10th July 2021 Current Affairs In Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.
This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.
Download 10th July 2021 Current Affairs PDF:
Download 10th July 2021 Current Affairs PDF Bengali version From the given link below.
10th July 2021 Current Affairs in Bengali:
- সম্প্রতি কোন দেশ Fengun- 3E নামে নতুন উপগ্রহ লঞ্চ করলো?
a) রাশিয়া
b) অ্যামেরিকা
c) চীন
d) ফ্রান্স
এটি একটি আবহাওয়া উপগ্রহ। লঙ্গ মার্চ 4C রকেটে করে উৎক্ষেপণ করা হলো।
মঙ্গলের কক্ষপথে পৌঁছালো চীনের স্পেস এয়ারক্রাফট Tianwen- 1।
চীন এবং রাশিয়া মিলে যৌথভাবে। Lunar space station তৈরির সিদ্ধান্ত নিলো।
NEO-01 নামে প্রোটোটাইপ রোবট লঞ্চ করলো চীন
9 মে 2021 চীনের লংমার্চ 5B রকেট মালদ্বীপ এর কাছে ভেঙে পড়ল
Yaogan-34 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো চীন
দ্বিতীয় রাষ্ট্র হিসেবে মঙ্গল গ্রহে Zhurong নামে রোভার নামালো চীন
চীন সম্প্রতি সমুদ্র পর্যবেক্ষণ উপগ্রহ Haiyang-2D এর সফল উৎক্ষেপণ করল
সম্প্রতি Fengyun- 4B নামে উপগ্রহ উৎক্ষেপণ করলো । এটি একটি New Generation Meteorological Satellite
17 জুন 2021 চীন তিনজন মহাকাশচারী কে তাদের স্পেস ষ্টেশন এর উদ্দেশ্যে যাত্রা করালো। চীনের স্পেস ষ্টেশন Tiangong এর উদ্দেশ্যে যাত্রা করলো
China:
Capital: Beijing
Currency: Yuan, Renminbi
President: Xi Jinping
Parliament: National People’s Congress
Longest river: Yangtze River
National Sports: Table Tennis
China National Space Administration
Administrator: Zhang Kejian
Founded: 22 April 1993
Headquarters: Haidian District, Beijing, China
Abbreviation: CNSA
- এবছর ডিসেম্বর মাসে মৈত্রী পাওয়ার প্রোজেক্ট এর প্রথম ইউনিট কোথায় চালু হবে?
a) নেপাল
b) ভারত
c) বাংলাদেশ
d) জাপান
রামপালে এটি স্থাপন হতে চলেছে। 6 জুলাই 2021 দু দেশের মধ্যে ভার্চুয়াল মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হলো। এটি তে সাহায্য করবে ভারতের NTPC লিমিটেড।
বাংলাদেশ প্রথম ইলেকট্রিক যানবাহন তৈরির কারখানা স্থাপন করতে চলেছে ভারতীয় কোম্পানি omega seiki.
বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ সঞ্চালক হলেন তাসনুভা আনান শিশির। ইনি বৈশাখী টিভিতে সঞ্চালনা করবেন.
নিউ জলপাইগুড়ি ঢাকার মধ্যে মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
বাংলাদেশের যুবকদের জন্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ ঘোষণা করল নরেন্দ্র মোদি
Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে
ভারতীয় হাই কমিশন বাংলাদেশ এ সংস্কৃত শেখার অ্যাপ Little Guru চালু করলো
সম্প্রতি World Bank বাংলাদেশকে 1 বিলিয়ন ডলার অর্থ সাহায্য করলো
বাংলাদেশের ঢাকায় সম্প্রতি বংবন্ধু-বাপু মিউজিয়ামের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
বাংলাদেশ সম্প্রতি তাঁদের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের পরীক্ষা করলো
সম্প্রতি বাংলাদেশমাথা পিছু আয়ে ভারত কে ছারিয়ে গেলো
বাংলাদেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্স এ ছার দেওয়া হবে
Bangladesh:
Capital: Dhaka
Currency: Bangladeshi Tanka
Prime minister: Sekh Hasina
President: Abdul Hamid.
