10th August 2021 Current Affairs In Bengali | 10th আগস্ট 2021 কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs

10th August 2021 Current Affairs Today Bengali PDF: Current Affairs is an important section of all examinations including Banking, SSC, UPSC, and Railways, and those who are preparing for the upcoming exams in 2021 must be well prepared with this section.

This Daily Current Affairs section covers all important aspects of general awareness like Recent Appointments, State News, National News, International News, Defense News, and many more sections. Also, You can download this in PDF format. You can view the detailed analysis of the July 2021 Current Affairs from our youtube channel.

Download 10th August 2021 Current Affairs PDF:

Download 10th August 2021 Current Affairs PDF Bengali version From the given link below.

10th August 2021 Current Affairs in Bengali:

  1. সম্প্রতি Sozard Marijne ভারতের কোচের পদ ত্যাগ করলেন। ইনি কোন খেলার কোচ ছিলেন?

a) ভারতীয় পুরুষ হকি দল
b) ভারতীয় মহিলা হকি দল
c) ভারতীয় পুরুষ ফুটবল দল
d) ভারতীয় মহিলা ফুটবল দল

• টোকিও অলিম্পিকে ভারতের ঐতিহাসিক ফলাফলের পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। ইনি 2017 সালে ভারতীয় মহিলা দলের কোচ হন তারপর তিনি ভারতীয় পুরুষ হকি দলের কোচ নিযুক্ত হন। তারপর 2018 সালে তিনি পুনরায় মহিলা দলের কোচ নিযুক্ত হন।

Hockey India
• Founded 2009
• Affiliation date 2011
• Headquarters New Delhi, India
• President Gyanendro Nigombam
• Replaced Indian Hockey Federation (1925–2008)

International Hockey Federation
• Headquarters: Lausanne, Switzerland
• President: Narinder Dhruv Batra
• Founded: 7 January 1924, Paris, France

  1. সম্প্রতি কোন সংস্থা এই রিপোর্ট দিলো যে কোভ্যাক্সিন এবং কোভিসিল্ড এর মিশ্রণ করোনা ভাইরাসের ক্ষেত্রে বেশী উপযোগী?

a) WHO
b) ICMR
c) IISC
d) None of the above

• এদের গবেষণা অনুযায়ী যে সমস্ত ভ্যাকসিন Adenovirus vector platoformed based vaccine এবং যে সমস্ত ভ্যাকসিন Inactivated whole virus vaccine এদের মিশ্রণ সবথেকে ভালো কাজ করছে এবং এটি ক্ষতিকর নয়।

Indian Council of Medical Research
• Headquarters: New Delhi
• Founder: Government of India
• Founded: 1911
• Chairman: Dr. Balram Bhargava

  1. 2021 সালের আগস্ট মাসের মধ্যে সারা ভারতে কতগুলি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হলো?

a) 15000
b) 10000
c) 8000
d) 5000

• 2025 সালের মার্চ মাসের মধ্যে 10500 কেন্দ্র খোলার পরিকল্পনা আছে। এই দোকানের মালিক দের 5 লক্ষ টাকা Incentive প্রদান করা হয়।

  1. ক্যাবিনেট সচিব Rajiv Gauva এর কার্যকালের মেয়াদ কতদিনের জন্য বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার?

a) 1 বছর
b) 2 বছর
c) 3 বছর
d) 4 বছর

• ইনি 1982 সালের আইএএস অফিসার। ইনি ঝাড়খণ্ডের মুখ্য সচিব হিসেবে কাজ করেছেন।

  1. ভোকেশনাল কোর্সে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী দের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করার কথা ঘোষণা করলো তামিলনাড়ু সরকার?

a) 7
b) 7.5
c) 8
d) 10

• এই কোর্স গুলি তে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী দের যোগদান যাতে বৃদ্ধি পায় তাই এই সিদ্ধান্ত।

