রিকস সামিট ভারচুয়ালি অনুষ্ঠিত হলো। এর থিম ছিলো BRICS@15: Intra BRICS cooperation for continuity, consolidation and consensus.

• Headquarters BRICS Tower
• Location Shanghai, China
• Formation September 2006 (UNGA 61st session)
• 1st BRIC summit: 16 June 2009

  1. Vidyanjali Portal লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

a) Amit Shah
b) Narendra Modi
c) Rajnath Sing
d) Pijush Goel

• শিক্ষা ক্ষেত্রের জন্য এই পোর্টাল লঞ্চ করা হলো। স্কুলের উন্নতির জন্য ফান্ড সংগ্রহ করা এবং ভলেন্টিয়ার নিয়োগ করার জন্য এটি ব্যাবহার করা হবে।

Narendra Modi
• Prime Minister and also in-charge of:
• Ministry of Personnel, Public Grievances and Pensions;
• Department of Atomic Energy;
• Department of Space;
• All important policy issues; and
• All other portfolios not allocated to any Minister

  1. কোন কেন্দ্রীয় মন্ত্রী Geeta Govinda: Jaydevaz Divine Odyssey নামে বই রিলিজ করলেন?

a) G Kishan Reddy
b) Ashwini Vaishnav
c) Mansukh Mandaviya
d) Dr. Virendra Kumar
• এর সঙ্গে একটি ইভেন্ট Bujurgon ku Baat- Desh ke Saath রিলিজ করলেন। বইটি কম্পাইল করেছেন Utpal K. Banerjee. Bujurgon ku Baat- Desh ke Saath ইভেন্টে যুব এবং 90 বছরের বেশী বয়সি মানুষের মধ্যে কথোপকথন হবে।

G Kishan Reddy
• Minister of Culture;
• Minister of Tourism; and
• Minister of Development of North Eastern Region

• UNSC Debate এ নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করলেন
• 2021 সালের Internet Governance Forum আয়োজন করবে ভারত
• ১৪ই আগস্ট Partition Horrors Remembrance Day হিসাবে পালন করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী
• ভারতের প্রথম cattle genomi chip এর উদ্বোধন করলেন জিতেন্দ্র সিং
• কেন্দ্র সরকার 2022 সালের মধ্যে একবার ব্যাবহার যোগ্য প্লাস্টিক সম্পূর্ণ রুপে বন্ধ করার পরিকল্পনা করছে
• Son Chiraiya লঞ্চ করলো Ministry of Housing and Urban Affairs
• National Monetization Pipeline লঞ্চ করলেন নির্মলা সিতারমন
• 29 আগস্ট ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলেন Anurag Thakur
• IndiaSize নামে একটি সাইজ সমীক্ষা চালু করলো Ministry of Textiles
• Cisco এর সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য “WEP Nxt” নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো NITI Aayog
• International Climate Summit 2020-21 আয়োজন করলো ভারত
• ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার সিমুলেটর টুলকিট লঞ্চ করলো Ministry of Electronics and Information Technology
• Ministry of Road Transport and Highways BH series এর নাম্বার প্লেট লঞ্চ করলো
• Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন সর্বানন্দ সনোয়াল
• এশিয়ার প্রথম দেশ হিসেবে Plastic Pact লঞ্চ করতে চলেছে ভারত

  1. Asian Organization of Supreme Audit Institutions এর অ্যাসেম্বলির স্পিকার কে হলেন?

a) Pankaj Kumar Sing
b) G.C Murmu
c) Rajnessh Kumar
d) Abhay Kumar Sing
• ভারতের Comptroller and Auditor General 2024 থেকে 2027 সময়ের জন্য এই পদে তিনি মননিত হলেন।
• Estd. 1979
• Member Country: 11

  1. সম্প্রতি খবরে থাকা রমেশ নারায়ন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

a) ক্রীড়া
b) সাংবাদিকতা
c) বিজ্ঞাপন
d) সাহিত্য

• ইনি ভারতের বিজ্ঞাপন জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দের একজন। সম্প্রতি ইনি Asian Federation of Advertising Association এর হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।