Longest river: Surma
Highest Peak: Keokradong
National Sports: Kabaddi
Important Point:
Border with West Bengal, Assam, Tripura, Meghalaya, Mizoram .
Total length of border with India- 4096 km.
Length of border with West Bengal- 2217 km.
Independence Day- 26th March (1971)
- সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি কে হত্যা করা হলো?
a) Jamaica
b) Indonesia
c) Haiti
d) Cuba
এখানকার রাষ্ট্রপতি Jovenel Moise কে হত্যা করা হয়েছে তাঁর বাসগৃহে। রাজধানী Port-o-Prince এ এই ঘটনা ঘটলো। ইনি 2017 থেকে রাষ্ট্রপতি ছিলেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে দেশে এমারজেন্সি ঘোষণা করা হয়েছে।
Continent: North America
Capital: Port-au-Prince
Currency: Haitian gourde
- কোন দেশে বিশ্বের উচ্চ তম বালির প্রাসাদ নির্মিত হলো?
a) অ্যামেরিকা
b) চীন
c) ডেনমার্ক
d) পোল্যান্ড
এর উচ্চতা 21.16 মিটার। এর আগে এই রেকর্ড ছিলো জার্মানির। 17.66 মিটার ছিলো তাঁর উচ্চতা। এটি তৈরি করতে 4860 টন বালি লেগেছে।
বিশ্বের প্রথম শক্তি দ্বীপ নির্মিত হচ্ছে ডেনমার্কে।
ডেনমার্ক বিদেশী বিনিয়োগ নিয়ে নতুন আইন আনতে চলেছে
উত্তরাখণ্ড ডেনমার্ক কে মিলেট শস্য রপ্তানি করবে
মানুষের বসবাসের জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করছে
Capital- Copenhagen
Currency- Krone
Prime Minister- Mette Frederiksen
- Operation Khukri: The Untold Story of Indian Armies Breath Peace Keeping Mission নামে কে বই লিখলেন?
Rajpal Puniya
Amartya Sen
RV Ravindran
Salman Rushdie
2000 সালে ভারতীয় সেনা সিরিয়াতে একটি সফল Rescue Operation করেছিলো। 13 জুলাই এর 21 বছর পূর্তি হবে সেই উপলক্ষে এই বইটি প্রকাশ করা হছহে এই ঘটনার ওপর।
Jeet Thayil ‘Names of the Women’
Nitin Gokhale ‘Manohar Parrikar: Brilliant Mind, Simple Life’
Dr Achyuta Samanta ‘Neelimarani- My Mother, My Hero’
Utkal Keshari Harekrushna Mahtab ‘Odisha Itihaas’
Sanjay Baru India’s Power Elite: Class, Caste and a Cultural revolution’
Suresh Raina and Co-authored by Bharat Sundaresan ‘Believe- What Life and Cricket Taught Me’
JK Rowling ‘The Christmas Pig’
Amitav Ghosh ‘The Living Mountain: A Fable for Our Times’
- কে 2021 সালের Humboldt Research Award for Economics পেলেন?
a) Kaushik Bashu
b) Shyam Sundar Gyani
c) P Sainath
d) Megha Rajagopalan
জার্মানির Hamburg এর Buserius Law School এর তরফ থেকে এটি প্রদান করা হলো। ইনি আগে World Bank এর শীর্ষ অর্থনীতিবিদ ছিলেন। এছারা ইনি 2009-12 এর মধ্যে ভারতের শীর্ষ অর্থনীতিক পরামর্শদাতা ছিলেন।
a) সম্প্রতি ভারতীয় সেনা তাদের একটি ফায়ার রেঞ্জের নাম কোন বলিউড অভিনেত্রির নামে রাখলো?