• এশিয়ার সবথেকে বড় ক্যাটেল পার্ক উদ্বোধন করা হলো তামিলনাড়ুর সালেম জেলায়।
• ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করছে তামিলনাড়ুর চেন্নাইতে।
• ভারতের প্রথম জলাভূমি সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হবে চেন্নাইতে।
• এক হাজার মেগাওয়াটের নেভেলি থার্মাল পাওয়ার প্রজেক্ট এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি।
• জেল বন্দিদের জন্য অনলাইন যোগা সেশন শুরু করলো তামিলনাড়ু
• ভারতে মাছের জন্য যে টিকা প্রথম বারের জন্য তৈরি হলো তাঁর নাম কি Nodavac-R। এটি তৈরি করেছে চেন্নাই এর Central Institute of Brakish Aquaculture
• সম্প্রতি তামিলনাড়ু সরকার মাটির খেলনার ওপর GI tag এর কথা ঘোষণা করলো
• সম্প্রতি খবরে থাকা Mukurthi National Park তামিলনাড়ু তে অবস্থিত
• সম্প্রতি চেন্নাই এর শিল্প পরিকাঠামোর উন্নতির জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক 3500 কোটি টাকা লোণ দিলো। চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই লোণ দিচ্ছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক। এটি 590 কিমি দীর্ঘ।
• সম্প্রতি তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্ষদাতা পরিষদ গঠনের কথা ঘোষণা করলো। যেটি একটি 5 সদস্যের বোর্ড যার সদস্যরা হলেন Esther Duflo, Raghuram Rajan, Arvind Subhramanian, Jean Dreze এবং S Narayan.
• সম্প্রতি তামিলনাড়ু সরকার স্কুলের শিক্ষার্থী দের যৌন হেনস্থা থেকে আটকানোর জন্য বিশেষ গাইডলাইন জারী করলো
• সম্প্রতি খবরে আছে Kudankulam Nuclear Plant. এর পঞ্চম ইউনিটের কাজ শুরু হয়েছে 29 জুন থেকে।
• তামিলনাড়ু Makkalai Thedi Maruthuvam নামে স্বাস্থ্য প্রকল্প চালু করলো

Tamil Nadu:
• Capital: Chennai
• LS:39 RS: 18
• Madras Renamed as Tamil Nadu in 1969
• CM; M.K.Stalin
• Governor: Banwarilal Purohit
• High court: Madras High Court
• National Park: Guindy (Chennai), Gulf of Mannar, Indira Gandhi (annamalai), Mudumalai, Mukurthi.
• Dance form: Kummi, Kolattam, Kavaedi attam, oyilattam, poikkaal Kuthriai attam, Peacock dance.
• Festival: Pongal, Puthandu, Chapparam, Mahamaham, Thalipusam
• Ramsar Site: Point Calimere Wildlife and Bird Sanctuary,
• World Heritage Site: Great Living Chola Temples, Group of Monuments at Mahabalipuram

  1. ভারতের কোন কেন্দ্র শাসিত অঞ্চলে Pani Maah ক্যাম্পেন চালু হলো?

a) লাদাখ
b) আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জ
c) জম্মু ও কাশ্মীর
d) দিল্লী

• এক মাস ব্যাপি এই ক্যাম্পেন। জল জীবন মিশন কে আরো দ্রুত করার জন্য এই উদ্যোগ। জলের গুরুত্ব সম্পর্কে সাধারন মানুষ কে সচেতন করা এর আরেক উদ্দেশ্য। এতে মোট তিনটি বিষয়ে গুরুত্ব অর্পণ করা হবে- জলের গুনমান পরীক্ষা। জলের সাপ্লাই, গ্রামে জলের চাহিদা মেটানো।

• সম্প্রতি লাদাখ সমস্ত চাকরী স্থানীয় দের জন্য সংরক্ষিত করে দিলো
• সম্প্রতি লাদাখে ভারতীয় সেনা Project Ignited Minds চালু করলো।
• Youn Tab Scheme 2021 চালু করলো লাদাখ।
• সম্প্রতি লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল খোলা স্থানে শৌচ মুক্ত (Open Defecation Free) বলে ঘোষিত হলো
• সম্প্রতি লাদাখ শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলার জন্য Community Radio Network চালু করার পরিকল্পনা করছে
• ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে 100% প্রথম করোনা ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করলো লাদাখ
• লাদাখ নিজেদের সম্পূর্ণ অরগ্যানিক বানানোর জন্য সিকিমের সঙ্গে সমঝোতা করলো
• লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তা কোথায় তৈরি করছে বর্ডার রোড অরগ্যানাইজেসন। পূর্ব লাদাখে Umlingla Pass এ এটি নির্মাণ করা হবে। এর উচ্চতা হবে 19300 ফুট।