আগামী 1 বছরের জন্য UN Bureaucracy এর প্রধানK Nagraj Naidu  
United Nations Conference on Trade and Development এর প্রথম মহিলা প্রেসিডেন্টRebeca Grynspan  
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে এলেনVeenu Mankad  
Mylab Discovery Solutions এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরঅক্ষয় কুমার  
WTO Mission এর জন্য ভারত সরকার ডিরেক্টরAshish Chandorekar  
Un Secretary GeneralAntonio Guterres  
ভারতের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কোচ কমিটির সদস্যDr Tadang Meenu  
দিল্লী ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যKarnam Malleswari  
সিবিআই এর স্পেসাল ডিরেক্টরPraveen Sinha
ভারতীয় বংশউদ্ভুত মহিলা মহাকাশচারী Virgin Galactic এর প্রতিষ্ঠাতা Richard Branson এর সঙ্গে মহাকাশ যাত্রা করবে  Sirisha Bandla                         
টুইটারের নতুন Grievance officerVinay Prakash  
National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যানআরামানে গিরিধর  
দিল্লী পুলিশ কমিশনারRakesh Asthana  
Narcotics Control BureauSN Pradhan
ভারতীয় নৌ সেনার ভাইস চীফS N Ghormade
ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসDeepak Das  
Indian Zoological Survey এর প্রথম মহিলা ডিরেক্টরDhirti Banerjee  
ম্যানেজিং ডিরেক্টর LIC  Mini Ipe
Jio MAMI Film Festival-এর চেয়ার পারসনপ্রিয়াঙ্কা চোপড়া জোনাস  
Broadcast Audience Research Council India এর সিইওNakul Chopra  
Tokyo Paralympic এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকTek Chand  
ICICI Bank CEO  সন্দীপ বক্সি
Bharat Earth Movers Limited(BEML)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরঅমিত ব্যানার্জি
প্রথম ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Memberদর্জে আংচুক  
Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যানজে.বি মহাপাত্র  
রাজ্যসভার নতুন সেক্রেটারী জেনারেড. পরাশরম পট্টভি কেশব  
Engineers India Ltd এর প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরBhartika Shukla  
  1. Bab Rani Maurya কোন রাজ্যের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন?

a) উত্তর প্রদেশ
b) উত্তরাখণ্ড
c) বিহার
d) গুজরাট

• কিছু ব্যাক্তিগত কারনে তিনি রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগ পত্র দেন। 2018 সাল থেকে তিনি এই পদে ছিলেন।
• উত্তরাখণ্ড সম্প্রতি মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা চালু করলো
• সম্প্রতি উত্তরাখন্ডে ভারতের প্রথম Biodiversity Park Bharat Vatika এর উদ্বোধন হলো
• উত্তরাখণ্ড ভারতে প্রথম Official trans identity চালু করলো
• সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যে প্রথম বারের জন্য গবেষক রা black belied coral সাপ আবিস্কার করলেন
• ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক উদ্যান দেরাদুন জেলায় এটি চালু হলো।
• উত্তরাখন্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে ভুমিকম্পের পূর্বাভাষ দেওয়ার জন্য মোবাইল অ্যাপলিকেশন চালু করলো
• Vandana Katarina কে উত্তরাখন্ড এর Women empowerment এবং Child development এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো
• ভারতের সর্বচ্চ হার্বাল গার্ডেন প্রতিষ্ঠিত হলো উত্তরাখন্ড এর চামোলি জেলার মানা গ্রামে
• সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২ জয়ী শিল্পী পবনদীপ রাজন উত্তরাখণ্ড রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন।