b) প্রিয়াঙ্কা চোপরা
c) বিদ্যা বালান
d) কঙ্কনা সেন শর্মা
e) মাধুরী দীক্ষিত
তাঁর ভারতীয় সিনেমার প্রতি অবদান এর কথা মাথায় রেখে ভারতীয় সেনা এই সম্মান জানালো। এটি জম্মু কাশ্মীরের গুলমার্গে অবস্থিত।
সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত হলো ডেজার্ট ফ্ল্যাগ সামরিক অনুশীলন।
বৃহত্তম উপকূলীয় মহড়া sea vigil 21 আয়োজিত হল।
ভারত এবং ফ্রান্সের বায়ু সেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট -21 আয়োজিত হল যোধপুরে।
তিন বাহিনীর সামরিক মহড়া AMPHEX 21 অনুষ্ঠিত হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে।
ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধঅভ্যাস-20 আয়োজিত হল রাজস্থানে।
ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ ক্রীড়া TROPEX-21 এর সমাধা হল ভারত মহাসাগরীয় অঞ্চলে।
ভারত এবং ইন্দোনেশিয়ার যৌথ নৌ-মহড়া PASSEX আয়োজিত হল আরবসাগর অঞ্চলে।
সেনাবাহিনীর সেলারি একাউন্ট হ্যান্ডেল করার জন্য ইন্ডিয়ান আর্মির সঙ্গে টাই আপ করলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক।
ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষেত এ যৌথ সেনা মহড়া DUSTLIK ii অনুষ্ঠিত হলো।
ভারত এবং বাহারিন নেভির মধ্যে passex অনুশীলন অনুষ্ঠিত হলো?
সম্প্রতি মাদাগাস্কার নেভি সঙ্গে প্রথমবার যৌথ নৌ সেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারত
হিমাচল প্রদেশ এ vajra Pahar 2021 নামে সামরিক অনুশীলন করলো ভারত আর আমেরিকা
Shantir Ogrosena জয়েন মিলিটারি এক্সারসাইজ বাংলাদেশ অনুষ্ঠিত হবে
ভারত এবং কিরঘিজিস্তানের মধ্যে খাঞ্জার সামরিক অনুশীলন বিস্কেক অনুষ্ঠিত হলো
বরুনা নামে নৌ সেনা মহড়ায় ভারত ও ফ্রান্সের সঙ্গে অংশ নিচ্ছে ইউএই
করোনা মোকাবিলা করতে CO- JEET শুরু করলো ইন্ডিয়ান আর্মড ফোর্স
ভারতীয় সেনা কে এমারজেন্সি ফান্ড ব্যাবহারে ছার দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
ভারত এবং ইন্দোনেশিয়া নৌসেনার মধ্যে আরব সাগরে Passage সামরিক মহরা অনুষ্ঠিত হলো
অক্সিজেন পুনর্নবীকরণ সিস্টেম তৈরি করল ভারতীয় নেভি
সম্প্রতি মারা গেলেন পাঞ্জাব সিং। ইনি ভারতীয় সেনার কর্নেল। 1971 বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তাঁকে Hero of Poonch বলা হতো
Ashrita V. Oleti ভারতের প্রথম এবং একমাত্র মহিলা flight test engineer
Deputy Chief of Naval staff রনভিত সিং নিযুক্ত হলেন
Operation Samudrasetu চালু করেছিলো ভারতীয় নেভি।
INS Rajput কে Commissioned করে দেওয়া হলো 40 বছর পর।
ভারতীয় নৌসেনা থাইল্যান্ড সঙ্গে CORPAT সামরিক মহরা শুরু করলো
সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাঁর নাম IN EUNAVFOR
2021 এর ফ্লিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ জাহাজ এর পুরষ্কার পেলো INS Sahyadri
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি তে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার INS Vikrant 2022 সালে চালু হবে
- All India Radio এর ডিরেক্টর জেনারেল কে হলেন?
a) N Venudhar Reddy
b) Praveen Sinha
c) Suresh N Patel
d) Amitab Kant
ইনি 1988 সালের আইএএস ব্যাচের অফিসার। ইনি এর আগে News Services Division এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল ছিলেন।
All India Radio
Founder: Government of India
Founded: 1936, Delhi
Headquarters: Sansad Marg, New Delhi – 110001, India
Owner: Prasar Bharati
- আইসিসি মহিলা আন্তর্জাতিক একদিনের ক্রিকেট র্যাঙ্কিং এ শীর্ষ স্থানে এলেন কোন ব্যাটসম্যান?