Ladakh:
• Capital:Leh
• Formation Date: 31 October 2019
• Lt. Governor: Radha Krishna Mathur
• High court: Jammu and Kashmir high Court
• National Park: Hemmis
• Festival:Losar, Hemis, Sindhu Darshan, Dosmoche
• Ramsar Site: Tsomoriri, Tso Kar Wetland Complex

  1. ভি এম কানাডে কোন রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন?

a) দিল্লী
b) মহারাষ্ট্র
c) পশ্চিমবঙ্গ
d) হরিয়ানা

• ইনি মহারাষ্ট্র হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কষিয়ারী এটির অনুমোদন দিলেন।

• Health Infra Parameters এ প্রথম স্থানে আছে ভারতের পুনে।
• ভারতের পুনেতে সম্প্রতি কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র স্থাপন করা হলো
• সম্প্রতি মহারাষ্ট্র national institute of medicinal plants স্থাপনের অনুমতি দিয়েছে
• মহারাষ্ট্র সম্প্রতি Mission Oxygen Self Reliance চালু করলো
• বাড়িতে করোনা টেস্ট করার জন্য ICMR এর অনুমদন প্রাপ্ত করোনা টেস্ট কিটের CoviSelf. এটি বানিয়েছে পুনের কোম্পানিMyLab Discovery Solutions.
• সম্প্রতি মহারাষ্ট্র করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করলো
• সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রশিক্ষণ দেওয়ার জন্য Maharashtra Apprenticeship Promotion Scheme চালু করলো।
• সম্প্রতি বোম্বে হাইকোর্ট এমপি Navneet Kaur Ranaএর সিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিলো
• মহারাষ্ট্র সরকার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাল ঠাকরে এর নামে রাখলো
• মুকুন্দ গোসাবি রাজ্যের করোনা ভ্যাক্সিনেসন প্রগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
• Bone Death রোগের প্রথম ঘটনা ভারতের মহারাষ্ট্র দেখা গেলো
• ভারতের প্রথম বেসরকারি LNG প্ল্যান্ট নাগপুর শহরে স্থাপিত হলো
• ভারতের প্রথম রাজ্য হিসেবে ব্লক চেন টেকনোলোজির সাহায্যে শিক্ষা সংক্রান্ত নথি জারী করতে চলেছে মহারাষ্ট্র

Maharashtra:
• Capital: Mumbai
• LS: 48 RS: 19
• Formation Day: 1 May 1960
• CM; Uddhav Thackeray
• Governor: Bhagat Singh Koshyari
• High court: Bombay High Court
• National Park: Tudobu, gugmal, Nawegaon, Jaharlal Neheru, (Pench), Sanjay Gandhi ( Borivili), Chandoli.
• Dance form: Dhagri, Gaja, Koli, Povadas, Lavani, Pavri, Dindi
• Festival: Ganes chaturthi, Gudi Padwa, Bhubeej, Narali Purnima, Vat purnima, Kalidas Festival, Elephanta Festival, Kala Ghoda Art
• Ramsar Site: Nandur Madhameshwar ,Lonar lake
• World Heritage Site: Chhatrapati Shivaji Terminus, The Victorian and Art Deco Ensemble of Mumbai, Elephanta Caves, Ajanta Caves, Ellora Caves

  1. ভারতের কোন রাজ্যে সফটঅয়্যার ল্যাব চালু করতে চলেছে আইবিএম?