Uttarakhand:
• Capital: Dehradun, Gairsain
• LS:5 RS:3
• Formation date: 9 November 2000
• CM; Pushkar Sing Dhami
• Governor:
• High court: Uttarakhand High Court
• National Park: corbett, Nanda devi, Valley of flowers, Rajaji, Gangatri, Govind.
• Festival: Phool Dei, Harela and Bhitauli, Ganga Dussera, Hill Jatra, Ghee Sankranti
• Ramsar Site: Asan Barrage
• World Heritage Site: Nanda Devi and Valley of Flowers National Parks

  1. যে সমস্ত সাংবাদিক কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ড স্থাপন করছে কোন রাজ্য?

a) কেরালা
b) তামিলনাড়ু
c) কর্ণাটক
d) তেলেঙ্গানা

• এর সঙ্গে সাঙ্গাবিদক এবং তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্য বৃদ্ধি করছে সরকার।

  1. Kalaignar Ejuthukoi পুরস্কারের কথা ঘোষণা করলো কোন রাজ্য?

a) কেরালা
b) তামিলনাড়ু
c) কর্ণাটক
d) তেলেঙ্গানা

• সাংবাদিকতায় অসাধারন কাজ করেছেন যারা তাদের কে এই পুরস্কার প্রদান করা হবে।

• সম্প্রতি তামিলনাড়ু সরকার মাটির খেলনার ওপর GI tag এর কথা ঘোষণা করলো
• সম্প্রতি খবরে থাকা Mukurthi National Park তামিলনাড়ু তে অবস্থিত
• লোণ দিলো। চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই লোণ দিচ্ছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক। এটি 590 কিমি দীর্ঘ।
• সম্প্রতি তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্ষদাতা পরিষদ গঠনের কথা ঘোষণা করলো। যেটি একটি 5 সদস্যের বোর্ড যার সদস্যরা হলেন Esther Duflo, Raghuram Rajan, Arvind Subhramanian, Jean Dreze এবং S Narayan.
• সম্প্রতি তামিলনাড়ু সরকার স্কুলের শিক্ষার্থী দের যৌন হেনস্থা থেকে আটকানোর জন্য বিশেষ গাইডলাইন জারী করলো
• সম্প্রতি খবরে আছে Kudankulam Nuclear Plant. এর পঞ্চম ইউনিটের কাজ শুরু হয়েছে 29 জুন থেকে।
• তামিলনাড়ু Makkalai Thedi Maruthuvam নামে স্বাস্থ্য প্রকল্প চালু করলো
• ভোকেশনাল কোর্সে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী দের জন্য 7.5 শতাংশ আসন সংরক্ষণ করার কথা ঘোষণা করলো তামিলনাড়ু সরকার
• ভারতের প্রথম Dugong Conservation Reserve তৈরি হচ্ছে তামিলনাড়ুতে

Tamil Nadu:
• Capital: Chennai
• LS:39 RS: 18
• Madras Renamed as Tamil Nadu in 1969
• CM; M.K.Stalin
• Governor: Banwarilal Purohit
• High court: Madras High Court
• National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
• Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
• Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
• Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
• World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

  1. সম্প্রতি অনলাইন বেটিং এবং জুয়া বন্ধ করে দিলো কোন রাজ্য?

a) কেরালা
b) কর্ণাটক
c) তামিলনাড়ু
d) বিহার

• লটারি , ঘোড়া দৌড় জাতীয় অফলাইন বেটিং এ এটি প্রযোজ্য নয়। কর্ণাটকের হাইকোর্টের নির্দেশে এটি করলো কর্ণাটক সরকার।
• সম্প্রতি কর্ণাটক প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো
• রাজ্য মডেল ভাড়াটিয়া আইন(Model Tenancy Act) আনতে চলেছে কর্ণাটক
• ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি স্কিম চালু করলো কর্ণাটক
• Basavraj Bommai কর্ণাটকের 23 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
• ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের সংরক্ষণের কথা ঘোষণা করলো
• কৃষক পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য স্কলারশিপ চালু করলো
• 1509 সালের একটি পাথরের শিলালিপি পাওয়া গেলো কর্ণাটকে। বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় এটি নির্মিত। Sri Mahatobhara Visveswara Temple, Udupi তে এটি পাওয়া গেছে।
• ভারতের প্রথম green hydrogen electrolyser manufacturing unit তৈরি হলো কর্ণাটকে
• চিক্কামাগালুরুতে মশলা পার্ক তৈরি করতে চলেছে কর্ণাটক