a) Smriti Mandana
b) Shefali Verma
c) Deepti Sharma
d) Mithali Raj
ইনি সম্প্রতি মহিলাদের ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বকালের সর্বাধিক রান স্কোরার হয়েছেন। 2018 সালের পর তিনি এই প্রথম শীর্ষ স্থানে এলেন।
Board of Control for Cricket in India
Abbreviation BCCI
Founded 1928
Headquarters Wankhede Stadium
Location Churchgate, Mumbai, Maharashtra, India
President Sourav Ganguly
Vice president(s) Rajeev Shukla
Secretary Jay Shah
Men’s coach Ravi Shastri
Women’s coach Ramesh Powar
- Revathi Veeramani সম্প্রতি টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত?
a) দৌড়
b) সটপুট
c) শুটিং
d) কুস্তি
ভারত 4*400 মিটার রিলে তে কোয়ালিফাই করেছে। তাঁর ই খেলোয়ার হিসেবে তাকে নেওয়া হলো ভারতীয় টিমে। ট্রায়ালে তিনি 53.55 সেকেন্ড এ দৌড় শেষ করেন। ইনি তামিলনাড়ুর বাসিন্দা।
History of Modern Olympics
1st- 1896- Athens
2020- Tokyo (32th)
2024- Paris
2028- Los angeles
International Olympic Committee
Headquarters: Lausanne, Switzerland
President: Thomas Bach
Founded: 23 June 1894, Paris, France
- 2022 সালের মহিলা এএফসি এশিয়া কাপ কোন ভারতের কোন দুটি শহরে অনুষ্ঠিত হবে?
a) মুম্বাই
b) পুনে
c) উভয়
d) কোনোটি নয়
20 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাই ফুটবল এরিনা এবং পুনের ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত হবে।
Asian Football Confederation
President: Salman Bin Ibrahim Al-Khalifa
Headquarters: Kuala Lumpur, Malaysia
Region served: Asia (AFC)
Founded: 8 May 1954, Manila, Philippines
All India Football Federation
Vice-President: Subrata Dutta
President: Praful Patel
Headquarters location: New Delhi
Founded: 23 June 1937
- 9 জুলাই থেকে কোন রাজ্য Raythu Vishwas Chaitanya Yatra আয়োজন করা শুরু করলো?
a) ছত্তিসগড়
b) উড়িষ্যা
c) মধ্যপ্রদেশ
d) অন্ধ্র প্রদেশ
9 থকে 23 জুলাই পর্যন্ত এটি আয়োজন করা হবে। কৃষকদের কৃষি সংক্রান্ত ব্যাপারে আরো বেশী সচেতন করার জন্য এই উদ্যোগ। মূলত কৃষি এবং কৃষি জাত দ্রব্যের দাম নিয়ে আরো বেশী সচেতন করা হবে।
ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে অন্ধপ্রদেশ বাড়িতে রেশন প্রদান করল।
প্রাইম মিনিস্টার কিসান নেশনাল আওয়ার্ড পুরস্কার পেল অন্ধপ্রদেশের অনন্তপুরম জেলা।
Scotch Challenger award chief minister of the year- অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি
খবরের সত্যতা যাচাই করার জন্য ওয়েবসাইট ও টুইটার একাউন্ট লঞ্চ করল অন্ধপ্রদেশ সরকার।
ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করতে চলেছে
সম্প্রতি অন্ধ্র প্রদেশ সারকার jaganna vidya divena প্রকল্পের প্রথাম কিস্তি এর জন্য ৬৭২ কোটি টাকা বরাদ্দ করল
ওয়াই এস আর সম্পুরনা পোষণ স্কিম চালু করেছে।
ওয়াই এস আর আরোগ্যশ্রী স্কিম চালু করেছে।
জাগান্না আম্মা বাড়ি স্কিম চালু করেছে।
দেশের প্রথম ফ্রুট ট্রেন চলেছে
নাডূ নেডূ প্রকল্প চালু করেছে।
ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে।
রাজ্যের বেকার যুবকদের স্কিল ট্রেনিং দেও্যার জন্য মাইক্রোসফট এর সঙ্গে চুক্তি করলো অন্ধ্রপ্রদেশ সরকার