a) কেরালা
b) আসাম
c) বিহার
d) দিল্লী

• কোচি শহরে এটি স্থাপন করবে। কেরালার নলেজ ইকনমি মিশনের এটি একটি পার্ট।

IBM
• International Business Machines
• CEO: Arvind Krishna
• Founder: Charles Ranlett Flint
• Founded: 16 June 1911, Endicott, New York, United States
• Headquarters: Armonk, New York, United States

  1. ভারতের প্রথম জাতীয় Heart Failure Biobank কোন সংস্থা স্থাপন করলো?

a) NBPGR
b) IDRBT
c) SCTIMST
d) ACRC

• Shri Chitra Tirunal Institute for Medical Sciences and Technology এটি স্থাপন করলো। এটি রক্ত সংগ্রহ, biopsy এবং ক্লিনিকাল ডেটা সংগ্রহ করবে। এখানে করোনা পরবর্তী Heart Failure সম্পর্কেও গবেষণা করা হবে। এটি কেরালায় চালু হলো।

Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Technology
• Established 1976
• President V. K. Saraswat
• Director Jayakumar K
• Location Thiruvananthapuram

  1. প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সহজীবনম প্রোজেক্ট চালু করলো কোন রাজ্য?

a) কেরালা
b) আসাম
c) বিহার
d) দিল্লী

• রাজ্য কে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য আদর্শ বানিয়ে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প। আপাতত 100 দিনের একটি রোড ম্যাপ প্রস্তুত করা হয়েছে।

• এন সি সি তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন দিল কেরালা হাইকোর্ট।
• ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে।
• 48 টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য ন কোটি টাকা অনুমোদন করলো কেরালা
• Alappuzha স্থাপিত হবে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম।
• সম্প্রতি প্রয়াত R. Gauri Amma কেরাল রাজ্যের প্রথম Revenue Minister ছিলেন।
• Arya Rajendra মাত্র 21 বছর বয়সে Thiruvababtpuram এর মেয়র হয়েছেন।
• Smart Kitchen প্রকল্প চালু করলো কেরালা
• সম্প্রতি কেরালা Knowledge Economy মিশন চালু করলো
• কেরালা Aparajita নামে পোর্টাল লঞ্চ করলো
• বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য Airport Council International Award পেলো Cochin International Airport
• ভারতে Zika ভাইরাসের প্রথম ঘটনা কেরালাতে দেখা গেলো। এটি একটি মশা বাহিত রোগ। কেরালার 24 বছর বয়সি একজন গর্ভবতী মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেলো।
• কেরালা তাদের নিজস্ব OTT Platform চালু করতে চলেছে
• গর্ভবতী মহিলাদের টিকাকরনের জন্য Mathru Kavacham ক্যাম্পেন চালু করলো কেরালা
• মহিলাদের সুরক্ষার জন্য কেরালা Pink Protection প্রোজেক্ট চালু করলো
• কেরালার Perumkulam গ্রাম রাজ্যের প্রথম বই এর গ্রাম বা Village of books এর তকমা পেলো। এটি ভারতের দ্বিতীয় গ্রাম যারা এই তকমা পেলো। প্রথম পেয়েছিলো মহারাষ্ট্রের Bhellar গ্রাম।
• Bhageerathi Amma যিনি ভারতের সবথেকে বয়স্ক শিক্ষার্থী 107 বছর বয়সে মারা গেলেন।
• Educational Empowerment Fund চালু করলো কেরালা। Vindyakiranam Project এবং ওয়েবসাইট চালু করা হলো এর জন্য।

Kerala:
• Capital: Thiruvananthapuram
• Formation Date: 1 November 1956
• LS:20 RS: 9
• CM; Pinarayi Vijayan
• Governor: Arif Mohammed Khan
• High court: Kerala High Court, Kochi
• National Park: Eravikulam, Periyar, Silent Valley, Anamudi, Mathikettan, Shola Pambadum
• Dance form: Theyyam, otan thullal, thiruvathirakali, thirayattam
• Festival: Thrissur pooram, Makarivilakku, Onam, Oram, Attukal Pongala, Vishu, Theyyam
• Ramsar Site: Sasthamkotta lake, Vembanad Kol Wetland, Ashtamudi Wetland

Share with your friends

Leave a Comment