Karnataka:
• Capital: Bengaluru
• Formation Date: 1st November 1956
• LS: 28 RS: 12
• CM; Basavraj Bommai
• Governor: Thawarchand Gehelot
• High court: Karnataka High Court[6]
• National Park: Bandipur, Bannerghatta, Anshi, Kudremukh, Nagarhole
• Dance form: Yakshagana, Kunitha, Dasarata, Doddatas, Sannatas, Parijata, Gaarudi Gombe
• Festival:Pattadkal Dance or chalukya dance, kambala, Karga, Hampi festival or Vijay utsav. Gowri habba, Mahamastabhisek(jain)
• World Heritage Site: Group of Monuments at Pattadakal, Group of Monuments at Hampi

  1. কোন ভারতীয় অভিনেত্রী Back to the Roots নামে বই রচনা করলেন?

a) প্রিয়াঙ্কা চোপরা
b) করিনা কাপুর
c) তামান্না ভাটিয়া
d) নেনা গুপ্তা

• প্রাচীন ভারতের স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে এখানে আলচনা করা হয়েছে। এই বই টি লিখতে সাহায্য করেছেন Luke Coutinho.

Jeet Thayil‘Names of the Women’
Nitin Gokhale‘Manohar Parrikar: Brilliant Mind, Simple Life’
Dr Achyuta Samanta‘Neelimarani- My Mother, My Hero’
Utkal Keshari Harekrushna Mahtab‘Odisha Itihaas’
Sanjay BaruIndia’s Power Elite: Class, Caste and a Cultural revolution’
Suresh Raina and Co-authored by Bharat Sundaresan‘Believe- What Life and Cricket Taught Me’
JK Rowling‘The Christmas Pig’
Amitav Ghosh‘The Living Mountain: A Fable for Our Times’
  1. ভারতের প্রথম বায়ো ব্রিক বিল্ডিং তৈরি করলো কোন IIT?

a) Kanpur
b) Hyderabad
c) Bombay
d) Delhi

• এটি BUILD প্রোজেক্টের অংশ। BUILD এর পুরো কথা Bold Unique Idea Lead Development।

• COVID 19 ভাইরাস চিহ্নিত করনের জন্য COVIRAP বানালো আই আই টি খড়গপুর।
• Agriculture & Water Technology Development Hub তৈরি হলো IIT Ropar এ।
• ভারতের প্রথম 3D Printed House বানাল IIT Madras
• IIT Roorkee তে ড্রোন রিসার্চ সেন্টার তৈরি হলো।
• সম্প্রতি আইআইটি খড়গপুর আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো
• প্রফেসর Shailesh Govind Ganpule ব্লাস্ট হেলমেট তৈরি করার জন্য NSG পুরষ্কার পেলেন। ইনি IIT Roorkee এর প্রফেসর
• সম্প্রতি IIT Ropar বিদ্যুৎ মুক্ত CPAP যন্ত্র জীবন বায়ু তৈরি করলো
• ক্যান্সার কোষ সনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদিমিক ভিত্তিক যন্ত্র তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো IIT Ropar
• COVIHOME নামে করোনা টেস্টিং কিট বানালো আইআইটি হায়দ্রাবাদ
• ভারতের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি Wheelchair Vehicle তৈরি করলো আইআইটি মাদ্রাজ
• বিশ্বের প্রথম গাছ ভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো IITRopar
• ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল তৈরি করলো আইআইটি মাদ্রাজ। এর নাম দেওয়া হয়েছে e source

Share with your friends

Leave a Comment