সম্প্রতি অন্ধ্রপ্রদেশঅনাথ শিশুদের জন্য 10 লক্ষ টাকার Fixed Deposit ঘোষণা করলো
YSR Jaganna Colony Project চালু করলো অন্ধ্র প্রদেশ
সম্প্রতি ছোট দোকানদার এবং ব্যাবসায়ি দের সাহায্য করতে Jagananna Thodu Scheme চালু করলো
সম্প্রতি অন্ধ্র প্রদেশ সরকার রাজ্যের সমস্ত কলেজে ইংরাজি মাধ্যম বাধ্যতা মূলক করলো
সমস্ত সরকারি চাকরীর পরিক্ষা থেকে ইন্টারভিউ তুলে দিলো অন্ধ্র প্রদেশ
আন্তর্জাতিক ই এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিতস্থি অন্ধ্র প্রদেশে
2021-24 সালের জন্য আইটি পলিসি চালু করলো অন্ধ্রপ্রদেশ
অন্ধ্রপ্রদেশ সম্প্রতি নতুন গাইডলাইন সহ বীমা স্কিম আনলো
Andhra Pradesh:
Capital: Amaravati
LS:25 RS:11
Formation date: 1 November 1956
CM; Y. S. Jagan Mohan Reddy
Governor: Biswabhushan Harichandan
High court: Andhra Pradesh High Court
National Park: Sri Venkateswara, Rajiv Gandhi, Papikonda
Dance form:Vilasini Natyam, Veranatyam, Dhimsa, Lambadi, Butta Bommalu, Bhama, Kalapam
Festival: Flemingo, Srivari Bramhotsavam (Tirupati),Visaka utsav, Tirupati Ganga Jatra, Ugabi
Ramsar Site- Koleru Lake
- তিনটে টাইগার রিজার্ভ কে সংযোগ করার জন্য টাইগার করিডোর বানাতে চলেছে কোন রাজ্য?
a) রাজস্থান
b) পশ্চিমবঙ্গ
c) গোয়া
d) মহারাষ্ট্র
রাজস্থানের Ranathambore Tiger Reserve, Ramgarh Tiger Reserve, Mukundra Tiger Reserve কে সংযোগ করবে এই করিডর।
আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা যোজনা চালু করল রাজস্থান।
মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো
ভারতের প্রথম রাজ্য Farm কে কেন্দ্র করে সৌর শক্তি প্রকল্প আনলো PM- KUSUM Scheme এর অধীনে
করোনা সক্রমন রুখতে পাবলিক ডিসিপ্লিন ফর্টনাইট ঘোষণা করলো রাজস্থান
Black Fungus বা Mucormycosis কে মহামারী রোগ ঘোষণা করলো
ভিখারি মুক্ত অভিজান চালু করেছে।
ইন্দিরা রসোই যোজনা চালু করেছে।
Suposhit Ma Ovijan চালু হলো কোটা তে।
সম্প্রতি রাজস্থান Mukhyamantri Anuprati Coaching Scheme চালু করলো
রাজস্থান মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে
সম্প্রতি রাজস্থান Vedic education and sanskar board স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে
রাজস্থানের Ramgarh Vishdhari অভয়রান্য দেশের 52 তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষিত হলো। এটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম জয়পুর শহরে স্থাপিত হচ্ছে
Rajasthan:
Capital: Jaipur
LS:25 RS:10
CM; Ashok Gehlot
Governor: Kalraj Mishra
High court: Rajasthan High Court, Jodhpur
National Park: Ranathambore, Keoladeoghana, Dessert SAriska, Mukundrahills.
Dance form: Ghomar, Bhavai, Kalbelia, Kathputli, Chari or Pot, Kachhi Ghodi, Chakri, Gair, gavari, Terah Taali.
Festival: Gangaur, Elephant, Urs Festival, Pushkar fair, Baneswar Fair, Jaisalmeer Dessert
Ramsar Site: Keoladeo National Park, Sambhar lake
World Heritage Site: Keoladeo National Park, The Jantar Mantar, Jaipur , Hill Forts of Rajasthan, Jaipur